জাহিদ

জাহিদ অর্থ শূন্য মানুষ কখনো কারো আপন হয় না..

14/10/2024

অনেক দিন ধইরা নিজেরে খুঁজতাছি..
সেই কবে যে হারাইলাম আর পাইলাম না""

😅😅
21/09/2024

😅😅

❤️
18/09/2024

❤️

15/08/2024

১০দিন আগে যে লোকটি পুরা আদালত পাড়া নিয়ন্ত্রণে রাখতেন, যিনি নিজে আইন প্রণেতা ছিলেন, আজ তার পক্ষে একজন আইনজীবী খুঁজে পাওয়া যায়নি।আফসোস হয়।
এরপরও কী শিক্ষাগ্রহণ করব না?

জনপ্রিয়তার সর্বোচ্চ চূড়ায় থেকেও তিনি বাংলাদেশের ক্রিকেটারদের মতো শো রুম উদ্বোধন করতে যান না!তিনি কোনোদিন নির্বাচনের জন্য...
14/04/2024

জনপ্রিয়তার সর্বোচ্চ চূড়ায় থেকেও তিনি বাংলাদেশের ক্রিকেটারদের মতো শো রুম উদ্বোধন করতে যান না!

তিনি কোনোদিন নির্বাচনের জন্য মনোনয়ন আবেদনপত্র জমা দিতে যাননি!

তিনি সস্তা জনপ্রিয়তার পেছনে ছুটেন না!

তিনি নিজের ব্যাক্তিত্বকে বিকিয়ে চাটুকার তেলবাজদের মতন কথা বলেন না!

তিনি রাতারাতি হঠাৎ করে তারকা বনে যাননি!

তিনি কোনো পদক পাওয়ার আশায় কাজ করেন না কিংবা লবিং করেন না!

তিনি বাংলাদেশে দীর্ঘ সময় ধরে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন এমনই একজন!

৬০ বছর বয়সও কনসার্টে তিনি এদেশে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী!

চাইলেই কোন মিডিয়া, টিভি সাংবাদিক তার ইন্টারভিউ নিতে পারেনা!

তার গান এদেশের আবালবৃদ্ধবনিতা সকল শ্রেণির মানুষেরা শুনেন!

তার কনসার্টে যত দর্শক হয়, আর কারো কনসার্টে এতো দর্শক হয় না!

তিনি কোন পদক কিংবা ল পুরষ্কার এর জন্য গান করেন না!

তিনি অনেক বড় রকস্টার হওয়া সত্যেও নিজেকে নিজে বড় মনে করেন না কিংবা কেন তিনি কিংবদন্তি রকষ্টার তার ফিরিস্তি দিতে যান না!

তিনি কিংবদন্তী হওয়া সত্ত্বেও কোনোরুপ অহংকার
করে কথা বলেন না!

তিনি মিডিয়ার সামনে এসে মিথ্যা, বানোয়াট বিভ্রান্তিকর কোন কথা বলেন না!

তিনি কারো পেছনে কথা, হিপোক্রেসি কিংবা গীবত করেননা!

প্রিয় আপনাকে এই দেশের মানুষ এই দেশের শিল্পী মিউজিশিয়ানরা অনেক ভালোবাসে, ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন।

04/03/2024

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৫-১ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে ব্রাজিল

মেনশন দিলে আর পোস্ট করা হবে না 😁
24/10/2023

মেনশন দিলে আর পোস্ট করা হবে না 😁

ভালোবাসার আরেক নাম  #জেমস ❤️❤️
11/08/2023

ভালোবাসার আরেক নাম #জেমস ❤️❤️

11/08/2023

ডায়লগ 😁

☺️
10/08/2023

☺️

❤️❤️
04/08/2023

❤️❤️

***৪১ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত জয়পুরহাটের কৃতিসন্তান বেলাল উজ্জ্বল কে জয়পুরহাট নিউজ ২৪ এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

***বেলাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন।

29/07/2023

ইটের জবাব ইট দিয়েই দিতে হয়।

😀🤭
16/07/2023

😀🤭

দিন শেষে একটাই ভালোলাগা যা কোন কিছুর বিনিময়ে ওজন করা সম্ভব না তুমি আমার সেই পূর্ণতা।
06/07/2023

দিন শেষে একটাই ভালোলাগা যা কোন কিছুর বিনিময়ে ওজন করা সম্ভব না তুমি আমার সেই পূর্ণতা।

🙂
05/07/2023

🙂

13/06/2023

বৃষ্টি আসলে বুঝা যায় বাড়ির টিনের চালে ছিদ্র কোথায়।
তেমন বিপদ আসলে বুঝা যায় আত্মীয় স্বজন কতোটা নিষ্ঠুর হয়।

23/05/2023

ভালোবাসা কি জানেন.? 🙂

ফাতেমা (রা:) কুরআন পাঠ করেছিলেন, তখনই পুরুষদের চারটে বিয়ে করার অনুমতি দেওয়ার কথাটা সামনে আসে তৎক্ষণাৎ তিনি ধির কণ্ঠে কুরআন পড়তে থাকে, যেনো আলী (রা:) শুনতে না পান, আলী (রা:) মুচকি হেসে বললেন তুমি একাই চার জনের সমান❤️

Address

Joypur

Alerts

Be the first to know and let us send you an email when জাহিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share