
16/02/2025
আমরা সকলেই প্রায় ছবির আপুটিকে চিনি। তার এই হাসিমাখা মুখটাকে দেখে নানান মন্তব্য করে থাকি।
আসল কাহিনী জানা যাক।
পুরো নাম তানজিরি আলম সাথী। সাথী আপু যখন ইন্টারমেডিয়েটে পড়েন তখন উনার বয়স ১৭বছর। তখন তার বিয়ে হয়ে যায়। বিয়ের ৪-৫ মাসের মাথায় কনসেভ করেন এবং ১বছর ৩মাসের দিকে বাচ্চা জন্ম দেন। পারিবারিক সমস্যার কারনে তাদের সংসার জীবনে নেমে আসে কালো মেঘ।
দু'জনে হয়ে যান আলাদা। ফিরে আসেন তার ছোট্ট মেয়েটিকে নিয়ে বাবার বাড়ি। তার মেয়ের বর্তমান বয়স ৮ বছর। তার গান করা বা ভিডিও আপলোড করা সবি তার মেয়ের জন্য। যখন তিনি বাবার বাড়িতে ফিরে আসেন তখন তার হাত ছিলো শুন্য। তার মেয়েকে লালন-পালন করার মতো সাধ্য ছিলো না। তার জন্যই হয়ে উঠেন তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। কনটেন্ট তৈরি করে যা উপার্জন করেন সবি তার নিজের প্রয়োজন এবং তার মেয়ের পিছনে ব্যয় করেন।
ক"জন মা আছে এই পৃথিবীতে সন্তানের দায়িত্ব পালন করার জন্য নিজের সুখটা বলি দিতে। পরবর্তীতে আবারো তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হোন এবং প্রথম স্বামী একজন প্রবাসী। কাউকে নিয়ে মন্তব্য করার আগে তার পিছনের কাহিনী জানুন, তারপর মন্তব্য করুন।
জীবন নাটকের চেয়েও নাটকীয়!
হাজারো স্যালুট তোমায় বোন।
এমন মা/মেয়ে প্রতিটি ঘরে বার বার জন্ম হোক।❤️
© #সংগৃহীত।।