As Entertainment 39

As Entertainment 39 good
(4)

কিছু লীগ শয়তান এখনো দেশে আছেএই সব গুজব ছড়ানো জন্য দেশে আছেই।282 কোটি 15 লক্ষ টাকার 90 হাজার টন ইউরিয়া সার হাসিনা কিনল...
02/09/2024

কিছু লীগ শয়তান এখনো দেশে আছে
এই সব গুজব ছড়ানো জন্য দেশে আছেই।
282 কোটি 15 লক্ষ টাকার 90 হাজার টন ইউরিয়া সার হাসিনা কিনলে দাম আসে 31.35 টাকা পরে ।

আর বাজার রেট খুচরা 29/30 টাকা কেজি। তাহলে কি এত দিন সরকার লোচ দিয়ে বিক্রি করলো??

আর ড ইউনুস এর বিষয় তো পুরো টা ভুয়া। মানুষ এখন হিসাব করা শিখছে। এত বোকা নয়।

25/08/2024

# # #সতর্ক_বার্তা # # #
#দেশে সাময়িক বাহিনীর সকলের আলাদা একটা পোশাক আছে..
#কিন্তু ছাত্রছাত্রী নির্দিষ্ট পোশাক থাকলে ও তারা সিভিল পোশাকে তাদের student power কিন্তু একই..
তাই অন্যায় করার আগে আশেপাশে দেখেই অন্যায় করবেন..😜😜

কারণ কখন ছাত্ররা চলে আসে..😜

25/08/2024

এমন হইলে আর কি লাগে... দেশ সুন্দর হবে ইনশাআল্লাহ্

বেশি শাসন ভালো না দিপু আফা😜🤪
22/08/2024

বেশি শাসন ভালো না দিপু আফা😜🤪

10/08/2024

#গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ ইবি'র সেনা কনভয়ে আক্রমণ করে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অ্যাম্বুলেন্স এবং সেনাবাহিনীর তিনটি গাড়িতে অগ্নিসংযোগ এবং সেনাসদস্যদের কুপিয়ে আহত করে তারা। এর পরও সেনাসদস্যরা অত্যন্ত ধৈর্য্যের পরিচয় দেয় এবং আওয়ামী সমর্থকদের প্রতি গুলিবর্ষণ হতে বিরত থাকেন।

এখন বুঝছেন অগ্নিসংযোগ ও ভাংচুর এবং হত্যার চেষ্টা কারা করে।

এমন হাজার হাজার অসাম্প্রদায়িক ঘটনা আছে যার অধিকাংশই মিথ্যা নিউজ করছে। তবে এইটা কারা করছে সেইটা বুঝার বাকি নেই। তবে সংখ্...
10/08/2024

এমন হাজার হাজার অসাম্প্রদায়িক ঘটনা আছে যার অধিকাংশই মিথ্যা নিউজ করছে। তবে এইটা কারা করছে সেইটা বুঝার বাকি নেই। তবে সংখ্যালঘু নিয়ে যারা রাস্তায় মিছিল করছে তাদের সঙ্গে যুক্ত হইছে আওয়ামীলিগ ছাত্রলীগ কর্মীরা। কাদের সঙ্গে এমন ভাংচুর চলছে তারা নিজেও জানে যে সে পূর্বে কি করছিল। নিজেদের মধ্যে আগুন নিয়ে ঘুরেন না ।কারণ আগুন কিন্তু মানুষ চিনে না, কাপড় আপনিও পড়েন।

পাগল হইলে যা হয় আরকি...
10/08/2024

পাগল হইলে যা হয় আরকি...

12/07/2024

আমার চেয়ে ভালো কাউকে পেয়ে আমাকে ছেড়ে গেলে আমার কষ্ট লাগে না। আমি চাইনা কেউ আমাকে পেয়ে হেরে যাক, আফসোস করুক।
আমি চাই প্রত্যেকে জিতুক, এগিয়ে যাক, প্রাণ খুলে বাঁচুক..

31/03/2024

★★★★সচেতন মূলক পোস্ট ★★★★
যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা।
সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে স্কোপোলামিন। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন। এটা থেকে বাঁচতে আমি কিছু বিষয়ের কথা বলছি এগুলো মাথায় রাখবেন।

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন তেন লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে কোন কিছু দিয়ে বাতাস করলে সাথে সাথে আপনার আশে পাশের যাত্রীকে জানান। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ড অফ অনার দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।

১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ঐ লোক।

সৌজন্যে: বাংলাদেশ পুলিশ উল্লেখ ‌করে
এটি একজন অবসরপ্রাপ্ত অফিসার এর What's up এ পেলাম, সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।ভুল ত্রুটি হলে মার্জনার দৃষ্টিতে দেখবেন।

25/01/2024
03/12/2023

সময় যে কালে শেষ হইয়ে যাইবে
টাইম ও হেই কালে শেষ হইয়ে যাইবে

17/11/2023

কুকুর মা'র খাবার পর ও বিশ্বাসি থাকে😭
কিন্তু মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাস ঘাতকতা করে😭

11/10/2023

জীবন দিলাম কাঞ্চা বাঁশে

03/09/2023

শীঘ্রই ছেড়ে যাব এ শহর। দূরে, অন্য কোনো শহরে গড়ব বসতি, তবে অত তাড়া নেই ।

ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম,

তবু ভুল ট্রেনে চড়ব না।

23/08/2023

এই দুনিয়াতে ৭০% পানি থাকার পরেও,
ডুবে মরার জন্য প্রেমে পরে সবাই💔😞

নক্ষত্র😭
14/08/2023

নক্ষত্র😭

15/07/2023

সুখ কিনতে পাওয়া যায় না কেউ বিশাল বাড়িতে যে সুখ খুঁজে পায়নি,সে সুখে কারো ভাঙা ছোট ঘর ভরে উঠেছে সামান্য কমতে

07/07/2023

একজন বাবা হিসেবে বলছি,
সন্তানের মুখের হাসি বাবা কাছে মানসিক শান্তি❤️

04/07/2023

এই সমাজে উচ্চ পরিবারের মা মেয়ে বউ দের বুকের ওড়না গলায় থাকলে, এইটা নাকি ফ্যাশন।
আর নিম্ন আয়ের পরিবার গুলোর মা মেয়ে বউ দের বুকের ওড়না গলায় থাকলে, বলবে এইটা একটা নাঙ চুন্নি_গী।

এইটাই চলছে....

আই এহন বড়লোক🤣😂
04/07/2023

আই এহন বড়লোক🤣😂

30/05/2023

এই তিন জনের কাহিনি এখনো যারা জানে না, এদের মতন সহজ সরল আর কেউ নাই!🙂

27/05/2023

শাশুড়ির মেয়ে, আমার ছোট সালিকা..
পেছনে আমার ছেলের আগমন❤️😱

Address

Joypur
5900

Website

Alerts

Be the first to know and let us send you an email when As Entertainment 39 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to As Entertainment 39:

Videos

Share