13/04/2022
🌹🌹 Kashmir tour 🌹🌹
Date : 26 -05-2022
Booking last date : 30 -04-2022
Package cost : 35000 tk
Booking money : 10000 tk
#কাটরা, #বৈষ্ণবদেবী, #শ্রীনগর, #গুলমার্গ, #সোনমার্গ, #পেহেলগাম, #আরুভ্যালি, #বেতাবভ্যালি, #ডাললেক, #মোঘলগার্ডেন, #টিউলিপগার্ডেন,
@ট্যুর ডিটেলস@
Day 1:- khulna to কলকাতা থেকে এক্সপ্রেস ট্রেন এ করে জম্মুর উদ্দেশ্যে যাত্রা।
Day 2:- আজ পুরো দিনটাই কাটবে ট্রেনে।
Day 3:- জম্মু পৌঁছে আমাদের প্রতিনিধিটির সাথে দেখা করে এবং পরিচয় পর্ব মিটিয়ে কাটরা উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। দূরত্ব প্রায় 50 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা, কাটরা আসার পরে আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে রেস্ট নেবো। বিকেল বেলা কাটরা সহর পায়ে হেঁটে ঘুরে দেখবো। রাত্রিযাপন কাটরা।
Day 4 : #কাটরা - #বৈষ্ণোদেবী যাত্রা
খুব ভোরে আমরা ব্রেকফাস্ট সেরে বৈষ্ণবদেবীর পবিত্র মন্দিরটি দেখার জন্য যাত্রা শুরু করবো। এই মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই মন্দিরটি দেখার জন্য আপনি একটি পালকি, ঘোড়া ভাড়া নিতে পারেন বা পায়ে হেঁটে ও যেতে পারেন। কাটরা থেকে বৈষ্ণো দেবী তীর্থযাত্রা প্রায় 14কিলোমিটার। মন্দিরটি দেখার পরে আমরা ওই দিন আবার কাটরা ফিরে আসবো। রাত্রিযাপন হোটেলে।
Day 5: - #কাটরা - #পাহেলগাম
হোটেল থেকে চেক-আউট করার পরে পাহলগামে এর উদ্দেশ্যে যাত্রা (শেফার্ডসের উপত্যকা) প্রায় 250 কিলোমিটার দূরত্বটি প্রায় 7 থেকে 8 ঘন্টা।পাহলগাম জম্মু ও কাশ্মীর রাজ্যের শেশনাগ হ্রদ এবং লিডার নদী থেকে প্রবাহিত স্রোতের একত্রে অবস্থিত। পহলগাম এখন কাশ্মীরের প্রধান অবলম্বন; হোটেলে চেক ইন করে. রাত্রিযাপন হোটেলে।
Day 6: #পহলগাম
আজ আমরা ব্রেকফস্ট এর পরে পহলগাম এর দর্শনীয় স্থান গুলো ঘুরে ঘুরে দেখবো যেমন আরু ভ্যালি, বেতাব ভ্যালি, মিনি সুইজারল্যান্ড
Day 7: #পহলগাম - #শ্রীনগর
আজ আমরা সকাল সকাল যাত্রা শুরু করবো শ্রীনগর এর উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে ব্রেকফাস্ট সেরে শ্রীনগর এর দর্শনীয় স্থান গুলি দেখবো। ডাললেক, এক ঘন্টা সিকারা রাইড,মোগল গার্ডেন, নিশাত গার্ডেন, টিউলিপ গার্ডেন,এবং তাঁর স্ত্রী সম্রাট নূরজাহানের জন্য জাহাঙ্গীরের দ্বারা নির্মিত শালিমার গার্ডেন । সমস্ত উদ্যানগুলি পটভূমিতে জবারওয়ান পাহাড় সহ ডাল হ্রদের তীরে অবস্থিত। রাত্রিযাপন হোটেল।
Day 8: #শ্রীনগর - #গুলমার্গ - #শ্রীনগর
আজ সকালে ব্রেকফাস্ট এর পরে যাত্রা শুরু করবো গুল মার্গ (ফুলের চারণভূমি) 2730 মিটার সমুদ্রতল থেকে উপরে। 60 কিলোমিটারের দূরত্ব প্রায় 2 ঘন্টা। গুলমার্গে বিশ্বের সেরা স্কি opালগুলির একটি এবং 18 টি ছিদ্রযুক্ত সর্বাধিক গল্ফ কোর্স দেখে নিতে পারেন। আবহাওয়ার অনুমতি দিলে নাঙ্গা পার্বতের দৃশ্যও দেখতে পাবেন, খিলংমার্গ পর্যন্ত পাহাড়ের যাত্রার জন্য রুপয়ে গাড়ি (গন্ডোলা )ও উপভোগ করতে পারেন। সন্ধ্যায় শ্রীনগর ফিরে রাত্রিযাপন হোটেলে।
Day 9: #শ্রীনগর - #সোনমার্গ - #শ্রীনগর
সকালে ব্রেকফাস্ট এর পরে সোনমার্গের যাত্রা (সোনার ঘাট) প্রায় প্রায় 83 কিলোমিটার দূরত্বটি প্রায় 3 ঘন্টার। আমরা দেখে নেবো #জিরো পয়েন্ট, #কাশ্মীর লাস্ট ভিলেজ, আরো অনেক কিছু।সোনমার্গ সিঁদ উপত্যকায় অবস্থিত ফুলের সাথে প্রবাহিত এবং পাহাড় দ্বারা বেষ্টিত। উচ্চ উচ্চতা হিমালয়ান হ্রদগুলিতে কিছু আকর্ষণীয় ভ্রমণগুলির জন্য সোনমার্গও বেস্ট। সন্ধ্যায় সোনমার্গ থেকে ফিরে রাতের খাবার খেয়ে রাত্রিযাপন শ্রীনগর হোটেল।
Day 10: #শ্রীনগর - #জম্মু
সকালের ব্রেকফাস্ট এর পরে শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশ্যে যাত্রা শুরু। এবং রাত্রিযাপন ট্রেনে।
Day 11:- আজ সারাদিন কাটবে ট্রেন এ
Day 12- আজ কলকাতা পৌঁছে জে যার বাড়ীর উদ্দেশ্যে যাত্রা।
#অন্তর্ভুক্ত :
#স্লিপার ক্লাস ট্রেন টিকিট কলকাতা- জম্মু, জম্মু- কলকাতা।
#ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্নেকস ডিনার
#ডিলাক্স হোটেল
#ফ্যামিলি অনুযায়ী রুম
# সমস্ত সাইটসিন টেম্পো ট্রাভেলার
#বহির্ভূত:
#গাইড ও এন্ট্রান্স
#গুল মার্গ এ গন্ডোলা টিকিট
#আরু ভ্যালি, বেতাব ভ্যালি ট্যুর ( নিজস্ব খরচ)
সনমার্গ ট্যুর এ লোকাল গাড়ী
#ট্রেন যাত্রায় কোনো প্রকার খাওয়া।
Raj tour travels
Contact number
01810086100
01632008358(office)
Email rafiksarker999@gmail
Thank you