05/08/2023
সাম্প্রতিক কন্ট্রোভার্সিকে ঘিরে বাংলাদেশের ইস্পোর্টস সিনারিওতে বেশ বড় ধরণের সমস্যার সৃষ্টি হয়েছে, যা দেশের ইস্পোর্টস ফ্যান,প্লেয়ার,অর্গানাইজার,কাস্টার এবং ইস্পোর্টস অর্গানাইজেশন এর উপর বিরূপ প্রভাব ফেলছে। এমতাবস্থায় আমরা BDesports24 এর করার মতো কিছু না থাকলেও আমরা কখনোই চাইবো না দেশের ইস্পোর্টসের কোনোরকম ক্ষতি হোক। আমরা চাই সবকিছুর একটি সুন্দর সমাধান হোক। নিজেদের মধ্যে সমস্যা তৈরী করে আমরা অন্যদের থেকে পিছিয়ে যাচ্ছি না তো ?
যেখানে দক্ষিণ এশিয়ার বড় বড় অর্গানাইজাররা বাংলাদেশী অডিয়েন্সকে প্রায়োরিটি দিয়ে আমাদের দেশের দলগুলোকে ইনভাইট করে থাকেন সেখানে নিজেদের মধ্যেই আমরা এক হতে না পারলে দেশে গেম আনব্যান হওয়ার যে নিভু নিভু আলো জ্বলছে তাও হয়তো নিভে যাবে। যা আমরা কখনোই চাই না। একটি জিনিস মাথায় রাখতে হবে অর্গানাইজাররা যখন দেখেন তাদের টুর্নামেন্টে ভালো পরিমান ভিউ আসছে,তখন তারা আরো বড় বড় টুর্নামেন্ট আয়োজন করার আগ্রহ পান। কিন্তু সেই ভিউ যদি ২ ভাগে ভাগ হয়ে যায় তখন টুর্নামেন্ট ও আসবে না আর , এবং টুর্নামেন্ট না আসলে ধীরে ধীরে দেশের ইস্পোর্টস টিমগুলিও হারিয়ে যাবে।
দেশের ইস্পোর্টস এর ভবিষ্যৎ চিন্তা করে চলুন আমরা সবাই একই পথে আগাই। যতই রাইভালরি থাকুক না কেন , দিন শেষে আমরা কোনো না কোনোভাবে ইস্পোর্টস ফ্যান , আমরা চাই যে দেশের ইস্পোর্টস আরো সামনের দিকে এগিয়ে যাক। আমরা আবারো চাই বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরা হোক। স্বীকৃতি পাক বাংলাদেশের ইস্পোর্টস।