01/02/2025
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করুন -হেফাজতে খতমে নবুওয়ত
হেফাজতে খতমে নবুওয়তের নেতৃবৃন্দ বলেছেন, কাদিয়ানী ফিতনা ও আকিদায়ে খতমে নবুওয়ত নিয়ে জেনারেল শিক্ষিত ও সাধারণ মুসলমান সচেতন নই, ফলে অমুসলিম কাদিয়ানীরা নিজেদের মুসলমান পরিচয় দিয়ে সহজসরল মুসলমানদের ঈমান-আমল নষ্ট করছে। এই ফিতনা থেকে জেনারেল শিক্ষিত ও সাধারণ মুসলমানদের সচেতন করতে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবে হেফাজতে খতমে নবুওয়ত।
নেতৃবৃন্দ বলেন, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মোস্তফা (স.) এর উম্মত হিসেবে প্রত্যেক মুসলমানের জন্য আমৃত্যু খতমে নবুওয়তের আকিদা ও বিশ্বাস নিজের মধ্যে লালন ও ধারণ করা ইসলামের অত্যাবশ্যকীয় বিধান। আমাদের জীবনের সর্বক্ষেত্রে আকিদায়ে খতমে নবুওয়ত এর বিশ্বাস ধারণ করা, শক্ত ও মজবুত হাতে তা রক্ষার কাজ করা নবীজি (স.) এর শাফায়াত প্রত্যাশী প্রত্যেক মুসলমানের অপরিহার্য্য কর্তব্য।
তারা আরো বলেন, রাসূল (সা.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, যারা রাসূল (সা.)কে সর্বশেষ নবী মানবে না তারা কাফের। কাদিয়ানীদের নেতা মির্জা গোলাম আহমদ নিজেকে নবী দাবি করে কাফের সাব্যস্ত হয়েছে, আর মির্জার অনুসারীরা তাকে নবী বলে বিশ্বাস করেই কাফের সাব্যস্ত হয়েছে। ৪২ টি মুসলিম রাষ্ট্র ও পৃথিবীর সব মত-পথের ওলামায়ে কেরাম একমত হয়ে কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করেছে। বাংলাদেশেও কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
হেফাজতে খতমে নবুওয়তের নেতৃবৃন্দ গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বহদ্দারহাটস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রধান সমন্বয়ক মাওলানা আ.ন.ম আহমদ উল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন।
উক্ত বৈঠকে কাদিয়ানী ফিতনা ও আকিদায়ে খতমে নবুওয়ত নিয়ে সাধারণ মুসলমানদের সচেতন করতে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত এবং হেফাজতে খতমে নবুওয়ত এর ৩ দফা দাবী নির্ধারণ করা হয়।
নির্ধারিত ৩ দফা দাবি-
১. আহমদিয়া মুসলিম? জামাত নামধারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
২. মহানবী (সঃ) ও তাঁর খতমে নবুওয়াতের মর্যাদা সংবিধানে সংরক্ষণ করার লক্ষ্যে জাতীয় সংসদে আইন পাস করতে হবে।
৩. আকিদায়ে খতমে নবুওয়ত ও কাদিয়ানী ফিতনা নিয়ে সাধারণ মুসলমানদের সচেতন করতে রাষ্ট্রীয় ভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে।
হেফাজতে খতমে নবুওয়তের নির্বাহী সমন্বয়ক মাওলানা ইয়াসিন আমীনের পরিচালনায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, নির্বাহী সমন্বয়ক মাওলানা নাসিরুদ্দিন, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা নুর হোসাইন কুতুবী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা মহিউদ্দিন, মাওলানা তাওহীদ রব্বানী, হাফেজ আরিফুল ইসলাম নোমান, মাওলানা আরফাতুল ইসলাম, মাওলানা আব্দু রহমান, মুহাম্মদ উল্লাহ প্রমুখ।
বার্তা প্রেরক
মুহাম্মদ ইয়াসিন আমীন
01729803141