Qawmi Vision

Qawmi Vision সত্যের সঙ্গে সাহসিকতার সাথে সবসময়

02/02/2025

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সড়ক অবরোধ

02/02/2025

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মুনাজাত আজ সকাল ৯টায়।

01/02/2025

ইজতেমা ময়দানের বাহিরের সড়কগুলোতে প্রচুর মানুষের জটলা। আখেরি মুনাজাতকে কেন্দ্র করে মধ্যরাত থেকে গণপরিবহন চলাচল বন্ধ করেছে প্রশাসন। ইতোমধ্যে মুনাজাতে অংশ নিতে অসংখ্য মানুষ ময়দানের পাশে রাস্তায় অবস্থান করতে দেখা গেছে।

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করুন -হেফাজতে খতমে নবুওয়তহেফাজতে খতমে নবুওয়তের নেতৃবৃন্দ বলেছে...
01/02/2025

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করুন -হেফাজতে খতমে নবুওয়ত

হেফাজতে খতমে নবুওয়তের নেতৃবৃন্দ বলেছেন, কাদিয়ানী ফিতনা ও আকিদায়ে খতমে নবুওয়ত নিয়ে জেনারেল শিক্ষিত ও সাধারণ মুসলমান সচেতন নই, ফলে অমুসলিম কাদিয়ানীরা নিজেদের মুসলমান পরিচয় দিয়ে সহজসরল মুসলমানদের ঈমান-আমল নষ্ট করছে। এই ফিতনা থেকে জেনারেল শিক্ষিত ও সাধারণ মুসলমানদের সচেতন করতে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবে হেফাজতে খতমে নবুওয়ত।

নেতৃবৃন্দ বলেন, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মোস্তফা (স.) এর উম্মত হিসেবে প্রত্যেক মুসলমানের জন্য আমৃত্যু খতমে নবুওয়তের আকিদা ও বিশ্বাস নিজের মধ্যে লালন ও ধারণ করা ইসলামের অত্যাবশ্যকীয় বিধান। আমাদের জীবনের সর্বক্ষেত্রে আকিদায়ে খতমে নবুওয়ত এর বিশ্বাস ধারণ করা, শক্ত ও মজবুত হাতে তা রক্ষার কাজ করা নবীজি (স.) এর শাফায়াত প্রত্যাশী প্রত্যেক মুসলমানের অপরিহার্য্য কর্তব্য।

তারা আরো বলেন, রাসূল (সা.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, যারা রাসূল (সা.)কে সর্বশেষ নবী মানবে না তারা কাফের। কাদিয়ানীদের নেতা মির্জা গোলাম আহমদ নিজেকে নবী দাবি করে কাফের সাব্যস্ত হয়েছে, আর মির্জার অনুসারীরা তাকে নবী বলে বিশ্বাস করেই কাফের সাব্যস্ত হয়েছে। ৪২ টি মুসলিম রাষ্ট্র ও পৃথিবীর সব মত-পথের ওলামায়ে কেরাম একমত হয়ে কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করেছে। বাংলাদেশেও কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

হেফাজতে খতমে নবুওয়তের নেতৃবৃন্দ গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বহদ্দারহাটস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রধান সমন্বয়ক মাওলানা আ.ন.ম আহমদ উল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন।

উক্ত বৈঠকে কাদিয়ানী ফিতনা ও আকিদায়ে খতমে নবুওয়ত নিয়ে সাধারণ মুসলমানদের সচেতন করতে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত এবং হেফাজতে খতমে নবুওয়ত এর ৩ দফা দাবী নির্ধারণ করা হয়।

নির্ধারিত ৩ দফা দাবি-

১. আহমদিয়া মুসলিম? জামাত নামধারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

২. মহানবী (সঃ) ও তাঁর খতমে নবুওয়াতের মর্যাদা সংবিধানে সংরক্ষণ করার লক্ষ্যে জাতীয় সংসদে আইন পাস করতে হবে।

৩. আকিদায়ে খতমে নবুওয়ত ও কাদিয়ানী ফিতনা নিয়ে সাধারণ মুসলমানদের সচেতন করতে রাষ্ট্রীয় ভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে।

হেফাজতে খতমে নবুওয়তের নির্বাহী সমন্বয়ক মাওলানা ইয়াসিন আমীনের পরিচালনায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, নির্বাহী সমন্বয়ক মাওলানা নাসিরুদ্দিন, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা নুর হোসাইন কুতুবী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা মহিউদ্দিন, মাওলানা তাওহীদ রব্বানী, হাফেজ আরিফুল ইসলাম নোমান, মাওলানা আরফাতুল ইসলাম, মাওলানা আব্দু রহমান, মুহাম্মদ উল্লাহ প্রমুখ।

বার্তা প্রেরক
মুহাম্মদ ইয়াসিন আমীন
01729803141

দেশের নানাপ্রান্ত হতে ইজতেমার ময়দানে ইমানের তাগিদে জড়ো হলেন লাখ লাখ মানুষ।
01/02/2025

দেশের নানাপ্রান্ত হতে ইজতেমার ময়দানে ইমানের তাগিদে জড়ো হলেন লাখ লাখ মানুষ।

01/02/2025

বিশ্ব ইজতেমার ময়দান থেকে

01/02/2025

সেনা হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুতে সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

01/02/2025

বাবার মৃত্যুর আনুষ্ঠানিকতা পালনে বাড়িতে এসে মিথ্যা অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক হয়ে অমানবিক অত্যাচারে মারা গেলেন কুমিল্লার তৌহিদুল ইসলাম। চার মেয়ে ও স্ত্রীর আহাজারি।

ইসলাম ধর্ম গ্রহণ করে সুশীতল ছায়াতলে এলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী।
31/01/2025

ইসলাম ধর্ম গ্রহণ করে সুশীতল ছায়াতলে এলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী।

পাখির চোখে ইজতেমা ময়দান। ছবি : ইখলাস আল ফাহিম
31/01/2025

পাখির চোখে ইজতেমা ময়দান।

ছবি : ইখলাস আল ফাহিম

31/01/2025

দেশ বিদেশের লাখো মুসল্লির বিশাল জমায়েতে বিশ্বের অন্যতম বৃহত্তর জুমা আদায় হচ্ছে টঙ্গীর ইজতেমার ময়দানে। সাথে আছে
৭২ দেশের বিদেশী মেহমানগণ।

লাখো মুমিনের জিকিরে জিকিরে মুখরিত টঙ্গীর ইজতেমা ময়দান!
30/01/2025

লাখো মুমিনের জিকিরে জিকিরে মুখরিত টঙ্গীর ইজতেমা ময়দান!

হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান শাখার উদ্যোগে শানে রেসালত সম্মেলন আগামীকাল। আমিরে হেফাজতসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম এতে উপ...
28/01/2025

হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান শাখার উদ্যোগে শানে রেসালত সম্মেলন আগামীকাল। আমিরে হেফাজতসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম এতে উপস্থিত থাকবেন।

সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ মাহফিলে ব্যাপক জনসমাগমের আশা করা যাচ্ছে।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মধুপুরী পীর সাহেব।
22/01/2025

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মধুপুরী পীর সাহেব।

দুই আমিরের সাক্ষাৎ, ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য নিয়ে আশাবাদী দেশের ধর্মপরায়ণ সাধারণ মানুষ। আজ দুপুরে ইসলামী আন্দোলন বাংলা...
21/01/2025

দুই আমিরের সাক্ষাৎ, ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য নিয়ে আশাবাদী দেশের ধর্মপরায়ণ সাধারণ মানুষ।

আজ দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির শফিকুর রহমান।

কারামুক্ত হলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
16/01/2025

কারামুক্ত হলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

মা সন্তানের সাক্ষাৎ।
08/01/2025

মা সন্তানের সাক্ষাৎ।

সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁট কাটা, তালুকাটা ও বার্ন রোগীদের চিকিৎসা করতে আজই রেজিষ্ট্রেশন করুনযুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্য...
03/01/2025

সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁট কাটা, তালুকাটা ও বার্ন রোগীদের চিকিৎসা করতে আজই রেজিষ্ট্রেশন করুন

যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ড ও মিশর থেকে আগত বিশেষজ্ঞ সার্জন দ্বারা অপারেশন হবে এবার আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে। বিনামূল্যে সেবাটি পেতে আজই রেজিষ্ট্রেশন করুন।

Address

Qawmi Vision কওমি ভিশন, Zaheda Building, 1st Floor, Eidgah Residential Area, Chittagong/Khagrachhari Road, Hathazari
Jobra
4217

Alerts

Be the first to know and let us send you an email when Qawmi Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qawmi Vision:

Share