বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে কাজ করতে যাওয়া হয় খাগড়াছড়ি… সেখানে BMSC ও TSF এর কাছ থেকে প্রাপ্ত ক্ষতিগ্রস্থদের তালিকায় এই পাবলিক টয়লেট সংস্কারের ব্যপারটা ছিল না…একই সময়ে ৬ জন ব্যবহার উপযোগী এই পাবলিক টয়লেটটি ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শনের সময় নজরে আসে… গ্রামবাসী ও আমাদের সকলের সম্মিলিত সম্মতিতে এই পাবলিক টয়লেটটি সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়… এই পাবলিক টয়লেটের সুবিধা গ্রহণ করতে পারবে প্রায় ২০ পরিবারের শতাধিক সদস্য…পানি সরবরাহের জন্য একটি নলকূপ স্থাপনের ব্যবস্থা করা হয়… নলকূপের লাইন আগেই ছিল, আমরা শুধু নতুন একটা নলকূপ লাইনের সাথে যুক্ত করে দেই…পাবলিক টয়লেটটি সংস্কার করতে মোট খরচ হয় ৮৫,০০০/- (পঁচাশি হাজার) টাকা মাত্র…আপনারা যারা আমাদের বিশ্বাস করে পুনর্বাসন কার্যক্রমে ডোনেট করেছেন, আপনাদের সকলকে মন থেকে ভালোবাসা ❤️🌻
মোটামুটিভাবে সংস্কৃতি হলো আমরা যা করি কিন্তু বানররা করেনা ✍🏽🎨🌻Project:-Dream bean cafe #mirucustom
মানুষ খুঁজি বাউল গানে
মানুষ খুঁজি বাউল গানে
Concert for Bangladesh in association with Together for Bangladesh 🎶We’re hosting a Donation-Driving Concert to support flood relief efforts.📍 Venue: Mukta-Mancha, Sohrawardi