বোবা হলেও হেসে মরবি

বোবা হলেও হেসে মরবি এটি একটি হাসির চ্যানেল ।

16/03/2024

আলহামদুলিল্লাহ

03/01/2024
শশুরের বাইক নিয়ে লং ড্রাইভে বের হয়েছি। উদ্দেশ্য রিক্সা ভাড়া বাঁচানো। বাইক নিয়ে শশুর বাড়ির লিঙ্ক রোড ছেড়ে কুমিল্লা বিশ্বর...
22/12/2023

শশুরের বাইক নিয়ে লং ড্রাইভে বের হয়েছি। উদ্দেশ্য রিক্সা ভাড়া বাঁচানো। বাইক নিয়ে শশুর বাড়ির লিঙ্ক রোড ছেড়ে কুমিল্লা বিশ্বরোডে উঠলাম।

পুরো রোড ফাকা পেয়ে ও তেল বেশি খরচ হওয়ার ভয়ে একেবারেই ধীর গতিতে বাইক চালাচ্ছি। বাইক নিয়ে একটু সামনে যেতেই তাকিয়ে দেখি বাইকের লম্বা সিরিয়াল দাঁড় করিয়ে রেখেছে।

পুরো রাস্তা ফাকা থাকার পরে ও সবাই সিরিয়ালে কেন দাঁড়িয়ে আছে তা দেখার জন্য আরেকটু সামনে যেতেই দু'জন পুলিশ হাত দিয়ে বাইক থামিয়ে ধমক দিয়ে বললো,

– “ দেখোস না সবার ড্রাইভিং লাইসেন্স চেক করছি ! সবাই দাঁড়িয়ে আছে দেখে ও সামনে আসলি কেন?দেখি তো তোর ড্রাইভিং লাইসেন্স ! ”

বাইকের পিছনের সিট থেকে কাগজ দিয়ে মোড়ানো শশুরের ড্রাইভিং লাইসেন্স কার্ড বের পুলিশ হাতে দিলাম।পুলিশ কার্ড হাতে নিয়ে একবার আমার দিকে তাকাচ্ছে আরেকবার কার্ডের দিকে তাকাচ্ছে।

অবশেষে অনেক বিশ্লেষন করে বললো,
– “ এই কার্ড তো কোনভাবেই তোর হতে পারে না! ”

– “ কেন পারে না? ”

– “ কার্ডে দেওয়া ব্যাক্তির ফটোতে মুখভর্তি দাড়ি আর তোর মুখে তো কোন দাড়িই নেই! ”

আমি নরম স্বরে বললাম,
– “ এগুলো আমারই দাড়ি, বিয়ের আগে কেটে ফেলেছি।যেনো সিস্টেমে বয়স বউয়ের চেয়ে ও কমিয়ে আনা যায়। ”

পুলিশ আগের চেয়ে কঠিন গলায় ধমক দিয়ে বললো,
– “ তোর যে বিয়ের আগে মুখভর্তি এতো বড় বড় দাড়ি ছিল এটার প্রমান দেখা। ”

আমি মানিব্যাগ থেকে এক হাজার টাকার একটি নোট পুলিশের হাতে ধরিয়ে দিয়ে বললাম,
– “ এই নিন তার প্রমান। ”

– “ ঠিক আছে, এবার তাহলে যাও। ” এই বলে আমাকে ছেড়ে দিলো।

আমি একটু সামনে গিয়ে পিছনের দিকে তাকিয়ে হাসলাম। এই হাসি আন্তরিকতার হাসি নয় , ছয় মাস চেষ্টার পরে এক হাজার টাকার জাল নোটটি চালিয়ে দিতে পারার হাসি! 😜


ঘুষ || রম্যগল্প

20/12/2023
13/12/2023
এক চাচা ভোট দেওয়ার পর বাইরে এসে পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলেন🥹🫰•চাচা:বেটা তোমার চাচী কি ভোট দিয়ে চলে গেছেন😊😊পোলিং এজেন্ট ...
08/12/2023

এক চাচা ভোট দেওয়ার পর বাইরে এসে পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলেন🥹🫰

•চাচা:বেটা তোমার চাচী কি ভোট দিয়ে চলে গেছেন😊😊

পোলিং এজেন্ট লিস্ট চেক্ করে বলল...

হ্যাঁ চাচা, চাচী ভোট দিয়ে চলে গেছেন।🫡🫡

•চাচা:ইস যদি একটু তাড়াতাড়ী আসতাম তবে দেখা হতো।😒😒

পোলিং এজেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করল...

কেন চাচা? চাচী কি আপনার সাথে থাকেন না🫤🫤

•চাচা :বেটা আজ ৯ বছর হয়ে গেছে তোমার চাচী মারা গেছেন।!🥲🥲

-কিন্তু প্রতিবার ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যান কিন্তু কোনোদিন দেখা হয় না।🥹🥹

আমি চেয়েছিলাম তুমি হও হুমায়ূন আহমেদের  কোনো এক উপন্যাসের সহজ সরল নায়িকার মতো প্রাণবন্ত। কোন কোন ঘুম না আসা রাত্তিরে তুমি...
07/12/2023

আমি চেয়েছিলাম তুমি হও হুমায়ূন আহমেদের কোনো এক উপন্যাসের সহজ সরল নায়িকার মতো প্রাণবন্ত। কোন কোন ঘুম না আসা রাত্তিরে তুমি ওপাশ থেকে ফোন করে গান ধরো, যদি মন কাঁদে তুমি ফিরে এসো, ফিরে এসো এক বর্ষায়।

ফাইভস্টার রেস্তোরার দামি ম্যানুর কফির স্বাদ না খুঁজে মাঝেমধ্যে ওই শ্যাঁতশ্যাঁতে হোটেলের সিঙ্গারর গাল ভাঙার আবদার করো। খাওয়া শেষে খুব শক্ত করে হাত চেপে ধরে রিকশায় চড়ে শহর দেখতে দেখতে হয়ে ওঠো চমৎকার প্রেমিকা।

বৃষ্টি হলে শাড়ি চুড়ি পরে চোখে গাঢ় করে কাজল দিয়ে সাজুগুজু করো। চিঠিতে লিখে রাখো বৃষ্টি নামার আনন্দের সংবাদ, চিঠির খামে ভরে রাখো কয়েকফোঁটা বৃষ্টি।

জন্মদিন এলে ওসব চিঠি কুরিয়ার করে পাঠাও সঙ্গে পাঠাও গুনে গুনে বেশ কয়েকটি কদমফুল।

অথচ, অথচ তুমি নিজেকে জড়ালে ওয়েস্টার্ন পোশাকে। আমার প্রাণবন্ত স্নিগ্ধ প্রেমিকা না হয়ে বুকের অন্দরের গোপন ফিতা দেখিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠলে নষ্টালজিক এক নারী। নাপিত থেকে মুচি তোমার বুকের সাইজ মেপে তোমাকে প্রশংসায় ভাসায়, ডুবায়, চুবায়।

আমি খুঁজি প্রেম, তুমি যৌনতা। আমি চাই একটু তোমার কাঁধে মাথা রাখতে, তুমি চাও কামনার আগুনে জ্বলেপুড়ে আঙ্গার হতে। আমার এই সব চাওয়াকে তুমি খেইত্যা বলে উপাধি দাও। তুমি মেনে নাও পৃথিবীর যাবতীয় অশ্লীলতা, অথচ আমাকে বলো লম্পট।

আমি বোধহয় সেইসব খেইত্যা মানুষদের দলে ভিঁড়েছি যাদের এখনও কবিতা পড়লে হৃদয় শূন্য হয়ে আসে, জোছনা দেখলে হতে চায় গৃহত্যাগী, বৃষ্টি দেখলে বিড়াল ছানার মতো প্রিয়তমার বুকে ঢুকে বসে থাকতে চায় চুপচাপ।

আমি বোধহয় সেই-সব খেইত্যা প্রেমিকদের দলের মানুষ যারা শুধু প্রেমিকার প্রেমটুকুই চিনেছে, প্রেমিকার শরীর ছোঁয়ার প্রয়োজন মনে করেনি।

তুমি হয়তো জানো না, শরীর যদি আমায় টানতো তবে আমি পৃথিবীর এক'শো তিরানব্বইটি দেশের নারীর নগ্ন শরীরের দিকে ছুটতাম, তোমাকে কেন্দ্র করে ঘুরতাম না।

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ...
29/11/2023

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ। লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো?
লোকটি তখন হেসে উত্তর দিলেন, নারে ভাই ওইসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ।

সেলুনের সবাই একটু মজা নিলেও আমি মোটেও মজা পাইলাম না কারন আমার কাছে '"জীবন উপভোগ করার বিষয়'"। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়। কোন একটা ক্লাসে আমার শিক্ষক একবার বলেছিল যাদের মাথায় চুল কম তাদের পকেটে চিরুনি থাকে কেননা "" হারিয়ে খুঁজি তাকে" ছন্দটি ওনার জন্যই প্রযোজ্য।

আসল কথায় আসি, যদি আপনি কখনো STRESSED ফিল করেন তবে সবকিছু থেকে সাময়িক বিরতি নিবেন, আইস্ক্রিম, চকলেট, মিস্টি, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, পেস্ট্রি বা ফালুদা দিয়ে নিজেকে আপ্যায়িত করবেন।

এখন জানতে চাইতে পারেন কেন?

STRESSED শব্দটাকে উল্টো করে লিখে দেখুন উত্তরটা পেয়ে যাবেন, STRESSED কে উল্টো করে লিখলে সেটা DESSERTS ই হয়।

আপনি কি কখনও ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন, যদি না ভাবেন তবে দেখে নিন ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছেঃ

১. A B C = Avoid Boring Company =বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন।

২. D E F =Don't Entertain Fools = মূর্খদের গুরুত্ব দিবেন না।

৩. G H I = Go for a High Idea = উচ্চ ধারণার খোঁজ করুন ।

৪. J K L M = Just keep a friend like Me = নিজের মতো বন্ধু বানান।

৫. N O P = Never Overlook the Poor= দরিদ্র এবং পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না।

৬. Q R S = Quit Reacting to Silly tales= অযথা বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না।

৭. T U V = Tune Yourself (Urself) for your Victory = নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন।

৮. W X Y Z = We Expect (Xpect) You to Zoom ahead in life = আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে।

চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরী সৌন্দর্য দেখতে পাবেন। সুর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন।

জীবনের লক্ষ যদি এমন হয় তবে কেমন হবে ৯৮৭৬৫৪৩২১০

৯ = প্রতিদিন ৯ গ্লাস পানি পান করুন।
৮ = প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান।
৭ = পরিবার নিয়ে ৭ আশ্চর্য ঘুরে আসুন।
৬ = ৬ ডিজিটের আয় রোজগার করুন।
৫ = ৫ কর্ম দিবসের সপ্তাহ তৈরি করুন।
৪ = ৪ চাকার একটি গাড়ি কিনুন।
৩ = ৩ বেড রুমের একটা ফ্লাট কিনুন।
২ = ২ টা ফুটফুটে বাচ্চার অভিভাবক হন।
১ = ১ প্রেয়সী গড়ুন।
০ = দুশ্চিন্তাকে শুন্যের কোটায় নামিয়ে ফলুন।

সংগৃহীত

বাহারি পিঠা

Address

Jhenaidah
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when বোবা হলেও হেসে মরবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share