Mawlana Shihab uddin

Mawlana Shihab uddin নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখেই ভয় করে ,তাদের জন্য রয়েছে ক্ষমা আর মহা পুরষ্কার।
সূরা মূলক,১২

13/11/2023

“লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ─নিরানব্বইটি রোগের ওষুধ; যার সবচেয়ে সাধারণটা হলো দুশ্চিন্তা।”

[ আল-মুস্তাদরাক, হাকিম : ১৯৯০ ]

13/11/2023

"তোমার মৃত্যুর কারনে বাজারঘাট বন্ধ থাকবে না৷ (দুনিয়াতে) তোমার অবস্থান খুবই নগণ্য৷
সুতরাং নিজেকে চেনো।"

[হাইয়াতুল আওলিয়া, ৩/২৩২]

07/10/2023
06/09/2023

স্বামীর মুখের উপর কথা বলা, অতিচালাক,বদ মেজাজি ধৈয্যহীন নারীরা সংসার জীবনে অসুখী, এবং এক সময় তালাক প্রাপ্ত হয়।

02/09/2023

বাল"আম বিন বাউরার চরিত্র ছিল অর্থের বিনিময়ে দ্বীনে হকের বিপক্ষে দোয়া করা,দ্বীনে হকের বিপক্ষে স্লোগান দেওয়া।
ফলাফল কি দাঁড়ালো?
আল্লাহর ওলী থেকে পথভ্রষ্ট হলো।
সাবধান!!

25/05/2023

যে মানুষটার জীবনের উদ্দেশ্যটা সবচেয়ে উত্তম দৃষ্টান্ত হতে পারে, তিনি হলেন মোহাম্মদ (সাঃ)।
যিনি একটি অসভ্য জাতিকে সুসভ্য জাতি হিসেবে গড়ে তুলেছেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ♥️♥️♥️

😆😆😆😆
03/05/2023

😆😆😆😆

14/04/2023

পিতা-মাতার হক সম্পর্কে গুরুত্বপূর্ন বয়ান।

31/03/2023

"সম্মুখে তারিফ করে দুশমন সে জন"।

24/03/2023

ঈমান মানুষের বড় সম্পদ।

24/03/2023

আল কোরআন সম্পর্কে বয়ান।

22/02/2023
15/02/2023

জলোচ্ছ্বাসের সময় মাছেরা পানিতে পড়া পিঁপড়া খায়।পানি শুকিয়ে গেলে পিঁপড়াগুলো শুকনো মাছ খায়। সবারই সুযোগ আসে, শুধু অপেক্ষা করতে হয়।

05/02/2023

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাওলানা গোলাম আযমের মাহফিলের দিনে নতুন আব্দুল কাদের মোল্লার জন্মের ঘটনা।

28/01/2023

পাপের একটি শাস্তি হলো নেক কাজের তাওফীক ছিনিয়ে নেওয়া!

"তখন রাত জেগে থেকেও ইবাদতের সুযোগ হয়না!
মসজিদের পাশে থেকেও সালাতের সৌভাগ্য হয়না"।

15/12/2022

শেয়ালের রাজত্ব ততক্ষণ পর্যন্ত,
যতক্ষণ নেকড়েরা ঘুমিয়ে থাকে।

26/11/2022

'না' বলতে পারলে জীবন অর্ধেক সহজ হয়ে যায়। আখলাকে দাগ পড়ে না।
'না' বলাটা আজও শেখা হলো না।

28/10/2022

اِنَّ ہٰذَا الۡقُرۡاٰنَ یَہۡدِیۡ لِلَّتِیۡ ہِیَ اَقۡوَمُ وَ یُبَشِّرُ الۡمُؤۡمِنِیۡنَ الَّذِیۡنَ یَعۡمَلُوۡنَ الصّٰلِحٰتِ اَنَّ لَہُمۡ اَجۡرًا کَبِیۡرًا
এই কুরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎ কর্মপরায়ণ বিশ্বাসীদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার।(সূরা বনি ইসরাইল,আয়াত-৯)

আলহামদুলিল্লাহ!প্রিয় রাহবার।
27/10/2022

আলহামদুলিল্লাহ!
প্রিয় রাহবার।

13/10/2022

লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার
লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ||

যে ধ্বনি দাঁড়ায় শত হায়েনার সামনে সিংহী হয়ে
যে ধ্বনি তাড়ায় গেরুয়া শ্বাপদ আল্লাহর নাম লয়ে
যে ধ্বনি হৃদয়ে হিমালয় হয়ে জেগে ওঠে অনিবার
যে ধ্বনি গৌড় প্রাসাদ পুড়ায়ে করে দেয় ছারখার ||

কথাঃ ইমাম সাদিক আদনান
সুরঃ রাআদ ইজামা

01/10/2022

এবাদতে লৌকিকতা পরিহার করা বড় ঈমানদারের লক্ষণ..
Gias Uddin Talukder

ফিতনার সময় করণীয় কাজ তিনটি।১। সুন্নাহ আঁকড়ে ধরা।২। চুপ থাকা।৩। অপ্রয়োজনীয় বিষয়ে নাক না গলানো।কোনো বিষয় অস্পষ্ট ধোঁয়াশা ল...
30/09/2022

ফিতনার সময় করণীয় কাজ তিনটি।
১। সুন্নাহ আঁকড়ে ধরা।
২। চুপ থাকা।
৩। অপ্রয়োজনীয় বিষয়ে নাক না গলানো।
কোনো বিষয় অস্পষ্ট ধোঁয়াশা লাগলে, আল্লাহ ও রাসূলের দিকে রুজু করা। মন্তব্য না করে, আল্লাহু আলাম-আল্লাহই ভালো জানেন বলে এড়িয়ে যাওয়া।

28/09/2022

মহানবী মুহাম্মাদ (সঃ) কে যেমন ভালোবাসতেন সাহাবি আনাস (রা:)।

26/09/2022

মাও. মওদূদী র.-এর আকীদায় কোন বিভ্রান্তি আছে কি না?
ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার।

26/09/2022

সৃষ্টি সম্পর্কে আল্লাহ তায়ালা যে চ‍্যালেন্জ করেছেন।

20/09/2022

সমাজের বাস্তব চিত্র তুলে ধরে
সুরে সুরে চরম ধোলাই দিলেন
প্রিয় ভাই শিল্পী এ্যাড.রোকনুজ্জামান 💗
সংগীতঃ-ভন্ড ভন্ড লাগে যে ওদের...................

20/09/2022

মাদ্রাসার ছাত্রদের খেলার দৃশ‍্য।

😭😭😭
19/09/2022

😭😭😭

14/09/2022

ইমামতির চাকুরি হলো কচু পাতার পানির মত, কমিটির বিরুদ্ধে বললেই শেষ....

10/09/2022

মামা ভাগ্নের মাজার পরিদর্শন এবং তাওহীদ ভিত্তিক ঈমান গঠনের দাওয়াত।
কোটচাঁদপুর ফুলবাড়ি দোয়াড়ে অবস্থিত।

05/09/2022

গুরুত্বপূর্ণ ম‍্যাসেজ!!

27/08/2022

পানি খেয়ে জীবন বাঁচাচ্ছেন চা শ্রমিকরা।
আহ্!কত কষ্ট😭😭😭

24/08/2022

এই নিষ্পাপ বাচ্চাদের চোখের পানি কত যে কষ্টের, কত আবেগের তা বলে শেষ করা যাবেনা।
এদের অভিশাপে কি হবে একবার ভেবে দেখুন, গা শিউরে ওঠবে। আসমান কত ভারী হয়ে আছে তা কেবল রবই জানেন। কখন সেই গজব পতিত হয় কে জানে!

জানিনা তাদের সন্তানদের সাথেও রব এমন করবেন কিনা! তখন তারা অনুভব করতে পারবে কষ্ট কি জিনিস।
গুম-খুনের রাজনীতিকে যারা সমর্থন করছেন,তাদেরকেও এই জুলুমের হিসাব আল্লাহর আদালতে দিতেই হবে।

সহীহুল মুসলিম,হাদিস নং ১১৯
21/08/2022

সহীহুল মুসলিম,হাদিস নং ১১৯

হাওয়ার উপর চলে গাড়ি,লাগেনা পেট্রোল-ডিজেল!মানুষ একটা দুই চাকার সাইকেল।চমৎকার গাড়ির মডেল!মানুষ একটা দুই চাকার সাইকেল।     ...
20/08/2022

হাওয়ার উপর চলে গাড়ি,লাগেনা পেট্রোল-ডিজেল!
মানুষ একটা দুই চাকার সাইকেল।
চমৎকার গাড়ির মডেল!
মানুষ একটা দুই চাকার সাইকেল।
শিল্পী: দিদারুল ইসলাম।

Address

Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when Mawlana Shihab uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mawlana Shihab uddin:

Videos

Share