22/11/2020
#আজকের_আন্তর্জাতিক
রবিবার | 22nd November 2020 | ৭ অগ্রহায়ণ ১৪২৭
★ ‘তুর্কি পণ্য বয়কটের’ মধ্যে সৌদি বাদশাহকে এরদোগানের ফোন
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের মধ্যে ফোনালাপ হয়েছে। শনি ও রোববার সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ সম্মেলন। এ সম্মেলন শুরুর আগের দিন শুক্রবার বিকালে সম্পর্ক ও মতবিনিময় করতে ফোন করা হয় বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়। তুরস্ক ও সৌদি আরব উভয়ই জি-২০ জোটের সদস্য।
আলজাজিরা জানিয়েছে, ফোনালাপে এরদোগান ও সালমান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও কয়েক বছর ধরে চলা দুই দেশের মধ্যকার বিভিন্ন মতানৈক্য দূর করার বিষয়ে একমত পোষণ করেন। সৌদির পক্ষ থেকে জি-২০ সম্মেলনে যোগদানের জন্য তুরস্ককে অনুরোধ করা হয়। এতে সাড়া দিয়ে ভিডিও লিঙ্কের মাধ্যমে সম্মেলনে বক্তব্য দেন এরদোগান।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি-তুরস্ক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। একাধিক ইস্যুতে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ দুটির অবস্থা একেবারে বিপরীত মেরুতে। এমনকি সৌদি আরব তুরস্কের পণ্যের ওপর অলিখিত বয়কট জারি করে রেখেছে। তুরস্কে ভ্রমণে যেতেও নাগরিকদের নিরুৎসাহিত করা হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই শীর্ষ মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা কথা বলেছেন এবং সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন। তবে দেশ দুটির সম্পর্ক এই ফোনালাপেই স্বাভাবিক হয়ে যাবে এমনটি বলা যাচ্ছে না। (jugantor)
★ ভারতের আপত্তিতে নোট প্রত্যাহার করলো সৌদি
অক্টোবর মাসে নতুন ব্যাংক-নোট চালু করেছিলো সৌদি আরব। ২০ রিয়ালের সেই ব্যাংক-নোট নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল ভারত। মূলত জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে চালু করা ওই নোটে ভারতের মানচিত্র থেকে বাদ রাখা হয় জম্মু-কাশ্মীর এবং লাদাখকে।
তবে ভারতের আপত্তির মুখে সেই ২০ রিয়ালের নোটটি অবশেষে প্রত্যাহার করে নিল সৌদি আরব। নতুন ওই নোট ছাপা বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগে যে সব নোট ছাপা হয়েছিল, তা ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে সৌদি প্রশাসন। (somoynews)
★ ভয়ংকর রকেট হামলায় কাবুল প্রকম্পিত, আট জন নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি আবাসিক এলাকায় একের পর এক অনেকগুলো রকেট হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। আফগান সরকারের একজন মুখপাত্র বলছেন শহরের ভেতর থেকেই একটি পিক-আপ ট্রাক থেকে এক ডজনেরও বেশি রকেট ছোঁড়া হয়েছে।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের সময় স্কুল ছাত্রীরা ভয়ে ছোটাছুটি করছে। কাতারে আফগান সরকারের সাথে তালেবানের যে প্রতিনিধিরা শান্তি মীমাংসা করছেন তাদের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র এক সাক্ষাতের ঠিক আগে কাবুলে এই হামলা হয়। তালেবান বলেছে এই হামলা তারা করেনি। অন্যদিকে ঐ অঞ্চলের ইসলামিক স্টেট গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
রকেটগুলো আঘাত হেনেছে কাবুলের কেন্দ্র এবং উত্তর অংশে। বিভিন্ন দেশের দূতাবাস এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর অফিস যে সুরক্ষিত এলাকায়, সেখানেও আঘাত হেনেছে কয়েকটি রকেট। কয়েকটি ভবন এবং কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সপ্তাহের শুরু দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন আফগানিস্তান থেকে জানুয়ারীর মাঝামাঝি নাগাদ আরও ২ হাজার সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করে। এই সিদ্ধান্তের সমালোচনা হচ্ছিল এই বলে যে, সেখানে দ্রুত মার্কিন সেনা সংখ্যা কমালে আফগান সরকার নতুন করে শক্তিশালী হতে থাকা তালেবান এবং অন্যান্য জঙ্গীদের মোকাবেলায় সক্ষম হবে না। (bbc)
★ চীনে অবসর নেওয়ার বয়স বাড়ছে
অবসর নেওয়ার বয়স বাড়াচ্ছে চীন। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও উন্নয়ন পরিকল্পনার আওতায় দেশটির কমিউনিস্ট পার্টি এ সিদ্ধান্ত নিয়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে চীনের ১৪০ কোটি মানুষের মধ্যে ২৫ কোটি মানুষের বয়স ছিল ৬০ বছরের ওপরে। থিঙ্কট্যাংক বলছে, দেশটির ১৭ দশমিক ৮ শতাংশের বেশি মানুষের বয়স ৬০ বছরের বেশি, যা ২০৫৩ সাল নাগাদ ৩৩ শতাংশ ছাড়িয়ে যাবে।
চীনের ২০৩৫ সালের লক্ষ্যমাত্রার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ মাসে এক প্রতিবেদনে বলেছে, কর্তৃপক্ষ ধীরে ধীরে অবসরের বয়স বাড়িয়ে দেওয়ার বিষয়টি বাস্তবায়ন করবে। ওই প্রতিবেদনে অবসরের বয়স বাড়ানোর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে তা নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। চার দশকের বেশি সময় ধরে চীনের অবসরকালীন বয়সসীমার কোনো পরিবর্তন হয়নি। এ ক্ষেত্রে সরকারি চাকরিতে পুরুষের জন্য ৬০ বছর ও নারীদের জন্য ৫৫ বছর নির্ধারিত রয়েছে। ২০১৩ সাল থেকে বয়স বাড়ানোর পরামর্শ গৃহীত হলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। এতে জনগণ তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে আসছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘অবসরে দেরি করানোর কোনো প্রয়োজনীয়তা বা যুক্তি নেই।’ বিশেষজ্ঞদের মতে, চীন মূলত জনসংখ্যাতাত্ত্বিক টাইমবোমার মুখোমুখি। দেশটিতে বয়স্ক মানুষ বেড়ে যাচ্ছে এবং কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে।
গত বছর সিনজো আবের সরকার জাপানে অবসর নেওয়ার বয়স ৭০, এমনকি ৭৫ বছর করার চিন্তা করছিল। দক্ষিণ কোরিয়ায় ২০৩০ সাল নাগাদ ২৫ শতাংশের বেশি মানুষের বয়স ৬৫ পেরিয়ে যাবে। সেখানে পুরুষের অবসর নেওয়ার বয়স ৬৮ আর নারীদের ৬৭ বছর। চীনের বয়স্ক মানুষ বেড়ে যাওয়ার বিষয়টি দেশটির পেনশন পদ্ধতির ওপর চাপ বাড়াচ্ছে। দেশটির একটি গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সাল নাগাদ দেশটির পেনশন ফান্ড অসচ্ছল হয়ে যেতে পারে। (prothom alo)
★ উগান্ডায় রাজনৈতিক অস্থিরতা, ববি ওয়াইনের মুক্তি লাভ
উগান্ডার পুলিশ শুক্রবার জানায়, বিরোধী জনপ্রিয় নেতা, ববি ওয়াইনের গ্রেফতারের পর বিভিন্ন প্রতিবাদ-বিক্ষোভে অন্ততঃ ৩৭জনের মৃত্যু হয়েছে I ৩৮ বছর বয়সী সংগীত শিল্পী থেকে রাজনীতিক বনে যাওয়া, ববি ওয়াইনকে শুক্রবার জামিনে মুক্তি দেয়া হয় I তাঁকে কভিড-১৯ নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে গ্রেফতার করা হয়েছিলI
অত্যন্ত জনপ্রিয় এই সংগীত শিল্পী, ববি ওয়াইন, ক্ষমসীন প্রেসিডেন্ট ইউরেই মুসেভেনি'র একজন ঘোরতর চ্যালেঞ্জের I প্রেসিডেন্ট মুসেভেনি, প্রায় ৪ দশক ধরে উগান্ডায় ক্ষমতায় রয়েছেন I ববি ওয়াইন তাঁর পদত্যাগ দাবি করে আসছেন I (VoA)
★ নিজেকে ‘জয়ী’ ঘোষণা করে ব্রিফিং ত্যাগ ট্রাম্পের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি শোনালেন সেই পুরোনো কথা। বললেন, নির্বাচনে তিনিই ‘জয়ী’ হয়েছেন। জনগণ এই ফল বের করে আনবে। অবশ্য নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির না করেই ট্রাম্প নিজের জয় দাবি করলেন। আবার তাঁর দাবি নিয়ে সাংবাদিকদেরও কোনো প্রশ্ন করার সুযোগ দিলেন না।
শুক্রবার হোয়াইট হাউসে ব্রিফিংয়ে মূলত ওষুধের দাম কমানোর বিষয়ে ট্রাম্পের ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু ব্রিফিংয়ে তিনি সেই বিষয়টিকে ফোকাস না করে ৩ নভেম্বরের নির্বাচনে জয়ের ভুয়া দাবি করে বসেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেনের কাছে বিপুল ব্যবধানে তাঁর পরাজয় হয়।
দ্য নিউইয়র্ক ডেইলি নিউজের খবরে বলা হয়, ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘নির্বাচনের আগে বড় বড় ওষুধ কোম্পানি আমার বিরুদ্ধে প্রচারণায় লাখ লাখ ডলার ব্যয় করেছে...যে নির্বাচনে আমি জয়ী হয়েছি। যাই হোক, আমরা সেটি খুঁজে বের করব। প্রায় ৭ কোটি ৪০ লাখ ভোট...।’
৫০টি অঙ্গরাজ্যের কর্মকর্তাদের দ্ব্যর্থহীন বক্তব্যের কারণে ইতিমধ্যে ট্রাম্পের দাবি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। সব রাজ্যের কর্মকর্তারা বলেই দিয়েছেন, ৩ নভেম্বরের নির্বাচনে বড় ধরনের কোনো অনিয়ম বা ভোট জালিয়াতির ঘটনা ঘটেনি। এমন প্রমাণও তাঁরা পাননি। বিভিন্ন রাজ্যে ভোট জালিয়াতির অভিযোগ তুলে ট্রাম্প শিবিরের করা একের পর এক মামলা আদালত খারিজ হওয়া বা আদালত মামলা গ্রহণে অস্বীকৃতি জানানোর পর তাদের লড়াই অনেকটা স্তিমিত হয়ে পড়েছে। আইনি লড়াইয়ে আশাহত ট্রাম্প এখন অন্য পথে হাঁটার চেষ্টা করছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। (prothom alo)
★ ইসলামের বিরুদ্ধে আমি কোনো আক্রমণাত্মক বক্তব্য দিইনি: ম্যাক্রোঁ
ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বক্তব্য দেননি বলে দাবি করেছেন ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘আমি আসলে ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বক্তব্য দিইনি, আমি বক্তব্য দিয়েছি ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ’
তার ওই বক্তব্য মুসলিম ব্রাদারহুড বিকৃত করে বিশ্বব্যাপী ছড়িয়েছে বলে দাবি করেন ফ্রান্স প্রেসিডেন্ট।
প্যারিস ভিত্তিক সাপ্তাহিক একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে এ বক্তব্য শুক্রবার প্রকাশ করেছে এএফপি। এএফপি জানায়, শুক্রবার আলোচিত ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে ফ্রান্সের ম্যাগাজিন জিউন আফ্রিক।
ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ‘আমি যখন ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছি, তখন আমার বক্তব্য বিকৃত করা হয়। এটা মুসলিম ব্রাদারহুডের মাধ্যমে তুরস্ক ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। যার কারণে এটা জনমতের ওপর ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করে। এটা স্বাভাবিকভাবেই সাহারাসহ আফ্রিকাতেও তার প্রভাব পড়েছে।’
ওই সাক্ষাৎকারে তুরস্কের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেন ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তার অভিযোগ, আফ্রিকায় এন্টি ফ্রান্স সেন্টিমেন্ট গড়ে তুলতে তুরস্কের সঙ্গে রাশিয়াও অর্থায়ন করছে। তুরস্কের পাশাপাশি রাশিয়াও ফ্রান্সের মূল্যবোধের বিরুদ্ধে আফ্রিকায় জনমত গঠন করেছে বলে দাবি করেন ফ্রান্স প্রেসিডেন্ট। ম্যাক্রোঁ বলেন, ‘আমি কোনো অর্বাচীন বিষয়ে কথা বলছি না। অনেকেই বলেন, কে কণ্ঠ দেয়, কে ভিডিও বানায়, কে ফ্রেঞ্চ ভাষায় গণমাধ্যমে উপস্থাপন করে? -এগুলো রাশিয়া অথবা তুরস্ক অর্থায়ন করে।’ (jugantor)
★ গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করলো ইয়েমেনি যোদ্ধারা
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের একটি সামরিক ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা। সৌদি মদদপুষ্ট সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত গেরিলাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় ইয়েমেনি যোদ্ধারা।
ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেনাবাহিনী এবং তাদের সহযোগী যোদ্ধারা কৌশলগত ওই ঘাঁটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এ ঘাঁটি থেকেই সৌদি মদদপুষ্ট গেরিলারা প্রাদেশিক রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর উপর নজরদারি করত এবং এটি ছিল ওই এলাকায় মানসুর হাদির অনুগত গেরিলাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আস্তানা। এই ঘাঁটি দখলের ফলে মারিব প্রদেশ এবং আল-জাওফ প্রদেশের মধ্যে গেরিলাদের জন্য যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। (bd-pratidin)
★ দেশের সিনেমা হলে হিন্দি ছবি চালানোর প্রস্তাব
করোনাকালীন সময়ে দর্শক সংকট কাটাতে বাংলাদেশের সিনেমা হলগুলোতে হিন্দি ছবি চালানোর প্রস্তাব করেছেন হল মালিকরা ৷ সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে এমন পদক্ষেপের বিকল্প নেই বলে তাদের মত ৷
বাংলাদেশ হল মালিক সমিতির নেতাসহ অন্যান্যরা তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সাথে এক বৈঠকে বলিউডের দশটি সিনেমা চালানোর প্রস্তাব দিয়েছেন ৷ তথ্যমন্ত্রী হল মালিক সমিতিকে সংশ্লিষ্ট বিষয়ে একটি লিখিত প্রস্তাব দিতে বলেছেন ৷ লিখিত পাওয়ার পর মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানা গেছে ৷ সিনেমাগুলো ভারতের সাথে একযোগে বাংলাদেশে মুক্তি পাবে নাকি বলিউডের পুরোনো সিনেমা চালানো হবে তা এখনো চূড়ান্ত হয়নি ৷ লিখিত পাওয়ার পর মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে তা নির্ধারণ করবে৷ সিনেমা চালুর দিন তারিখও সেসময় নির্ধারিত হবে৷
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচিত্র প্রযোজক ও পরিবেশ সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি৷ লিখিত দেওয়ার পর মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত দেবে৷’’ তিনি বলেন, ১৬ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহগুলো খুলে দেওয়া হলেও দর্শক আসছে না৷ বড় বাজেটের ৩৫টি ছবি অপেক্ষায় থাকলেও দর্শক না আসার কারণে ছবি মুক্তি দিচ্ছেন না প্রযোজকরা৷ এ অবস্থায় প্রক্ষাগৃহগুলো চলবে কী করে এমন প্রশ্ন তুলে খসরু বলেন, ‘‘কিছুদিন বলিউডের ছবি চালানোর জন্য আমরাও সম্মতি দিয়েছি৷ বৈঠকে বলিউডের ১০টি ছবি আনার বিষয়ে আলোচনা হয়েছে ৷’’
এদিকে হল মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে পুরোনো নয়, ভারতের সাথে একযোগে বাংলাদেশেও নতুন সিনেমার মুক্তি দিতে চান তারা৷ এর ফলে সিনেমা হলগুলো ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে আশা তাদের৷ এদিকে, চলমান সংকট কাটাতে নির্মাতা, চিত্রনায়কসহ অনেকেই এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন৷ তবে কিছু শর্তের কথা বলেছেন কেউ কেউ৷ চিত্রনায়ক ফেরদৌস আহমেদের মতে করোনার সময়ে নির্মাতারা ছবি মুক্তি দিচ্ছেন না ৷ হলগুলোর টিকিয়ে রাখার স্বার্থে একটি নির্দিষ্ট সময়ের জন্য বলিউডের ছবি চালানো যেতেই পারে ৷ "আমাদের আসলে বিরোধিতা করার চেয়ে কীভাবে বিশ্বমানের ছবি নির্মাণ করা যায়, সে চেষ্টা করা উচিত ৷’’ এ ক্ষেত্রে দেশীয় শিল্প-সংস্কৃতি যেন হুমকির মুখে না পড়ে সে বিষয়টিও বিবেচনায় রাখতে বলছেন তিনি ৷
শর্তসাপেক্ষে বলিউডের সিনেমা চালানোয় সমস্যা দেখছেন না নির্মাতা আমিতাভ রেজা চৌধুরীও৷ তার মতে, প্রেক্ষাগৃহগুলো বাঁচানোর স্বার্থে বলিউডের ছবি চালানো যেতে পারে৷ প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে চলচ্চিত্র বিনিময়ের সুযোগ থাকলেও দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা সর্বশেষ ২০১৫ সালে দেখানো হয়েছিল ৷ সালমান খান অভিনীত ‘ওয়ান্টেড' ছবিটি চালানো হয়েছিল তখন ৷ (dw)