Jhenaidah Somoy ঝিনাইদহ সময়

Jhenaidah Somoy ঝিনাইদহ সময় Online News portal for Jhenaidah.

আমরাতো প্রায়ই সাকিবকে ক্লাসের মাঝে থেকে কোচ উঠিয়ে নিয়ে যাবার গল্প শুনি। চলুন আমি আপনাদের আরেক ক্রিকেটারের গল্প শুনাই যা ...
19/03/2023

আমরাতো প্রায়ই সাকিবকে ক্লাসের মাঝে থেকে কোচ উঠিয়ে নিয়ে যাবার গল্প শুনি। চলুন আমি আপনাদের আরেক ক্রিকেটারের গল্প শুনাই যা খুবই কম শুনি আমরা।
ঘটনাটা ১৯৯৮ সালের। নির্মান স্কুল ক্রিকেট চলছে। সেখানে অংশ নিবে খুলনা জিলা স্কুলও। ছেলেটা খুলনা জিলা স্কুলের অধিনায়ক। অসাধারণ ব্যাটসম্যান, পাশাপাশি বল হাতেও অসাধারণ দক্ষতা তার। কিন্তু তার যে খেলা হবে না।
কারণ সামনে এসএসসি পরিক্ষা। মা জামিলা খাতুনের কথা সে হবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার। ক্রিকেট খেলে কি হবে? বড় ছেলেটা মাত্র এক নম্বরের জন্য স্ট্যান্ড করতে পারেনি। তবে খুলনাবাসীর যে দরকার তাকে। কারণ সে দলে খেললেই নাকি দল জিতবে।
এইদিকে পরিক্ষার বাকি দুদিন। এর মধ্যে ঘটে গেলো আরেক ঘটনা। ছেলেটির বাবা মনিরুল ইসলামকে ডেকে পাঠান খুলনার প্রশাসক স্বয়ং। শুনে ভড়কে যান মনিরুল ইসলাম। তিনি নিরীহ মানুষ। কারও সাতে পাঁচে থাকেন না। ভড়কে যাওয়ারই কথা। তাকে জেলা প্রশাসক কেন ডাকবেন? মনে খানিকটা ভয় নিয়ে বিকেল বেলা দেখা করতে যান জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক খুব খাতির যত্ন করলেন রানার বাবা মনিরুল ইসলামকে। শেষে বললেন, “ভাই, আপনার কাছে আমার একটা আবদার আছে। আপনার ছেলেকে আমাদের দেন। আমি জানি, এটা আমার অন্যায় আবদার। কিন্তু সারা খুলনাবাসী ওকে চায়। দরকার হলে আমার নিজের গাড়ি ওকে স্টেডিয়ামে নিয়ে যাবে। আবার বাড়িতে নিয়ে যাবে।”
মনিরুল ইসলাম ফেরার পথে ব্যাপারটা ভাবলেন। স্ত্রীকে জানালেন না কিছুই। রাতের বেলা পড়ার টেবিলে গিয়ে ফিসফাস করে রানাকে বললেন জেলা প্রশাসকের কথাটা। ছেলেটিও যেতে সম্মত হলো।
পরের দিন সকাল সাতটায় রানার বাসার সামনে জেলা প্রশাসকের গাড়ি হাজির। রানাকে নিয়ে চলে গেলো কুষ্টিয়াতে। সেদিন ছেলেটি বল হাতে নিলেন ৪ উইকেট আর ব্যাট হাতে করলেন ৬৬ রান। তবুও মা জামিলা খাতুনের মন ভরে না। স্বামীকে সোজা জানিয়ে দিলেন, তার সব ছেলেকে তিনি পরীক্ষার হলে নিয়ে গেছেন তিনি। কিন্তু তিনি তাকে নিয়ে যাবেন না। অভিমান করেছেন তিনি। না বলে কুষ্টিয়াতে খেলতে পাঠানোর জন্য।
মনিরুল ইসলাম যেন তার ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যায়। বাবা মনিরুল ইসলাম পড়লেন মহাবিপদে। ছেলেটিও তার বাবাকে বলে, বাবা তুমি দেখে নিও আমি স্টার মার্ক পাবই ইনশাআল্লাহ। শুনে বাবার মন ঠাণ্ডা হয়। মনিরুল ইসলাম সুযোগ বুঝে এই কথাটা বলেন রাগ করে বসে থাকা মা জামিলা খাতুনকে। এই কথা শুনে জামিলা খাতুন আরো রেগে যান। বলেন, "হ স্টার মার্কস তো গাছের পাতা, তোমরা বাপে-ছাওয়ালে ঝাড়া দিবা আর ঝুরঝুর কইরে পড়বে।”
এসএসসি পরীক্ষার ফল বেরোয়। রাগ করে জামিলা খাতুন রেজাল্ট আনতে যাননি স্কুলে। বিকেলে বাধ্য হয়ে রেজাল্ট আনতে মনিরুল ইসলাম নিজেই যান স্কুলে। মনিরুল ইসলামকে দেখে স্কুলের সবাই ছুটে আসেন। ছেলেটি ছয়টি লেটারসহ স্টার মার্কস পেয়েছে।
গল্পটি আর কারও নয়, বাংলাদেশের একসময়ের সেরা অলরাউন্ডার মাঞ্জারুল ইসলাম রানা ভাইয়ের।
সূত্র: মাঞ্জারুল ইসলাম রানা, জার্সি নম্বর ৯৬ (স্বপ্নীল চৌধুরী)
আজ থেকে ১৬ বছর আগে একটি দুর্ঘটনায় তিনি পরপারে চলে যান। ভালো থাকবেন মাঞ্জারুল ইসলাম রানা।
©

25/04/2022

ঝিনাইদহ পৌরসভার মনোনয়ন পত্র দাখিল ১৭ মে ,
বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহার ২৬ মে,
প্রতীক বরাদ্দ ২৭ মে,
ভোটগ্রহণ ১৫ জুন

02/03/2022

New journey

ঝিনাইদহ  পৌরসভার অধীন আরাপপুর উকিলপাড়া একটি রাস্তার বিদ্যুৎ পিলারের চিত্র। ডাল কাটা না হলে যেকোনো সময় দুর্ঘটনার  সম্ভা...
25/01/2022

ঝিনাইদহ পৌরসভার অধীন আরাপপুর উকিলপাড়া একটি রাস্তার বিদ্যুৎ পিলারের চিত্র। ডাল কাটা না হলে যেকোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা আছে, বিষয়টি বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

18/01/2022
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দা...
27/06/2021

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার ১০ জন সাক্ষীকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে সমন জারি মামলার অন্যতম আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী, উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতসহ ছয়জন আসামির জামিন আবেদন নাকচ করেন আদালত। অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন ওসি প্রদীপসহ মামলার ১৫ জন আসামি। আসামিদের আদালতে আনা–নেওয়ার ক্ষেত্রে কড়া নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, আগামী ২৭ ও ২৮ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এই দুই দিনে মামলার প্রথম থেকে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। এই ১০ জন আসামিকে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত থাকার জন্য সমন জারি করা হয়েছে। সিনহা হত্যা মামলার মোট সাক্ষী ৮৩ জন। আসামি প্রদীপের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী রানা দাশগুপ্তের নেতৃত্বে অন্তত ২০ জন আইনজীবী। সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ জড়িত নন দাবি করে যুক্তি উপস্থাপন করা হয়। কিন্তু সরকারি কৌঁসুলি ও বাদীপক্ষের আইনজীবীদের বিরোধিতায় আসামিদের জামিন নাকচ হয়। শুনানি শেষে ওসি প্রদীপসহ ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় পুনরায় কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, সিনহা হত্যার সঙ্গে ওসি প্রদীপ কুমার দাশ মোটেও জড়িত নন। মাদকের বিরুদ্ধে সরকারের যে জিরো টলারেন্স নীতি, ওসি প্রদীপ সেই দায়িত্বই পালন করেছেন। ওসি প্রদীপ মাদক নিয়ন্ত্রণে সক্ষম হয়েছিলেন। রানা দাশ গুপ্ত বলেন, অভিযোগপত্রে মেজর সিনহাকে গলায় বুট জুতা দিয়ে (ওসি প্রদীপ) চেপে ধরে মৃত্যু নিশ্চিত করার যে অভিযোগ আনা হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদনে তা পাওয়া যায়নি। আইনজীবীরা জানান, ৯ জুন জেলা ও দায়রা জজ আদালতে সাবেক ওসি প্রদীপ ও এসআই নন্দদুলাল রক্ষিতের জামিন আবেদন করা হয়েছিল। আদালত আজ ২৭ জুন জামিন শুনানির দিন ধার্য করেন। জামিন শুনানিতে অংশ নিতে ঢাকা থেকে রানা দাশগুপ্তের নেতৃত্ব একদল আইনজীবী কক্সবাজার আসেন।

27/06/2021

সকালে উঠে খালি পেটে কোন কোন খাবার বা পানীয় সেবন করা সবচেয়ে স্বাস্থ্যকর?

১ - সকালে খালি পেটে ২ গ্লাস পানি আপনার জন্য বেশ উপকারী।

২- ডিম ঃ শরীরের অভ্যন্তরিন শক্তি বাডাতে ডিম অনেক উপকারি।

৩- খিচুড়ি ঃ অনেকের সকাল বেলায় ভাত খাওয়ার অভ্যেস , তারা খিচুড়ি খেতে পারেন। চালের পরিমান কম দিয়ে, বেশি পরিমানে সবজি ইউস করে খিচুড়ি রান্না করে খাবেন। এতে করে ভারী নাস্তা করা হলে ও দেহে পোঁছাবে সঠিক পরিমানের পুস্টি।

৪- ফল ঃ কিছু ফল খান সকালে, এটা বেশ উপকারী।

৫- মধু ঃ এক গ্লাস গরম পানিতে ৩ চামচ মধু এবং সাথে লেবু মিশিয়ে খান।

মধু মিশ্রিত পানি নিয়মিত খেলে , শরীরের অতিরিক্ত ওজন কমে যায় এবং আরো অনেক উপকার হয়।

মনে রাখবেন ঝাল জাতীয় খাবার সকাল বেলায় এড়িয়ে চলা ভালো। সকাল সকাল ঝাল, মসলা জাতীয় খাবার খেলে পাকস্থলির ক্ষতি হয়। এতে পেটের রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যায়।

মুসা মিয়ার দোয়া মাহফিল  ঝিনাইদাহ জেলা সমিতি, ঢাকা
23/12/2020

মুসা মিয়ার দোয়া মাহফিল ঝিনাইদাহ জেলা সমিতি, ঢাকা

22/11/2020

#আজকের_আন্তর্জাতিক

রবিবার | 22nd November 2020 | ৭ অগ্রহায়ণ ১৪২৭
★ ‘তুর্কি পণ্য বয়কটের’ মধ্যে সৌদি বাদশাহকে এরদোগানের ফোন
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের মধ্যে ফোনালাপ হয়েছে। শনি ও রোববার সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ সম্মেলন। এ সম্মেলন শুরুর আগের দিন শুক্রবার বিকালে সম্পর্ক ও মতবিনিময় করতে ফোন করা হয় বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়। তুরস্ক ও সৌদি আরব উভয়ই জি-২০ জোটের সদস্য।
আলজাজিরা জানিয়েছে, ফোনালাপে এরদোগান ও সালমান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও কয়েক বছর ধরে চলা দুই দেশের মধ্যকার বিভিন্ন মতানৈক্য দূর করার বিষয়ে একমত পোষণ করেন। সৌদির পক্ষ থেকে জি-২০ সম্মেলনে যোগদানের জন্য তুরস্ককে অনুরোধ করা হয়। এতে সাড়া দিয়ে ভিডিও লিঙ্কের মাধ্যমে সম্মেলনে বক্তব্য দেন এরদোগান।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি-তুরস্ক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। একাধিক ইস্যুতে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ দুটির অবস্থা একেবারে বিপরীত মেরুতে। এমনকি সৌদি আরব তুরস্কের পণ্যের ওপর অলিখিত বয়কট জারি করে রেখেছে। তুরস্কে ভ্রমণে যেতেও নাগরিকদের নিরুৎসাহিত করা হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই শীর্ষ মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা কথা বলেছেন এবং সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন। তবে দেশ দুটির সম্পর্ক এই ফোনালাপেই স্বাভাবিক হয়ে যাবে এমনটি বলা যাচ্ছে না। (jugantor)
★ ভারতের আপত্তিতে নোট প্রত্যাহার করলো সৌদি
অক্টোবর মাসে নতুন ব্যাংক-নোট চালু করেছিলো সৌদি আরব। ২০ রিয়ালের সেই ব্যাংক-নোট নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল ভারত। মূলত জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে চালু করা ওই নোটে ভারতের মানচিত্র থেকে বাদ রাখা হয় জম্মু-কাশ্মীর এবং লাদাখকে।
তবে ভারতের আপত্তির মুখে সেই ২০ রিয়ালের নোটটি অবশেষে প্রত্যাহার করে নিল সৌদি আরব। নতুন ওই নোট ছাপা বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগে যে সব নোট ছাপা হয়েছিল, তা ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে সৌদি প্রশাসন। (somoynews)
★ ভয়ংকর রকেট হামলায় কাবুল প্রকম্পিত, আট জন নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি আবাসিক এলাকায় একের পর এক অনেকগুলো রকেট হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। আফগান সরকারের একজন মুখপাত্র বলছেন শহরের ভেতর থেকেই একটি পিক-আপ ট্রাক থেকে এক ডজনেরও বেশি রকেট ছোঁড়া হয়েছে।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের সময় স্কুল ছাত্রীরা ভয়ে ছোটাছুটি করছে। কাতারে আফগান সরকারের সাথে তালেবানের যে প্রতিনিধিরা শান্তি মীমাংসা করছেন তাদের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র এক সাক্ষাতের ঠিক আগে কাবুলে এই হামলা হয়। তালেবান বলেছে এই হামলা তারা করেনি। অন্যদিকে ঐ অঞ্চলের ইসলামিক স্টেট গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
রকেটগুলো আঘাত হেনেছে কাবুলের কেন্দ্র এবং উত্তর অংশে। বিভিন্ন দেশের দূতাবাস এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর অফিস যে সুরক্ষিত এলাকায়, সেখানেও আঘাত হেনেছে কয়েকটি রকেট। কয়েকটি ভবন এবং কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সপ্তাহের শুরু দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন আফগানিস্তান থেকে জানুয়ারীর মাঝামাঝি নাগাদ আরও ২ হাজার সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করে। এই সিদ্ধান্তের সমালোচনা হচ্ছিল এই বলে যে, সেখানে দ্রুত মার্কিন সেনা সংখ্যা কমালে আফগান সরকার নতুন করে শক্তিশালী হতে থাকা তালেবান এবং অন্যান্য জঙ্গীদের মোকাবেলায় সক্ষম হবে না। (bbc)
★ চীনে অবসর নেওয়ার বয়স বাড়ছে
অবসর নেওয়ার বয়স বাড়াচ্ছে চীন। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও উন্নয়ন পরিকল্পনার আওতায় দেশটির কমিউনিস্ট পার্টি এ সিদ্ধান্ত নিয়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে চীনের ১৪০ কোটি মানুষের মধ্যে ২৫ কোটি মানুষের বয়স ছিল ৬০ বছরের ওপরে। থিঙ্কট্যাংক বলছে, দেশটির ১৭ দশমিক ৮ শতাংশের বেশি মানুষের বয়স ৬০ বছরের বেশি, যা ২০৫৩ সাল নাগাদ ৩৩ শতাংশ ছাড়িয়ে যাবে।
চীনের ২০৩৫ সালের লক্ষ্যমাত্রার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ মাসে এক প্রতিবেদনে বলেছে, কর্তৃপক্ষ ধীরে ধীরে অবসরের বয়স বাড়িয়ে দেওয়ার বিষয়টি বাস্তবায়ন করবে। ওই প্রতিবেদনে অবসরের বয়স বাড়ানোর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে তা নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। চার দশকের বেশি সময় ধরে চীনের অবসরকালীন বয়সসীমার কোনো পরিবর্তন হয়নি। এ ক্ষেত্রে সরকারি চাকরিতে পুরুষের জন্য ৬০ বছর ও নারীদের জন্য ৫৫ বছর নির্ধারিত রয়েছে। ২০১৩ সাল থেকে বয়স বাড়ানোর পরামর্শ গৃহীত হলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। এতে জনগণ তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে আসছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘অবসরে দেরি করানোর কোনো প্রয়োজনীয়তা বা যুক্তি নেই।’ বিশেষজ্ঞদের মতে, চীন মূলত জনসংখ্যাতাত্ত্বিক টাইমবোমার মুখোমুখি। দেশটিতে বয়স্ক মানুষ বেড়ে যাচ্ছে এবং কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে।
গত বছর সিনজো আবের সরকার জাপানে অবসর নেওয়ার বয়স ৭০, এমনকি ৭৫ বছর করার চিন্তা করছিল। দক্ষিণ কোরিয়ায় ২০৩০ সাল নাগাদ ২৫ শতাংশের বেশি মানুষের বয়স ৬৫ পেরিয়ে যাবে। সেখানে পুরুষের অবসর নেওয়ার বয়স ৬৮ আর নারীদের ৬৭ বছর। চীনের বয়স্ক মানুষ বেড়ে যাওয়ার বিষয়টি দেশটির পেনশন পদ্ধতির ওপর চাপ বাড়াচ্ছে। দেশটির একটি গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সাল নাগাদ দেশটির পেনশন ফান্ড অসচ্ছল হয়ে যেতে পারে। (prothom alo)
★ উগান্ডায় রাজনৈতিক অস্থিরতা, ববি ওয়াইনের মুক্তি লাভ
উগান্ডার পুলিশ শুক্রবার জানায়, বিরোধী জনপ্রিয় নেতা, ববি ওয়াইনের গ্রেফতারের পর বিভিন্ন প্রতিবাদ-বিক্ষোভে অন্ততঃ ৩৭জনের মৃত্যু হয়েছে I ৩৮ বছর বয়সী সংগীত শিল্পী থেকে রাজনীতিক বনে যাওয়া, ববি ওয়াইনকে শুক্রবার জামিনে মুক্তি দেয়া হয় I তাঁকে কভিড-১৯ নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে গ্রেফতার করা হয়েছিলI
অত্যন্ত জনপ্রিয় এই সংগীত শিল্পী, ববি ওয়াইন, ক্ষমসীন প্রেসিডেন্ট ইউরেই মুসেভেনি'র একজন ঘোরতর চ্যালেঞ্জের I প্রেসিডেন্ট মুসেভেনি, প্রায় ৪ দশক ধরে উগান্ডায় ক্ষমতায় রয়েছেন I ববি ওয়াইন তাঁর পদত্যাগ দাবি করে আসছেন I (VoA)
★ নিজেকে ‘জয়ী’ ঘোষণা করে ব্রিফিং ত্যাগ ট্রাম্পের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি শোনালেন সেই পুরোনো কথা। বললেন, নির্বাচনে তিনিই ‘জয়ী’ হয়েছেন। জনগণ এই ফল বের করে আনবে। অবশ্য নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির না করেই ট্রাম্প নিজের জয় দাবি করলেন। আবার তাঁর দাবি নিয়ে সাংবাদিকদেরও কোনো প্রশ্ন করার সুযোগ দিলেন না।
শুক্রবার হোয়াইট হাউসে ব্রিফিংয়ে মূলত ওষুধের দাম কমানোর বিষয়ে ট্রাম্পের ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু ব্রিফিংয়ে তিনি সেই বিষয়টিকে ফোকাস না করে ৩ নভেম্বরের নির্বাচনে জয়ের ভুয়া দাবি করে বসেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেনের কাছে বিপুল ব্যবধানে তাঁর পরাজয় হয়।
দ্য নিউইয়র্ক ডেইলি নিউজের খবরে বলা হয়, ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘নির্বাচনের আগে বড় বড় ওষুধ কোম্পানি আমার বিরুদ্ধে প্রচারণায় লাখ লাখ ডলার ব্যয় করেছে...যে নির্বাচনে আমি জয়ী হয়েছি। যাই হোক, আমরা সেটি খুঁজে বের করব। প্রায় ৭ কোটি ৪০ লাখ ভোট...।’
৫০টি অঙ্গরাজ্যের কর্মকর্তাদের দ্ব্যর্থহীন বক্তব্যের কারণে ইতিমধ্যে ট্রাম্পের দাবি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। সব রাজ্যের কর্মকর্তারা বলেই দিয়েছেন, ৩ নভেম্বরের নির্বাচনে বড় ধরনের কোনো অনিয়ম বা ভোট জালিয়াতির ঘটনা ঘটেনি। এমন প্রমাণও তাঁরা পাননি। বিভিন্ন রাজ্যে ভোট জালিয়াতির অভিযোগ তুলে ট্রাম্প শিবিরের করা একের পর এক মামলা আদালত খারিজ হওয়া বা আদালত মামলা গ্রহণে অস্বীকৃতি জানানোর পর তাদের লড়াই অনেকটা স্তিমিত হয়ে পড়েছে। আইনি লড়াইয়ে আশাহত ট্রাম্প এখন অন্য পথে হাঁটার চেষ্টা করছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। (prothom alo)
★ ইসলামের বিরুদ্ধে আমি কোনো আক্রমণাত্মক বক্তব্য দিইনি: ম্যাক্রোঁ
ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বক্তব্য দেননি বলে দাবি করেছেন ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘আমি আসলে ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বক্তব্য দিইনি, আমি বক্তব্য দিয়েছি ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ’
তার ওই বক্তব্য মুসলিম ব্রাদারহুড বিকৃত করে বিশ্বব্যাপী ছড়িয়েছে বলে দাবি করেন ফ্রান্স প্রেসিডেন্ট।
প্যারিস ভিত্তিক সাপ্তাহিক একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে এ বক্তব্য শুক্রবার প্রকাশ করেছে এএফপি। এএফপি জানায়, শুক্রবার আলোচিত ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে ফ্রান্সের ম্যাগাজিন জিউন আফ্রিক।
ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ‘আমি যখন ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছি, তখন আমার বক্তব্য বিকৃত করা হয়। এটা মুসলিম ব্রাদারহুডের মাধ্যমে তুরস্ক ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। যার কারণে এটা জনমতের ওপর ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করে। এটা স্বাভাবিকভাবেই সাহারাসহ আফ্রিকাতেও তার প্রভাব পড়েছে।’
ওই সাক্ষাৎকারে তুরস্কের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেন ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তার অভিযোগ, আফ্রিকায় এন্টি ফ্রান্স সেন্টিমেন্ট গড়ে তুলতে তুরস্কের সঙ্গে রাশিয়াও অর্থায়ন করছে। তুরস্কের পাশাপাশি রাশিয়াও ফ্রান্সের মূল্যবোধের বিরুদ্ধে আফ্রিকায় জনমত গঠন করেছে বলে দাবি করেন ফ্রান্স প্রেসিডেন্ট। ম্যাক্রোঁ বলেন, ‘আমি কোনো অর্বাচীন বিষয়ে কথা বলছি না। অনেকেই বলেন, কে কণ্ঠ দেয়, কে ভিডিও বানায়, কে ফ্রেঞ্চ ভাষায় গণমাধ্যমে উপস্থাপন করে? -এগুলো রাশিয়া অথবা তুরস্ক অর্থায়ন করে।’ (jugantor)
★ গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করলো ইয়েমেনি যোদ্ধারা
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের একটি সামরিক ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা। সৌদি মদদপুষ্ট সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত গেরিলাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় ইয়েমেনি যোদ্ধারা।
ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেনাবাহিনী এবং তাদের সহযোগী যোদ্ধারা কৌশলগত ওই ঘাঁটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এ ঘাঁটি থেকেই সৌদি মদদপুষ্ট গেরিলারা প্রাদেশিক রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর উপর নজরদারি করত এবং এটি ছিল ওই এলাকায় মানসুর হাদির অনুগত গেরিলাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আস্তানা। এই ঘাঁটি দখলের ফলে মারিব প্রদেশ এবং আল-জাওফ প্রদেশের মধ্যে গেরিলাদের জন্য যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। (bd-pratidin)
★ দেশের সিনেমা হলে হিন্দি ছবি চালানোর প্রস্তাব
করোনাকালীন সময়ে দর্শক সংকট কাটাতে বাংলাদেশের সিনেমা হলগুলোতে হিন্দি ছবি চালানোর প্রস্তাব করেছেন হল মালিকরা ৷ সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে এমন পদক্ষেপের বিকল্প নেই বলে তাদের মত ৷
বাংলাদেশ হল মালিক সমিতির নেতাসহ অন্যান্যরা তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সাথে এক বৈঠকে বলিউডের দশটি সিনেমা চালানোর প্রস্তাব দিয়েছেন ৷ তথ্যমন্ত্রী হল মালিক সমিতিকে সংশ্লিষ্ট বিষয়ে একটি লিখিত প্রস্তাব দিতে বলেছেন ৷ লিখিত পাওয়ার পর মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানা গেছে ৷ সিনেমাগুলো ভারতের সাথে একযোগে বাংলাদেশে মুক্তি পাবে নাকি বলিউডের পুরোনো সিনেমা চালানো হবে তা এখনো চূড়ান্ত হয়নি ৷ লিখিত পাওয়ার পর মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে তা নির্ধারণ করবে৷ সিনেমা চালুর দিন তারিখও সেসময় নির্ধারিত হবে৷
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচিত্র প্রযোজক ও পরিবেশ সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি৷ লিখিত দেওয়ার পর মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত দেবে৷’’ তিনি বলেন, ১৬ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহগুলো খুলে দেওয়া হলেও দর্শক আসছে না৷ বড় বাজেটের ৩৫টি ছবি অপেক্ষায় থাকলেও দর্শক না আসার কারণে ছবি মুক্তি দিচ্ছেন না প্রযোজকরা৷ এ অবস্থায় প্রক্ষাগৃহগুলো চলবে কী করে এমন প্রশ্ন তুলে খসরু বলেন, ‘‘কিছুদিন বলিউডের ছবি চালানোর জন্য আমরাও সম্মতি দিয়েছি৷ বৈঠকে বলিউডের ১০টি ছবি আনার বিষয়ে আলোচনা হয়েছে ৷’’
এদিকে হল মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে পুরোনো নয়, ভারতের সাথে একযোগে বাংলাদেশেও নতুন সিনেমার মুক্তি দিতে চান তারা৷ এর ফলে সিনেমা হলগুলো ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে আশা তাদের৷ এদিকে, চলমান সংকট কাটাতে নির্মাতা, চিত্রনায়কসহ অনেকেই এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন৷ তবে কিছু শর্তের কথা বলেছেন কেউ কেউ৷ চিত্রনায়ক ফেরদৌস আহমেদের মতে করোনার সময়ে নির্মাতারা ছবি মুক্তি দিচ্ছেন না ৷ হলগুলোর টিকিয়ে রাখার স্বার্থে একটি নির্দিষ্ট সময়ের জন্য বলিউডের ছবি চালানো যেতেই পারে ৷ "আমাদের আসলে বিরোধিতা করার চেয়ে কীভাবে বিশ্বমানের ছবি নির্মাণ করা যায়, সে চেষ্টা করা উচিত ৷’’ এ ক্ষেত্রে দেশীয় শিল্প-সংস্কৃতি যেন হুমকির মুখে না পড়ে সে বিষয়টিও বিবেচনায় রাখতে বলছেন তিনি ৷
শর্তসাপেক্ষে বলিউডের সিনেমা চালানোয় সমস্যা দেখছেন না নির্মাতা আমিতাভ রেজা চৌধুরীও৷ তার মতে, প্রেক্ষাগৃহগুলো বাঁচানোর স্বার্থে বলিউডের ছবি চালানো যেতে পারে৷ প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে চলচ্চিত্র বিনিময়ের সুযোগ থাকলেও দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা সর্বশেষ ২০১৫ সালে দেখানো হয়েছিল ৷ সালমান খান অভিনীত ‘ওয়ান্টেড' ছবিটি চালানো হয়েছিল তখন ৷ (dw)

শক্ত অবস্থানে শ্রীলংকা...শ্রীলঙ্কায় টাইগাররা কতদিনের কোয়ারেন্টাইনে থাকবে-তা নিয়ে চলছে আলোচনা। ৭ এবং ১৪ দিন কোয়ারেন্টাইনে...
16/09/2020

শক্ত অবস্থানে শ্রীলংকা...

শ্রীলঙ্কায় টাইগাররা কতদিনের কোয়ারেন্টাইনে থাকবে-তা নিয়ে চলছে আলোচনা। ৭ এবং ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। সেই সঙ্গে লঙ্কান বোর্ডের আরও কিছু শর্ত মানতে পারেনি বিসিবি। গতকাল সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্ষোভ প্রকাশ কে স্পষ্ট বলে দিয়েছেন, লঙ্কান বোর্ডের শর্ত মেনে সফরে যাওয়া সম্ভব নয়। এরপর গণমাধ্যমে মুখ খুলেছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাম্মি ডিসিলভা।

শ্রীলঙ্কার আইল্যান্ড পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘তারা (বিসিবি) যদি এটা (সাত দিন কোয়ারেন্টিন) বলে থাকে তবে সেটা ঠিক নয়। প্রকৃত অর্থেই আমি বুঝতে পারছি না -কেন তারা এক সপ্তাহের কথা বলছে। সাত দিনের কোয়ারেন্টাইনের বিষয়ে বিসিবির সাথে আমাদের কোন কথা হয়নি। তবে যাই হোক আমরা স্বাস্থ্য বিভাগের কথার বাইরে কোয়ারেন্টাইন কাল কমাতে পারব না। এটা নিশ্চিত যে বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। শ্রীলঙ্কা পৌঁছার আগেও যদি তারা কোয়ারেন্টাইন করে, তবুও কলম্বো পৌঁছে তাদেরকে বাধ্যতামূলকভাবে হোটেলে থাকতে হবে। সমস্ত খরচ এসএলসি বহন করবে।’

করোনা মাহামারির কারণে প্রথম পর্ব শেষ হবার পর মার্চের মধ্যভাগ থেকে স্থগিত রয়েছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। এর আগে বিসিবি ঘোষণা দিয়েছিল ২৪ অক্টোবর তিন টেস্ট শুরুর আগে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দল কলম্বোর উদ্দেশ্যে রওনা হবে। এর মাধ্যমেই টাইগাররা আবারও ফিরবে আন্তর্জাতিক ক্রিকেটে। তবে সবকিছুই এখন ভণ্ডুল হওয়ার পথে। যদিও গতকাল বিসিবি সভাপতির ক্ষোভ প্রকাশের পর বাংলায় টুইট করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে বিষয়গুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাক্ষে। এখন দেখার, দুই বোর্ডের এই মুখোমুখি অবস্থানের শেষ কোথায় হয়।

অবশেষে মেসির হাতে আন্তর্জাতিক ট্রফি !বর্তমান বিশ্বের অন্যতম সেরা আর জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি । ক্লাব ফুটবলে বার্সেলোন...
16/09/2020

অবশেষে মেসির হাতে আন্তর্জাতিক ট্রফি !

বর্তমান বিশ্বের অন্যতম সেরা আর জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি । ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা । কিন্তু তার নেই কোন আন্তর্জাতিক ট্রফি । যে কারণে মেসিকে শুধু ‘ক্লাব লিজেন্ড’ হিসেবে কটাক্ষ করার মত লোকের অভাব নেই ।

২০০৫ সাল থেকে মেসি খেলছেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে । এই সময়ে তার সর্বোচ্চ সাফল্য তিনটি কোপা আমেরিকা আর একবার ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা । কিন্তু প্রতিটা ফাইনালে মেসির আর্জেন্টিনা হেরেছে প্রতিপক্ষের কাছে ।

আর্জেন্টিনা ট্রফিশুন্য অবশ্য ২৭ বছর ধরেই । সর্বশেষ ১৯৯৩ সালে তারা জিতেছিল কোপা আমেরিকা । তারপর আর কোন আন্তর্জাতিক আসরে শিরোপা পায় নি আলবেসেলেস্তেরা । এই কষ্ট দুই যুগের বেশী সময় ধরে ভোগ করে বিশ্বের কোটি কোটি আর্জেন্টিনা ভক্ত ।

তবে ২০২১ সালে সেই হতাশা থেকে বেরিয়ে আসবে আর্জেন্টিনা , সেই প্রত্যাশা খোদ মেসির । মেসি মনে করেন, ২০২১ সালের কোপা আমেরিকা জিতবে আর্জেন্টিনা। তার ফলে কাটবে দীর্ঘদিনের ট্রফি খরা।

২০২১ সালের ১১ জুন মাঠে গড়াচ্ছে পরবর্তী কোপা আমেরিকা আসর , যা চলতি বছর হবার কথা ছিল । করোনা-মহামারীর কারণে কলম্বিয়া আর আর্জেন্টিনার যৌথ আয়োজনের আসরটি পিছিয়ে গেছে এক বছর ।

আগামী বছর কোপা আমেরিকায় জাতীয় দলের হয়ে ১৩৮ ম্যাচ খেলেও শিরোপাশূন্য থাকা মেসির সামনে আরও একবার সুযোগ আসছে ব্যর্থতা ঘোচাবার । সেখানে নিজ দেশের বড় সুযোগ দেখছেন আর্জেন্টিনার ক্ষুদে-যাদুকর । মূলত হেড কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার বর্তমান দলটি যেভাবে গুছিয়ে উঠছে, সেটাই আশা দেখাচ্ছে তাকে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘গোল ডট কম’ এমনটাই জানিয়েছে।

২০১৮ বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় শেষে দায়িত্ব নেওয়া স্কালোনি আর্জেন্টিনা দলে বেশকিছু পরিবর্তন এনেছেন। সাবেক কোচ হোর্হে সাম্পাওলির প্রিয়পাত্র গঞ্জালো হিগুয়েন ও এভার বেনেগার মতো ‘বুড়ো’দের বাদ দিয়ে জিওভানি লো সেলসো, লেয়ান্দ্রো পারেদেস, লওতারো মার্তিনেস এবং রদ্রিগো দে পলের মতো তরুণদের সুযোগ করে দিয়েছেন তিনি।

মেসির বিশ্বাস, আর্জেন্টিনার বর্তমান দলটি বড় কিছু অর্জনে সক্ষম হবে। এর আগের কোপায় তৃতীয় স্থান দখল করা দলটিকে নিয়ে তার আত্মবিশ্বাসের ঘাটতি নেই। সামনেই ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো মাঠে গড়াবে। এরপর আসছে কোপা আমেরিকা। আর্জেন্টাইন অধিনায়কের বিশ্বাস, বর্তমান দলটিকে নিয়েই সাফল্য পাবেন তিনি।

শিগগিরই  সাড়ে ২২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে....দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় সাড়ে ২২ হাজার সহকারী ...
13/09/2020

শিগগিরই সাড়ে ২২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে....

দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় সাড়ে ২২ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য আছে। এসব পদে নিয়োগের লক্ষ‌্যে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ‌্যমে নিবন্ধিত প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে।

মেধাতালিকার ভিত্তিতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী নভেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এনটিআরসিএর চেয়ারম্যান আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘সারা দেশ থেকে প্রায় সাড়ে ২২ হাজার শূন‌্য পদের তালিকা পেয়েছি। এগুলো যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে।’

শূন‌্য পদের তালিকা চূড়ান্ত করতে গত ২৬ আগস্ট দেশের সব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে এনটিআরসিএর চেয়ারম্যানের সভা হয়। সভায় উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের শূন‌্য পদের প্রাথমিক তালিকা সরেজমিনে যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের খসড়া তালিকা চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। তালিকা অনুযায়ী শূন্য পদের অনুমোদন আছে কি না, নারী কোটায় পুরুষ শিক্ষকের চাহিদা অথবা নারী কোটা পূরণ, চাহিদার চেয়ে বেশি শূন্য পদ দেখানো হয়েছে কি না, এসব বিষয় যাচাই করে তালিকা চূড়ান্ত করা হবে।

এজন্য মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিন গিয়ে যাচাই করবেন। তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়ার পর ১ থেকে ১৫তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার মাধ‌্যমে নিবন্ধিত প্রায় ৮ লাখ প্রার্থীর মধ্যে থেকে নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

12/09/2020

Address

Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when Jhenaidah Somoy ঝিনাইদহ সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jhenaidah Somoy ঝিনাইদহ সময়:

Share