Travel dairy of Bangladesh

Travel dairy of Bangladesh Hi, This is a Travel Dairy of Bangladesh Vlogs. Please Follow To this Channel to get my vlogs and regular Videos any time anywhere.
(13)

I will share my Vlogs Videos, Travel Vlogs, Event News, Life Style Videos, Beautiful Place Videos and everything all.

12/07/2024

💫কষ্ট কে ভালোবাসুনঃ—

🔷অভিজ্ঞতা অর্জন:— ব্যর্থতা আমাদের অভিজ্ঞতা বৃদ্ধি করে। যখন আমরা কোনো কাজে ব্যর্থ হই, তখন আমরা সেই কাজের সাথে সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হয়।

🔷ধৈর্যশীলতা বৃদ্ধি:— ব্যর্থতা আমাদের ধৈর্যশীল হতে শেখায়। জীবনে সবকিছুই সহজে পাওয়া যায় না। ব্যর্থতার মুখোমুখি হয়ে আমরা ধৈর্যশীল হওয়ার গুরুত্ব বুঝতে পারি এবং কঠিন পরিস্থিতিতে স্থিতিশীল থাকার ক্ষমতা অর্জন করি।

🔷আত্মবিশ্লেষণ:— ব্যর্থতার পরে আমরা নিজের কাজ এবং আচরণ বিশ্লেষণ করি। এটি আমাদের নিজের ভুলগুলো খুঁজে বের করতে এবং সেই ভুলগুলো থেকে শিখতে সাহায্য করে।

🔷উদ্ভাবনী চিন্তাভাবনা:— ব্যর্থতা আমাদের নতুন চিন্তাভাবনা করতে উদ্বুদ্ধ করে। যখন আমরা একটি পদ্ধতিতে ব্যর্থ হই, তখন আমরা নতুন পদ্ধতি এবং সমাধান খুঁজে বের করার চেষ্টা করি।

🔷আত্মবিশ্বাস বৃদ্ধি:— প্রতিবার ব্যর্থতার পর আমরা যখন পুনরায় চেষ্টা করি এবং সফল হই, তখন আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এটি আমাদের জীবনে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে উৎসাহিত করে।

🔷সাফল্যের মূল্যায়ন:— ব্যর্থতা আমাদের সাফল্যের মূল্যায়ন করতে শেখায়। যখন আমরা ব্যর্থতার পর সফল হই, তখন আমরা সেই সাফল্যের প্রকৃত মূল্য বুঝতে পারি এবং তা উপভোগ করতে পারি।

◻️ব্যর্থতা কেবলমাত্র একটি সাময়িক অবস্থা, এটি আমাদের জীবনের শেষ নয়। বরং, এটি আমাদের শেখার এবং বেড়ে ওঠার একটি সুযোগ। ব্যর্থতা থেকে শেখা এবং তা থেকে উদ্ভাবনী ও ইতিবাচক পরিবর্তন আনা আমাদের জীবনের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ.

Collected.

12/07/2024

Follow Back To Back
Fariha's family vlog Jannat Israt Eva Events of daily life

22/06/2024

চলছে বর্ষার মৌসুম। পুরো দেশজুড়ে রাসেল ভাইপার নামক এক বিষাক্ত সাপের উৎপাত খুব বাড়ছে। বাংলাদেশসহ পুরো বিশ্বে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি অন্যতম বিষাক্ত সাপ। দেশে বিলুপ্ত প্রায় বিষধর প্রজাতির এ সাপ নতুন করে ফিরে এসেছে। এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনাও ঘটছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। সাপের বিস্তার রোধে বাসা-বাড়ি ও ক্ষেত-খামারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ এই দুআটি বেশী বেশী পাঠ করুন।©

21/06/2024
Collected
13/06/2024

Collected

ঠিক কিনা???
09/06/2024

ঠিক কিনা???

07/06/2024

#মহাস্হানগড়, বগুড়া #মনোরম পরিবেশ

13/01/2024

Follow Back 2 Back

Ayra's world Aysha's Lifestyle Amena's Vlog অনুপ্রেরণা -Motivation

ছবিটা আমার খুব আপন মানুষের। ওরা  ২ ভাই। নাম 'ইয়াসিন আরাফাত।' ও এবার অনার্স ১ম বর্ষের ছাত্র ছিল। ঝিনাইদহে সরকারি কেশবচন্...
09/12/2023

ছবিটা আমার খুব আপন মানুষের। ওরা ২ ভাই। নাম 'ইয়াসিন আরাফাত।' ও এবার অনার্স ১ম বর্ষের ছাত্র ছিল। ঝিনাইদহে সরকারি কেশবচন্দ্র কলেজের রাষ্ট বিজ্ঞানের ছাত্র। পাশাপাশি ফার্মাসিউটিক্যালস কোর্স করছিল। ছোট খাটো একটা ডাক্তার ছিল। প্রায় ২.৬ বছর আগে আরাফাত প্রথম অসুস্থ হয়। পায়ের সমস্যা ছিল। মাঝে হাঁটুর মধ্যে ব্যাথা হতো। আমরা এই আড়াই বছরে বাংলাদেশের এমন কোন ভাল জায়গা নেই যে, সেখানে যায় নি। রাজশাহী মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, পিজি হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, ফরিদপুর মেডিকেল। সব জায়গাতেই দেখানো হয়। কিন্তু তকদিরে ছিল ভিন্ন কিছু। এ পর্যন্ত কোন ডাক্তার ওর সঠিক সমস্যা ধরতে পারে নি। সবাই ভুলভাল চিকিৎসা দিয়েছে। শেষ ঢাকা পঙ্গু হাসপাতাল থেকে সমস্যা চিহ্নিত করে। কিন্তু সেটা একেবারেই শেষ পর্যায়ে। তারা চিকিৎসার জন্য না করে দেয়, বলে এখানে হবে না। তবে চিকিৎসা করে লাভ নেই। এক ডাক্তার তো ৩ মাস আগে বলেই ফেলে এই রুগী আর ১০ দিন বাঁচবে খুব বেশি হলে ১৫ দিন টিকবে। ইন্ডিয়াতে যেয়ে কোন লাভ হবে না।

এরপর কাগজপাতি রেডি করে বাংলাদেশের আর কোন ডাক্তারের কথা না শুনে সোজাসুজি ইন্ডিয়ার চেন্নাইয়ের 'সি এম সি ' (ভ্যালোর) হাসপাতালে চলে যাই। এটা গত মাসের ১০ তারিখের কথা। শুনেছিলাম এখানে কম টাকায় চিকিৎসা হয়, এজন্য এখানে আসা। আসার সময় বাংলাদেশ থেকে প্রায় ২,৬০,০০০/ টাকা নিয়ে গিয়েছিল। এটাই ছিল ওদের পুঁজি। ভেবেছিলাম এটাতেই হয়ে যাবে। সবাই বলে কম খরচে এখানে চিকিৎসা হয়।

কিন্তু এই এক মাসে আমাদের পরীক্ষা-নিরীক্ষা করতেই ইন্ডিয়ান ১.৫০ লক্ষ রুপি শেষ হয়ে গেছে। গতকাল ডাক্তার বলছে, দ্রুত পায়ের অপারেশন প্রয়োজন, এর মধ্যে বড় একটা টিউমার আছে। ভীতরে ক্যান্সার হয়ে গেছে। তবে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ভাল আছে। এখনও ছড়াই নি। ক্যান্সার পায়ের মধ্যে সীমাবদ্ধ আছে। অপারেশনের পর কয়েকটা ক্যামো অথবা রেডিও থ্রাপি দিলেই সুস্থ হয়ে যাবে। এখন অপারেশন জন্য ৪ লক্ষ রুপি লাগবে। এক সপ্তাহের মধ্যে অপারেশন করতে হবে। নতুবা খারাপ কিছু হয়ে যেতে পারে, এমনকি পা'ও কেটে ফেলা লাগতে পারে।

৩ লক্ষ রুপি অপারেশন, ১.৮০ লক্ষ পায়ের দুইপাশে প্লেট লাগালো। ১০ হাজার রুপি ঔষধ। ৩ ব্যাগ রক্ত। এবং অন্যান্য খরচ ৫০ হাজার রুপি মত।
যা বাংলাদেশ টাকায় প্রায় ৭.৫০ লক্ষ টাকার মত। ডাক্তার সময় দিয়েছে সর্বোচ্চ ১৮ তারিখ পর্যন্ত। এর মধ্যে টাকার ব্যবস্থা না করতে পারলে এই মাসে অপারেশন হবে না। তখন আরো বড় ক্ষতি হয়ে যেতে পারে।

পরিবারের পক্ষে এতো টাকার ব্যবস্থা করা সম্ভব নয়। যা অর্থ সম্পদ ছিল, তা ২.৬ বছর ধরে চিকিৎসার পিছনে ব্যয় করতে করতে শেষ। শেষ ইন্ডিয়াতে যাওয়ার সময় কিছু শুভাকাঙ্ক্ষী ভাইদের টাকা আর বাড়ির গরু বিক্রি করে যাওয়া। এখন বাড়িতে বিক্রির মত ৩ শতক মত জমি আছে। কিন্তু গ্রামে জমির দাম কম থাকায় এই ৩ শতক জমির টাকা দিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়।

দ্বীনি ভাইদের কাছে একটু আবেদন যাদের সামর্থ্য আছে তারা চিকিৎসার জন্য যদি কিছু টাকা পয়সা দিয়ে যদি সাহায্য করতেন!! যাদের বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ আছে,তারা যদি ওখানে সুপারিশ করে, যোগাযোগ করিয়ে দিতেন, তাহলে চিকিৎসা করাতে পারতাম। আমি নিজে বাংলাদেশের স্বনামধন্য ডোনার কিছু পেইজে নক দিয়েছি। কিন্তু তারা কোন প্রকার রেসপন্স করে নি। মেসেজ দেখেই চুপ হয়ে গেছে।

সাহায্য পাঠাতে পারেন এই নাম্বারে

01617007925 [ বিকাশ পার্সোনাল]
01617007925[ নগদ পার্সোনাল ]

ব্যাংক একাউন্ট নাম্বার [Dutch Bangla Bank Ltd)
মো: আবু জাহিদ
220-151-0038915
Chakoria Branch.

[সর্ব শেষ সবার কাছে খাচ করে দোয়া চাই। আল্লাহ্ তায়ালা যেন সব ব্যবস্থা করে দেন। যেনো সুস্থ হয়ে সহিহ সালামতে বাড়িতে পৌঁছে।]

14/10/2023

গৌধুলিলগ্ন এক পড়ন্ত বিকালবেলা
নদীতে ভ্রমণ।
#পদ্মানদীতে

14/10/2023

আই বাঁধ, পদ্মা নদী, রাজশাহী।

কারও প্রয়োজন লাগতে পারে। রেফারেন্স দেওয়া যাবে।
11/10/2023

কারও প্রয়োজন লাগতে পারে। রেফারেন্স দেওয়া যাবে।

11/10/2023

আম বাগান, সাপাহার নওগাঁ।
দাওয়াত দেওয়া হলো সবাইকে
মনে করে সবাই আসবেন।

11/10/2023

All Active Page
⬇️⬇️⬇️⬇️⬇️
Good Morning
Follow 2 Follow Back

10/10/2023

Active Now
Let's Go
Follow 2 Follow Back

10/10/2023

রাজশাহীর বিখ্যাত আইসক্রিম। সি এন্ড বি রোড, লক্ষিপুর।

26/09/2023

পাচঁবিবি, জয়পুরহাট বিশাল গরুর হাট।

10/09/2023

জবাই বিল, শাপাহার, নওগাঁ।
প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য্যের নির্দেশন।

নর্থ বেঙ্গল ক্লাস্টার রিজিওনাল সেলস মিটিং
01/09/2023

নর্থ বেঙ্গল ক্লাস্টার রিজিওনাল সেলস মিটিং

29/08/2023

সাশ্রয়ী মূল্য কোথায় ফার্নিচার কিনবেন।
কেনার সময় কি কি বিবেচনা করবেন
রাজশাহী রথ মেলা

Address

Village/Sura
Jhenida
7310

Telephone

+8801717007925

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel dairy of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel dairy of Bangladesh:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Jhenida

Show All

You may also like