10/11/2024
তুমি Warfaze এর পূর্ণতা,
তুমি Blue Touch এর মায়াবী,
তুমি SUBCONSCIOUS এর অহনা,
তুমি chime এর সরলতার প্রতিমা,
তুমি HIGHWAY এর ঘোর গাড়ি ,
তুমি E N C O R E এর নীলাঞ্জনা,
তুমি Artcell এর পথচলা ,
তুমি Chondrobindu এর ভিনদেশি তাঁরা,
তুমি Ashes এর ১৭ পৃষ্ঠা,
তুমি Chirkutt এর আহারে জীবন,
তুমি Shironamhin এর এই অবেলায়,
তুমি Recall এর দীর্ঘশ্বাস,
তুমি Karnival এর ভ্রম,
তুমি SHUNNO এর বেদনা,
তুমি Vikings এর ভালোবাসি যারে,
তুমি Aurthohin এর এপিটাফ,
তুমি Shonar Bangla Circus এর অন্ধ দেয়াল,
তুমি Aftermath এর ধোয়া,
তুমি Level Five এর খোঁয়ে যাওয়া চাঁদ,
তুমি LRB এর কবিতা,
তুমি Miles এর নীলা,
তুমি Bay Of Bengal এর ভেবে নিও আছি,
তুমি Bagdhara এর প্রতিচ্ছবি,
তুমি Blue Jeans এর কদম,
তুমি Odd Signature এর দুঃস্বপ্ন,
তুমি Hatirpool এর উপ,
তুমি Akaschar এর সুহাসিনী,
তুমি AvoidRafa এর কষ্ট ,
তুমি Artwreck এর অগ্নিকাব্য
তুমি Chondropith Official এর পুর্নজন্ম,
তুমি Gontobbo The Band এর অন্তঃআত্মা,
তুমি Popey Bangladesh এর এই তুমি কে?
তুমি Artcell এর দুঃখ বিলাশ,
তুমি Conclusion এর পরিনীতা,
তুমি Nagarbaul এর কবিতা,
তুমি Different touch এর শ্রাবনের মেঘ,
তুমি Lalon এর ক্ষ্যাপা,
তুমি Metrical এর নেই,
তুমি Indalo এর মিথ্যা,
তুমি the tree এর অন্য আলোয়,
তুমি NEMESIS এর কবে,
তুমি Ausrouto এর অলিখিত দুঃখ,
তুমি vibe এর অধরা,
তুমি Adverb এর কতদুর,
শেষে - তুমি নেই, তুমি ছিলেনা কখনোই।