Md. Khairul Islam

Md. Khairul Islam পেজটি লাইক করার জন্য ধন্যবাদ.

05/01/2025
16/11/2024

পিছনের গাড়ি গুলো জানেই না, তাদের অপরাধ কি🤣🤣

20/08/2024

সম্পর্কে দশটি অজানা তথ্য

১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।

২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।

৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।

৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।

৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি

৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।

৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।

৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।

৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগমেন্টস সরবরাহ করে।

১০। সাংস্কৃতিক প্রভাব: বিএমডব্লিউ এর গাড়িগুলি প্রায়ই সাংস্কৃতিক আইকন হয়ে ওঠে, এফআই তে দেখানো হয়েছে

20/08/2024

শাকিব খানের সকল সিনেমার তালিকা।
১। অনন্ত ভালবাসা (১৯৯৯)
২। আজকের দাপট (১৯৯৯)
৩। দুজন দুজনার (১৯৯৯)
৪। বিষে ভরা নাগিন (২০০০)
৫। হীরা চুনি পান্না (২০০০)
৬। জানের জান (২০০০)
৭। সবাইতো সুখী হতে চায় (২০০০)
৮। অশান্তির আগুন (২০০০)
৯। গোলাম (২০০০)
১০। পাল্টা হামলা (২০০০)
১১। কসম বাংলার মাটি (২০০০)
১২। বিষাক্ত নাগিন (২০০০)
১৩। ফুল নেবো না অশ্রু নেবো (২০০০)
১৪। কঠিন শাস্তি (২০০১)
১৫। আজকের ক্যাডার (২০০১)
১৬। দুশমন দরদী (২০০১)
১৭। দুই নাগিন (২০০১)
১৮। মেজাজ গরম (২০০১)
১৯। হিম্মত (২০০১)
২০। ঠেকাও মাস্তান (২০০১)
২১। বাপ বেটির যুদ্ধ (২০০১)
২২। বিশ্ব বাটপার (২০০১)
২৩। বন্ধু যখন শত্রু (২০০১)
২৪। শিকারী (২০০১)
২৫। গন দুশমন (২০০১)
২৬। নাচনেওয়ালী (২০০১)
২৭। নাটের গুরু (২০০১)
২৮। ডাকু রাণী (২০০১)
২৯। স্বপ্নের বাসর (২০০১)
৩০। যুদ্ধে যাবো (২০০২)
৩১। মুখোশধারী (২০০২)
৩২। জুয়াড়ী (২০০২)
৩৩। পাগলা বাবা (২০০২)
৩৪। বোবা খুনী (২০০২)
৩৫। ভণ্ড ওঝা (২০০২)
৩৬। উত্তেজিত (২০০২)
৩৭। ভয়ংকর পরিণাম (২০০২)
৩৮। হিংসার পতন (২০০২)
৩৯। লোহার শিকল (২০০২)
৪০। খল নায়িকা (২০০২)
৪১। স্ত্রীর মর্যাদা (২০০২)
৪২। মায়ের জেহাদ (২০০২)
৪৩। দস্যু (২০০২)
৪৪। পড়েনা চোখের পলক (২০০২)
৪৫। সবার উপরে প্রেম (২০০২)
৪৬। মরণ নিশান (২০০২)
৪৭। ও প্রিয়া তুমি কোথায় (২০০২)
৪৮। ক্ষমতার দাপট (২০০৩)
৪৯। হিংসা প্রতিহিংসা (২০০৩)
৫০। ওরা দালাল (২০০৩)
৫১। হুমকির মুখে (২০০৩)
৫২। বাহাদুর সন্তান (২০০৩)
৫৩। বড় মালিক (২০০৩)
৫৪। ডেনজার (২০০৩)
৫৫। প্রাণের মানুষ (২০০৩)
৫৬। সাহসী মানুষ চাই (২০০৩)
৫৭। ওরা সাহসী (২০০৩)
৫৮। নয়ন ভরা জল (২০০৩)
৫৯। রুখে দাড়াও (২০০৩)
৬০। আন্ডার ওয়ার্ল্ড (২০০৩)
৬১। প্রেম সংঘাত (২০০৩)
৬২। পাল্টা আক্রমন (২০০৪)
৬৩। গুরুদেব (২০০৪)
৬৪। ভাড়াটে খুনী (২০০৪)
৬৫। হৃদয় শুধু তোমার জন্য (২০০৪)
৬৬। লাষ্ট টার্গেট (২০০৪)
৬৭। নষ্ট (২০০৪)
৬৮। ধর শয়তান (২০০৪)
৬৯। মায়ের হাতের বালা (২০০৪)
৭০। জ্যান্ত লাশ (২০০৪)
৭১। বস্তির রাণী সুরিয়া (২০০৪)
৭২। জাত শত্রু (২০০৪)
৭৩। খুনী শিকদার (২০০৪)
৭৪। আজকের সমাজ (২০০৪)
৭৫। সমাজের শত্রু (২০০৪)
৭৬। দুর্ধর্ষ (২০০৫)
৭৭। রাঙ্গা মাস্তান (২০০৫)
৭৮। ব্যাড সান (২০০৫)
৭৯। টপ লিডার (২০০৫)
৮০। নগ্ন হামলা (২০০৫)
৮১। আমার স্বপ্ন তুমি (২০০৫)
৮২। নিখোঁজ সংবাদ (২০০৫)
৮৩। সিটি টেরর (২০০৫)
৮৪। সুভা (২০০৫)
৮৫। দুই নাম্বার (২০০৫)
৮৬। বাঁধা (২০০৫)
৮৭। লালু কসাই (২০০৫)
৮৮। মায়ের মর্যাদা (২০০৬)
৮৯। হটলাইন (২০০৬)
৯০। কোটি টাকার কাবিন (২০০৬)
৯১। সাত খুন মাফ (২০০৬)
৯২। জন্ম (২০০৬)
৯৩। পিতার আসন (২০০৬)
৯৪। রঙ্গীন রসের বাইদানী (২০০৬)
৯৫। হিংস্র মানব (২০০৬)
৯৬। চাচ্চু (২০০৬)
৯৭। নিষ্পাপ কয়েদী (২০০৬)
৯৮। ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া (২০০৬)
৯৯। নষ্ট ছাত্র (২০০৬)
১০০। দাদীমা (২০০৬)
১০১। জমজ (২০০৭)
১০২। ডাক্তার বাড়ী (২০০৭)
১০৩। স্বামীর সংসার (২০০৭)
১০৪। আমার প্রাণের স্বামী (২০০৭)
১০৫। তুই যদি আমার হইতিরে (২০০৭)
১০৬। কথা দাও সাথী হবে (২০০৭)
১০৭। দানব সন্তান (২০০৭)
১০৮। তোমার জন্য মরতে পারি (২০০৭)
১০৯। কপাল (২০০৭)
১১০। মা আমার স্বর্গ (২০০৭)
১১১। এক বুক জ্বালা (২০০৭)
১১২। কাবিননামা (২০০৭)
১১৩। কঠিন প্রেম (২০০৭)
১১৪। রাজধানীর রাজা (২০০৮)
১১৫। টিপ টিপ বৃষ্টি (২০০৮)
১১৬। ভালবাসার দুশমন (২০০৮)
১১৭। সন্তান আমার অহংকার (২০০৮)
১১৮। তুমি স্বপ্ন তুমি সাধনা (২০০৮)
১১৯। বিয়ের প্রস্তাব (২০০৮)
১২০। প্রিয়া আমার প্রিয়া (২০০৮)
১২১। ১ টাকার বউ (২০০৮)
১২২। হৃদয় আমার নাম (২০০৮)
১২৩। আমাদের ছোট সাহেব (২০০৮)
১২৪। মনে প্রাণে আছো তুমি (২০০৮)
১২৫। যদি বউ সাজোগো (২০০৮)
১২৬। সমাধি (২০০৮)
১২৭। তুমি আমার প্রেম (২০০৮)
১২৮। আমার জান আমার প্রাণ (২০০৮)
১২৯। তোমাকে বউ বানাবো (২০০৮)
১৩০। মিয়া বাড়ীর চাকর (২০০৯)
১৩১। জন্ম তোমার জন্য (২০০৯)
১৩২। বলবো কথা বাসর ঘরে (২০০৯)
১৩৩। বিয়ে বাড়ী (২০০৯)
১৩৪। প্রেম কয়েদী (২০০৯)
১৩৫। মন যেখানে হৃদয় সেখানে (২০০৯)
১৩৬। স্বামী স্ত্রীর ওয়াদা (২০০৯)
১৩৭। মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯)
১৩৮। জান আমার জান (২০০৯)
১৩৯। ও সাথী রে... (২০০৯)
১৪০। বলোনা কবুল (২০০৯)
১৪১। সাহের নামে গোলাম (২০০৯)
১৪২। ভালোবাসার লাল গোলাপ (২০০৯)
১৪৩। সবার উপরে তুমি (২০০৯)
১৪৪। আমার প্রাণের প্রিয়া (২০০৯)
১৪৫। ভালবাসা দিবি কিনা বল ? (২০০৯)
১৪৬। মনে বড় কষ্ট (২০০৯)
১৪৭। টাকার চেয়ে প্রেম বড় (২০১০)
১৪৮। প্রেমে পড়েছি (২০১০)
১৪৯। জীবন মরণের সাথী (২০১০)
১৫০। আমার বুকের মধ্যিখানে (২০১০)
১৫১। জনম জনমের প্রেম (২০১০)
১৫২। তুমি আমার মনের মানুষ (২০১০)
১৫৩। ভালবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০)
১৫৪। ভালবেসে মরতে পারি (২০১০)
১৫৫। চেহারা (২০১০)
১৫৬। প্রেমিক পুরুষ (২০১০)
১৫৭। নিঃশ্বাস আমার তুমি (২০১০)
১৫৮। নাম্বার ওয়ান শাকিব খান (২০১০)
১৫৯। চাচ্চু আমার চাচ্চু (২০১০)
১৬০। টপ হিরো (২০১০)
১৬১। বলোনা তুমি আমার (২০১০)
১৬২। প্রেম মানেনা বাধা (২০১০)
১৬৩। হায় প্রেম হায় ভালোবাসা (২০১০)
১৬৪। পরাণ যায় জ্বলিয়া রে... (২০১০)
১৬৫। মনের জ্বালা (২০১১)
১৬৬। অন্তরে আছো তুমি (২০১১)
১৬৭। মাটির ঠিকানা (২০১১)
১৬৮। কোটি টাকার প্রেম (২০১১)
১৬৯। তোর কারণে বেঁচে আছি (২০১১)
১৭০। একবার বলো ভালবাসি (২০১১)
১৭১। টাইগার নাম্বার ওয়ান (২০১১)
১৭২। জান কোরবান (২০১১)
১৭৩। মনের ঘরে বসত করে (২০১১)
১৭৪। কিং খান (২০১১)
১৭৫। প্রিয়া আমার জান (২০১১)
১৭৬। বস নাম্বার ওয়ান (২০১১)
১৭৭। কে আপন কে পর (২০১১) [বিশেষ অতিথি]
১৭৮। আদরের জামাই (২০১১)
১৭৯। আই লাভ ইউ (২০১২)
১৮০। আমার চ্যালেঞ্জ (২০১২)
১৮১। এক টাকার দেনমোহর (২০১২)
১৮২। এক মন এক প্রাণ (২০১২)
১৮৩। সন্তানের মত সন্তান (২০১২)
১৮৪। সে আমার মন কেড়েছে (২০১২)
১৮৫। মাই নেম ইজ সুলতান (২০১২)
১৮৬। খোদার পরে মা (২০১২)
১৮৭। ঢাকার কিং (২০১২)
১৮৮। দুর্ধর্ষ প্রেমিক (২০১২)
১৮৯। বুক ফাটে তো মুখ ফোটে না
১৯০। জিদ্দি মামা (২০১২)
১৯১। ডন নাম্বার ওয়ান (২০১২)
১৯২। জোর করে ভালবাসা হয় না (২০১৩)
১৯৩। দেবদাস (২০১৩)
১৯৪। জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার (২০১৩)
১৯৫। নিষ্পাপ মুন্না (২০১৩)
১৯৬। ভালোবাসা আজকাল (২০১৩)
১৯৭। মাই নেম ইজ খান (২০১৩)
১৯৮। ঢাকা টু বোম্বে (২০১৩)
১৯৯। ফুল এন্ড ফাইনাল (২০১৩)
২০০। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩)
২০১। প্রেমিক নাম্বার ওয়ান (২০১৩)
২০২। লাট্টু কসাই (২০১৪)
২০৩। রাজত্ব (২০১৪)
২০৪। দবির সাহেবের সংসার (২০১৪) [বিশেষ অতিথি]
২০৫। ডেয়ারিং লাভার (২০১৪)
২০৬। ভালোবাসা এক্সপ্রেস (২০১৪)
২০৭। ফাঁদ: দ্য ট্র্যাপ (২০১৪)
২০৮। হিরো: দ্য সুপারস্টার (২০১৪)
২০৯। কঠিন প্রতিশোধ (২০১৪)
২১০। সেরা নায়ক (২০১৪)
২১১। হিটম্যান (২০১৪)
২১২। এক কাপ চা (২০১৪) [বিশেষ অতিথি]
২১৩। এইতো প্রেম (২০১৫)
২১৪। দুই পৃথিবী (২০১৫)
২১৫। লাভ ম্যারেজ (২০১৫)
২১৬। আরো ভালোবাসবো তোমায় (২০১৫)
২১৭। রাজাবাবু: দ্য পাওয়ার (২০১৫)
২১৮। রাজা ৪২০ (২০১৬)
২১৯। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ (২০১৬)
২২০। শিকারি (২০১৬)
২২১। সম্রাট: দ্য কিং ইজ হেয়ার (২০১৬)
২২২। রানা পাগলা দ্য মেন্টাল (২০১৬)
২২৩। বসগিরি (২০১৬)
২২৪। শ্যুটার (২০১৬)
২২৫। ধূমকেতু (২০১৬)
২২৬। সত্তা (২০১৭)
২২৭। রাজনীতি (২০১৭)
২২৮। নবাব (২০১৭)
২২৯। অহংকার (২০১৭)
২৩০। রংবাজ (২০১৭)
২৩১। আমি নেতা হবো (২০১৮)
২৩২। চালবাজ (২০১৮)
২৩৩৷ চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া (২০১৮)
২৩৪। সুপার হিরো (২০১৮)
২৩৫। পাংকু জামাই (২০১৮)
২৩৬। ভাইজান এলো রে (২০১৮)
২৩৭। ক্যাপ্টেন খান (২০১৮)
২৩৮। নাকাব (২০১৮)
২৩৯। নোলক (২০১৯)
২৪০। পাসওয়ার্ড (২০১৯)
২৪১। মনের মতো মানুষ পাইলাম না (২০১৯)
২৪২। বীর (২০২০)
২৪৩। শাহেনশাহ (২০২০)
২৪৪। নবাব এলএলবি (২০২১)
২৪৫। গলুই (২০২২)
২৪৬। বিদ্রোহী (২০২২)
২৪৭। লিডার: আমিই বাংলাদেশ (২০২৩)
২৪৮। প্রিয়তমা (২০২৩)
২৪৯। রাজকুমার (২০২৪)
২৫০। তুফান (২০২৪)

Shakib Khan 💕

14/08/2024

দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য; দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য; সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। লোকে যাহা বলে ইহারা তাহা হইতে পবিত্র; ইহাদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা।

اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِ‌ۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِ‌ۚ اُولٰٓٮِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَ‌ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ

সূরা নম্বর: ২৪ আয়াত নম্বর: ২৬

11/06/2024

╱◥██████◣
│∩│🪟▤│🪟│
▓▆▇█▓🚪▓█▇
ঘরটি কপি করতে পারলে বুঝবো ফোন দামি।

11/06/2024

শরিরের শক্তি টাকার বড়াই আজিবন থাকে না।

11/06/2024

সম্ভবত তারাই সবচেয়ে বেশি অর্জন করে, যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে।

গরুর গাড়ি থেকে সুপার সনিক কনকর্ড জেট দেখেছি। পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের হোয়াটস্যাপ চ্যাটিং, ফে...
05/06/2024

গরুর গাড়ি থেকে সুপার সনিক কনকর্ড জেট দেখেছি। পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের হোয়াটস্যাপ চ্যাটিং, ফেসবুক, ই-মেইল পর্যন্তও করছি। অসম্ভব মনে হওয়া অনেক জিনিসই সম্ভব হতে দেখেছি।
আমরা জেনারেশন,
টেলিগ্রাম এসেছে শুনলেই ঘরগুষ্টির মুখ শুকিয়ে যেতে দেখেছি…
আমরাই শেষ জেনারেশন,
মাটিতে বসে ভাত খেয়েছি আর প্লেটে ঢেলে চা খেয়েছি সুরুৎ শব্দে।
আমরাই শেষ জেনারেশন,
ছোটবেলায় বন্ধুদের সাথে লুকোচুরি, বাঘবন্দি, ডাঙ্গুলি, দাড়িয়াবাধা, গোল্লাছুট, মার্বেল খেলেছি, কাঁচা বেলের আঠায় কাগজের ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছি, নাড়া ক্ষেতে ফুটবল বানিয়ে খেলেছি।
আমরাই শেষ জেনারেশন,
হ্যারিকেন আর কূপির আলোতে পড়াশুনা করেছি, বেত থেকে পাখার ডাঁটির চাবকানি খেয়েছি আর চাদরে হাফ বডি ঢুকিয়ে উপুড় হয়ে লুকিয়ে লুকিয়ে পড়েছি দস্যু বনহুর, কুয়াশা, মাসুদ রানা, স্বপন কুমারের সিরিজ।
আমরাই শেষ জেনারেশন,
ফ্যান, এসি, হিটার, ফ্রীজ, গ্যাস, মাইক্রোওভেনের অস্থাবর সুখ ছাড়াই ছোটবেলা কাটিয়েছি।
আমরাই শেষ জেনারেশন,
ঈগল পেন থেকে বমি করা সুলেখা কালি হাতে মেখে মাথায় মুছে ‘বাবরের যুদ্ধবৃত্তান্ত’ লিখেছি, বড়দের পকেটে বড় নিবের উইংসাঙ দেখেছি আর নতুন বই-খাতার একটা আলাদা গন্ধ আর আনন্দ উপভোগ করেছি।
আমরাই শেষ জেনারেশন,
বিনা টিফিনে স্কুলে গেছি, ইস্কুলে টিচারের হাতে মার খেয়ে, বাড়ি এসে নালিশ করাতে সেকেন্ড-রাউন্ড বেদম ফ্রি-ষ্টাইল ওয়ান-ওয়ে ফাইট সহ্য করেছি, দোষ তো আমার নাহলে টিচার মারবেন কেন?
আমরাই শেষ জেনারেশন,
বড়দের সন্মান করেছি এবং এখনো করে যাচ্ছি।
আমরাই শেষ জেনারেশন,
জোৎস্না রাতে ছাদে ট্রানজিস্টরে বিবিসি’র খবর, অনুরোধের আসর আর বিবিধ ভারতীর শেষ সাক্ষী।
আমরাই শেষ জেনারেশন,
টেলিভিশনে খেলা দেখার জন্য ছাদে উঠে এ্যন্টেনা এডজাস্ট করে স্যিগনাল ধরার চেষ্টা করেছি। আমাদের ছিল তিন লাঠির এন্টেনা, আর ছিল টিভি স্ক্রিনে পার্মানেন্ট ঝিলমিলানি, তাতে কোনও প্রব্লেমই হোত না, ওটা জীবনের অঙ্গ ধরাই ছিল। গন্ডগোল পাকাতো ঐ লোডশেডিং।
আমরাই শেষ জেনারেশন,
আত্মীয় স্বজন বাড়িতে আসার জন্য অপেক্ষা করেছি। ইচ্ছে করে বৃষ্টি ভিজে ইস্কুল থেকে বাড়ি ঢুকেছি।
আমরা শেষ জেনারেশন,
সূর্য ডোবার আগেই বাড়ি ঢুকেছি।
আমরা শেষ জেনারেশন,
পূজো বা ঈদের সময় শুধু একটা নুতন জামার জন্য অপারগ বাবার দিকে চেয়ে থেকেছি।
আমরা শেষ প্রজন্ম,
রাস্তাঘাটে স্কুলের স্যারকে দেখামাত্র রাস্তাতেই নির্দ্বিধায় পায়ে হাত ছুঁয়ে প্রণাম করেছি।
আমরাই লাষ্ট জেনারেশন এখনও বন্ধু খুঁজি। জীবনের চলার স্রোতে হারিয়েছি জীবনের স্বর্গ।
লস্ট প্যারাডাইস।
এখন পৃথিবী রিটার্ন ব্যাক করবে ধীরে ধীরে সেই পিছনের দিনে ফিরে যাবে। আধুনিকতা বলতে আর কিছু সামনের দিকে আসবে না।
পৃথিবীর নানা রকম অবক্ষয় হতেই থাকবে।
#সংগৃহীত

03/06/2024

■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)।

Address

Jhenida

Telephone

+8801977234674

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Khairul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share