08/08/2023
পুরো ফেসবুকপাড়া জুড়ে একটাই প্রশ্ন- “নারী কিসে আটকায়?” জাস্টিন ট্রুডোর ক্ষমতায় আটকালো না, বিল গেটসের টাকায় আটকালো না, তাহসানের কণ্ঠে আটকালো না ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি.....।
আমার কাছে উত্তর শুনুন........ নারী কিসে আটকায় তা আপনার বাবাকে জিজ্ঞেস করুন। আপনার মাকে কীভাবে এতকাল সংসারে রেখেছে জানতে পারবেন। কোন টানে, কোন মায়ায় তারা একে অপরের সাথে দীর্ঘকাল টিকে আছে তা জানুন, বুঝুন।
নারী কি কোনো পশুপাখি, যে তাকে আটকাতেই হবে? নারীকে আটকে রাখার সস্তা চিন্তা বাদ দিয়ে, বাপ-দাদারা যেভাবে নারীকে বুকে আগলে রেখেছে সেটা চেষ্টা করুন। সংসারে উন্নতি হবে। তাহসান, টুডো বা বিলকে নিজের আইডল বানিয়ে নিজেকে তাদের সমতুল্য ভাবার দরকার নেই। . আপনার সঙ্গিনীও আপনার মতোই হবে, ওদের বউদের মতো না। আটকে নয়, আগলে রাখুন নারীকে। ভালোবাসায় বাঁচুন।
Hps Bikash - page