07/10/2022
যদি আবার কখনো প্রেমিক হতে ইচ্ছা হয় তাহলে, নব্বই দশকের প্রেমিক হওয়ার ইচ্ছা পোষণ করবো।
তোমার দেখার জন্যে ইন্টারনেট জগৎ কিংবা ভিডিও কলে রাত দিন দেখার কোনো ইচ্ছা থাকবেনা। বরং তোমাকে স্কুলের রাস্তায় কিংবা স্কুলের পাশের দোকানে তোমার ছুটির অপেক্ষার প্রহর গুনবো।
তোমাকে অনেক সাজতে হবে এমন তুমি চাইবো না, বরং শাড়িতে চুলখোলা কেশে কপালে কালো টিপের বিন্দুতে মায়াবী চোখ দেখবো। আমি যে বাইকে করে তোমার পাশে গিয়ে দাঁড়াবো এটা নয় বরং বাবার বাইসাইকেল কিংবা রোদের মাঝে হেটে এসে মুখ লাল করে তোমার পথে অপেক্ষা করবো।
তোমাকে দামী হোটেল, রিসোর্ট এ নিয়ে হয়তো দামি খাবার খাওয়াতে পারবনা, তবে ঝালমুড়ি খাওয়াবো। আর বিকেলে কোনো নদীর কিনারায় তোমার হাতে হাত রেখে হাটব। যেখানে থাকবে না অসৎ কোনো উদ্দেশ্য। থাকবে শুধু মায়া।
তোমার অনেক মূলব্যান উপহার দিতে পারবো না। তবে ৫, ১০ টাকার টিপ আলতা এসব অনায়াসে ভালোবাসার সাথে দিবো।
কোনো দূরে গেলে ফোনের অপেক্ষায় থাকবেনা তুমি, বরং ডাকপিয়নের প্রতিক্ষা গুনবে, আমার চিঠির আশায় থাকবে, পড়বে মুচকি হাসবে, আমার চিঠির উত্তর দিতে উত্তেজনা অনুভব করবে। আমিও তোমার চিঠির অপেক্ষার প্রহর গুনবো।
ভালোবাসার মধ্যে কোনো খাদ থাকবেনা, দুজনে দুজনের পাওয়ার জন্যে মানিয়ে নিবো পরিবারের থেকে। এভাবে শেষ জীবন অব্দী দুজন দুজনের পাশে থাকবো।
"হয়তো এজন্মে আর হবেনা, তবে সুখে থেকো তুমি, আমার আর তোমার গল্পের মত বেচেঁ থাকুক সবাই, আমরা না হয় গল্পই হয়ে যায়।"
অচেনা লেখক 🥀