M.Tahmid

M.Tahmid Hello Everyone ! It's Mostofa Tahmid Hasan.

12/06/2023
10/06/2023

R For Rider

21/05/2023

কি লিজেন্ড রে।।। (i am to অবাক) 🫡🫡

05/05/2023

Vocabulary Hack!🤐

19/04/2023

প্রচন্ড গরম। গরম থেকে বাঁচতে হলে এভাবে বাইক চালাতে হবে।। 🙃

18/04/2023

বিশ্বাস হচ্ছেনা?? সাহারা মরুভূমির একটি শাখায় থাকি (কোটচাঁদপুর) 🤑

কাক হচ্ছে একমাত্র সেই পাখি যে, ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে ! এত সাহস অন্য কোনো পাখির নেই। তবে লক...
12/04/2023

কাক হচ্ছে একমাত্র সেই পাখি যে, ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে !
এত সাহস অন্য কোনো পাখির নেই।
তবে লক্ষনীয় ব্যাপার হচ্ছে, ঈগল কিন্তু কাকের সাথে লড়াই করে বা তাকে মেরে ফেলতে যেয়ে নিজের সময় ও শক্তির অপচয় করে না।
ঈগল যেটা করে সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারণে এবং ঈগলের প্রচণ্ড গতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে ঈগলের ঘাড় থেকে পালিয়ে উল্টো নিজের জীবন বাচায়!
ঠিক তেমনিভাবে, আপনার জীবন চলার পথে কাছের মানুষ, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব রূপী অনেক কাক আপনার পিছনে ঠোকর মেরে আপনার জীবনকে ব্যহত করবে। এদের সাথে লড়তে যেয়ে সময় এবং শ্রম অপচয় করার কোন দরকার নেই।
আপনার চুড়ান্ত লক্ষ্য পৌঁছানোর জন্য কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন। দেখবেন, আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে এইসব কাকেরা দুর্বল হয়ে এমনিতেই ঝড়ে পড়ে যাবে।
#কাক

Mostofa Tahmid

tahmid3300

29/03/2023

Practical Class 💖🌹

Mostofa Tahmid

04/03/2023

Mostofa Tahmid

জীবন সহজ নয়;জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে,কখনো ধৈর্য ধরে, কখনো ক্ষমা করে, আবার কখনো বা এড়িয়ে চলে ।
20/01/2023

জীবন সহজ নয়;জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে,কখনো ধৈর্য ধরে, কখনো ক্ষমা করে, আবার কখনো বা এড়িয়ে চলে ।

যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? M.Tahmid
19/01/2023

যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে?

M.Tahmid

পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে!
18/01/2023

পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে!

পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো- তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে।
04/01/2023

পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো- তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে।

27/09/2022

আমরা সবাই ফ্রিল্যান্সিং এ কাজ করতে চাই। 💻
কিন্তু ফ্রিল্যান্সিং এমন কোন প্রফেশন না যে খুব দ্রুত সফলতা নিয়ে আসবে। 🎯
এই প্রফেশনে ধৈর্য ধরে টিকে থাকতে হবে। 😲
আর এই সেক্টরে আমরা যারা ধৈর্য ধরে স্কিল ডেভেলপমেন্ট করে কাজ করবো এবং শিখবো ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবো। ✌️🎯

01/09/2022

jomuna bridge

19/08/2022

জালানি তেলের বর্ধিত মূল্য বাতিল কর ।

14/08/2022

📛নিউজ📛
৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে ৩ বছরে হ্রাস করার শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আজ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
©️ Polytechnic Notice

14/08/2022

Hatirjheel er jhorna 🥰

📛নিউজ📛ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৪ বছর থেকে হ্রাস করে ৩ বছর করার শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে আইড...
12/08/2022

📛নিউজ📛
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৪ বছর থেকে হ্রাস করে ৩ বছর করার শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে আইডিইবি।
আজ ১২ আগস্ট ২০২২ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি’র জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী অভিভাবকদের অর্থ সাশ্রয়ের খোঁড়া যুক্তি দেখিয়ে প্রচলিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রূপান্তরের ঘোষনা দিয়েছেন। বহু পরীক্ষা-নিরীক্ষা ও স্টাডির পর ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চালুকৃত ৪ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে নামিয়ে আনার কথা বলে কারিগরি শিক্ষার প্রতি চরম অবজ্ঞা-অবহেলার পরিচয় দিয়েছেন বলে আইডিইবি তীব্র প্রতিবাদ জানিয়েছে।
©️ Polytechnic Notice

With mentor AL-AMIN ISLAM vai .
12/08/2022

With mentor AL-AMIN ISLAM vai .

বাস্তব স্বপ্ন দেখায় না, জীবনের সত্যিটাকে চোখের সামনে তুলে ধরে ।
12/08/2022

বাস্তব স্বপ্ন দেখায় না, জীবনের সত্যিটাকে চোখের সামনে তুলে ধরে ।

মানুষ তো সবাই, পার্থক্য শুধু মানসিকতায়।
11/08/2022

মানুষ তো সবাই, পার্থক্য শুধু মানসিকতায়।

 #লিড_জেনারেশন_এর_কাজ_করে_আয়★লিড জেনারেশন কি?লিড জেনারেশন হল একটি তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া। অর্থাৎ কোন সার্ভিস বা প্...
04/06/2022

#লিড_জেনারেশন_এর_কাজ_করে_আয়
★লিড জেনারেশন কি?
লিড জেনারেশন হল একটি তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া। অর্থাৎ কোন সার্ভিস বা প্রোডাক্ট প্রোমোশন বা বিক্রি করার জন্য টার্গেটেড কোম্পানি বা ব্যক্তির তথ্য সংগ্রহ করা। তথ্য গুলো সাধারণত ইমেইল, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি হয়।

★লিড জেনারেশন করে কত টাকা আয় করা যায়?
অনলাইন মার্কেটপ্লেস গুলোয় চেক করলে আমরা লিড জেনারেশন নিয়ে অনেক জব পোস্ট বা গিগ দেখতে পাই। সেখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তারা শুধু লিড জেনারেশন করে মাসে ১০০ ডলার থেকে শুরু করে ১০০০ ডলার পর্যন্ত আয় করছে, এ কাজ অপেক্ষাকৃত সহজ হওয়ায় মার্কেটে অনেক কম্পিটিশন থাকে। কিন্তু তারপরেও এক্সপার্ট কিছু মানুষ আছে যারা এর দ্বারা অনেক স্মার্ট এমাউন্ট আয় করছে।

· Digital creator

হরিণটার চোখে কোন ভয় দেখতে পাচ্ছেন?এ ছবিটা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। ফটোগ্রাফার ছবিটা তোলার পর থেকে ডিপ্রেসনে চলে যা...
30/05/2022

হরিণটার চোখে কোন ভয় দেখতে পাচ্ছেন?
এ ছবিটা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। ফটোগ্রাফার ছবিটা তোলার পর থেকে ডিপ্রেসনে চলে যান।
চিতা বাঘ গুলো মা হরিণ ও তার দুই বাচ্চাকে ধাওয়া করে।
মা হরিণটা খুব সহজেই চিতা বাঘগুলোর কাছে নিজেকে ধরা দেয় অথচ সে দৌড়ে পালিয়ে যেতে পারতো কিন্তু সে তা না করে নিজেকে বলি দেয়, যাতে তার বাচ্চা দুটো পালিয়ে যেতে পারে।
ছবিতে দেখা যাচ্ছে চিতা বাঘগুলোর খাবারে পরিনত হওয়া মা হরিণটি তার বাচ্চাদের দূরে নিরাপদে পালিয়ে যাওয়া অবধি তাকিয়েই আছেন । - মা তো মা ই!

পৃথিবীর ইতিহাসে মা একটি পবিত্র নাম❣️

19/05/2022

Address

Jhenaidah
Jhenaidah
7330

Alerts

Be the first to know and let us send you an email when M.Tahmid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M.Tahmid:

Videos

Share


Other Digital creator in Jhenaidah

Show All

You may also like