Dr.E I Sumon 63

Dr.E I Sumon 63 Welcome my page, I,am a Physician & Pharmacist all my content is health care development advice.
(4)

24/11/2023

শিয়াল অনেক বুদ্ধিমান হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরকে পোষে। কারণ সঙ্গী হিসেবে চতুরতার থেকে বিশ্বস্ততা অনেক বেশী জরুরি।

23/11/2023

😍😍😍Promote your page now.👍👍👍

23/11/2023

জন্মভূমির স্বার্থে মৃত্যুবরণ করা অতি গৌরবের।

22/11/2023

ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও।
— হযরত সুলাইমান (আ:)

22/11/2023

আমার চোখের জলের প্রাপ্য কেউ নয়, কারণ যে আমার চোখের জলের দাবিদার সে কখনো আমাকে কাঁদাবে না।

22/11/2023

মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন কতো ভয়ানক তা একমাত্র ভুক্ত ভুগিই অনুভব করতে পারে।

21/11/2023

আজকের আলোচনার বিষয় :- অ্যালজাইম্যার ডিজিজ বা ভুলে যাওয়া।
আসসালামু আলাইকুম আমার সকল বন্ধু মহল আপনারা সবাই কেমন আছেন, দোয়া করি সবাই কে যেন আল্লাহ তালা সুস্থ রাখে ও ভালো রাখে,,,
আমাদের মাঝে অনেকে একটু বয়স বেড়ে গেল অনেক কিছু বা কোন বিষয় নিয়ে কথা বলতে বলতে সে বিষয় টা ভুলে যায়।
এধরনের সমস্যা কে বলা হয় অ্যালমাইজার ডিজিজ বা ডিমেনশিয়া ভুলে যাওয়া।৪০ বছর বয়সের রোগীদের মধ্যে ৬% এ রোগে আক্রান্ত হয়,৮৫ বছর বয়সে রোগীদের মধ্যে ২০% এ রোগে আক্রান্ত হয়ে থাকে।
‌‌‌√ এ রোগে লক্ষণ সমূহ :
১)হঠাৎ করে কোন কিছু ভুলে যাওয়া।
২)অতিরিক্ত মানসিক পরিশ্রম ওড ডিপ্রেশন থাকা।
৩) মস্তিষ্কের স্নায়ুকোষ ও রক্ত চলাচল বন্ধ বা শিরা শুকিয়ে যাওয়া।
৪) পরিবারের লোকজন কে হঠাৎ করে ভুলে যাওয়া।
√ চিকিৎসা সমূহ :
Rx
Tab Donepezil Hydrochloride 5 mg
1 Tab Daily after Evening 7 week.or
Tab Rivastigmine 3mg
1 Tab Daily Two time 5 week or
Tab Galantamine 4 mg
1 Tab Daily 2 Time 4 week.
এখানে শুধু মাত্র Generic Group নিয়ে আলোচনা করা হয়েছে,
ভালো লাগলে পেজে ফলো দিয়ে সাথে ই থাকুন।

follow my page like comment share.
16/11/2023

follow my page like comment share.

13/11/2023

Follow my page everyone.

FOLLOW MY PAGE LIKE COMMENT SHARE.
11/11/2023

FOLLOW MY PAGE LIKE COMMENT SHARE.

10/11/2023

তৎকালীন আরবের ভৌগলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা
আরবের ভৌগোলিক অবস্থান এবং গোত্রসমূহ (مَوْقَعُ الْعَرَبِ وَأَقْوَامُهَا)
নাবী (সাঃ)-এর জীবন চরিত বলতে বুঝায় প্রকৃতপক্ষে আল্লাহ প্রদত্ত সেই বার্তা বিচ্ছুরিত আলোক রশ্মির বাস্তবায়ন বা রূপায়ণ যা রাসূলুল্লাহ (সাঃ) মানব জাতির সম্মুখে উপস্থাপন করেছেন এবং যার মাধ্যমে মানুষকে ভ্রষ্টতার গাঢ় অন্ধকার থেকে উদ্ধার করে শাশ্বত আলোকোজ্জ্বল পথের উপর প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষের দাসত্ব ও শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে প্রবিষ্ট করেছেন। এমনকি ইতিহাসের চিত্রকেই পাল্টিয়ে দিয়েছেন এবং মানবজগতের জীবনধারায় আমূল পরিবর্তন আনয়ন করেছেন।

সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব ও নাবী (সাঃ)-এর পবিত্র জীবন ধারার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না আল্লাহর বাণী অবতীর্ণ হওয়ার পূর্বের ও পরের অবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণ না করা হয়। এ প্রেক্ষাপটে প্রকৃত আলোচনায় যাওয়ার পূর্বে আলোচ্য অধ্যায়ে প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা, আরব ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা ও অবস্থান এবং তাদের ক্রমোন্নতির ধারা এবং সে যুগের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব প্রদান ও গোত্রসমূহের শ্রেণীবিন্যাশকে বিভিন্ন দীন-ধর্ম, সম্প্রদায়, আচার-আচরণ, অন্ধবিশ্বাস এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিত্রসহ পাঠক-পাঠিকার সামনে তুলে ধরা প্রয়োজন।

একারণেই আমি এ বিষয়সমূহকে বিশেষভাবে বিভিন্ন স্তরবিন্যাশে উপস্থাপন করেছি।

ফুটনোটঃ



আরবের অবস্থান
‘আরব’ শব্দটি ‘বালুকাময় প্রান্তর’ উষর ধূসর মরুভূমি বা লতাগুল্ম তৃণশষ্যবিহীন অঞ্চল অর্থে ব্যবহৃত হয়। স্মরণাতীত কাল থেকেই বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসাবাসকারী সম্প্রদায়ের জন্য এ পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে।

আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের এক বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহা সাগরের বিস্তৃত অংশ, উত্তরে শামরাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ। উল্লে­খিত সীমান্ত সমূহের কোন কোন ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন ১০ লক্ষ থেকে ১৩ লক্ষ বর্গ মাইল পর্যন্ত ধরা হয়েছে।

আভ্যন্তরীণ ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। এ উপদ্বীপের চতুর্দিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর।

09/11/2023

তারা বেঁচে থাকে মনের গভীর অন্তরালে আজীবন।

08/11/2023

যে নিজের ভুল সংশোধন করতে পারে না, সে কখনই অন্যের ভুল ধরার যোগ্যতা রাখে না।

হায় রে বেচারা প্রেম?💘💘💘
08/11/2023

হায় রে বেচারা প্রেম?💘💘💘

08/11/2023

চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে।

ঘুম হয়ে পরশ দিয়ো হে প্রিয়, নয়ন-পাতে॥

তব তরে বাহির-দুয়ার মম

খুলিবে না এ-জনমে প্রিয়তম,

মনের দুয়ার খুলি গোপন এসে,

বিজড়িত রহিয়ো স্মৃতির সাথে॥

কুসুম-সুরভি হয়ে এসো নিশি-পবনে

রাতের পাপিয়া হয়ে পিয়া পিয়া ডাকিয়া বন-ভবনে।

আঁখি-জল হয়ে আঁখিতে আসিয়ো,

বেণুকার সুর হয়ে শ্রবণে ভাসিয়ো,

বিরহ হয়ে এসো হে চির-বিরহী

আমার অন্তর-বেদনাতে॥

07/11/2023

বীর্য ঘন করার১০০% কার্যকর ঔষধ:-

যাদের বীর্য পাতলা হওয়ার কারণে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না।

তাদের জন্য একটি ঔষধ তৈরীর তালিকা তৈরি করে দিলাম।
আপনারা নিচের তালিকা অনুযায়ী ঔষধ তৈরি করে সেবন করুন। ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে।
উপাদান সমুহ
এলাচি – ৩ তোলা
সমন্দরে সুক (গাছ বিশেষ) -৩ তোলা
সাদা মসলা – ৩ তোলা
বকুল গাছের ছাল – ৩ তোলা
পদ্ম ফুলের বীজ – ৩ তোলা
আঠঙ্গন গাছের বীজ – ৩ তোলা
সাম্ভাল গাছের আঠা – ৩ তোলা
মটরশুটি – ৩ তোলা
শিমুল গাছের আঠা – ৩ তোলা
দারুচিনি – ৩ তোলা
বাবলা গাছের পাতা – ৩ তোলা
ময়দা লাকড়ি – ৩ তোলা
চিনি – পরিমাণমতো

যে বিশেষ গাছের কথা উল্লেখ করা হয়েছে। বা গাছের আঠার কথা বলা হয়েছে। অনেকেই এটা চিনতে না পারেন।

আপনি যদি বানীতি দোকানে গিয়ে জিজ্ঞেস করেন তাহলে আপনাকে এই তালিকা অনুযায়ী গাছ গাছরা দিয়ে দেবে।

07/11/2023
07/11/2023

সূরা ফাতিহার দ্বারা চিকিৎসা

মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে কতিপয় সাহাবী আরবের এক গোত্রের নিকট আসলেন। গোত্রের লোকেরা তাদের কোন মেহমানাদারী করল না।

তারা সেখানে থাকা কালেই হঠাৎ সেই গোত্রের নেতাকে সর্প দংশন করছেন। তখন তারা এসে বলল আপনাদের কাছে কি কোন ঔষধ আছে কিংবা আপনাদের মখ্যে ঝাড়-ফুঁককারী কোন লোক আছে কি? তারা উত্তর দিলেনঃ হ্যাঁ। তবে তোমরা আমাদের কোন মেহমানদারী করনি। কাজেই আমাদের জন্য কোন বিনিময় নির্ধারণ না করা পর্যন্ত আমরা তা করবো না। ফলে তারা তাদের জন্য এক পাল বকরী বিনিময় স্বরুপ দিতে রাযী হল। তখন একজন সাহাবী উম্মুল কুরআন (সূরা-ফাতিহা) পড়তে লাগলেন এবং মুখে থুথু জমা করে তা সে ব্যাক্তির গায়ে ছিঁটিয়ে দিলেন। ফলে সে আরোগ্য লাভ করল। এরপর তারা বকরীগুলো নিয়ে এসে বললো, আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করার পুর্বে এটি স্পর্শ করবো না। এরপর তাঁরা এ বিষয়ে জিজ্ঞেস করলেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে হেসে দিলেন এবং বললেন তোমরা কিভাবে জানলে যে এটি রোগ নিরাময়কারী? ঠিক আছে বকরীগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্যও এক অংশ রেখে দিও।ইফা:বুখারি হা:নং-৫৩২৫

সীদান ইবনু মুদারিব আবূ মুহাম্মদ বাহিলী (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের একটি দল একটি কুপের পাশে নিকট দিয়ে যাচ্ছিলেন। কুপের পাশে মধ্যে ছিল সাপে কাটা এক ব্যাক্তি কিংবা তিনি বলেছেন দংশিত এক ব্যাক্তি। তখন কুপের কাছে একজন এসে তাদের বলল আপনাদের মধ্যে কি কোন ঝাড়-ফুঁককারী আছেন? কুপ এলাকায় একজন সাপ বা বিচ্ছু দংশিত লোক আছে। তখন সাহাবীগণের মধ্যে একজন সেখানে গেলেন। এরপর কিছু বকরী দানের বিনিময়ে তিনি সূরা ফাতিহা পড়লেন (এবং ফুঁক দিলেন)। ফলে লোকটি আরোগ্য লাভ করল। এরপর তিনি বকরীগুলো নিয়ে তাঁর সাথীদের নিকট আসলেন কিন্তু তাঁরা কাজটি পছন্দ করলেন না। তারা বললেনঃ আপনি আল্লাহর কিতাবের উপর বিনিময় গ্রহণ করেছেন। অবশেষে তারা মদিনায় পৌছে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে যেয়ে বললেন, ইয়া রাসুলাল্লাহ! তিনি আল্লাহর কিতাবের উপর বিনিময় গ্রহণ করেছেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে সকল জিনিসের উপর

07/11/2023

মানবজাতি ধীরে ধীরে সব সুযোগকেই উপলব্ধি করবে। অবশ্যই সব সম্ভাবনাকে বাস্তবে রূপ দিবে।

মনে পড়ে  প্রিয় রাহবারের কথা মনে পড়ে গেল,তাকে যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক আমিন।
06/11/2023

মনে পড়ে প্রিয় রাহবারের কথা মনে পড়ে গেল,তাকে যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক আমিন।

06/11/2023

আমাদের এই জীবন দান করেছেন স্বয়ং ঈশ্বর।তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই আমাদের পুনরুত্থিত করবেন।

06/11/2023

কাটাছেঁড়া, ক্ষত,সারাতে দিনে দুই বার লেবুর শরবত সেবন করুন।

05/11/2023

অতি প্রিয়জনের মৃত্যু কষ্ট যারা সহ্য করেছে অধিক বেদনাদায়ক আর কিছুই তাদের মনে হয় না ।

04/11/2023

মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে
স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো।

04/11/2023

হৃদরোগের চিকিৎসা

হার্ট আল্লাহ তাআলার অনন্যদান। মানবদেহে রোগের বিস্তার সম্পর্কে কুরআন, হাদিস ও বিজ্ঞানেরধারাসমূহ খুবই গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, আল্লাহর কাছে তোমরা সুস্বাস্থ্য প্রার্থনা কর, কারণ ইমানের পর সুস্বাস্থ্যের চেয়ে অধিক মঙ্গলজনক কোনো কিছু কাউকে দান করা হয়নি।(ইবনে মাজাহ)

সুতরাং নিয়মতান্ত্রিক জীবন-যাপন করে হার্টের সুস্থতাসহ সর্বপ্রকার রোগ-বালাই থেকে হিফাজত থাকা জরুরি। হৃদরোগের যতগুলো কারণ রয়েছে, তার প্রতিটির ব্যাপারেই কুরআন ও হাদিসে রয়েছে সুস্পষ্ট নির্দশনা। জাগো নিউজে তার কিছু তুলে ধরা হলো-

আল্লাহ বলেন- وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ অর্থাৎ যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন। (সূরা শোয়ারা : আয়াত ৮০) গোগাক্রান্ত বান্দাহকে আল্লাহ নিরাময় করবেন। এ কথা আল্লাহ কুরআনুল কারিমে বলেছেন। কিন্তু আল্লাহ মানুষের প্রতিটি রোগ ব্যধির নিয়ামক হিসেবে পৃথিবীতে প্রতিষেধক পাঠিয়েছেন। এবং অসংখ্য খাবার উপাদান পাঠিয়েছেন। এ উপাদান যদি মাত্রাতিরিক্ত আকারে কেউ গ্রহণ করে তখনই বাঁধে সমস্যা। তাই খাবার গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে।

হৃদরোগের কারণ-
চিকিৎসা বিজ্ঞানে হৃদরোগের প্রধান কারণ হচ্ছে- থাইরয়েড হরমোনের সমস্যা, রক্তশূন্যতা, উদ্বেগ-উৎকণ্ঠা, দুঃশ্চিন্তা, যে কোনো ধরনের ভয়-ভীতি, অত্যধিক মদপান, নেশাজাতীয় বস্তু গ্রহণ, অতিরিক্ত জন্মনিয়ন্ত্রণ মেডিসিন ব্যবহার এবং অনেক মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়াই হৃদরোগের কারণ। মানুষ ইসলামি অনুশাসন মেনে নিয়মতান্ত্রিক জীবন-যাপন করে তবে সুস্থ থাকার ব্যাপারে কোনো সন্দেহ নেই।

জীবনের নানা প্রাঙ্গনে মানুষ হরহামেশাই নানা ধরনের হতাশা ও দুঃশিন্তায় ভুগে থাকে। যা মানুষের জন্য বড়ই ক্ষতির কারণ। আল্লাহ বলেন- وَلاَ تَيْأَسُواْ مِن رَّوْحِ اللّهِ অর্থাৎ এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। (সূরা ইউসুফ : আয়াত ৮৭)

আল্লাহ অন্যত্র বলেন- فَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِّنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ অর্থাৎ মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে আমাকে ডাকতে শুরু করে, এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নিআমত দান করি, তখন সে বলে, এটা তো আমি পূর্বের জানা মতেই প্রাপ্ত হয়েছি। অথচ এটা এক পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই বোঝে না। (সুরা জুমার

FOLLOW MY PAGE LIKE COMMENT SHARE.
04/11/2023

FOLLOW MY PAGE LIKE COMMENT SHARE.

03/11/2023

জীবনে খারাপ অধ্যায় মানে এই নয় যে, জীবনের গল্প শেষ।

03/11/2023

মৃত্যু একটি চ্যালেঞ্জ যা আমাদের শেখায় সময় নষ্ট না করতে ,এবং একে অপরকে জানাতে যে তাকে আমরা কতটা ভালোবাসি।

02/11/2023

চোখের রোগের চিকিৎসা

মুসাদ্দাদ (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত যে, জনৈকা মহিলার স্বামী মারা গেলে তার চোখে অসুখ দেখা দেয়। লোকজন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মহিলার কথা উল্লেখ করে সুরমা ব্যবহারের কথা আলোচনা করল এবং তার চোখ আশংকাগ্রস্ত বলে জানাল। তখন তিনি বললেনঃ তোমাদের এক একটি মহিলার অবস্থাতো এরুপ ছিল যে, তার ঘরে তার সবচেয়ে নিকৃষ্ট কাপড়ে আচ্ছাদিত হয়ে থাকত কিংবা তিনি বলেছেনঃ সে তার কাপড়ের দ্বারা আচ্ছাদিত হয়ে তার সবচেয়ে নিকৃষ্ট ঘরে (বছরের পর বছর ধরে) অবস্থান করতে থাকতো। এরপর যখন কোন কুকুর হেঁটে যেত, তখন সে কুকুরটির দিকে উটের বিষ্টা নিক্ষেপ করে (বেরিয়ে আসার অনুমতি লাভ করতো)। কাজেই, সে চোখে সুরমা লাগাবে না বরং চার মাস দশ দিন পর্যন্ত সে অপেক্ষা করবে।ইফা:বুখারি হা:নং-৫৩০১

মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ... সাঈদ ইবনু যায়েদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি ছত্রাক এক জাতীয় শিশির থেকে হয়ে থাকে। আর এর রস চোখের জন্য শেফা। শুবা (রহঃ) বলেনঃ হাকাম ইবনু উতায়বা (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার কাছে এরূপ বর্ণনা করেছেন। শুবা (রহঃ) বলেনঃ হাকাম যখন আমাকে হাদীসটি বর্ণনা করেন তখন আবদুল মালিক বর্ণিত হাদীসকে তিনি প্রত্যাখ্যান করেন নি।ইফা:বুখারি হা:নং-৫৩০২

02/11/2023

যে কোন ব্যথার চিকিৎসা

আবূ আব্দুল্লাহ উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ঐ ব্যথার অভিযোগ করলেন, যা তিনি তার দেহে অনুভব করছিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, তুমি তোমার দেহের ব্যথিত স্থানে হাত রেখে তিনবার বিসমিল্লাহ এবং সাতবার আউযু বিইয্যাতিল্লাহি অক্বুদরাতিহী মিন শার্রি মা আজিদু অউহাযিরু’ বল।’’

অর্থাৎ আল্লাহর ইজ্জত এবং কুদরতের আশ্রয় গ্রহণ করছি, সেই মন্দ থেকে যা আমি পাচ্ছি এবং যা থেকে আমি ভয় করছি। [মুসলিম ২২০২, তিরমিযি ২০৮০, আবু দাউদ ৩৮৯১ ইবন মাজাহ ৩৫২২, আহমদ ১৫৮৩৪, ১৭৪৪৯, মুওয়াত্তা মালিক ১৭৫৪]

হাদিস:-
وَعَنْ أَبي عَبدِ اللهِ عُثمَانَ بنِ أَبي العَاصِ رضي الله عنه: أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللهِ ﷺ وَجَعاً يَجِدُهُ في جَسَدِهِ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ ﷺ: « ضَعْ يَدَكَ عَلَى الَّذِي يَألَمُ مِنْ جَسَدِكَ وَقُلْ: بِسمِ اللهِ ثَلاثاً، وَقُلْ سَبْعَ مَرَّاتٍ: أَعُوذُ بِعِزَّةِ اللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أجِدُ وَأُحَاذِرُ ». رواه مسلم

01/11/2023

follow my page everyone.

31/10/2023

যে বন্ধু সুদিনে ভাগ বসায়,আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়, সেই তোমার সবচেয়ে বড় শত্রু!

30/10/2023

ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।

29/10/2023

সহপাঠী বা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক আর বন্ধুত্ব এক নয়। চেতনা ও আদর্শের মিল রয়েছে এমন কারো সঙ্গেই বন্ধুত্ব হতে পারে।

28/10/2023

হায়রে ঘুমরে
হঠাত্‍ করে অনিক সাহেবের নিজের ছোটকালের কথা মনে পড়ে হাসি পাচ্ছে।যখন তিনি ষষ্ঠ শ্রেণীতে পড়তেন তখন তো একবার স্কুলের টয়লেটে ঘুমিয়ে পড়েছিল।বাবা-মা,শিক্ষক-শিক্ষিকা সবাইতো তাকে খুঁজতে খুঁজতে হতাশ।

শেষ-মেষ রাতে সবাই এসে স্কুলে খোঁজা শুরু করলেন আর টয়লটে ঘুমন্ত ছোট্ট অনিক সাহেবকে পেল।মজার ব্যাপার হচ্ছে অনিক সাহেবের এতই ঘুম ছিল যে,সে টেরই পায়নি কখন রাত হল।

অনিক সাহেব বড় হলেন,বিয়ে করলেন,বাবা হলেন,অন্য মেয়ের শ্বশুর হলেন কিন্তু তার গভীর ঘুম সেই আগের জায়গাতেই রয়ে গেল।ছোট্ট মুচকী হাসির সাথে এইসব ভাবতে ভাবতে তিনি আবার গভীর ঘুমে চলে গেলেন। . . বাসায় থাকেন অনিক সাহেব,তার ছেলে ও ছেলের বৌ।অনিক সাহেবের ঘুম কেউই পছন্দ করে না শুধু মাত্র তার স্ত্রী ছাড়া।

কিন্তু সেই মানুষটিও যে এখন আর দুনিয়াতে নেই। অনিক সাহেবের ছেলে সরকারী চাকরী করে।আর ছেলের বৌ বেসরকারী।অনিক সাহেব ও একটা বেসরকারী কোম্পানীতে চাকরী করতেন কিন্তু ঘুমের কারণে সেই চাকরীটা ও যায়।তার চাকরী যাওয়ার ব্যাপারটা ও মজার। সেদিন তিনি ভালোভাবেই অফিসে গিয়েছিলেন।আর ঐ দিন অফিসে বিদেশী কোম্পানী থেকে কিছু ইনভেস্টার এসেছিল।

অনিক সাহেবের বস তাদের সাথে একটি কনফারেন্স করার জন্য ঠিক করলেন।অনিক সাহেব যদি সেই কনফারেন্স টেবিলে নাক ডেকে ঘুমান তাহলে তো অনিক সাহেবকে চাকরীতে রাখাটা তার বসের জন্য খুবই বিপত্তিজনক হয়ে যাবে।তাই অনিক সাহেবের ঘুমের কথা চিন্তা করে তাকে চাকরী থেকেই বের করে দিলেন।বস তাকে শেষ কথা বলেছিলেন “অনিক সাহেব বাসায় গিয়ে আরামে ঘুমান টেবিলে ঘুমিয়ে কষ্ট করার কোন প্রয়োজন নেই”। . .

ছেলের বউয়ের মুখে এসব কথা শুনতে অনিক সাহেবের অসহ্য লাগছে।কিন্তু কথা তো শুনতেই হবে।কারণ আজ ও অনিক সাহেবের ঘুমের জন্য আরেকটা সমস্যা বেঁধে যায়।সমস্যাটা হল যে অনিক সাহেব বাথরুমের কল বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন।আর ছেলের বউ ঘরে এসে দেখে যে অনিক সাহেব খাঁটে নিরাপদে ঠিকই ঘুমাচ্ছেন কিন্তু ঘরের সকল জিনিসপত্র ১১নং বিপদ সংকেতের কবলে।

অনিক সাহেব ছেলের বউয়ের কথা শুনতে শুনতে তার চোখটা লেগে আসে।কিন্তু তিনি আবার সজাগ হয়ে যান কারণ এখন ঘুমালে যে অনিক সাহেবের কপালে মঙ্গল বারে ও শনি এসে পড়বে।অনিক ভাবে চোখ বন্ধ করে ভাবে যে তিনি কুমিল্লা তার গ্রামের বাড়ি চলে যাবেন। . . কুমিল্লার বাসে অনিক সাহেব।কুমিল্লা যে তিনি নামতে পারবেন না সে তো জানা কথা।।

হঠাত্‍ করে তার চোখ খুলল দেখল সামনে হ

27/10/2023

কেউ ভুলে যায় না।
প্রয়োজন শেষ, তাই আর যোগাযোগ রাখে না।

27/10/2023

পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে।

26/10/2023

সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য

26/10/2023

ভুল যেমনি মানুষকে শিখায়। তেমনি ভালোবাসা মানুষকে কাদায়।।

Address

Moeshpur Jhenaidah
Jhenaidah

Telephone

+8801944670263

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.E I Sumon 63 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.E I Sumon 63:

Share


Other Digital creator in Jhenaidah

Show All