06/05/2023
🔖 পরীক্ষার হলে মারাত্মক বিভ্রান্তি সৃষ্টিকারী কিছু প্রশ্ন।
প্রশ্ন ১. সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?
◾সঠিক উত্তর:
সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।
প্রশ্ন ২. মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে করে?
দীনেশচন্দ্র সেন/ চন্দ্রকুমার দে?
◾সঠিক উত্তর:
সংগ্রহ করেন — চন্দ্রকুমার দে।
আর সম্পাদনা করেন — দীনেশচন্দ্র সেন।
প্রশ্ন ৩: সমুদ্রের পানি নীল দেখায় আপতিত সূর্যের আলোর–
বিক্ষেপন/প্রতিসরণ?
◾সঠিক উত্তর:
বিক্ষেপন।
প্রশ্ন ৪: বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
কৃষি/শিল্প/সেবা?
◾সঠিক উত্তর:
সেবা।
প্রশ্ন ৫: বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
EU / WTO
◾সঠিক উত্তর: EU
ব্যাখ্যা : সবচেয়ে বড় অর্থনৈতিক জোট — ইইউ।
সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী — WTO.
প্রশ্ন ৬: বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
রবীন্দ্রনাথ ঠাকুর/বিষ্ণু দে
◾সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
ব্যাখ্যা : বিষ্ণু দে'র অনুবাদটা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে।
প্রশ্ন ৭: ‘গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’ – পঙিক্তটি নজরুলের কোন কবিতার অংশ?
সাম্যবাদী/জীবন- বন্দনা
◾সঠিক উত্তর:
জীবন – বন্দনা।
ব্যাখ্যা : এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, “গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!”
প্রশ্ন ৮: মোট সেক্টর কমান্ডার কতজন?
১৬ জন/১৯ জন।
◾সঠিক উত্তর:
১৬ জন ( সোর্স : স্বাধীনতার দলিলপত্র)
প্রশ্ন ৯: বৃহত্তম অর্থনীতির দেশ??
China / USA
◾সঠিক উত্তর : USA
ব্যাখ্যা : জিডিপিতে শীর্ষ — USA আবার অন্যদিকে পিপিপিতে শীর্ষ — China.
বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার।
প্রশ্ন ১০ : মুসলিম নারী জাগরণের কবি কে?
বেগম রোকেয়া/শামসুন্নাহার
◾সঠিক উত্তর: শামসুন্নাহার।
ব্যাখ্যা : বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
॥॥॥
Collected