কিছুতেই মনো যেনো লাগে না❤️
..
কবিতা: ইচ্ছেরা
লেখা: সাথী
আবৃত্তি: সেজান মাহমুদ
#নীল
প্রিয়,
নন্দিনী
নিজের খেয়াল রেখো, যত্ন নিও, যেখানে যাও সাবধানে যেও, অনেক অনেক হাসিখুশি থেকো সবসময়❤ এত্তগুলা ভালোবাসা তোমার জন্য🥰
#Neel
বিবর্তন
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশ জুড়ে
মেঘে ভরে গেছে ভুলে
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি ।😒😒
#বিবর্তন
হোক না হৃদয় ক্ষত বিক্ষত 💔
আমি তো আছি আগের ই মতো 💞
#বিবর্তন
চোখের জল টা গাল ছোঁয়ার আগে তোমার ছুঁয়ে দেয়ার কথা ছিল।
#বিবর্তন
দূরত্বটা অনেক বেশি হলেও বেশি ভাবিনি একটু সময়ের জন্যও!
আপনাকে লিখতে গেলে লিখতে হবে প্রতিটা সন্ধ্যা, প্রতিটা রাতের প্রথমাংশের পাগলামি, মধ্যভাগের একাকিত্ব, আর শেষভাগের শালিক ডাকা ভোরের সাথে আপনাকে ভাবার কথা।
দিতে চাইলে দিতে হবে হাজারটা চিৎকার চেচামেচি,
প্রতিটা মধ্যরাতের নোনতা গল্প, সন্ধ্যে বেলায় ঘুরতে যাওয়ার আকুতি,
বিতক্তিকর অসহ্য বলে আবার হেসে ফেলার ইতিহাস,
হুট করেই অাঙুল ছুঁতে চেয়ে হাত ঝাপটে ধরার তীব্র ইচ্ছা,
কানের কাছে মশার মতো ঘ্যানঘ্যান করা আওয়াজ,
পাত্তা না পাওয়া কিছু অভিমান
আর মন খারাপের বিকেলে গান শোনার খামোখা আবদার।
সেসব কি খুব ভালো হবে শুনি?
আপাতত লিখতে চেয়ে লিখছি "ভালোবাসা"
উচ্চারন করতে চাইছি "ভালোবাসি আপনাকে"
বলতে চাইছি "ভালো থাকবেন, আমাকেও ভালো রাখবেন"
আর যদি বলি কিছু দেখাবো, তো এই একটা ছবি সেই সাথে অনেকটা আদর!
কিছু পেতে চাই যদি বলি, তবে বহুবছ
I am silent in your noisy city
#Evolution
বলতে গিয়ে মনে হয়, বলতে তবু দেয়না হৃদয় কতোটা তোমায় ভালবাসি
চলতে গিয়ে মনে হয় দুরত্ব কিছু নই তোমারই কাছে ফিরে আসি....
কন্ঠঃ #বিবর্তন
আমারো পরানো যাহা চায়" এটা কোনো ভালবাসার গান না। এই গান একটি মধুর বিচ্ছেদের গান।
যেখানে কিছু মানুষ শত দূরে গেলেও কখনো অপ্রিয় হতে পারে না...মনের একটি কোণায় পড়ে থাকে....মনে করতে না চাইলেও মনে এসে যায়। চোখ ভিজে উঠে অজানা কারনে, তারপর নিজেই নিজেকে বলতে হয় ভালোবাসা সবার জন্য না :)
কাউকে ভুলতে না পারার অভিশাপ ফেরত দিলাম না।
শুধু চাই অবেলায় আর কাউকে মনে না পড়ুক...