মায়াজাল ツ

মায়াজাল ツ এক ছায়ামানবীর গল্প
(1)

23/03/2024

তোমার রেখে যাওয়া স্মৃতির দিকে চোখ তুলে তাকালে মনে হয় আমি এক নিশ্চুপ শালিক।
-সাহিত্যিক

10/06/2023

জ্বরে পুড়ে যাচ্ছে শরীর,
তুমি এসো হেমন্তের কোমলতা নিয়ে,
-সাহিত্যিক

15/04/2023

তোমার জন্য হটাৎ করে চোখের কোণে জল,
মনে পড়ে ওইসব সুন্দর আকারে থাকা অজস্র ভালোবাসার দল!

-সাহিত্যিক

02/04/2023

নিশ্বাস নিয়া উইড়া যাবা,?
যাও;
আমি আমার না, তোমার নিশ্বাসে বাঁচি!
-সাহিত্যিক

24/03/2023

তুই ছাড়া জীবন যেন মরুর তীব্র খরা,
রাতের আকাশে ঝরছে দেখ বর্ষার প্রবল ধারা!
-সাহিত্যিক

04/01/2023

দেখবে কি সে?
আলোর ঝলকানিতে আমার দুচোখ পুড়ে কিভাবে রাঙা ভোর তৈরি হয়, কিংবা সুবিশাল পাহাড় বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা কোন বোকা মানুষ!
তবুও ভালোবাসি তারে, ভালোবাসি বলেই তারে ভালোবাসি, তারে ভালোবাসতে বাঁধা নেই যে তারকাটার মতো,
-সাহিত্যিক

27/12/2022

এই বিষণ্ণ উষ্ণতার শহরে আমি হয়রান আপনাকে খুঁজেছি, না হয় আমাদের শহরাটাই পাল্টেছে, আকাশ তো বদলায় নি, কুয়াশায় ছোয়া সমস্ত দিনকে মেঘের মতো সিগ্ধ মনে হয়, তোমার শুভ্রতা পেলে আকাশকে হাতছানি দিয়ে সূর্যের মতো হাসতে বলবো।

-সাহিত্যিক

আমি অভাব চাইছিলাম ব্যথার, অথচ দেখো কি নির্মম ভাবে তোমার অভাব পোহাইতেছি!-সাহিত্যিক
26/12/2022

আমি অভাব চাইছিলাম ব্যথার, অথচ দেখো কি নির্মম ভাবে তোমার অভাব পোহাইতেছি!
-সাহিত্যিক

25/12/2022

তোমাকে না পেয়েও পাবার তীব্র আকাঙ্ক্ষায় মনের ভিতর যে বিশাল ঝর তৈরি করেছি তা তুমি মোকাবিলা করবে কিভাবে? তোমাকে ছাড়া যে সকল স্মৃতিরা সকালের মিষ্টি রোদের মতো হাসে না তাদের কি হবে? আমার সযত্নে গড়া চোখের জলের সাগর সিন্ধুতে জলোচ্ছ্বাস আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? আমাকে হারিয়ে তুমি যে জীবনটা হারিয়েছো তার নাম কি দেবে ভেবেছো??
-সাহিত্যিক

23/12/2022

আপনে আমার রাতের আকাশ হয়ে যান না! না হয় পছন্দের নীল প্রজাপতি! আপনে আমার হৃদকম্পন হয়ে যান,না হয় আমার চোখে ডানা ঝাপটানো উড়ন্ত কোন নীল পরী,আপনে আমার শেষ রাতের সুখ হয়ে যান না! আমার রোজ রাতের নিশ্চিন্ত ঘুম তো হতেই পারেন? আপনে আমার আবেগ হয়ে যান, না হয় আমার শেষ প্রেম!

-সাহিত্যিক

22/12/2022

আমার দীর্ঘতম অপেক্ষা তোমায়,স্পর্শ করতে পারে নি,এই পৃথিবীর একটা দীর্ঘতম রাত আর কি করবে?

-সাহিত্যিক

20/12/2022

কিছু রাত শুধু অপেক্ষায় করাই না, কাঁদায়,হাসায়, ঘুম পাড়িয়ে দেয়,আচ্ছা
তুমি একবারও ভেবেছো আমার ভালবাসা কতটা শীতল আট স্লিন্ধ হলে আমি তোমার জন্য এক হাজার দুইশো পঁচাত্তর রাত হিসেব না করে কাঁটিয়ে অপেক্ষার সুনিপুণ জাল বুনেছিলাম!

-সাহিত্যিক

17/12/2022

কোন একদিন আমায় মনে রাখবেন কিনা জানার জন্য আমি আপনাকে প্রতিদিন মনে করি!

-সাহিত্যিক

তারপর বহুকাল আকাশ ছুঁইনি, তোমার শীতল রাগে রাতের আকাশ হই নি, তারপর বহুকাল আমি  বেহুশ হয়ে ঘুরে বেড়াই নি, মাঝরাতের দুঃস্বপ্...
09/12/2022

তারপর বহুকাল আকাশ ছুঁইনি, তোমার শীতল রাগে রাতের আকাশ হই নি, তারপর বহুকাল আমি বেহুশ হয়ে ঘুরে বেড়াই নি, মাঝরাতের দুঃস্বপ্নে তোমায় কখনো চাই নি,
-সাহিত্যিক

08/12/2022

আমায় ছাড়ছে না ডিসেম্বর, জানুয়ারির পহেলা বৃষ্টি,আর তোমার হারিয়ে যাওয়া;
আমায় এতোটা শান্তিপূর্ণ অদৃশ্য আঘাত না করলে কি তুমি বেদনা পেতে?
ওই বেদনার চেয়ে তোমার এখনকার বেদনা কতোটা কেমন? জানতে ইচ্ছে হয় মাঝেমাঝে;
তবে আমি সব মায়া আটকে রেখে থেমে থাকি;
বিশ্ময়ের একটা সকালে চিৎকার করে বলবার আশায়,
"আমি তোমায় দিব্যি ভূলে আছি"
-সাহিত্যিক

07/12/2022

আমি ছবি আঁকতে জানলে তোমার অন্তর এর একখান ছবি আঁকতাম, তারপর যত্ন কইরা আগুনে পোড়াইয়া দিতাম,
-সাহিত্যিক

03/12/2022

তোমাকে ছাড়া আমার সুখগুলোও হাসে না, পরিপূরণ হয় না কোন বিন্দুর মতো আনন্দগুলো,
প্রকৃতি আমায় পর করে দূরে পাঠায়, আমি হেঁটে গেলে পাখি'রা গান গায় না, পাতারা নড়ে না, রোদ তার সমস্ত শক্তি দিয়ে গিলে খেতে চায়, তোমাকে ছাড়া চেনা রাস্তারা হাঁটতে সায় দেয় না, ভালোবাসা'রা আক্ষেপ করে তোমার অভাবে,
-সাহিত্যিক

01/12/2022

একদিন আমি থাকবো না, চলে যাবো সমস্ত মায়া ছেড়ে, ছদ্মবেশ ছেড়ে একটা সার্বজনীন বেশ হবে,
সমস্ত শব্দরা হারিয়ে যাবে মাথা থেকে, লেখা বাদ দিয়ে দিবো, বাদ দিয়ে দিবো এই শব্দের মায়া,
কেউ কেউ ভীষণ মন খারাপে হয়তো খুঁজে ফিরবে,
আমার ছদ্দবেশের ছদ্দনামে ডাকবে আমায়, আমি ফিরবো না,
-সাহিত্যিক

30/11/2022

কিছু দুঃখ আমার আজন্মেরই, কিছু দুঃখ আমার পিছু ছাড়ে নি কখনো, কিছু মানুষ বিশ্বাস করেও ভালোবাসেনি, কিছু মানুষ ভালোবেসেও কাছে আসে নি, কিছু কথা অঝোরে কাঁদিয়েছে আমায়, কিছু রাত অপেক্ষা করে যত্ন নিয়ে ভাবিয়েছে আমায়, আসলে আমার জন্য কেউ সৃষ্টি হয় নি বোধহয়, যদি সৃষ্টি হতো তাহলে আমি সৃষ্টি ক্ষুদায় কেন জ্বলে পুড়ে ছারখার?
-সাহিত্যিক

30/11/2022

জীবনের প্রথম যে মেয়েটিকে ভালোবেসেছিলাম সে খুব উড়ানচন্ডি ছিলো, দেবীর মতো কপালে মাঝখানে টিপ পড়তো, নৈসর্গিক ভাবে হাসতো, যেন সমুদ্রে জোয়ার আছড়ে পড়ছে, সে খুব দুশ্চিন্তায় ভুগতো, সারারাতের ঘুৃৃম হারাম করে আমায় চিন্তা করতো, কতো চিন্তা তার,আমি তখনও প্রেম বলে কিছু শিখি নি, বুকের ভিতরে ধুকপুকানি বেড়ে যেত,
আমি ভাবতাম হার্টের সমস্যা, কেবল জানতাম এই দেবীর মতো মানুষটা আমার, আমার ব্যক্তিগত মানুষের তালিকায় যার নাম ছিলো শীর্ষে, আচ্ছা এখনো কপালের মাঝখানে টিপ বসাও? সারারাত আমায় নিয়ে ভাবো? হয়তো আমার নামখানাই মনে পড়ছে না, তবে যেই দেবীকে আমি আমার অন্তরের মন্দিরে স্থান দিয়েছিলাম তার কোন পরিবর্তন হয় নি, শুধু তুমি থমকে গিয়েছো আমার থেকে, আমার মন থেকে দেবী মানুষটা কখনো আধইঞ্চিও সরে নি....
-সাহিত্যিক

28/11/2022

কিছু দুঃখ আজীবন তোমার নামেই লেখা,
কিছু দুঃখ আমার হয় তোমায় নিয়ে ঘর বাধা,
কিছু দুঃখ জল হয়, চোখের কোণে জমে,
কিছু দুঃখ অন্তরে রয়, বুকের ভেতর বারুদ ফাটে,
-সাহিত্যিক

27/11/2022

কিছু মানুষ হয় অদ্ভুতূরে, ওইসব মানুষকে দেখলেই ভালোবাসতে মন চায়, কিছু মানুষ থাকে এমন যাদের কথা ভাবলেই মনের মধ্যে টুংটাং আওয়াজ শোনা যায়, যারে নিয়ে ভাবতে ভাললাগে, কিছু মানুষ থাকে নিজের মতো, মনে হয় আমারই প্রতিচ্ছবি, কিছু মানুষ থাকে মানুষকে ভাবানোর জন্যে, কৌতূহলী হয়ে আগ্রহ জন্মানোর জন্যেই যাদের জন্ম, কিছু মানুষ থাকে একদম একটা কথাই মনের মধ্যে দাগ কাঁটে, কিছু মানুষের নিজের জগৎ এ গিয়ে পড়ে থাকতে মন চায়, ছুঁটতে মন চায় সূর্যমুখীর বাগানে, কিছু মানুষ ভালো থাকতে চায়, তাই একাকীত্বে নিজেকে আবদ্ধ করে কল্পনা সাজায়, কিছু মানুষ থাকে পরিচয়হীণ, কিছু মানুষ থাকে অগোছালো, সবার অগোচরে পালিয়ে বাঁচতে চায়,
-সাহিত্যিক

25/11/2022

কত কিছুই তো হয়, রোজ বন্দী পাখি ডানা ঝাপটায়, আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায়,
জলজ্যান্ত মানুষও ছায়া হয়, চোখ বুঝে থাকলেই ঘুম হয়, এতো কিছু হয়, তুমি আমার হও না কেন? আমার সাথে দুঃখ বাধো কেন?
হিসেব করে দূরে যাও কেন? একা রেখে ভালো থাকো কেন?
-সাহিত্যিক

20/11/2022

দুঃখ গুলো সূর্য সাজে, আমি হই রোদ,
পুড়তে পুড়তে হারিয়েছি নিজের অস্তিত্ব উপলব্ধিবোধ,
-সাহিত্যিক

17/11/2022

কিছু তুমি'রা দূরেই থাকতে চায়, হারানোর ভয়েতে না ভালোবেসে ব্যথা পায়,
কিছু মানুষ অবসরে নিঃসঙ্গ রয়, দিনের সব চাপা কথা তোমার বদলে গভীর রাত'রে শোনায়,
-সাহিত্যিক

তুমি ফের দূরত্ব বাড়িয়ে নিলে।নিঃশ্বাস সমান দূরত্বে দাঁড়িয়ে,আমার আর ফেরা হলো না তোমাতে।
11/11/2022

তুমি ফের দূরত্ব বাড়িয়ে নিলে।
নিঃশ্বাস সমান দূরত্বে দাঁড়িয়ে,
আমার আর ফেরা হলো না তোমাতে।

07/11/2022

আমাদের সব ভালোবাসা ফিরে আসুক বসন্তের সুবাসের মতো, তোমার বিভীষিকাময় নিঃসঙ্গতার সঙ্গী হোক আমার অবুঝ মন, তোমার ছোয়ায় পূর্ণতা পাক সকল অপূর্ণতারা, আমি একটু শান্তিতে বাঁচি তোমার আশায়, জীবনের সকল বিষাদগ্রস্ত সময় কেটে যাক তুমি থাকার সৌভাগ্যে, আমি তোমাকে চাই, তোমার সবটা জুড়ে আমি না থাকি তবুও, আমি থাকি তোমার ভূলো মনে, আমি থাকতে চাই,বাঁচতে চাই, তোমার সঙ্গে সঙ্গী হয়ে জীবন কাটিয়ে দিব্যি মরতে চাই,
-সাহিত্যিক

আমার পূর্ণ না হওয়া কিছু অপূর্ণতার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ "তুমি" নামক জীবন্ত হৃদয়হীণতার আশঙ্কায় ডুবে থাকা এক মানবী,-সাহিত...
02/11/2022

আমার পূর্ণ না হওয়া কিছু অপূর্ণতার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ "তুমি" নামক জীবন্ত হৃদয়হীণতার আশঙ্কায় ডুবে থাকা এক মানবী,
-সাহিত্যিক

01/11/2022

মনের সবকিছুকে ছাই করতে দারুণ আনন্দ লাগে, বিষাদেরা তাড়া করে হু হু করে,আমি মৌচাক ভেঙে দৌড়াই, নিজেকে তোমার জন্য শেষ করে আর কতদিন চলবো বলো.....
-সাহিত্যিক

31/10/2022

কিসব ভুল জীবনের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছি, আমার সময় আমাকে বোবা বানাচ্ছে, আমি শিখছি না যান্ত্রিকতা,হারাতে চাই না তোমায় দু চোখের আড়াল, আমি শুধু ভালোবাসতে জানি, ভালোবাসার মানে জানি না,আমি শুধু তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো বাস্তব করতে চাই, কোন দুঃস্বপ্নের সমান সত্যতা আমার চোখে আড়াল হয় না, আমি অন্ধ হই তোমার অনন্ত সন্ধি করা মায়ার টানে,
-সাহিত্যিক

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়াজাল ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category