Ashish Roy

Ashish Roy "কে করিলো ঘৃণা আমায়
কে দিলো পিছনে গাল!
কে মোরে বাসলো না ভাল
ছেঁড়া গেছে তাতে বাল "
----- Ashish Roy

22/12/2024

তোরে ভালবাসাই বন্ধু ছিল আমার পাপ (২০০৭)

কথাঃ আশীষ রায়
মিউজিকঃ আশীষ রায় ( Create by AI)

বিঃদ্রঃ গানটা ২০০৭ সালে আমার বন্ধু প্রশান্ত সেন যখন প্রেমে আঘাত পেয়ে মানসিক ভাবে বিরাট বিপর্যস্ত হয়ে পড়ে তখন লেখা।
মনে পড়ে সে একবার আত্মহননের চেষ্টা করেছিল তখন ওকে ওর বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে রেখেছিলাম ২-৩মাস। মানসিক ভাবে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় এই গানটা কাগজে লিখে দিয়েছিলাম।

পরে শুনি ঐ গানটা ওর গ্রামের আরেক দিদি নিয়ে গেছে পছন্দ করে কিন্তু সেই দিদিই কদিন পর আত্মহত্যা করে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে। 😥😥😥

The Next Captain 😎😎😎
13/11/2024

The Next Captain 😎😎😎

মস্তিষ্ক যখন আবেগের মায়া মোহ কামের দাসত্ব গ্রহণ করে সেটাই হল প্রেম!        --------  Ashish Roy
29/10/2024

মস্তিষ্ক যখন আবেগের মায়া মোহ কামের দাসত্ব গ্রহণ করে সেটাই হল প্রেম!
-------- Ashish Roy

কালীগঞ্জ চিনিরমিল (২০১৭)
28/10/2024

কালীগঞ্জ চিনিরমিল (২০১৭)

বাংলাদেশের বসবাস করা কোন নাগরিক কখনো দোজখে যাবে না।কারন দোজখে দুইবার যাওয়া সম্ভব না। 😎😎😎
28/10/2024

বাংলাদেশের বসবাস করা কোন নাগরিক
কখনো দোজখে যাবে না।
কারন দোজখে দুইবার যাওয়া সম্ভব না। 😎😎😎

25/10/2024

এ গাঁয়ে জীবন যতোটা সরল; জীবনযাত্রা ততোটাই কঠিন😥😥😥

স্থানঃ ত্রাণ কার্যক্রম ২০২৪ খুলনা জেলার সর্বদক্ষিণের অঞ্চল। যেহেতু ত্রাণ গ্রহীতার ছবি তোলা নিষেধ তাই প্রকৃতির ভিডিও করি।

আমি আবার তোমাতে হারাবো      দ্বিধা আর দ্বন্দ্বে                 বিরহ আনন্দেনিঃশ নয়নে, গোপনে অশ্রু ঝরাবো!আমি আবার তোমাতে ...
24/10/2024

আমি আবার তোমাতে হারাবো
দ্বিধা আর দ্বন্দ্বে
বিরহ আনন্দে
নিঃশ নয়নে, গোপনে অশ্রু ঝরাবো!
আমি আবার তোমাতে হারাবো........

ফেলে আসা স্মৃতি,বেসুর সে গীতি
বাঁধবো দুজন নতুন সুরে,
সব অনুরাগ,ব্যাথা বেদনারই দাগ
মুছবো মোরা প্রেমাদরে।।

সাজিয়ে আবার,জরাজীর্ণ ঘর
স্মৃতির মহল নির্মাণ করাবো!!
আমি আবার তোমাতে হারাবো..........

অশ্রু বিয়োগ,করা ভুল অভিযোগ,
শুদ্রে নিবো অতীতের ভুল,
কাঁটার আঘাতে, রক্তাক্ত এ হাতে
তুলবো তবু মিলনের ফুল।।

বেদনাবিধুর,ঝরা সে রক্তসিদুর,
সিঁথিতে তোমারই পরাবো ।।
আমি আবার তোমাতে হারাবো..........

আশীষ রায় ( ১২-০২-১৮ )

আমার সব প্রক্তনরা ক্ষমা করে দিওকিন্তু তোমাদের ক্ষমা করতে পারবো না😍😍😍
18/10/2024

আমার সব প্রক্তনরা ক্ষমা করে দিও
কিন্তু তোমাদের ক্ষমা করতে পারবো না😍😍😍

বিশ্বমাতার প্রতিটি সন্তান সুখী হোক ও আনন্দে থাকুক এই শুভকামনা।
13/10/2024

বিশ্বমাতার প্রতিটি সন্তান সুখী হোক ও আনন্দে থাকুক এই শুভকামনা।

দশমী - ২০২৪😎😎😎
12/10/2024

দশমী - ২০২৪😎😎😎

যদি কখনো এই পথে-ইপ্রিয় চলে আসো ভুল করে আমার সমাধি দেখে রাখতে পারবে কি ঐ চোখে অশ্রু ধরে?নাকি ঘৃণাভরে থুথু দেবে মোর কবরে য...
24/09/2024

যদি কখনো এই পথে-ই
প্রিয় চলে আসো ভুল করে
আমার সমাধি দেখে রাখতে
পারবে কি ঐ চোখে অশ্রু ধরে?

নাকি ঘৃণাভরে থুথু দেবে মোর কবরে
যে ঘৃণা রেখেছো জমা হাজার বছর ধরে?

------- Ashish Roy
11-09-2011

23/09/2024

বিশ্বখ্যাত আর্টিস্ট এস এম সুলতান আর্ট গ্যালারি।

29/07/2024

প্যাক্টিসের সময় খাদিজা নিজেই কোচ নিজেই খেলোয়াড় 😎😎😎

26/06/2024

ভবিষ্যত প্রমিলা ক্যাপ্টেনের হার্ডহিটিং প্যাক্টিস চলছে 😎😎😎

২০০৯ সালে স্বপ্ন তৈরি করেছি মেয়েকে ক্রিকেটার বানানোর, সেটারই বাস্তবায়নের চেষ্টা 😁😁😁

03/06/2024

গাইবান্ধা এডিশ্যানাল এসপির কন্ঠে অসাধারণ গান।

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Ashish Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashish Roy:

Videos

Share