22/12/2024
তোরে ভালবাসাই বন্ধু ছিল আমার পাপ (২০০৭)
কথাঃ আশীষ রায়
মিউজিকঃ আশীষ রায় ( Create by AI)
বিঃদ্রঃ গানটা ২০০৭ সালে আমার বন্ধু প্রশান্ত সেন যখন প্রেমে আঘাত পেয়ে মানসিক ভাবে বিরাট বিপর্যস্ত হয়ে পড়ে তখন লেখা।
মনে পড়ে সে একবার আত্মহননের চেষ্টা করেছিল তখন ওকে ওর বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে রেখেছিলাম ২-৩মাস। মানসিক ভাবে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় এই গানটা কাগজে লিখে দিয়েছিলাম।
পরে শুনি ঐ গানটা ওর গ্রামের আরেক দিদি নিয়ে গেছে পছন্দ করে কিন্তু সেই দিদিই কদিন পর আত্মহত্যা করে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে। 😥😥😥