BM Sagor Hossain

BM Sagor Hossain হিংসা নয় ভালবাসা দিয়ে সমাজ গড়তে চাই

Good news! Good news!! Good news!!!Free Dental Camp......... Free Blood Group Test......... Free Medicine DistributionIt...
10/12/2024

Good news! Good news!! Good news!!!
Free Dental Camp......... Free Blood Group Test......... Free Medicine Distribution
It is with great pleasure that, under the initiative of “Ushar Alo Samaj Kalyan Sangstha”, on Thursday, December 12, 2024,
a free dental camp, free blood group test, and free medicine will be organized at “Jahangirpur Government Primary School,”
Pashapole, Chougacha, Jessore.
Here, the teeth of helpless people will be treated.
Blood group test and certificate will be provided
Medicine will be distributed to helpless patients free of cost, InshaAllah
You will help the helpless people around you by sharing this important information.
“Let's go together, let's win humanity”

আলহামদুলিল্লাহ,  আল্লাহর রহমতে ""ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার"" ব্যবস্থাপনায় চান্দা গ্রামের অসুস্থ রাজু মিয়াকে চিকিৎসা ব...
03/12/2024

আলহামদুলিল্লাহ,
আল্লাহর রহমতে
""ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার""
ব্যবস্থাপনায় চান্দা গ্রামের অসুস্থ রাজু মিয়াকে চিকিৎসা বাবদ নগতে ৫০০০/- হাজার টাকা প্রদান করা হলো।

ঝিকরগাছা উপজেলার বর্তমানে আমার দেখা  ভাল মনের দুজন অফিসার। উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার ও সহকারী কমিশনার ভুমি,  ন...
28/11/2024

ঝিকরগাছা উপজেলার বর্তমানে আমার দেখা ভাল মনের দুজন অফিসার।
উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার
ও সহকারী কমিশনার ভুমি, নাভিদ সরওয়ার।
যেমন কথা তেমন কাজ।

23/11/2024

ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যাবে,, কিন্তু আপনার কাজ থেমে থাকলে চলবে না। আপনাকে চলতে হবে সম্মুখ পানে।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,  ঊষারআলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগেআগামী ২০/১১/২০২৪ ইং তারিখ রোজ বুধবারসকাল ৯.০০ ঘটিকা...
19/11/2024

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,
ঊষারআলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে
আগামী ২০/১১/২০২৪ ইং তারিখ রোজ বুধবার
সকাল ৯.০০ ঘটিকার সময় বিনামূল্যে গাছের চারা বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব ভুপালী সরকার, উপজেলা নির্বাহী অফিসার ঝিকরগাছা যশোর।
উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।

18/11/2024

ঊষার আলো পরিবারের সাথে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালীর সরকার মহোদয়ের প্রোগ্রাম। আগামী ২০/১১/২০২৪ ছুটিপুর বালিকা বিদ্যালয়ে সকলের দাওয়াত রইলো।

15/11/2024

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,
পবিত্র জুম্মা মোবারক

গাছ আমাদের বন্ধুবন্ধুকে বাচিয়ে রাখুননিজে সুস্থ্য থাকুনআল্লাহর অশেষ রহমতে ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৪/১১/২০২৪...
14/11/2024

গাছ আমাদের বন্ধু
বন্ধুকে বাচিয়ে রাখুন
নিজে সুস্থ্য থাকুন

আল্লাহর অশেষ রহমতে ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৪/১১/২০২৪ ইং তারিখে ডহর মাগুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে গাছের চারা বিতর করা হয়,
অনুষ্ঠানে ঊপস্থিত ছিলেন:
প্রধান অতিথি: নাভিদ সরওয়ার, সহকারী কমিশনার ভুমি, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, ঝিকরগাছা, যশোর।

বিশেষ অতিথি: মাস্টার মো: আসাফুজ্জামান বাবু, প্রতিষ্ঠাতা সভাপতি সেবা সংগঠন ও ঝিকরগাছা রিপোটার্স ক্লাব৷
বিশিষ্ট সমাজ সেবক সাদামনের মানুষ সায়েদ আলী,
শিরিনা আক্তার বিথী, প্রধান শিক্ষক ডহর মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
বি এম সাগর হোসাইন,
সভাপতি ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা।

অনুষ্ঠান পরিচালনা করেন
সংস্থার সাধারণ সম্পাদক: মাস্টার মো: আশিকুর রহমান তুহিন,
এছাড়া উপস্থিত ছিলেন:
বিশিষ্ট সমাজ সেবক মো: আবু সামা বিশ্বাস, ডহর মাগুরা। সংগঠনের
সহ সভপতি মোস্তাফিজুর রহমান শান্তি,
যুগ্ন সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম আল-আমিন, দপ্তর সম্পাদক, ইমরান হোসেন,
সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম জয়নাল,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা মো: নাছিমুল জামিল,
সদস্য মো: নাজমুল হুসাইন রনি,
হাফেজ মাওলানা মো: শহিদুল ইসলা,
মো: আতিকুর রহমান,
হাফেজ কারী রহমত আলী,
মো: রাকিব হাসান,
মো: বিপুল হোসেন,
মো: মেহিদী হাসান
বিশিষ্ট সমাজ সেবক মো: মাহাবুর রহমান,
শিলন খান, আলম হোসেন
প্রতিষ্ঠানের দাতা সদস্য জয়নাল আবেদীন।

আগামীকাল ১৪/১১/২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার দেখা হচ্ছে ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে ডহর মাগুরা সরকারি প্রাথমিক বিদ্য...
13/11/2024

আগামীকাল ১৪/১১/২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার দেখা হচ্ছে ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে ডহর মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে গাছের চারা রোপন অনুষ্ঠানে নাভিদ সরওয়ার, সহকারি কমিশনার ভূমি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঝিকরগাছা, যশোর স্যারের সাথে। আপনিও আসেন ভালকাজের সাথে থাকার জন্য।

12/11/2024

ঝিকরগাছা রিপোটার্স ক্লাবের অনুষ্ঠানে ওসি মহোদয়ের মত বিনিময়।
পুরাতন স্মৃতি।

08/11/2024

নিজের পরিচয় ফুটানোর জন্য যদি কেউ সংগঠনে কাজ করতে চাই তাহলে তার জন্য উপদেশ রইলো আপনি আপনার টাকা খরচ করে বাড়িতে নিজে নিজে কাজ করেন।

আপনারা অনেকে পাখি মা*রে*ন একটু খেয়াল করেন তাদের মা আর ফিরে আসেনি, না খেতে পেয়ে বাচ্চা গুলো আর বেচে নেই। কত কস্টই না হয়েছ...
07/11/2024

আপনারা অনেকে পাখি মা*রে*ন একটু খেয়াল করেন তাদের মা আর ফিরে আসেনি, না খেতে পেয়ে বাচ্চা গুলো আর বেচে নেই। কত কস্টই না হয়েছে তাদের জীবন চলে যেতে।
আপনার আমার জন্যই কিন্তু তাদের এই অবস্থা।

৭৩০ কোটি টাকা দিয়ে, আকাশ পথ নজরদারী রাখার জন্য দু'টি আধুনিক রাডার কিনা হয়েছে ফ্রান্স থেকে, একটি রাডার বসানো হয়েছে শাহজাল...
05/11/2024

৭৩০ কোটি টাকা দিয়ে, আকাশ পথ নজরদারী রাখার জন্য দু'টি আধুনিক রাডার কিনা হয়েছে ফ্রান্স থেকে, একটি রাডার বসানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আরেকটি চট্টগ্রাম বিমানবন্দরে রাডার বসানোর কাজ চলছে।

এখন থেকে ভারতের বিমান বাংলাদেশের আকাশ সীমা পাড়ি দিতে হলে কর দিতে হবে,যা আগে কখনো ভারত বাংলাদেশকে কর দিতো না, বরং তারা উল্টো আকাশ পথের কর আমাদের কাছ থেকে নিয়ে যেতো, তাদের রাডারের মাধ্যমে।

কিন্তু এখন থেকে তাদের বিমান ৭শ ডলার করে প্রতিদিন কর দিতে হবে বাংলাদেশকে।।
ভারতের ১শ বিমান উঠানামা করে আমাদের ভূখণ্ডে ১০০×৭০০=৭০ হাজার ডলার বাংলাদেশকে ভারত কর দিতে হবে,শুধু ভারত না এখন থেকে বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো দেশের বিমান চলাচল করলে বাংলাদেশকে কর দিতে হবে।

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Tuhin Hossain, Samaul Hasan, Sk Abdullah
23/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Tuhin Hossain, Samaul Hasan, Sk Abdullah

13/10/2024

সমাজ পরিবর্তন নয়, সমাজের মানুষের পরিবর্তনের প্রয়োজন।

07/10/2024

নেতৃত্বের প্রতিযোগিতা থাক,
পছন্দের সংগঠকের অনুসারী থাক,তবে সংগঠনের স্বার্থে সবাই ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার পক্ষে থাকুক এইটাই চাওয়া

Address

Kayemkhola Bajare, Jikhorgaca Jessore
Jessore
7420

Website

Alerts

Be the first to know and let us send you an email when BM Sagor Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share