23/11/2024
ঢাকায় বেড়াতে গিয়ে দেখলাম মেট্রো স্টেশনে ভিড়। আমার কার্ডে টাকা আছে কিনা আমি শিওর ছিলাম না। আমি এমনিতেই বেশ anxious এক মানুষ। তাই টিকেট কাটার মেশিনে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলাম চেক করার জন্য যে ব্যালেন্স আছে নাকি।
ওইদিনই মনস্থির করি যে একটা অ্যাপ বানাতেই হবে। যদি বাই চান্স কার্ডে ট্রিপের তথ্য কোন না কোন ভাবে থাকে! তার ফলাফল এই অ্যাপ। ঘরে বসে আপনার মেট্রো কার্ডের তথ্য চেক।
অফিসের শেষে, ছুটির দিনে, মালয়েশিয়া বা থাইল্যান্ডে বেড়াতে বেড়াতে, জিমের শেষে - অনেকখানি সময়ই হাতিয়ে নিয়েছে আমার পেট প্রজেক্ট MRT Buddy।
একদম শুরুর কার্ডের ব্যালেন্স ডিটেক্ট করা থেকে শুরু করে, আজকে আমাদের প্লে স্টোরে অ্যাপ্রুভাল... খুবই আনন্দ নিয়ে কাজ করে গিয়েছি। এখন অ্যাপল আইওয়েস আর গুগলের এন্ড্রোয়েড, দুই প্লাটফর্মে স্টোরে আমরা।
মন থেকে একটা বিশাল চিন্তা নেমে গেল। এখন মোটামুটি সবাই ব্যবহার করতে পারবেন এটি।
সবচেয়ে আনন্দের বিষয় হলো কমিউনিটির মানুষজন যেভাবে এগিয়ে এসেছেন কন্ট্রিবিউট করার জন্য কিংবা কেবলমাত্র প্রশংসা করার জন্য, আমি চিন্তাও করতে পারিনি এতটা সাপোর্ট পাব। আপনাদের সকলকে ধন্যবাদ।
এই অ্যাপ নিয়ে আমার প্রোফাইল থেকে রেগুলার পোস্টিং এর সমাপ্তি হল। বাকি সব আপডেট যাবে গ্রুপ থেকে।
আমি কৃতজ্ঞ।
(বিঃদ্রঃ ডিভাইসে NFC সাপোর্ট থাকতে হবে। ওয়েবসাইট: https://mrtbuddy.com )