অভয়নগর সংবাদ

অভয়নগর সংবাদ আপনার এলাকার খবর, আপনার হাতের মুঠোয় Assalamu Alaikum. I am Rajoy Rabbi. I live in Nowapara Abhaynagar Jeshore. I was born at Ekterpur. You will Pray For Me.

Hope you will enjoy my page.

অভয়নগরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট চলিশিয়াকে হারিয়ে রোমান স্মৃতিসংঘ বিজয়ীঅভয়নগর (যশোর) প্রতিনিধি যশোরের অভয়নগরে বা...
27/12/2024

অভয়নগরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট
চলিশিয়াকে হারিয়ে রোমান স্মৃতিসংঘ বিজয়ী
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে বাগদাহ যুব সংঘের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাগদাহ যুব সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
এই খেলায় উপজেলার চলিশিয়া ফুটবল একাদশ ও রোমান স্মৃতিসংঘ ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। খেলায় চলিশিয়া একাদশকে ১-০ গলে হারিয়ে বিজয় হয়েছেন রোমান স্মৃতি সংঘ একাদশ। খেলার প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে রোমান স্মৃতি সংঘের ৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় হাসান শেখ একটি গোল করে দলের বিজয় নিশ্চিত করেন। খেলা শেষে উভয়দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।
চলিশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ আলী বেগ সোনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি।
বিশেষ অতিথি ছিলেন, চলিশিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি তরফদার ইনামুল হাসান পলাশ, যশোর জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক সাদ্দাম হোসেন সরদার, বিএনপি নেতা মকর আলী মেম্বার তরিকুল ইসলাম গাজী, আব্দুর রশিদ মোল্লা প্রমুখ। খেলাটি পরিচালনা করেন, ইব্রাহিম হোসেন।

ছবির মধ্যে থাকা বিড়ালটি খুঁজে বের করুন। যাদের উত্তর সঠিক হবে তাদের তা হাইড করে দেওয়া হবে।
26/12/2024

ছবির মধ্যে থাকা বিড়ালটি খুঁজে বের করুন। যাদের উত্তর সঠিক হবে তাদের তা হাইড করে দেওয়া হবে।

25/12/2024
21/12/2024

কিস্তির চাপে ফাঁ*স দিয়ে গৃহবধূর আ*ত্ম*হ*ত্যা

21/12/2024

বিজয় মেলা....

20/12/2024

"৫০০ টাকার সাংবাদিক"
রাজয় রাব্বি
পত্রিকার পাতায় লেগে থাকা কালো অক্ষরের ঘ্রাণ,
খবরের মাঝে হারিয়ে যায় যে সাংবাদিকের প্রাণ।
ক্যামেরার ফ্ল্যাশে বন্দি তার চোখের জল,
গলিতে গলিতে ছুটে চলে সে, রোদ-বৃষ্টি-ধুলোয় ছল।

জীবনের গল্প তুলে আনে কাগজের পাতায়,
অজানা মানুষের কান্না শোনায় কথার ঘাতায়।
৫০০ টাকার নোটে বাঁধা তার স্বপ্ন আর আশা,
বুকের মাঝে লুকিয়ে রাখা অগণিত ভালবাসা।
অন্যের সুখ-দুঃখ তুলে ধরে কলমের ডগায়,
নিজের জীবন কাটায় নীরব এক ছায়ায়।

৫০০ টাকা হাতে, কাজের শেষে ফিরে বাড়ি,
খিদের জ্বালায় মুখে ওঠে সস্তা খাবারের কড়ি।
তবু ভাঙে না মন, ভাঙে না তার কর্মপ্রাণ,
কারণ সে জানে, কলমের জোরেই হবে জয়গান।

গো খাদ্য পূরণে কচুরিপানাই একমাত্র সম্বল!
20/12/2024

গো খাদ্য পূরণে কচুরিপানাই একমাত্র সম্বল!

14/12/2024

শিক্ষাবিদ:৯৯১
সাংবাদিক:১৩
চিকিৎসক:৪৯
আইনজীবী:৪২
অন্যান্য:১৬
একটি জাতির শত বছর পিছিয়ে পড়ার ছোট একটি গল্প। ১৪ ই ডিসেম্বর ১৯৭১;শহীদ বুদ্বিজীবি দিবসে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

সঠিক উত্তর জানেন না অধিকাংশই!আপনি জানেন কি...?
14/12/2024

সঠিক উত্তর জানেন না অধিকাংশই!
আপনি জানেন কি...?

অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে....
11/12/2024

অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে....

অভয়নগর উপজেলা চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের গ্রামতলা চৌরাস্তা মোড়ে সবজির দোকান দিয়েছে ইলিয়াস মোল্লা।
05/12/2024

অভয়নগর উপজেলা চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের গ্রামতলা চৌরাস্তা মোড়ে সবজির দোকান দিয়েছে ইলিয়াস মোল্লা।

কাশফুলের শুভ্রতায় মোহনীয় শরৎ প্রেমিরা
03/12/2024

কাশফুলের শুভ্রতায় মোহনীয় শরৎ প্রেমিরা

কলা কিনে বাড়ি যাবার পথে হঠাৎ বন্ধুদের সাথে দেখা।🙂 বাকিটা ইতিহাস 😐
02/12/2024

কলা কিনে বাড়ি যাবার পথে হঠাৎ বন্ধুদের সাথে দেখা।🙂 বাকিটা ইতিহাস 😐

উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামে..!
26/11/2024

উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামে..!

মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর দু্ই হাজার চব্বিশ!
26/11/2024

মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর দু্ই হাজার চব্বিশ!

রোববার চব্বিশ নভেম্বর দু্ই হাজার চব্বিশ!
26/11/2024

রোববার চব্বিশ নভেম্বর দু্ই হাজার চব্বিশ!

Address

Noapara
Jessore
7460

Telephone

+8801711044672

Website

Alerts

Be the first to know and let us send you an email when অভয়নগর সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অভয়নগর সংবাদ:

Share