16/08/2024
এ সমাজ ঠিক করতে একজন নারীর ভুমিকা অনেক...নারী আগে তুমি মানুষ হয়....সমাজে সব ছেলে গুলার মা আছে...মা ছেলে কে সঠিক ভাবে মানুষ করো...বোন ভাইকে সঠিক পরামর্শ দাও... বাকি থাকলো স্ত্রী..?? স্ত্রী কখনো কোনো ছেলে কে ভালো করতে পারে না যদি তার পরিবার ভালো না হয়...তাই আমি একজন নারী হিসাবে বলবো নারী তুমি আগে মানুষ হও...নারী হয়ে অন্য নারী কে বিপদে ফেলো কেমন নারী তুমি..??নারী হয়ে অন্য সংসার এ আগুন লাগাও কেমন নারী তুমি..??নারী হয়ে নিজের ছেলেকে আগলে রাখো অন্যের যা হবে হোক,,, কেমন নারী তুমি..??নারী এটা মনে রেখো তুমিও একজন নারী...দিনশেষে তুমিও একজন নারী...আমি দেখেছি এই নারীদের জন্যই সমাজে এতো দূর্নিতি,,এতো ঝামেলা,,, এতো বিচ্ছেদ,,, কেনো নারী..???কেনো তুমি সবজায়গায় একজন নারী হয়ে অন্য নারী কে নিয়ে কটু কথা বলো..??লজ্জা লাগে না তোমার..???
আমি বলবো হে নারী তুমি নিজে ভালো হও আগে দেখবে সবকিছু ভালো হয়ে গেছে...
এই প্রতিটা নারীর চোখের পানির জন্য অন্য একটা নারী যুক্ত...নারী এই সমাজ তোমার থেকে বাঁচতে চায়....ভালো হও তুমি...তোমার মন কে ভালো করো তুমি....দেখবা তোমার চারপাশও ভালো হয়ে গেছে...