24/08/2023
confession no: 01
From: Sabbir Rahman
To:Tik tok এ দেখছি।
আমি যদি এখন তোমাকে একটা ব্যায়রিস চিঠি লিখে পাঠায়। যে চিঠিতে লেখা থাকবে
-(আমি তোমাকে অনেক ভালোবাসি)🖤
তুমি কি বুঝতে পারবে? সে চিঠিটা আমি তোমার জন্য লিখে গিয়েছি।
😌 হ্যাঁ, তোমার সাব্বির এখন বদলে গিয়েছে যে!!
যে সঠিকানায় চিঠি পাঠালে তোমার কাছে পৌঁছাতো,এখন সে ঠিকানায় তুমি থাকো না। কিন্তু কোনদিন যদি আমি তোমার নতুন ঠিকানা পায়,💫
আমি যদি আবার তোমাকে একটা ব্যায়রিস চিঠি লিখে পাঠায়।তুমি কি তা গ্রহণ করবে, তুমি কি বুঝতে পারবে যে,
সে চিঠিটা আমিই লিখেছি, তুমি কি সেই চিঠির উত্তর দিবে!! আমি কি সেই চিঠির উত্তরের জন্য আবার অপেক্ষা করব💫😌