MoM & SoN's Creation

MoM & SoN's Creation This page will have daily blog and all videos of my son. There will also be content creations

ভাবতেও পারবেন নাহ আপনার একটা শেয়ার এ কত মানুষ  তওবা করবে
27/09/2024

ভাবতেও পারবেন নাহ আপনার একটা শেয়ার এ কত মানুষ তওবা করবে

আল্লাহুমা বারিক লাহা    ゚  ゚
27/08/2024

আল্লাহুমা বারিক লাহা
゚ ゚

25/08/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

04/07/2024

বাড়ির বাগানের সবজি

03/07/2024
02/07/2024

বাচ্চাদের বৃষ্টি বিলাস☔☔

23/05/2024

মিনির দুষ্টুমি

23/05/2024

একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,
একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে।

একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস,
একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটাজীবন।

একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে,
একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে।

একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান,
একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাটেন।

একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান,
একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাজীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন।

সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান,
আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন।

সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান, আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন।

সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়।
আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়।

মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর।
স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর(কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয়)।

সন্তানের শৈশবে তার মল মুত্র মা-ই পরিস্কার করেন।
সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়।

মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা।
স্ত্রীর কোল হল সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা।

কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন, যেখানে দুজনের ভূমিকাই সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন।
গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলব-
"একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন,
অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন।"
"একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন,
অন্যজন আপনার জন্য আরেক জনকে জন্ম দিয়ে মা হবেন।"
(collected)একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,
একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে।

একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস,
একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটাজীবন।

একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে,
একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে।

একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান,
একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাটেন।

একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান,
একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাজীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন।

সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান,
আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন।

সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান, আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন।

সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়।
আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়।

মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর।
স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর(কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয়)।

সন্তানের শৈশবে তার মল মুত্র মা-ই পরিস্কার করেন।
সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়।

মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা।
স্ত্রীর কোল হল সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা।

কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন, যেখানে দুজনের ভূমিকাই সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন।
গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলব-
"একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন,
অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন।"
"একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন,
অন্যজন আপনার জন্য আরেক জনকে জন্ম দিয়ে মা হবেন।"
(collected)

12/05/2024

যারা তোমার সামনে অন্যের নিন্দা করে তারা পিছনে তোমার নিন্দাও অন্যের কাছে বলে😡
(আর আমি সেটা জেনেই ফেলি🤭🤭🤭🤣🤣)

অনেকের উপকারে আসবে   ゚
06/05/2024

অনেকের উপকারে আসবে

02/05/2024

I gained 256 followers, created 225 posts and received 1,875 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

টাইম লাইনে খুব ঘুরছে শিশু বান্ধব বাসা bla bla যে মা অগোছালো নিজে তার যুক্তির অভাব নাই। 😏😏😏যিনি গোছানো তিনি অবশ্যই সন্তান...
17/04/2024

টাইম লাইনে খুব ঘুরছে শিশু বান্ধব বাসা bla bla
যে মা অগোছালো নিজে তার যুক্তির অভাব নাই। 😏😏😏

যিনি গোছানো তিনি অবশ্যই সন্তানদেরও গুছানো কাজ শিখান।

সারাদিন বাচ্চা আকাবুকি করবে, খেলনা ছড়াবে, সব মেঝেতে পড়ে থাকবে। তাকে যেন ডাক দেয়া না হয়।

কেন?

খেলনা যখন খেলা শেষ হয়ে যাবে একটা কর্নারে ঝুরি থাকলে সে ওখানে রেখে দিবে। মা বলে দিবেন।

আঁকা বুকির জন্য সব দেয়ালেই কেনো?
তাকে একটা স্লেট দেয়া যেতে পারে। বা যখন দেয়ালে আকবে মা মুছবেন তাকে সহ সাথে নিয়ে। এতে তার মধ্যে খানিক হলেও সহমর্মিতা আসবে।

শিশুরা কিছু বুঝে না।
টোটালি ফালতু একটা কথা, ১ বছর থেকেই সব বুঝে, প্রকাশ করতে পারে না।

বড় হলে ঠিক হবে। কেন? এখন ও ঠিক রাখা যায়।
আল্লাদুন গদন গদন!
কিছু মা আছেন বেবি গেইম জোন গুলাতে এত বড় বড় বাচ্চাকে ঢুকিয়ে দেন তারপর বলেন, নু বেবি নু
নু ফাইত,
উ আর এ গুবায়।

মানে ইংলিশ মিডিয়াম বাচ্চা পড়ে না মা পড়ে জানি না।
উচ্চারণের সেই অবস্থা।
৯/১০ বছরের বড় বাচ্চা লেদা গুলারে ঠেলে ফেলে দিলেও মা আছে নু বেবি নু😡😡

Well trained একদিনে হয় না।
কিন্তু অতিরিক্ত দূরন্ত বাচ্চা কেউ পছন্দ করে না।

অমনি পর্দা ধরে ঝুলবে,
দেয়ালে একে দিলো,
বিছানায় খেতে বসে গেলো,
কার্পেটে ফেলে একাকার।

না ভাই, আমার পক্ষে সম্ভব না এত আপ্যায়নের পর আবার মেহমান বিদায় দিয়ে এগুলা পরিস্কার করার।

আমার বাচ্চার সাইকেল নিয়ে অন্য বাচ্চা যা তা অবস্থা, মা গুলা চুপ। চরম বিরক্ত লাগে।
বাচ্চা কথা শোনে না।
তা না শুনলে বাপু বাসায় বেড়াতে আসতে হয় কেনো?

কোথায় যাবেন তাহলে? যারা বাচ্চাদের বেয়ারামি পছন্দ করে,
বাসার দেয়ালে জিন ভুতের ছবি আকলেও কিছু বলে না সেখানে যাবেন।
বাচ্চা কথা শুনে না, এটা একান্ত training এর একটা পার্ট।
আজকে শুনবে না, কালকে শুনবে না, কিন্তু শুনবে একসময়।
কারো বাসায় গেলে তবদা মেরে থাকবেন না।

বাচ্চারা drawer কেনো ঘাটবে?
সাথে সাথে বাঁধা দিন।

প্রতি টা মানুষের কাছে বাসাটা privacy আবার একান্ত সুখের।
সেখানে কেউ গিয়ে এলোমেলো করুক
কারোর ই কাম্য না।

নিজের বাচ্চা দুষ্টুমি করে না?
হ্যা করে কিন্তু retrained করা হয়।

আমার এরকম একটা পোস্ট এ পা…. প্রতিদিন নামক এক আমেরিকান আপার খুব চুলকানি হয়েছিল।
পরে শুনলাম মেহমান আসলে উনারা কার্পেট তুলে ফেলেন।
আরো প্রস্তুতি নেন।
কেলানোর আগে মনে রাখবেন, এটা বাংলাদেশ। আমাদের বাসায় আপনাদের মত storage থাকে না। যে কেউ আসলে প্রস্তুতি নিবো।

আরেকজন জাপান থেকে অনেক আন্দোলন করেছিলেন, বাংলাদেশে এসে মিনারেল ওয়াটার দিয়ে থালা বাটি ধুয়ে এক সপ্তাহে পগার পার।
এখনো জায়গা মত পরেন নি।
পরলে বুঝতেন, সোফার কাপর পাল্টানো ২৫ হাজার টাকা ইনকাম করতে কত কষ্ট লাগে।
লাইট কালার সোফাতে বাচ্চার মা বাচ্চাকে জুস আর চকলেট খেতে দিয়ে ছিলেন। ব্যাস বাচ্চা সুন্দর করে নিজেও খেয়েছিলো সোফাও অভুক্ত ভেবে সোফাকেও খাইয়েছিল।
এরপর অনেক ঘষাঘষি ও আমরা আবার মেরিকায় থাকি না। যে অনেক hard sofa cleaner যা লাগালেই দাগ ভ্যানিশ হয়ে যাবে। dollar বা ঘুষের টাকা হলে কথা ছিল গায়ে লাগতো না ।

তা বহুত পেরা নিয়েই পরে কাপর চেন্জ করতে হলো।

আমার খালাতো বোনের ছেলেটা আসতো আমার বাবার বাড়ীতে বা নানুর মৃত্যুর সময়, যখনি আলিফ কে পেত বা যাকে পেত পিটাইত।

এত বিরক্ত হতাম, মা কিছুই বলতো না, হাসতো। তো এই দুষ্টুমি গুলা কারো কাম্য না।

কিছু বিছিন্ন ঘটনা দিয়ে লিখলাম। মনে কষ্ট না নিয়ে বাচ্চাকে trained করুন।
অনেকেই বলবেন, উনার বাসায় যাবো না বাচ্চা দেখতে পারে না।
শুনুন, আপনি না আসলে কিছু আসবে যাবে না আমার বা আপনার, দিন যেমনে চলছে চলবে।

আমি বাচ্চা দেখতে পারি না, এটাই যদি বুঝেন তাহলে আপনি দুই চামচ বেশিই বুঝেন। ©babytimestation

সারমর্ম - সন্তান কে ঘর থেকেই শিখাতে হবে। বড় হয়ে শিখবে এসব ওর সামনে বলা যাবে না। বাইরে কারো বাসায় গেলে চোখে চোখে রাখুন। তাদের শৌখিন জিনিস যেন নষ্ট না করে।

15/04/2024

বৈশাখী মেলা 🎇🎆🎉

14/04/2024

"আইলো আইলোরে রঙে ভরা বৈশাখ আবার আইলোরে"
সবাইকে পহেলা বৈশাখ এর শুভেচ্ছা

ঈদ কার্ড কোথায় হারিয়ে গেল🤔😭আগে রমজান মাস আসলেই স্কুল /কলেজ  এ ঈদের ছুটির আগেই ঈদ কার্ড কেনার জন্য অস্থির হয়ে যেতাম।আর তা...
08/04/2024

ঈদ কার্ড কোথায় হারিয়ে গেল🤔😭
আগে রমজান মাস আসলেই স্কুল /কলেজ এ ঈদের ছুটির আগেই ঈদ কার্ড কেনার জন্য অস্থির হয়ে যেতাম।
আর তার মধ্যে কত রকমের ছন্দ লিখতাম🫣
এখনত দেখাই যায় নাহ এই কার্ড😭😭

আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক 🤲🤲
06/04/2024

আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক 🤲🤲

Weekly challenge fill up করতে 30 new followers লাগবে। so please follow my page and help me complete the weekly challenge...
03/04/2024

Weekly challenge fill up করতে 30 new followers লাগবে।
so please follow my page and help me complete the weekly challenge 😍

সবাই নিশ্চয় বাড়ী যাবেন ঈদে?১. রাতে যাওয়া থেকে বিরত থাকুন পথে ডাকাতি হতে পারে। ২. বাড়ীতে গেলে বেহুঁশ হয়ে থাকবেন না, আড...
03/04/2024

সবাই নিশ্চয় বাড়ী যাবেন ঈদে?

১. রাতে যাওয়া থেকে বিরত থাকুন পথে ডাকাতি হতে পারে।

২. বাড়ীতে গেলে বেহুঁশ হয়ে থাকবেন না, আড্ডায় পুকুর এ বাচ্চাদের বেশি টানে রীতিমত পাহারা দিন।

৩. ছোট বাচ্চারা কারো হাতে এবিউসিব বিহেভ পাচ্ছে কিনা দেখুন।

৪. কারো সাথে বাচ্চাকে বেড়াতে দিবেন না। এক সেকেন্ডের ভুল সারাজীবনের কান্না।

৫. নিজের হাতেই শিশুকে ভাত খাওয়ান।

৬. নাস্তা পানি খানা গোটাগুট কাজ মানে ধরুন চটপটি, সেমাই, কুনাফা, পিজা এসব করুন।

৭. কুটি কুটি কাজে সময় নষ্ট করবেন না। যেমন সমুচা, চপ এসব বাড়তি মেহমানদারি তে না কম মানুষের জন্য হলে ঠিক আছে।

৮. খুঁতখুঁতে কাজ করতে গিয়ে বাচ্চার অযত্ন যেন না হয়।

৯. বিরিয়ানি বলতে কাচ্চি আর দই করে ফেলুন ঝামেলা শেষ।
শেষে জর্দা দিতে পারেন।

১০. অনেক পদ করতে গেলে গরমে হাপিয়ে যাবেন।

১১. ওয়ান টাইম বাটি প্লেট রাখুন যাতে ধোয়াপালাতে আপনি অসুস্থ না হোন।

১২. ঈদে গরম বেশি পরলে দুপুরে কোথাও বাচ্চা নিয়ে যাবেন না,
বাচ্চারা গরমে ঘেমে অসুস্থ হয়ে যায়।

১৩. সবার মন রাখতে গিয়ে অসুস্থ হলে চলবে না। না বলতে শিখুন।

১৪. ১৪ রকম নরমাল পদ করার থেকে ২ পদ ফাটাফাটি করুন।

১৫. মেয়েরা যেন সন্ধ্যার পর বাইরে না থাকে খেয়াল করুন।

১৬. ভীষন গরম এখন সুতি কাপর কিনুন।

১৭. কালো কাপরে কিন্তু গরম বেশি লাগবে।

১৮. বগলের দূর্গন্ধ যেন না হয় খেয়াল করবেন, আপনার গন্ধে মানুষ যাতে অস্বস্তিতে না পড়ে।

১৯. বাচ্চাদের কে বড়রা যেন ললি, চিপস না দেয় খেয়াল করুন দিলেও কোথাও গায়েব করে দিন।

২০. সালামীর টাকা দিয়ে অনেকেই কোক, ice cream খেতেই থাকে। খেয়াল করুন যেন শরীর টা ভালো থাকে।

২১. ওরস্যালাইন, metryl এগুলা সাথে রাখুন। zofra ও রাখবেন যারা জার্নি করেন মোশন সিকনেস আছে তারা ২ ঘন্টা আগে থেকে প্রস্তুতি নিবেন।

২২. ঈদ মানেই খুশি, কাউকে আমি সব পারি দেখাতে গিয়ে দিনশেষে কেলায়ে পরে থাকলে হবে না।

২৩. শর্টকাট কাজ করবেন ফুরফুরা থাকবেন। বাইরে গেলে ডাব খেয়ে ফেলবেন।

২৪. অনুরোধের ঢেকি গিলে আবার বমি করে দেয়া শিখবেন, নাহলে কলুর বলদই থাকবেন।

বেশি পারলেও কেউ অস্কার দিবে না।
না পারলেও ঐ পারে না এতটুক বলবে।
তাই বল খরচ করার আগে নিজের শরীর বুঝবেন।

আবার আইলশামি বা চালাকি করে পার পেতে চাইলেও কিছু হলেও করুন।
সবার চোখের মনি না হলেও চোখের বালি হবেন না।
হেল্পফুল থাকবেন।

Copy

01/04/2024

যেমন কর্ম তেমন ফল

31/03/2024

আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন।
এই বিশ্বাস আমার আছে।

31/03/2024

আল্লাহ আমাদের সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when MoM & SoN's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies