18/11/2023
💥Atomy Profile 💥
✳️ এটমি দক্ষিণ কোরিয়ায় অবস্থিত একটি গ্লোবাল ডিসট্রিবিউশন হাব, একটি আন্তর্জাতিক শপিং মল
এবং পৃথিবীর প্রথম ই- কমার্স ও ডিরেক্ট সেলিং প্ল্যাটফর্ম। এটমি ২০০৬ হইতে ২০০৯ সালে শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে ব্যবসা করে নাম্বার ওয়ান অবস্থান অর্জন করে। তারপর বিশ্বব্যাপী প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং এ আমেরিকাকে জনক বলা হয়। আর সেখান থেকেই এটমি ২০১০ সালে ইন্টারন্যাশনালি ভাবে বিজনেস শুরু করে।
এটমি বর্তমানে মাত্র ১৪ বছরে বিশ্বের টপ ১০০ ডিরেক্ট সেলিং কোম্পানীতে দশম অবস্থানে রয়েছে। এটমি বর্তমানে ৫৭ টি দেশে সফলতার সহিত ব্যবসা পরিচালনা করেছেন। যে সকল দেশে এটমি রয়েছে এশিয়ার মধ্যে রয়েছে- জাপান,ভারত, তাইওয়ান, সিঙ্গাপুর, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া,
ইন্দোনেশিয়া, চায়না, হংকং, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, কাজাকিস্তান।
উত্তর আমেরিকা ঃ ইউএসএ, কানাডা
দক্ষিণ আমেরিকা : মেক্সিকো, কলোম্বিয়া, ব্রাজিল ইউরোপ : রাশিয়া, তুর্কি, ইউকে এবং আরও ৮২টি দেশে প্রি-লাউন্সিং অবস্থায় কাজ করে যাচ্ছে তার মধ্যে বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে কারণ প্রি-লাউন্সিং অবস্থায় যে ৮৯ টি দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশ প্রথমে আছে ২০২৩ সালে বাংলাদেশে লাউসিং হতে যাচ্ছে।
এটমিতে ১.৮০ লক্ষ লোক ইতিমধ্যে কোটিপতি হয়ে গেছে। এটমি জিএস জিএস ফর্মুলাতে কাজ করে থাকে। গ্লোবাল সোর্স, গ্লোবাল সেলস ।
এটমি বিজনেস এর মূলমন্ত্র হলো অ্যাবসলিউট কোয়ালিটি, অ্যাবসলিউট প্রাইস, অ্যাবসলিউট কোয়ান্টিটি। এটমির প্রডাক্ট কেরি দ্বারা রিসার্চ ও ডেভেলপমেন্ট করা হয় এবং কলমার দ্বারা ম্যানুফ্যাকচারার করা হয়।
কেরি (কোরিয়া এটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট) ও কলমার এই দুটি সরকারী প্রতিষ্টান এটমির পণ্য উৎপাদন করে থাকে। কেরি হচ্ছে দক্ষিণ কোরিয়ান গর্ভমেন্ট এর রিচার্জ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার যেমনঃ আমেরিকার রিচার্স সেন্টার এর নাম হচ্ছে নাসা, ইন্ডিয়ার রিচার্জ সেন্টার এর নাম হচ্ছে ইজরু তেমনি কোরিয়ার রিচার্স সেন্টারের নাম হচ্ছে কেরি অর্থাৎ কোরিয়া এটমিক এনার্জি রিচার্স ইন্সটিটিউট, কেরি ওয়ার্ড এর সেকেন্ড রিচার্জ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার, কেরি প্রতিষ্ঠিত হয় ১৯৫৯ সালে আজ থেকে ৬২ বছর আগে।
কেরিতে ১১টি ল্যাবরেটরি ৪,০০০ সাইন্টিস্ট, ১,৫০০ রিচার্জ রয়েছে।
কেরির কাজ হচ্ছে রিচার্জ করে ফর্মুলা তৈরি করা বর্তমানে ২০,০০০+ পণ্যের ফর্মুলা কেরি দ্বারা প্রস্তুত রয়েছে।
পৃথিবীতে ৩টি দেশ স্পেস ফুড তৈরি করতে পারে- আমেরিকা, রাশিয়া, কোরিয়া। কেরি আমেরিকা ও রাশিয়ার মত দেশের জন্য স্পেস ফুড তৈরি করে থাকে। লিভার ক্যান্সার এর উপর প্রথম বার ইনজেকশন কেরি আবিষ্কার করে থাকে।
কেরি পৃথিবীতে প্রথম ক্যান্সার এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য ফাংশনাল ফুড সাপ্লিমেন্ট হিমোহিম আবিষ্কার করেছে। বর্তমানে পণ্যটির বিশ্বব্যাপী ২১টি দেশে প্যাটেন্ট করা হয়েছে।
২০২২ শের ২৫ শে মে কোরিয়ার সাথে বাংলাদেশ এটমিক এনার্জি কমিশনের সাথে মৌ-চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের নিউ ক্লিয়ার শক্তিকে উন্নত করার জন্য ।
এ-বার আমরা জানবো কলমার এর সম্বন্ধে- কলমার বিশ্বের একিট সর্ব বৃহৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানী। কলমার প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে আজ থেকে ১০০ বছর আগে। কলমার এর রিচার্জ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার আলাদা রয়েছে। কলমার খুবেই হাই-পিউরিফাই ন্যানো টেকনোলজিতে প্রডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে। কলমার ওডিএম এবং ওইএম ফর্মুলায় কাজ করে থাকে। ওডিএম হচ্ছে- অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচার ওইম হচ্ছে- অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার। পুরো পৃথিবীতে ২৫% কচমেটিক্স গুডস একা কলমার উৎপাদন করে থাকে। কলমার হেলথ কেয়ার বিউটি কেয়ার ও কসমেটিক্স প্রডাক্টের সর্বশ্রেষ্ঠ উৎপাদনকারী সংস্থা।
এটমির ৫০০ এর বেশি প্রডাক্ট কলমার থেকে উৎপাদিত হয়ে থাকে।
এক কথায় আমরা বলতে পারি কেরি এবং কলমার দ্বারা উৎপাদিত পণ্য এটমি অনলাইন শপিং এর মাধ্যমে ডিরেক্ট সেলিং মডেলে বিশ্বব্যাপী সরবরাহ করে থাকে। এখন আমরা আলোচনা করবো সেই মহান ব্যক্তি যিনি বিশ্বে প্রথম ডিরেক্ট সেলিং এবং ই-কমার্স দুটো বিজনেস কে একত্রিত করে বর্তমানে 57 টি দেশে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন।
এটমি ফাউন্ডার এবং চেয়ারম্যান ডঃ হেন্ গিল পার্ক ২০০৯ সালে এটমি প্রতিষ্ঠিত করেছিলেন যার মূলমন্ত্র “এ্যাবসলিউট কোয়ালিটি এবং অ্যাবসলিউট প্রাইজ"। সিইও কাউন্সিল ওয়াল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং এসোসিয়েশন।
প্রেসিডেন্ট কোরিয়া ডাইরেক্ট সেলিং এ্যাসোসিয়েশন বিজেতা কোরিয়া নেটওয়ার্ক মার্কেটিং ফার্স্ট প্রেসিডেন্ট এবং কোরিয়ার চতুর্থ ধনী ব্যক্তি।
যদি আমরা এটমির প্রডাক্ট সম্বন্ধে বলি, হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার, বিউটি কেয়ার, ক্ষিন কেয়ার, হোম কেয়ার। এটমি- শপিংমল এ ৫০০+ প্যাটেন্ট প্রডাক্ট রয়েছে।
এটমিতে মোট তিনটি শপিং মল আছে, এটমি শপিং মল, এটমি আজামল, এটিজি শপিং মল। এটমিতে পণ্য হচ্ছে সর্বত্তোম কোয়ালিটি এবং দাম হচ্ছে ঐ কোয়ালিটিতে সর্বনিম্ন। ২০২৫ সালের মধ্যে ১৫০+ দেশে এবং ১ লক্ষ + পণ্য চালু করার পরিকল্পনা রয়েছে।
এটমিতে ইতি মধ্যে কম্বোডিয়াতে ভ্রাম্যমান হাসপাতাল এর উচ্চ-প্রযুক্তি সম্পন্ন দুটি মেডিকেল বাস প্রদান করেছে এবং কম্বোডিয়াতে অসহায় মানুষের জন্য এটমি ভিলেজ তৈরি করে দিয়েছে।
রাশিয়াতে এটমি দু-বছর হয় টেলিকমিউনিকেশন চালু করেছে এটমি সিম কার্ড। ৬০,০০০ হাজার ডিরেক্ট সেলিং কোম্পানীর মধ্যে একমাত্র এটমির এডুকেশন সেন্টার রয়েছে। বর্তমানে ১৬ মিলিয়নের বেশি লোক এটমিতে কাজ করছে। এটমিতে আজা মল এ আনলিমিটেড ক্যাটাগরির প্রায় ১০,০০০ পণ্য আছে যেমন : মোবাইল, টিভি, সমস্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র, আসবাবপত্র, পোশাক ইত্যাদি।
২০২১ সালের ২৪ শে ফেব্রুয়ারি আলিবাবা তার ব্যবসাকে আরও প্রসারিত করার লক্ষ্যে এটমির সাথে চুক্তি বদ্ধ হয়েছে।
এবার আমরা জানবো এটমি ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে গ্লোবাল সেলস এর থেকে ৭০% কমিশন দেওয়া হয় এবং ৩০% এ্যাওয়ার্ড এবং রিওয়ার্ড দিয়ে থাকে।
ডেইলি ম্যাচিং বোনাস ৪৪%
মাস্টারশিপ বোনাস ২০%
এডুকেশন বোনাস ৬%
এবার আমরা জানবো এটমিতে কি কি সুবিধা পাচ্ছেন।👇
কোন জয়েনিং চার্জ নেই।
কোন প্যাকেজ কিনতে হয় না।
প্রতি মাসে সেলস করার কোন টার্গেট নেই।
ফ্রি জয়েনিং যে কোন দেশে করতে পারবেন।
অনলাইন শপিং এর মাধ্যমে ঘরে বসে প্রডাক্ট কিনতে পারবেন।
কোন ওয়েবসাইট চার্জ নেই। কোন পিডি ফ্ল্যাশ আউট হয় না।
শুধুমাত্র ১টি আইডি দিয়ে ইন্টারন্যাশনাল ভাবে আপনি এই ব্যবসা পরিচালনা করতে পারবেন। পণ্য ব্যবহারের ৩০ দিনের মধ্যে যদি আপনার কোন উপকার না আসে তাহলে কোম্পানী আপনার প্রডাক্ট ফিরিয়ে নিয়ে সম্পূর্ণ ক্রয়মূল্য ফেরত দিয়ে দেয়।
একটি মাত্র আইডি দিয়ে আপনি সহ আপনার পরবর্তী ০৩ প্রজন্ম সকল সুযোগ সুবিধা সহ ইনকাম কন্টিনিউ করতে পারবেন ।