DPSC Sarcasm

DPSC Sarcasm Meme Idea পাঠাতে ই-মেইল করো - [email protected] Creating Happiness

Chat GPT is basically Doraemon
12/01/2025

Chat GPT is basically Doraemon

ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না। ১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না। ১ মিলিয়ন ডলার, ...
09/01/2025

ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না।

১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না।

১ মিলিয়ন ডলার, প্রায় ১২ কোটি টাকা।

অথচ হলিউড মুভির মতো বাড়িগুলো পুড়ে যাচ্ছে। দাবানলে।

একটা ঘর পুড়ে যাওয়া মানে জীবনের কতো কতো বছর পুড়ে যাওয়া। কতো স্মৃতি। কতো শ্রম। কতো স্পর্শের মায়া।

নিমিষেই ছাই।

দাবানলের ধোঁয়া আপনাকে দৌঁড়ের উপর রাখবে।

বহু দূর পর্যন্ত নিঃশ্বাস নেয়ার বিশুদ্ধ বাতাস থাকে না। ধোঁয়া ও ধূলোর কুণ্ডলী চারিদিক।

লজ এঞ্জেলস থেকে ১ লক্ষ মানুষ, ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে।
অথচ সে শহরেই অনেক মানুষ ছিলো গৃহহীন—হোমলেস!

কী অদ্ভুত প‍্যারাডক্স—বৈপরিত‍্য!
কোটি টাকার বাড়ির মালিকও আজ হোমলেস!

আমাদের জীবনে খোদা এসে একটা ধাক্কা দেয়। নয়তো প্রকৃতি এসে জ্বালায়। নয়তো ভাগ‍্য এসে মুহূর্তেই শেষ করে দেয় সব।

জীবন এতোই ঠুনকো। এতোই ফ্রেজাইল!

আর এই ঠুনকো জীবনকে আরো বেশি ধ্বংস করে লোভ, ঘৃণা, হিংসা ও ক্রোধ।

লেখা : Fauful Alam

এগুলো কোনো মুভি থেকে নেওয়া Screenshots না, এগুলো সব লস অ্যাঞ্জেলেস এর বর্তমান অবস্থা ক্যালিফোর্নিয়ায় বৃহত্তম শহর, মার্...
09/01/2025

এগুলো কোনো মুভি থেকে নেওয়া Screenshots না, এগুলো সব লস অ্যাঞ্জেলেস এর বর্তমান অবস্থা
ক্যালিফোর্নিয়ায় বৃহত্তম শহর, মার্কিন যুক্তরাষ্ট্র

২০২৪ সালে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পরিদর্শিত দশটি নিবন্ধকিন্তু নিচের থেকে পড়বেন না 🥴
09/01/2025

২০২৪ সালে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পরিদর্শিত দশটি নিবন্ধ
কিন্তু নিচের থেকে পড়বেন না 🥴

Alcheringa হলো ভারতের IIT Guwahati-তে আয়োজিত একটি বার্ষিক কালচারাল ফেস্টিভাল, যা সারা এশিয়ার বিভিন্ন দেশের প্রতিভাবান দল...
09/01/2025

Alcheringa হলো ভারতের IIT Guwahati-তে আয়োজিত একটি বার্ষিক কালচারাল ফেস্টিভাল, যা সারা এশিয়ার বিভিন্ন দেশের প্রতিভাবান দলগুলোকে একত্রিত করে। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম কলেজ ফেস্টিভালের মধ্যে একটি।

Renessus হলো বাংলাদেশের একটি ডান্স ক্রু, যারা এই ফেস্টিভালে অংশগ্রহণ করে। তারা ৩০টি ভারতীয় ডান্স ক্রু-কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিভা প্রমাণের একটি অনন্য উদাহরণ এটি।

এক্স দাউদিয়ান Plato Biswas এর নেতৃত্বে বাংলাদেশের ডান্স ক্রু ‘রেনেসাস’ ৩০টি ভারতীয় দলকে পেছনে ফেলে জয়ী হলো IIT গৌহাটির আলচেরিঙ্গা ২০২৪-এ

সোর্স : Fb/Plato Biswas

Perfect example of HOMELAND or DEATH!Chapai Nawabganj, 8 January 2025
09/01/2025

Perfect example of HOMELAND or DEATH!
Chapai Nawabganj, 8 January 2025

04/01/2025

আজকে যারা গোসল করেছো তারা এই পোস্টে React দাও

না এটা কোনো পেইড কোলাবোরেশান ছিলো না, এমনি বললাম আরকি
14/12/2024

না এটা কোনো পেইড কোলাবোরেশান ছিলো না, এমনি বললাম আরকি

কারোর সাথে মিলে গিলে ট্রিগার খাইয়ো না কিন্তু 😗
28/11/2024

কারোর সাথে মিলে গিলে ট্রিগার খাইয়ো না কিন্তু 😗

27/11/2024

এইদেশে ইসকন এত বড় হয়ে উঠতে পারে নাই। মুসলিম ঐক্যশক্তির ১০% ও যেকোন শক্তির জন্য ভীতিকর। সবাই ধৈর্য্য ধরতেসে। কারণ সবাই জানে উপমহাদেশে হাজার বছর ধরে সাম্প্রদায়িক দাঙ্গা ধর্মের জন্য হয় নাই। সর্বদা ক্ষমতা, রাজনীতির জন্যই হইসে। মুসলিমদের শুকর খাওয়ানো, আর হিন্দুদের গরু খাওয়ানো ৩/৪'শ বছরের পুরানো রাজনৈতিক ট্রিকস। নতুন কিছু না।

ধর্ম সবার উপরে.... তবে আগে বুঝা জরুরী আপনার ধর্মের আবেগ ব্যবহার করে অন্য কেউ নিজের স্বার্থ উদ্ধার করতে চায় কি না।

ISKCON cdi bae
26/11/2024

ISKCON cdi bae

প্রমিস 💀
26/11/2024

প্রমিস 💀

A visual representation of a DPSC House Leader trying to act like a chill guy.
25/11/2024

A visual representation of a DPSC House Leader trying to act like a chill guy.

এহেম এহেম
25/11/2024

এহেম এহেম

দাউদের স্কুলের বাচ্চারা ওয়াশরুম ঢুকে ক্যাম্পাসের ছবি তুলে হু
22/11/2024

দাউদের স্কুলের বাচ্চারা ওয়াশরুম ঢুকে ক্যাম্পাসের ছবি তুলে হু

য়ে কথা শেখ মুজিবুর রহমান কখনো বলেন নাই দাউদ পাবলিক, ক্যান্টনমেন্ট × Arifin Shuvoo নিজ দায়িত্বে ট্রিগার খাইয়েন না প্লিগগগ...
22/11/2024

য়ে কথা শেখ মুজিবুর রহমান কখনো বলেন নাই
দাউদ পাবলিক, ক্যান্টনমেন্ট × Arifin Shuvoo

নিজ দায়িত্বে ট্রিগার খাইয়েন না প্লিগগগগ

এম আলী স্যারের রিংটোন 🫡
22/11/2024

এম আলী স্যারের রিংটোন 🫡

ফুটবলে*এ যাত্রায় মাফ করবেন ব্রাজিল ফ্যান, প্লিগগগ
21/11/2024

ফুটবলে*
এ যাত্রায় মাফ করবেন ব্রাজিল ফ্যান, প্লিগগগ

Address

Jessore Cantonment
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when DPSC Sarcasm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share