Inshallah

Inshallah একদিন অবশ্যই আমরা সফলকাম হবো, ইনশাআল্লাহ
(1)

অভিনন্দন কুমিল্লা বাসীদের, এমন উদ্যোগ গ্রহণ করার জন্য।
14/05/2023

অভিনন্দন কুমিল্লা বাসীদের, এমন উদ্যোগ গ্রহণ করার জন্য।

14/05/2023
11/03/2023

রাসুল(ﷺ)বলেছেন:
অযোগ্যদের হাতে যখন দায়িত্ব অর্পিত হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো ..✍︎

(সহীহ্ বুখারী-৬৪৯৬)

08/02/2023

তোমরা যাহা অপছন্দ কর সম্ভবত তাহা তোমাদের জন্য কল্যাণকর এবং যাহা ভালবাস সম্ভবত তাহা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ্ জানেন তোমারা জান না।
[সূরা আল বাকারা, আয়াত-২১৬]

09/12/2022

আপনি যে পজিশনে আছেন,
সেটা অন্যের কাছে স্বপ্ন।
হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন।
আলহামদুলিল্লাহ!

29/10/2022

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তোমরা যেসব চিকিৎসা গ্রহণ করে থাকো তার মধ্যে রক্তমোক্ষণ হলো সর্বোত্তম চিকিৎসা।
(বর্তমানে যাকে হিজামা থেরাপি বলা হয়)

[সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৮৫৭]

22/10/2022

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি বিষ পান করবে সে নিজ হাতে দোযখের আগুনে বিষ পান করবে এবং চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করবে।

[সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৮৭২]

22/10/2022

মুসলিমকে যে কোন ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক এমনকি (তার পায়ে) কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।

[সহীহ বুখারী-৫৬৪২, সহীহ মুসলিম-২৫৭৩]

15/10/2022

তোমরা অতি সত্বর নেতৃত্বের লোভ করবে ।
(কিন্তু স্মরণ রাখো) এটা কিয়ামতের দিন অনুতাপের কারণ হবে ।
[সহীহুল বুখারীঃ ৭১৪৮; নাসায়ীঃ ৪২১১]

13/10/2022

তুমি এতটা মিষ্ট হইও না যে, মানুষ তোমাকে গিলিয়া ফেলে।
আর এত তিক্ত হইও না যে, মানুষ তোমাকে থুথুর মতো ফেলিয়া দেয়।

10/10/2022

কর্জ হইতে নিজেকে হেফাজত রাখিও,
কেননা ইহা দিনের বেলায় অপমান আর রাত্রিতে দুশ্চিন্তা!

উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,- তুমি কোথায় চাকুরি করো?- একটা কোম্পানিতে ।- স্যালারি কতো?- ...
06/10/2022

উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?
- একটা কোম্পানিতে ।
- স্যালারি কতো?
- ১০০০০ টাকা।
- মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।
---------------------------------------------------->
কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।

03/10/2022

রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, "তোমরা (মন্দ) ধারণা করা থেকে বিরত থাকো। কারণ, (মন্দ) ধারণাই হচ্ছে সব থেকে বড় মিথ্যা।”
[বুখারী ৬০৬৬, মুসলিম ০২৬৩]

02/10/2022

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তিনবার অনুমতি চাইবে। অনুমতি দিলে প্রবেশ করবে, অন্যথায় ফিরে যাবে।”
[ সহীহ বুখারী, হাদিস নং- ৬২৪৫]

01/10/2022

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, হাই তোলা শয়তানের পক্ষ হতে হয়ে থাকে। কাজেই তোমাদের কারো যখন হাই আসবে যথাসম্ভব তা রোধ করবে। কারণ তোমাদের কেউ হাই তোলার সময় যখন ‘হা’ বলে, তখন শয়তান হাসতে থাকে।

[সহিহ বুখারী, হাদিস নং ৩২৮৯]

24/09/2022

হযরত মুহাম্মদ (সাঃ) বলেনঃ
যে ব্যক্তি অনুদান পেয়ে দানকারীর প্রশংসা করলো সে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো আর যে ব্যক্তি অনুদান গোপন করলো সে তার প্রতি অকৃতজ্ঞতা দেখালো।

[সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৮১৩,৪৮১৪]

21/09/2022

দিনে অন্তত এক ওয়াক্ত দিয়ে হলেও নামাযটা শুরু করুন, ইনশাআল্লাহ! পাঁচ ওয়াক্ত নামায আল্লাহ আপনাকে জামায়াতে পড়ার তওফিক দিবেন।

07/09/2022

'আর তোমরা প্রাসাদ নির্মাণ করিতেছ এই মনে করিয়া যে, তোমরা চিরস্থায়ী হইবে।

وَ تَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌ۚ

সূরা নম্বরঃ ২৬, আয়াত নম্বরঃ ১২৯

06/09/2022

৬ টি বিষয় নিয়ে আমাদের কখনই আফসোস করা ঠিক না!

05/09/2022

আমাদের এই পেজের সাথে সংশ্লিষ্ট ব্লগস্পট ওয়েবসাইট
https://inshallah2022.blogspot.com

Address

Jessore
7410

Alerts

Be the first to know and let us send you an email when Inshallah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inshallah:

Videos

Share

Category

Nearby media companies