06/11/2024
ট্রাম্পের বিজয়ে বাংলাদেশে কতোটা প্রভাব পড়বে?
-মার্কিন ডীপ ষ্টেট পলিসি সারা পৃথিবীতে নিজেদের সমৃদ্ধ করতে নানান দেশে নিজেদের পছন্দের রাষ্ট প্রধান নির্বাচন ও বাস্তবায়ন হয় এই পলিসি দিয়ে, রিপাবলিক ডেমোক্রেট উভয় দল যুগের পর যুগ ধরে এটা করে চলেছে, ট্রাম্প জামানার আগে পর্যন্ত দুই দলের চর্চায় প্রাধান্য ছিলো ডীপ ষ্টেট পলিসি। ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হলে এক ভিন্ন আমেরিকা দেখেছিলো বিশ্ব, ডীপ ষ্টেট কার্যত অচল করেছিলো ট্রাম্প। পুনরায় ট্রাম্পকে নির্বাচিত হতে দেখে তাই আমার উচ্ছাস, অন্তত আগামী কয়েক বছরে পৃথিবীতে চলমান বিশেষ করে বড় ঝামেলা রাশিয়া ইউক্রেন সমস্যার একটা সমাধান আসন্ন।
ট্রাম্পের বিজয়ে আওয়ামীলীগের লাভ কি?
-যেহেতু ইউনুস মার্কিন ডীপ ষ্টেট পলিসির পুতুল সরকার প্রধান, তাড়াছা ইউনুস আগে থেকেই ট্রাম্পের চক্ষুশুল ডেমোক্রেটের বৈশ্বিক আর্থিক ডোনার, সমর্থক, তাছাড়া ট্রাম্পের বিগত জামানায় ইনুসের বিরুদ্ধে বেশ কয়েকটা অভিযোগের তদন্তও শুরু করেছিলো ট্রাম্প প্রশাসন, শেষ করতে পারেনি, গত কয়েক বছর ধরে আমেরিকাতে ট্রাম্প ডেমোক্রেট দ্বারা প্রচুর নির্যাতিত, বেশ কয়েকবার ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে অভিযোগের আংগুল ছিলো ডেমোক্রেটদের দিকে, সেখানে দাঁড়িয়ে আমেরিকাতে বা বৈশ্বিক ভাবে ডেমোক্রেট সমর্থক ব্যাক্তি বা প্রতিষ্ঠান ট্রাম্প জামানায় সুবিদা ভোগ করবে ইহা ফাইজলামী গল্প ছাড়া আর কিছুই না। সেখানে দাঁড়িয়ে আওয়ামীলীগ তার নিজের শক্তি সামর্থ্যের উপর বেশ কনফিডেন্ট, ড. ইউনুস বিষয়ে আমেরিকার সাহায্য নয়, শুধু নিরবতা চাচ্ছে আওয়ামীলীগ, ব্যস এইটুকু হলেই বাকী কাজ আওয়ামীলীগ নিজেই করে নিতে পারবে।
ইউনুস বিএনপি জামাতিরা কি ট্রাম্প প্রশাসনের ধারে কাছেও যেতে পারবে না?
-উত্তর হচ্ছে না। ট্রাম্প জামানায় ইউনুস আম্রিকায় ফেরত গেলে লাইফ অনিশ্চিত ২০১৬ সালের অভিযোগে ইউনুস বিরোধী লবিষ্ট যদি হাওয়া দেয় তাহলে ইউনুসের আম্রিকার জেলে যেতে হবে কাজেই সুযোগ নাই, আর বিএনপি জামাতের মাঝখানে বড় বাধা হবে ইন্ডিয়া এই বাধা টপকানোর ক্ষমতা বিএনপি জামাতিদের হবে না লবিষ্ট নিয়োগ করেও না।
যারা বলছে বা বুঝাতে চাচ্ছে মার্কিন সরকার বদল হলেও পররাষ্ট নীতি বদলায় না, তাদের জন্য, হা ঠিক হতো যদি ওপারে ট্রাম্প না হয়ে অন্য কেউ হতো আর এইপারে ইউনুস না হয়ে অন্য কেউ হতো। তাছাড়া ট্রাম্প ব্যাক্তি সম্পর্ককে বেশি গুরত্ত্ব দেয়। খবর নেন, ট্রাম্প বিজয়ে সবচেয়ে বেশি আনসিকিউর ব্যাক্তিটা হচ্ছে ইউনুস। অতএব ড. ইউনুস এখন কিভাবে এক্সিট নেয় সেটাই দেখতে এখন সময়ের অপেক্ষা।