Winer it

Winer it Hey there! I'm a Digital Marketing Manager working at Fiver as a freelancer. I am Shipli khatun. I am a digital marketing manager working at Fiver.

I teach digital marketing online. I am the owner of Winer it.

10/12/2023
21/08/2023

ভীতু পুরুষ কে বলা হয় কাপুরুষ
আচ্ছা তাহলে ভীতু মহিলা কে কি বলে কামহিলা🤔🤔🤔🤔
কমেন্ট এ বলে যাবেন সবাই

🗣️ফ্রিল্যান্সিং সবাই করতে চায়! কিন্তু, যখনই শোনে যে ৭থেকে ৮হাজার টাকা ভর্তি ফি। তখনই হতাশ হয়ে যায়, প্রিয় ভাই ও বোন হ...
13/08/2023

🗣️ফ্রিল্যান্সিং সবাই করতে চায়! কিন্তু, যখনই শোনে যে ৭থেকে ৮হাজার টাকা ভর্তি ফি। তখনই হতাশ হয়ে যায়, প্রিয় ভাই ও বোন হতাশ হওয়ার কিছুই নেই এখানে!

আজকাল মানুষ ৭/৮ হাজার টাকাকে টাকাই মনে করে না, বিভিন্ন সময় অযথা কাজে অপচয় করে!

কিন্তু এটাও সত্য যে আবার এই টাকাটাই অনেকের কাছেই বিরাট কিছু। কিন্তু,এই টাকার বিনিময়ে যদি আপনি যোগ্যতা সম্পন্ন হতে পারেন, এবং লক্ষ টাকা ইনকাম করতে পারেন সমস্যাটা কোথায় ?

আমরা অহেতুক কত টাকা নষ্ট করে ফেলি যেটা আমাদের কাজে আসে না !

আর এই টাকাটা ভালো কাজে ব্যয় করলে আমাদের কাজে আসবে, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ। -আমরা ১৫/১৭ বছর পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ও চাকরির জন্য ছুটে ও চাকরি পাইনা।

আর ফ্রিলান্সিং এমন একটি মুক্ত পেশা যেখানে ৪/৫ মাস কাজ শিখে ভালো একটি ক্যরিয়ার গড়া যায় যদি সত্যিই কেউ মন থেকে ফ্রিল্যান্সিং নিয়ে উঠে পড়ে লাগে তো,

আমি বলবো পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা বৃদ্ধির জন্য ফ্রিলান্সিং এর বিভিন্ন বিষয় শিখা হবে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবন কি চাকরীর বাজারেও দক্ষতা প্রদর্শন করলে চাকরী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

13/08/2023

রেগে গেলেন তো হেরে গেলেন

তোমার মায়ায় পড়ে  সত্যি  আজ আমি ডুবে গেছি
13/08/2023

তোমার মায়ায় পড়ে সত্যি আজ আমি ডুবে গেছি

জীবনের একটা লম্বা সময় আমরা কাটিয়ে দেই পড়াশুনা করার জন্য। তারপরও দেখা যায় যে ভুরি ভুরি সার্টিফিকেট নিয়েও আমরা চাকরি ...
06/08/2023

জীবনের একটা লম্বা সময় আমরা কাটিয়ে দেই পড়াশুনা করার জন্য। তারপরও দেখা যায় যে ভুরি ভুরি সার্টিফিকেট নিয়েও আমরা চাকরি পাচ্ছি না এই প্রতিযোগিতা বাজারে। এরপরে আমাদের মাঝে দেখা দেয় মানসিক অবসাদ, পারিবারিক অশান্তি, অর্থনৈতিক দুর্দশা ও আরো সমস্যা। আর এই সকল সমস্যার সমাধানে আপনার জীবনে আশীর্বাদ হতে পারে ফ্রিল্যান্সিং। কয়েক মাসের ব্যবধানে একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষ হয়ে আপনি খুব ভালো পরিমাণ আয় করতে পারবেন। একটি বিষয় দক্ষ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না সর্বোচ্চ ৫ থেকে ৬ মাস। তো কিসের জন্য অপেক্ষা করছেন? এখনই সময় হাজার হাজার ফ্রিল্যান্সারদের তালিকায় নিজের নামটি যোগ করার!


সাফল্যের জন্য ৮ টি অভ্যাসSuccess is a process ✌️✌️১. প্রতিদিন পড়ুন২. হাই লেভেলের কাজের প্রতি বেশি মনোযোগ দিন৩. নিজের স্ব...
28/07/2023

সাফল্যের জন্য ৮ টি অভ্যাস
Success is a process ✌️✌️
১. প্রতিদিন পড়ুন
২. হাই লেভেলের কাজের প্রতি বেশি মনোযোগ দিন
৩. নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন
৪. যাদেরকে অনুকরণ, অনুসরণ করেন তাদের কাছ থেকে শিখুন
৫. দিনের কাজের প্লান, আগের দিন রাতেই রেডি করে ফেলুন
৬. নিজের লক্ষ্যকে সময় সময় সামনে (লিখে) রাখুন
৭. যতই কঠিন আর ভীতিকর হোক না কেন, একশন নিতে পিছ পা হবেন না।
৮. কেন আপনি কাজটি করবেন?
এর পেছনে শক্তিশালী এবং মোটিভেশনাল কারন থাকতে হবে।

ফেসবুক মার্কেটিং কি??ফেসবুক মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যা আপনাকে আপনার পণ্য বা সেবা সম্পর্কে ফেসবুক ব্যবহারকারীদের...
27/07/2023

ফেসবুক মার্কেটিং কি??
ফেসবুক মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যা আপনাকে আপনার পণ্য বা সেবা সম্পর্কে ফেসবুক ব্যবহারকারীদের অবগত করতে সাহায্য করে।
ফেসবুক মার্কেটিং ব্যবসার জন্য বর্তমান ও সম্ভাব্য গ্রাহকদের সাথে যোগাযোগ বজায় রাখতে এবং পেইজ ভিজিটরদের আগ্রহ ধরে রাখতে তাদের সাথে একটি যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে।
বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে তথ্য প্রদান করাই হল এর প্রধান কাজ, যাতে পৃথিবীর নানা প্রান্তের মানুষ সেই পণ্য বা সাইট সম্পর্কে জানতে পারে।
সারা বিশ্বে বর্তমানে ফেসবুক ব্যবহারকারী ২.৯৩ বিলিয়ন + তাই আমরা নিশ্চিন্তে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে পারি।
সারা বিশ্ব যখন ডিজিটাল হয়ে উঠেছে তবে কেন আমরা নিজেদেরকে ডিজিটাল করে তুলছিনা ? যে ফেসবুক ব্যবহার করে আমরা দিন রাত সময় কাটাচ্ছি সে ফেসবুক ব্যবহার করে কামিয়ে নিচ্ছে মানুষ হাজার হাজার ডলার।
তাই নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করি। ধন্যবাদ।

আমাদের সমাজে কিছু কিছু মানুষ ফ্রিল্যান্সিং বলতে দুইটা জিনিস বুজে ১.ডলার আর ডলার ২. এমন কত দেখছি এই গুলা বাদ দিয়ে পড়ালেখা...
23/07/2023

আমাদের সমাজে কিছু কিছু মানুষ ফ্রিল্যান্সিং বলতে দুইটা জিনিস বুজে ১.ডলার আর ডলার ২. এমন কত দেখছি এই গুলা বাদ দিয়ে পড়ালেখা কর কাজে দিব | তাদের যে কিভাবে বুজাই যে কাজ শিখলে -ই তো হবে না কাজ পাওয়ার জন্য একটু অপেক্ষা ও তো করতে হবে | তাছারা ও একজন ভালো গাইড এর অ প্রয়োজন আছে যে সবসময় গাইড করবে | আর আমার ক্ষেত্রে কিরে তর কি শিখা হয় নাই আর কত শিখবি | কারন এর আগে ও আমি দুই টা প্রতিস্ঠান থেকে সি পি এ মার্কেটিং, & মাইক্রোসফট অফিস এর কোস্ সম্পন্ন করি | তাদেরকে কিভাবে বুজাই ফ্রিল্যান্সিং একটা সমুদ্র এর মতো | এখানে কেউ যদি একবার সফল হতে পারে তাহলে তার আর কোন কস্ট করা লাগে না |আপনি যদি বিপদ এ পারেন তাহলে সমাজের মানুষ আপাকে সাহায্য করতে আসবে না আপনার নিজের- ই কষ্ট করতে হবে | আর আপনি যদি সফল হন তাহলে ঐ সমাজ এর মানুষরা - ই বলবে ওর মতো হওয়ার চেষ্টা কর | কারও কথা না ভেবে চেষ্টা করুন ইনশাআল্লাহ একদিন না একদিন সফল হবেন _ই!

আপু আমাকে ফ্রী ল্যান্সিং শেখাবেন।৷এই প্রশ্নে ইনবক্স ভরে আছে।ভাইয়া ফ্রী ল্যান্সিং একটা আর্ট  দক্ষতা । এটা কেউ কাউকে শেখাত...
18/07/2023

আপু আমাকে ফ্রী ল্যান্সিং শেখাবেন।৷এই প্রশ্নে ইনবক্স ভরে আছে।ভাইয়া ফ্রী ল্যান্সিং একটা আর্ট দক্ষতা । এটা কেউ কাউকে শেখাতে পারে এটা নিজে নিজেকে গড়তে হয়।জ্বি আমি আপনার দক্ষতা অর্জনের পথ দেখিয়ে দিতে পারি কিন্তু আমি পথটা পাড়ি দিয়ে দিতে পারি না।।তাই যদি নিজে শেখার মানসিকতা থাকে তাহলে ইনবক্স করবেন আপু আমি শিখতে চাই আমাকে শেখার উপায় বলে দেন।

Address

Jhikorgachha
Jessore
7400

Telephone

+8801816751027

Website

Alerts

Be the first to know and let us send you an email when Winer it posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Winer it:

Videos

Share