![হাসির গল্প****----তুমিতো চুমুর ডাক্তার😜🤭😁😁😆😁😁বল্টু সুন্দরি বউ পেয়ে আহ্লাদেআটখানা।সুন্দরি বউকে ট্রেনে করে বেড়াতেযাচ্ছিল।ত...](https://img3.medioq.com/795/693/185279607956932.jpg)
29/10/2023
হাসির গল্প****----
তুমিতো চুমুর ডাক্তার
😜🤭😁😁😆😁😁
বল্টু সুন্দরি বউ পেয়ে আহ্লাদে
আটখানা।
সুন্দরি বউকে ট্রেনে করে বেড়াতে
যাচ্ছিল।
তখন সে কি চিন্তা করে বলে উঠলোঃ
"মাধূরি, আমার বুকের বাম পাশটাতে
ভিশন ব্যাথা পাচ্ছি।
তখন মাধূরি বুকে চুমু দিয়ে দিল,
আর সাথে সাথে ব্যাথা ভালো হয়ে
গেল।
একটু পর বল্টু আবার বলছে,
"আমার হাতে একটু একটু ব্যথা করছে।"
পূর্বের মতই মাধূরি হাতে চুমু দিল,
আর ব্যথা সেড়ে গেল।
একটু পর আবার বল্টু বলছে,
"মাধূরি, আমার কপালটা কেমন জানি
করছে, খুব অসহ্য লাগছে।"
এবারও পূর্বের মত কপালে চুমু দিতেই
ভালো হয়ে গেছে।-------
এই কাহিনি গুলো দেখে, ট্রেনের
ফ্লোরে শুয়ে থাকা এক বুড়ো বললঃ
"মা,তুমি তো দেখছি চুমুর ডাক্তার...!!!
চুমু দিলেই সব ভালো হয়ে যায়।
আমার তো ডায়রিয়ার সমস্যা, তুমি
একটা চুমু দিয়ে দাওনা মা।
তাহলে ডায়রিয়াটাও ভালো হয়ে
যাবে........!!!
কপি করা