হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন রোড শো ক্যাম্পেইন নেক্সট ডেসটিনেশন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST)। আগামী ২৯ অক্টোবর, ২০২৩, সকাল ১১ টায় আমারা থাকবো JUST ক্যাম্পাসে। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক বিল্ডিং এর সেন্টার গ্যালারিতে।
©️Huawei Bangladesh
Yeh Raatein Yeh Mausam short cover by our Students Siraj Sohan, Department of PESS
আজ ১ লা অক্টোবর যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হল ফেস্ট প্রোগ্রামে আসছে জনপ্রিয় ব্যান্ড দল আরক্ষিক।
খুবই সুন্দর ড্রইং করা ছবিটি আমাদের কাছে ভিডিও করে পাঠিয়েছেন আমাদের শিক্ষার্থী আইরিন আক্তার, ইএসটি বিভাগ, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ।
''আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসাবে শুধু ল্যাবে কম্পিউটার ব্যবহার বা জিনোম সিকোয়েন্সই করি না, অন্য ভার্সিটির মতো সাহিত্য-সংস্কৃতিকে ধারণ করি"
-আজকে শরৎ শুভ্রম অনুষ্ঠানে মাননীয় উপাচার্য
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ভিডিও কৃতজ্ঞতা:
জনাব আফিকুর রহমান অয়ন
সেকশন অফিসার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
"রক্তের ঋণ আমরা শোধ করব হে পিতা,
রক্তের ঋণ আমরা শোধ করব হে বঙ্গমাতা,
রক্তের ঋণ আমরা শোধ করব ৩০ লক্ষ শহীদদের,
রক্তের ঋণ আমরা শোধ করব ২ লক্ষ বঙ্গনারীদের যারা
সম্ভ্রম হারিয়েছে দেশকে স্বাধীন করার জন্য"
--মাননীয় উপাচার্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
যবিপ্রবির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন যবিপ্রবির মাননীয় উপাচার্য একুশে পদক জয়ী বিশিষ্ট অনুজীববিজ্ঞানী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন স্যার।
"মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে যবিপ্রবি পরিবার সবসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাকবে"
-মাননীয় উপাচার্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
©JUST Information & Helpline
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন স্যার।
যবিপ্রবির CSIRL একটি বিশ্বমানের ল্যাব যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং Centre for Sophisticated Instrumentation and Research Laboratory (CSIRL)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন CSIRL ল্যাবরেটরিকে আরো বেশি যুগোপযোগী ও বিশ্বমানের ল্যাব হিসাবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছেন। State-of-the-art Analytical CSIRL ল্যাবরেটরিতে বর্তমানে বেশকিছু Sophisticated Instrument আছে। এই Instrument দ্বারা অত্র বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইন্সটিটিউট-এর শিক্ষক-শিক্ষর্থী ও গবেষকদের গবেষণায় ব্যাপকভাবে সহায়তা করে আসছে। সাথে সাথে ল্যাবটি দেশের বিভিন্ন কাস্টমস হাউজের আমদানীকৃত পণ্যসহ অন্যান্য বিভিন্ন ধরণের নমুনা সল্পমূল্যে সুনিপুনভাবে পরীক্ষা ও ফলাফল প্রদান করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://csirl-just.com/
Video Credit: CSIRL Laboratory, JUST 😊
সাবমেরিন ক্যাবল এভাবেই সারা পৃথিবীকে এক করে রেখেছে!!!
#SubmarineCable
#wonder
সাবমেরিন ক্যাবল এভাবেই সারা পৃথিবীকে এক করে রেখেছে
#submarine