Priyo jhanpa

Priyo jhanpa ✅✅যে মানুষ কখনও ত্রুটি করেনা 🌹🌹🌹🌹
✅সে কখনো নতুন কিছু করতেও পারেনা✅✅
(1)

31/01/2024

মাওলানা গোলাম রাব্বানীর ওয়াজ

30/01/2024
29/01/2024

সাতক্ষীরা জেলা কৃষক দলের কালো পতাকা মিছিল।

28/01/2024

মনিরামপুর খেদাপাড়ায় ছুকিকাঘাত করে রক্তাক্ত জখম করে ইজিবাইক ছিনতাইরী চক্রের ২ সদস্য গ্রেফতার, ইজিবাইকসহ চাকু উদ্ধার।

ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ
জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় : ইং ২৬/০১/২০২৪ তারিখ সন্ধ্যা রাত ১৯.০০ ঘটিকার সময় মনিরামপুর থানাধীন খেদাপাড়া দক্ষিনপাড়া খড়িঞ্চি তিন রাস্তার মোড়ে কাচা রাস্তায় যশোর কোতয়ালী থানাধীন নুরপুর সাকিনের গোলাম মোস্তফার ছেলে ইজিবাইক চালক ইয়াছিনকে অজ্ঞাত ২ যুবক ছুকিকাঘাত করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। রক্তাক্ত মারাত্বক জখমি ইয়াসিনকে স্থানীয় জনগণ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সংবাদ পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যে ছিনতাইকারী ২ জনকে সনাক্ত করে ইং ২৭/০১/২০২৪ তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময় তপস্বীডাঙ্গা সাকিনে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ২ জনকে ছিনতাইকৃত ইজিবাইক, চাকু, ভিকটিমের মোবাইল ফোনসহ হাতে নাতে ধৃত করেন। এই ঘটনা সংক্রান্তে ইজিবাইকের মালিখ মাসুদ রানা, পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, সাং- ওসমানপুর, থানা-কোতয়ালী, জেলা- যশোর বাদী হয়ে এজাহার দায়ের করলে মনিরামপুর থানার মামলা নং-১৭ তাং-২৭/০১/২০২৪ খ্রিঃ ধারা-৩৯৪/৪১১ পেনাল কোড রুজু হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হইয়াছে।

আসামীর তথ্য:
১। মোঃ রমজান খন্দকার (২১), পিতা- মোঃ জাহাঙ্গীর হোসেন খন্দকার, মাতা- সোনালী বেগম, স্থায়ী সাং- চন্দ্রদিঘলিয়া চরপাড়া, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ বর্তমান ঠিকানা- ষষ্টিতলা, থানা-কোতয়ালী, জেলা-যশোর ২। মোঃ সোহাগ (২২), পিতা- মোঃ রফিক গাজী, মাতা- রাশেদা বেগম, সাং-ষষ্টিতলা কাজী বজলুর রহমানের বাসার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর

উদ্ধারকৃত আলামতঃ
১। ১টি ইজিবাইক।
২। ছিনতাইকাজে ব্যবহৃত চাকু।
৩। ভিকটিমের মোবাইল ফোনসহ আসামীদের ব্যবহৃত মোবাইল-০৩ টি।

"বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ"

27/01/2024

ইট ভাটায় কিভাবে ইট তৈরী হচচ্ছে

27/01/2024

মাইকেল মধুসুদন দত্তের মধুমেলার সার্কাস

27/01/2024

মাইকেল মধুসুদন দত্তের মধুমেলায় নায়ক ওমর সানী

27/01/2024

ভালো থেকো😭
মুহাঃ মোশাররফ হোসেন

এত সুন্দর অভিনয় তোমাদের
আগে জানা যে ছিল না,
আগে জানলে মনকে আমার
করে দিতাম মানা।

কবিতাটি সম্পুর্ণ পড়তে লিঙ্কে ক্লিক করুন
https://priyojhanpa.net/২৭৭-ভালো-থেকো/

26/01/2024

পরিচয়
মুহাঃ মোশাররফ হোসেন

যশোর জেলায় বাড়ি আমার
মনিরামপুর থানা,
বসত আমার ঝাঁপা বাওড়ের তীরে
সবার হয়ত আছে জানা।

কবিতাটি সম্পুর্ণ পড়তে লিঙ্কে ক্লিক করুন
https://priyojhanpa.net/২৭৬-পরিচয়/

23/01/2024

নতুন প্রজন্মের সৎ যোগ্য ভাইস চেয়ারম্যান হিসাবে ছাত্র নেতা শরিফুল ইসলাম কে চাই স্মার্ট বাংলাদেশ।

১২ নং শ্যামকুড় ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য উপজেলা আহবায়ক কমিটির ডি,এম,শরিফুল ইসলাম।
অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে আনতে খেটে খাওয়া মানুষের পাসে থাকতে দীর্ঘদিন যাবত অনিয়ম দূর্নীতি রুখে দিতে।জণগণের প্রতিনিধি হিসাবে আসছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে দোয়া ও সমর্থন চেয়েছেন প্রবাসী ডি, এম, শরিফুল ইসলাম।

আর নয় আর নয় দুর্নীতি হোক প্রতিবাদ আপনার ভোট আপনার অধিকার সুশীল সমাজ গড়তে সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন করুন ।

19/01/2024

মাইকেল মধুসূদন দত্তের বংশধর কবি রত্ন সন্তস কুমার দত্ত একি তথ্য দিলেন

18/01/2024

মণিরামপুর থানার ভেতরে মিললো বিড়ল প্রজাতির অসুস্থ ভুতুম পাখি।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণী সম্পদ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা

তহিদুল ইসলাম
+8801926780250

17/01/2024

তীব্র শীত ও ঘণকুয়াশার দৃশ্য

13/01/2024

ইট ভাটার ভিডিও

Address

Jhanpa
Jessore
7420

Alerts

Be the first to know and let us send you an email when Priyo jhanpa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo jhanpa:

Videos

Share

Nearby media companies