যশোরের বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ওসমান গনিকে রাষ্টীয় মর্যাদায় দাফন সপন্ন
গোলাম রসুলের তথ্যচিত্রে এস, এম মুসতাইন এর ডেক্স প্রতিবেদন :
যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের সাইটখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গনিকে রাষ্টীয় মর্যাদায় ৩ মার্চ রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা প্রশাসন সাইটখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গার্ড অব অনার প্রদান করেন। এবং জোহর বাদ জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন সহ একটি চৌকস পুলিশ দল। ২ মার্চ শনিবার আনুমানিক সকাল ১০টার দিকে কুমিল্লার সরকারি সামরিক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মোঃ ওসমান গনি (৭৫) মারা যান ( ইন্না-লিল্লাহ ওয়া ইননা এলাহী রাজেউন)। মৃত্যু কাল
বাঘারপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ী ঘর ভাংচুরের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত
আলাদিপুর, নিত্তনন্দপুর,বারভাগ,বাসুয়ারি,বাররা,যৌথ ঈদগাহ ময়দান,,,
বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের আলাদীপুর সরকারি বাজারে নেই কোন তদারকি, পাকা সড়ক দখল করে ধানের হাট। প্রতি শনি ও মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত চলে ধান বেচা-কেনা। মোটা অংকের টাকার বিনিময়ে ইজারা দিয়ে আসছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। অথচ ইজারাদারগন নিদিষ্ট জায়গা না দেওয়ায় বসুন্দিয়া, বাসুয়াড়ী, জামদিয়া ও সেখহাটী চার ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের কৃষকদের ধান বিক্রি করতে আসে এই বাজারে। তাছাড়া অর্ধশত ধানের আড়ত সহ মোকাম রয়েছে। শনি মঙ্গলবারে সকাল থেকে ভ্যান, ট্রলি, ইজিবাইকে ধান নিয়ে আসে এলাকার চাষিরা বসুন্দিয়া বাজারের ব্রিজ থেকে আলাদীপুর ঈদগাহ পর্যন্ত পাকা সড়ক দখল হয়ে থাকে। সাধারণ পথচারীদের চলাচলের জন্য পা রাখাতেও হিমসিম খেতে হয়।
এস, এম মুসতাইন,
বসুন্দিয়া
একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্নয়ের অনুষ্ঠানঃ- ভিটাবল্লা প্রতিনিধি ( বাঘারপাড়া যশোর) যথাযত মর্জাদাসহ ভাষা শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের পরিষদ মিলনায়তনে বেসরকারি সেচ্ছা সেবিসংগঠন পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়ের অনুষ্ঠান উদবোধন করেন বাঘারপাড়া উপজেলার শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ৯ নং জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ( এফ. এস.ডি.ও) এর প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস, উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মোল্যা। এছাড়া আরও উপস্হিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির হোসেন, মনিরাম পুর উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবু
অমর একুশে 😍
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল ভাষা শহীদদের প্রতি ♥♥
যশোর জেলার বাঘারপারা
থানার বাসুন্দিয়া বাজার হইতে ভিটাবল্লা বাজার এবং বাসুন্দিয়া বাজার হইতে আফ্রারা রোড, হইয়াছে কতিপয় অসাদু মানুসের জন্য, সাহদারন মানুসের মরন ফাদ্্