Md RonE HossaiN

Md RonE HossaiN Fear Allah. Because only Allah is the owner of the heavens and the earth.

Jashore Airport's new terminal
12/09/2024

Jashore Airport's new terminal

কাউকে ভালো রাখার জন্য, আগে নিজে ভালো থাকতে হবে।
21/08/2024

কাউকে ভালো রাখার জন্য,
আগে নিজে ভালো থাকতে হবে।

১৮-০৭-২০২৪বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অবরোধের চিত্র । চাচড়া যশোর।
06/08/2024

১৮-০৭-২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অবরোধের চিত্র । চাচড়া যশোর।

05/08/2024

সবাইকে মনে রাখতে হবে এটা ছাত্র সমাজের আন্দোলন ছিল।এটা কোন রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। দেশের সাধারণ মানুষ ছাত্রদের পক্ষে যোগ দিয়ে আন্দোলন করেছে। আমি নিজেও একজন ছাত্র হয়ে আন্দোলন করেছি শুধুমাত্র ছাত্রদের পক্ষে। পুলিশ এসে মেচে রেট দিয়েছে।মোবাইল চেক করেছে।ফেসবুক চেক করেছে।মেচ ছেড়ে চলে যেতে বলেছে। সর্বোচ্চ রিক্স নিয়ে যায়নি আমরা।

রাজপথে গুলি খাওয়ার ভয় মাথায় নিয়ে মিছিল করতে কলিজা লাগে।
যশোরের বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে গেছে মেচ ছেড়ে।

আজকে যখন বিজয় আসলো তখন মুক্ত হলাম।কোন রাজনৈতিক দলের ট্যাগ নিতে চায় না।বন্ধু, ভাই, বড় ভাই, ছোট ভাই সবার জন্য শুভকামনা।

10/03/2024

যশোরের এক ভাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিপক্ষে রোজা শুরুর একদিন আগে সময়োপযোগী প্রতিবাদ জানাচ্ছে।
তার এই প্রতিবাদকে আমরা সুস্বাগতম জানাই।

Congratulations dear...Ayman Sadiq Munzereen Shahid
15/09/2023

Congratulations dear...
Ayman Sadiq
Munzereen Shahid

আসলে কতটা সত্যি। আমি নিজেই কনফিউজড  😊😊
13/06/2023

আসলে কতটা সত্যি।
আমি নিজেই কনফিউজড 😊😊

জেনে নিন-  ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন দিবস এর সঠিক ইতিহাস।সবাই কে জানার সু্যোগ দিন,, Now like,comments,share an...
13/02/2023

জেনে নিন- ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন দিবস এর সঠিক ইতিহাস।

সবাই কে জানার সু্যোগ দিন,,
Now like,comments,share and mention plz.....

২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। আর তাই তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন' দিবস ঘোষণা করেন। খৃষ্টানজগতে পাদ্রী-সাধু সন্তানদের স্মরণ ও কর্মের জন্য এ ধরনের অনেক দিবস রয়েছে। যেমন: ২৩ এপ্রিল - সেন্ট জজ দিবস, ১১ নভেম্বর - সেন্ট মার্টিন দিবস, ২৪ আগস্ট - সেন্ট বার্থোলোমিজম দিবস, ১ নভেম্বর - আল সেইন্টম দিবস, ৩০ নভেম্বর - সেন্ট এন্ড্রু দিবস, ১৭ মার্চ - সেন্ট প্যাট্রিক দিবস।

পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব, ধর্মোৎসব সবক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য। তাই গির্জা অভ্যন্তরেও মদ্যপানে তারা কসুর করে না। খৃস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেইটাইন উৎসব নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদ্‌যাপন নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবস প্রত্যাখ্যাত হয়। সম্প্রতি পাকিস্তানেও ২০১৭ সালে ইসলামবিরোধী হওয়ায় ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করে সেদেশের আদালত। বর্তমানকালে, পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদ্‌যাপন করা হয়। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় ১০০ কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য কার্ড, ফুল, চকোলেট, অন্যান্য উপহারসামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করে এবং আনুমানিক প্রায় ২.৫ কোটি শুভেচ্ছা কার্ড আদান-প্রদান করা হয়।

মুল ইতিহাস কি, আমরা দেখছি এবং করছি কি? .......…...সংগৃহীত...................

বিদ্যাপীঠ এমন একটি জায়গা যেখানে সবাইকে সাম্য, মৈত্রী ও মুক্তবুদ্ধির চর্চা করানো হয়। যে জাতির যত বিদ্যাপীঠ বিশ্ববিদ্যাল...
18/01/2023

বিদ্যাপীঠ এমন একটি জায়গা যেখানে সবাইকে সাম্য, মৈত্রী ও মুক্তবুদ্ধির চর্চা করানো হয়। যে জাতির যত বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় বিরাজমান সে জাতি মুক্তির ততো ঊর্ধ্বে।
— কাজী নজরুল ইসলাম
shoot on: Md Omar Faruque bestu..

05/10/2022

আমার পেজের মাধ্যমে নতুন কিছুর সূচনা করতে যাচ্ছি।।
ইন শা আল্লাহ।।

Address

Jessore
7400

Telephone

+8801936926629

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md RonE HossaiN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md RonE HossaiN:

Videos

Share