01/12/2024
~"সাদা মাখা আমি ভুলি কেবল দেখেরে তোমার ওই ভোলা বালা হাসি...! বড্ড বেশি ভালোবাসি.!!
" তোমার প্রতি মন্ত্রমুগ্ধ হয়ে যাই জোছনার নরম আলোর মত আমার শুধু তোমাকেই চাই.!!
" সুস্নিগ্ধা বিধাতার নিজ হাতে বানানো তুমি এক গভীর মায়া.!!!
" তাই বোধহয় "আমি প্রখন্ড আকাশের দিকে তাকিয়ে থেকেও তোমার প্রতি দিন মুগ্ধ হয়ে যাই শুধু তোমাকেই চাই.!!
"আমার চাইনা কিছু চাই না কিছুই দেউলিয়া মন তোমাকে পাবার আশায় কেন নিঃস্ব স্রবশ্য হারাতেও রাজি হয়ে যায়.!!!
" মেঘের মেয়ে আমার শুধু তোমাকেই চাই!!
"তুমি আছো বলে আলো নেই পৃথিবীতে তবুও তোমায় লিখতে আমি প্রতিবছর বাঁচতে চাই আগুনের মত স্নিগ্ধ ভালোবাসাকে হৃদয়ের গহিনে রেখে ভালবেসে যাই..!!
""আমার শুধু তোমাকেই চাই.." তোমাকে চাই শুধু" তোমাকেই চাই.!!!