16/04/2023
উন্নয়ন নাকি গণতন্ত্র? অনেকেই দেখি এখন এই আলোচনায় ব্যস্ত।
একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বলি। ডিম সেদ্ধ করতে আমাদের ফুটানো পানি লাগে। সেই ফুটানো পানি কিন্তু আমরা খাই না, খাই সেদ্ধ ডিম। ঠিক তেমনি, উন্নয়ন হল সেদ্ধ ডিম যা আমরা ভোগ করব। আর গণতন্ত্র হল ফুটানো পানি, এটা আমরা ভোগ করবা না ঠিকই কিন্তু এটা ছাড়া উন্নয়ন বা ডিম সেদ্ধ করা যাবে না।
ব্যাপারটা খুব সিম্পল।
Collected From Faatia Aayat