Times of ummah

Times of ummah ইসলামের আলো ছড়িয়ে দিতে বিশ্বময় - ফলো করে সাথে থাকুন
(7)

27/11/2024
27/11/2024

চক্রান্ত তাহলে কোথা থেকে হচ্ছে ইঙ্গিত পাচ্ছেন!

ভিডিও টিকে দেখুন

02/10/2024

ই'স'রা'ইলের এয়ার ডিফেন্স গুলো কই গেল আজকে রাতে?

30/08/2024

জসীম উদ্দিন রাহমানী হাফিঃ কি বললেন আলি হাসান ওসামা সাহেবকে

22/08/2024

প্রবাসী টিমকে তথ্য দিয়ে সহায়তা করুন

আজকে যশোরের সাজ
16/08/2024

আজকে যশোরের সাজ

12/08/2024

মাশা-আল্লাহ ❣️❣️

11/08/2024

يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه ،،،

২০১৩ তে শাপলা চত্বরে প্রিয় আসিফ মাহতাব উৎস সার❣️
11/08/2024

২০১৩ তে শাপলা চত্বরে প্রিয় আসিফ মাহতাব উৎস সার❣️

18/07/2024

আলহামদুলিল্লাহ
বিটিভি ভবনে আগুন

16/07/2024

Bangladesh Quota Protests_ At Least 5 Killed _ 400 Injured _ Vantage with Palki Sharma

16/07/2024

ঢাবি ক্যাম্পাসে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা

04/07/2024


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

27/06/2024

ধরুন!

আপনি কাউকে খুব ভালোবাসেন। জীবনে ভীষণভাবে পেতে চান। সে আপনাকে ভালোবাসে, কিন্তু হঠাৎ তার মাঝে পরিবর্তন দেখলেন। সে আগের মতো আপনাকে সময় দেয় না। আপনার সাথে কথা বলে না। আপনি ভাবছেন— সে আপনাকে অবহেলা করছে, আপনাকে এড়িয়ে যাচ্ছে। এখানে দুটো দিক লক্ষ্যণীয়। সে কি অন্য কাউকে পেয়ে আপনাকে এড়িয়ে যাচ্ছে, নাকি সে দূরে চলে যাচ্ছে আল্লাহর ভয়ে, হারাম থেকে বাঁচতে।

উভয় অবস্থায় আপনি তাকে ছেড়ে দিন। যদি অন্য কাউকে পেয়ে আপনাকে ভুলে যায়, তবে তো একজন প্রতারক থেকে বেঁচে গেলেন। যদি তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার পর আপনাকে ছেড়ে চলে যেতো। তবে আপনার কি অবস্থাটা হতো একটু ভাবুন তো?

আর একজন আপনাকে ছেড়ে যাচ্ছে আল্লাহর ভয়ে। তাকে ছেড়ে দিন, সুযোগ দিন। সে দ্বীনে ফিরতে চায়। যদি সত্যিই আপনি তাকে ভালোবাসেন, তবে তাকে দ্বীনের পথে চলতে সুযোগ দেওয়াটাই হবে ভালোবাসার উত্তম বহির প্রকাশ। আপনার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তায়ালা হয়তো তাকে দিবেন, নয়তো উত্তম কাউকে মিলিয়ে দিবেন। আল্লাহ তায়ালা প্রতিটি সৎ কাজের বিনিময়ে অনেক বেশিই দিয়ে থাকেন।

অথবা আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে এড়িয়ে যাচ্ছে। সে আপনার ভালোবাসা গ্রহণ করছে না। কেন করছে না? দেখুন, বুঝুন, ভাবুন। যদি সে আল্লাহর ভয়ে আপনার ভালোবাসা গ্রহণ না করে, তবে তাকে ছাড়ুন। কারণ কার সাথে কার জুরি লেখা আমরা কেউ জানি না। যদি সে আপনার হয়ে থাকে। দূরে থেকেও আপনার হয়ে ফিরে আসবে। আর আপনার না হলে কাছে আসলেও আপনার হবে না। বরং মাঝ থেকে কতগুলো গুনাহ আমল নামায় যুক্ত করবেন। আর ধৈর্য ধরলে আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দিবেন। যা হবে আপনার কল্পনায় থাকা মানুষটা থেকেও অনেক বেশি।

দ্বীনের পথে চলতে, আল্লাহর ভালোবাসা পেতে কাউকে ছেড়ে দিলে, আল্লাহ তায়ালা জীবনসঙ্গী হিসেবে পাঠাবেন উত্তম ব্যক্তি। সে শুধু দুনিয়ায় নয়; হবে আখেরাতেও সঙ্গী।

সবার জীবনে উত্তম জীবন সঙ্গী আসুক।
শুধু দুনিয়ায় নয়; আখেরাতেও সঙ্গে থাকুক।

~আদিব সালেহ।

অসম্ভব মেধাবী প্রেধান মেন্ত্রী, আমরা তাকে নিয়ে গর্ভবর্তী।বর্ডার না থাকায় ভালো।🙃
26/06/2024

অসম্ভব মেধাবী প্রেধান মেন্ত্রী, আমরা তাকে নিয়ে গর্ভবর্তী।

বর্ডার না থাকায় ভালো।🙃

25/06/2024

সেক্যুলারিজমের নামে ধোঁকাবাজি!
সেক্যুলার রাষ্ট্র ধর্মগুলোর ওপর তার নিজস্ব সেক্যুলার মূল্যবোধ চাপিয়ে দেয়। সব ধর্মের অধিকার সংরক্ষণের বদলে সেক্যুলারিযম সব ধর্মকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। ধর্মের কোনো বিধানের সাথে সেক্যুলার আইন সাংঘর্ষিক হলে প্রতিটি ক্ষেত্রে সেক্যুলার আইন ধর্মকে বাধ্য করে সেই আইন মেনে নিতে। সেক্যুলারিযমের নিজস্ব হারাম-হালালের কনসেপ্ট আছে। সে আপনার ওপর সেটা চাপিয়ে দেবে।
নিজের ধর্মের বিধান আপনি ভাঙতে পারবেন, কিন্তু সেক্যুলার বিধান ভাঙা যাবে না; মানতেই হবে। আপনি মুসলিম, হিন্দু, খ্রিস্টান যা-ই হন না কেন। যার বেশ অনেকগুলো উদাহরণ নিয়ে আমরা এরই মধ্যে দেখেছি।
আদতে এটা ধর্মনিরপেক্ষতা না; বরং স্বতন্ত্র একটা ধর্মের মতো। যে ধর্মের নাম হলো ধর্মনিরপেক্ষতাবাদ, যে ধর্মের পবিত্র গ্রন্থ হলো সংবিধান। ব্যাবিলনের নমরুদ আর মিসরের ফিরাউনদের মতো যে ধর্মের দেবতা হলো সেক্যুলার শাসক ও সংসদ।

মোজো সাপোর্ট প্যালেস্টাইন কার্যক্রমে এখন পর্যন্ত ডোনেশনের তথ্য। আশা করছি এই মহৎ কার্যক্রমকে আরো সফল করার জন্য আপনারা মোজ...
17/06/2024

মোজো সাপোর্ট প্যালেস্টাইন কার্যক্রমে এখন পর্যন্ত ডোনেশনের তথ্য।

আশা করছি এই মহৎ কার্যক্রমকে আরো সফল করার জন্য আপনারা মোজোর পাশে থাকবেন।

Address

Jessore
7401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Times of ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category