Mufti Sadiqur Rahman Saim

Mufti Sadiqur Rahman Saim এই ফেসবুক পেইজে কুরআন হাদীস থেকে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা ও ইসলামিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

15/03/2024

এই রমজানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর ইফতার অনুষ্ঠান নিষিদ্ধ করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। অল্প কিছুসংখ্যক বিধর্মীদের আয়োজনে স্বরসতী পূজা হয় বিশ্ববিদ্যালয়গুলোতে। অথচ ইফতারের মতো এত বড় সুন্নাহ কাজে বাধা কেন? আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

25/02/2024

শবে বরাতের রোজা

25/02/2024

শবে বরাত অস্বীকারকারীদের জবাব, শবে বরাত অস্বীকারকারী আহলে হাদীসদের জবাব

23/01/2024

আপনার জীবন আপনাকে হতাশ করে ফেলবে এমন সুযোগ দেবেন না। আপনি তাদের জন্য যা করেন তা সবাই প্রশংসা করবে না। হতাশ হবেন না কারণ সেখানে অনেক অকৃতজ্ঞ লোক রয়েছে। আপনাকে শুধু খুঁজে বের করতে হবে কে আপনার প্রচেষ্টার মূল্য দেয় এবং কে আপনাকে ব্যবহার করছে। যারা গুরুত্বপূর্ণ তাদের উপর আপনার শক্তি ফোকাস করুন।

10/01/2024
09/01/2024

একবার শায়খুল হাদিস মুফতি তাকি উসমানী কে জিজ্ঞাসা করা হল, জীবনের সারকথা কী?

তিনি উত্তরে ২০টি সুক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন:
১. সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় কর।

২. চেষ্টা কর সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে। আল্লাহর কাছে কখনই না।

৩. বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না। ক্ষতি হলে মেনে নিও, তবে বিরোধিতা করো না। পরে ভালো ফল পাবে।

৪. কোথাও এ কথা বলো না যে, আমি আলেম। আমার সাথে অনুগ্রহ করেন। এটি কখনই কাম্য নয়। চেষ্টা কর দ্বীনদারী হয়ে চলার।

৫. সর্বোত্তম দস্তরখান হল নিজ ঘরের দস্তরখান। যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে।

৬. আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করো না।

৭. প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি কর।

৮. বিত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয়।

৯. প্রতিদিন সকালে কিছু দান খয়রাত কর। আর সন্ধ্যায় এস্তেগফার পাঠ করার অভ্যাস কর।

১০. নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি কর।

১১. উচ্চস্বরে কথা বলো না। এমনকি ছোট বাচ্চাদের সাথেও নয়।

১২. যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনেপ্রাণে ভালোবাসো। যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৩. চেষ্টা কর সারা জীবনে সফল মানুষদের সাথে ওঠাবসা করবে। একদিন তুমিও তাঁদের অন্তর্ভুক্ত হবে।

১৪. প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান কর। তার সামনে আদবের সাথে আসা উচিত। হোক সে যে কোন ময়দানের।

১৫. পিতা মাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৬. সব কাজে মধ্যমপন্থা গ্রহণ কর।

১৭. জন সাধারণের সাথে সম্পর্ক রেখ। তাদের থেকে অনেক কিছু শেখা যায়।

১৮. একজনের অভিযোগ অন্যের কাছে না করা। অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপছন্দ করতেন।

১৯. সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন কর। এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয়।

২০. বড়দের বৈঠকে চুপ থেক।

সর্বশেষ এই দুয়া শিখে সর্বদা পাঠ কর। পেরেশান অবস্থায় অনেক উপকারে আসবে।رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

30/12/2023

নতুন বছরে নিজেকে পরিবর্তন করতে যে প্রতিজ্ঞা করতে পারেন

1. ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন।সহীভাবে কোরআন তেলাওয়াত শিখবেন আর প্রতিদিন অল্প হলেও তেলাওয়াত করবেন।

2. প্রতিদিন ৫ ঘন্টা যেকোন ভালো একটি স্কিল শিখতে সময় দিবেন, নিজের জন্য না হোক নিজের পরিবারের কথা চিন্তা করে পরিশ্রম করবেন।

3. নিয়মিত শরীরচর্চা করবেন, বেশি না প্রতিদিন ৩০ মিনিট।

4. নিজের নজরের হেফাজত করবেন।

5. হারাম থেকে দূরে থাকবেন

02/12/2023
01/12/2023

প্রিয় বন্ধুরা, রসুলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম, ঐ ব্যক্তি যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। (বুখারী,মুসলিম পৃঃ১৮৩)।
আর কুরআন শিক্ষা করা আমাদের জন্য ফরয। কারণ শুদ্ধভাবে কুরআন না পড়তে পারলে নামাজ ও সহীহ হবে না।
আল্লাহ তা'আলা বলেন, "আমি কুরআনকে সহজ ভাবে অবতীর্ণ করেছি" তাহলে আমরা শিখতে পারছি না কেন?
আপনি ইচ্ছা করলেই আমাদের মাধ্যমে সম্পূর্ণ সহীহ্-শুদ্ধভাবে কুরআনুল কারীম শিখে সর্বোত্তম মানুষে পরিণত হতে পারেন। এছাড়াও কোরআন পড়ার মাধ্যমে স্বীয় রবের সাথে কথা বলা যায়, সুতরাং আজই নামমাত্র মূল্য দিয়ে স্বীয় রবের সাথে শুদ্ধভাবে কথা বলা ও কুরআন শিক্ষার সুযোগ গ্রহণ করুন।
কোরআন শিক্ষার জন্য এবার Quranic online Madrasah-QOM কর্তৃক আয়োজিত হচ্ছে ৪ মাসব্যাপী "আল কুরাআন লার্নিং কোর্স"।

যাদের জন্য এই কোর্সটিঃ
✅এই কোর্সে যারা একেবারেই কুরআন তিলাওয়াত করতে পারেনা সেই সমস্ত ভাই-বোন সকলের জন্যই প্রযোজ্য। আজীবন যথাসম্ভব সাপোর্ট পাবেন।
✅যারা কিছুটা পারলেও সহিহভাবে পড়তে পারে না এবং যারা সহীহ করে কিভাবে সূরা, তিলাওয়াত করতে হয় তা জানে না।
✅আর যারা চর্চা না থাকার কারণে কুরআন ভুলে গিয়েছেন সকলে এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন।

এই কোর্সটি থেকে যা শিখবেন।
(১) কুরআন শিক্ষার গুরুত্ব ও ফজিলত।
(২) আরবি ২৯ টি হরফ পরিচিতি।
(৩) সঠিক কোরআন তিলাওয়াতের গুরুত্বপূর্ণ বিষয়াবলী। যেমন,যবর,যের,উল্টা পেশ,জযম ও তাশদীদ,মুরাক্কাব বা যুক্তাক্ষর,হরকত, তানভীন,মাদ্দ,ওয়াকফ ইত্যাদি।
(৪) কোরআন তিলাওয়াতের সহীহ নিয়ম- কানুন এবং বিভিন্ন বিধি-নিষেধ।
(৫) কোর্সে কায়দা, আমপারা ও তাজবীদ পাঠদানের মাধ্যমে সহজে কুরআনুল কারীম শুদ্ধভাবে পড়তে পারার যোগ্য করা হবে। ইনশাআল্লাহ।
(৬)যতদিন কুরআন না শিখতে পারবেন ততদিন সাপোর্ট দেয়ার চেষ্টা করা হবে।

🎉ক্লাস সংক্রান্ত বিষয়:
✅কোর্সের নাম: সহজে কুরআন শিক্ষা কোর্স।
✅কোর্সের ভর্তি ফি ১২০০ ও মাসিক ফি ৪০০। মাসিক ফি প্রতি মাসের ৫ তারিখের মধ্যে দিতে হবে। এককালীন কোর্স ফি ২৫০০ টাকা।
✅সর্বপ্রথম যে ৫ জন ভর্তি হবে তাদের জন্য প্রথম মাস সম্পূর্ণ ফ্রী।
✅কোর্সটি হবে চার মাস ব্যাপী। মোট ৩৫ টি ক্লাস।
✅কোর্সটি ভাই-বোন সকলের জন্যই প্রযোজ্য।
✅ক্লাস টাইম: ক্লাস হবে সপ্তাহে দুই দিন। প্রতি শুক্রবার ও সোমবার রাত ৮:১৫ থেকে ৯:১৫ পর্যন্ত।
✅ ক্লাস শুরু হবে ১ লা জানুয়ারি ২০২৪ তারিখ থেকে।
✅ ভর্তির সময়সীমাঃ ৩১ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।
✅মাধ্যমঃ জুম এপ।
✅অনলাইন কোর্স। ক্লাস রেকর্ড দেয়া হবে।
✅কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।

ভর্তির ধাপসমূহঃ

ভর্তি হওয়ার জন্য ভর্তি ফি ১২০০ ও মাসিক ফি ৪০০ এই মোট ১৬০০ টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং ভর্তি ফরম পূরণ করতে হবে।
সর্বপ্রথম যে ৫ জন ভর্তি হবে তাদের জন্য প্রথম মাস সম্পূর্ণ ফ্রী।
ভর্তিফর্মের লিংকঃ https://forms.gle/Q4DWB9Nb2Kq42zJe8

ভর্তি হওয়ার জন্য কিভাবে পেমেন্ট করবেন তা জানতে নিচের ওয়েবসাইট লিংকে ক্লিক করুন
http://quraniconlinemadrasah.com/কিভাবে-ভর্তি-হবেন

যোগাযোগঃ
Mobile: 01988-487717
01837521448
WhatsApp & imo: 01988487717.
Email: [email protected]

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন
www.quraniconlinemadrasah.com

ভর্তি ফর্ম পূরণ করার ৩ দিনের মধ্যে রোলসহ কনফার্মেশন ইমেইল পাবেন। এক্ষেত্রে মেইল খুঁজে না পেলে ইমেইলের স্প্যাম বক্স এবং প্রোমোশন ফোল্ডার চেক করবেন ইনশা-আল্লাহ। মেইল না পেলে আমাদের মোবাইল নাম্বারে কল করবেন ও আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।

পোস্টটি শেয়ার কিংবা ট্যাগ করার মাধ্যমে দাওয়াতে অংশীদার হতে পারেন।
Online Madrasah-QOM

Online Madrasah

01/12/2023

ঘরে বসেই অনলাইনে পবিত্র কুরআনের হাফেজ হওয়ার সুবর্ণ সুযোগ। প্রত্যেক মুমিনের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত কুরআন হিফজ করে বুঝে সে অনুযায়ী জীবন পরিচালনা করা। পরিবারের প্রতিটি ব্যক্তিই কুরআনের হাফেজ হওয়া উচিত। শিশু বয়সে না পারলেও পরবর্তীতে এই চেষ্টা আজীবন চালিয়ে যেতে হবে। হাফেজের মর্যাদা অনেক বেশি। হাফেজ কুরআনের প্রতি হরফে দশটি করে নেকি পেয়ে থাকে।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, কিয়ামতের দিন ছাহেবে কুরআনকে বলা হবে, কোরআন পাঠ করতে থাকো এবং বেহেশতের তলায় তলায় উঠতে থাকো। আর দুনিয়াতে যেমন তুমি ধীরে ধীরে তাজবীদের সাথে পড়তে আজও তেমন ধীরে ধীরে পড়। নিশ্চয়ই তোমার পঠিত আয়াতের শেষ স্থানীই হবে তোমার বাসস্থান। (মিশকাত-পৃঃ ১৮৬)
সুতরাং কুরআন হিফজ করার ফজিলত বলে শেষ করা যাবেনা। ঘরে বসে কুরআন হিফজ করার জন্য Quranic Online Madrasah-QOM কর্তৃক আয়োজিত হচ্ছে ৬ মাসব্যাপী "হিফজুল কুরআন কোর্স"।

✅এই কোর্সটি থেকে যা শিখবেন।
এই কোর্সে থাকছে আমপারা থেকে সম্পূর্ণ কোরআন হিফজ করার সুযোগ। অর্থাৎ প্রথম ছয় মাসের মধ্যেই সবাইকে আমপারা হিফজ করানো হবে। আমপারা হিফযের পর হিফজকারীর পড়ার অগ্রগতির উপর অন্যান্য পারা হিফজ শুরু করা যাবে। এতে সম্পূর্ণ কুরআন পর্যায়ক্রমে মুখস্ত করা যাবে ইনশাআল্লাহ। সম্পূর্ণ কুরআন হিফজ করার ক্ষেত্রে শিক্ষার্থীদের হিফজের অগ্রগতির উপর তার ডিউরেশন নির্ভর করবে।

✅এই কোর্সটি যাদের জন্য
কোর্সটিতে ভাই-বোনদের মধ্য হতে যারা কুরআনুল কারীম সহিহ ভাবে পড়তে পারেন কেবল তারাই এই কোর্সে ভর্তি হতে পারবেন। আর যাদের কুরআন পড়া সহিহ নয় তারা প্রথমে আমাদের " সহজে কুরআন শিক্ষা কোর্স" করে তারপর এই কোর্সে ভর্তি হতে পারবেন।

👍ক্লাস সংক্রান্তঃ
✅কোর্সের নাম: সহজে হিফজুল কুরআন কোর্স।
✅সর্বপ্রথম যে ৫ জন ভর্তি হবে তাদের জন্য প্রথম মাস সম্পূর্ণ ফ্রী।
✅কোর্সের ভর্তি ফি ১২০০ ও মাসিক ফি ৪০০। মাসিক ফি প্রতি মাসের ৫ তারিখের মধ্যে দিতে হবে। এককালীন কোর্স ফি তিন হাজার টাকা।
✅কোর্সটি হবে ছয় মাস ব্যাপী। মোট ৭৮ টি ক্লাস।
✅কোর্সটি ভাই-বোন সকলের জন্যই প্রযোজ্য।
✅ক্লাস টাইম: ক্লাস হবে সপ্তাহে তিন দিন (শুক্রবার, রবিবার, বুধবার)। ফজরের পর থেকে ১ ঘন্টা। ( বর্তমানে ৬:৩০ থেকে ৭:৩০ পর্যন্ত)।
✅ ক্লাস শুরু হবে ১ লা জানুয়ারি ২০২৪ তারিখ থেকে।
✅ ভর্তির সময়সীমাঃ ৩১ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।
✅মাধ্যমঃ জুম এপ।
✅অনলাইন কোর্স। ক্লাস রেকর্ড দেয়া হবে।
✅কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।

ভর্তির ধাপসমূহঃ

ভর্তি হওয়ার জন্য ভর্তি ফি ১২০০ ও মাসিক ফি ৪০০ এই মোট ১৬০০ টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং ভর্তি ফরম পূরণ করতে হবে।
সর্বপ্রথম যে ৫ জন ভর্তি হবে তাদের জন্য প্রথম মাস সম্পূর্ণ ফ্রী।
ভর্তিফর্মের লিংকঃ https://forms.gle/SdiLC5hEHQxgEK2f8

ভর্তি হওয়ার জন্য কিভাবে পেমেন্ট করবেন তা জানতে নিচের ওয়েবসাইট লিংকে ক্লিক করুন
http://quraniconlinemadrasah.com/কিভাবে-ভর্তি-হবেন

যোগাযোগঃ
Mobile: 01988-487717
01837521448
WhatsApp & imo: 01988487717.
Email: [email protected]

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন
www.quraniconlinemadrasah.com

ভর্তি ফর্ম পূরণ করার ৩ দিনের মধ্যে রোলসহ কনফার্মেশন ইমেইল
পাবেন। এক্ষেত্রে মেইল খুঁজে না পেলে ইমেইলের স্প্যাম বক্স এবং প্রোমোশন ফোল্ডার চেক করবেন ইনশা-আল্লাহ। মেইল না পেলে আমাদের মোবাইল নাম্বারে কল করবেন ও আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।

মেনশন, শেয়ারের মাধ্যমে সাওয়াবের অংশীদার হতে পারেন
Quranic Online Madrasa-QOM.

01/12/2023

কুরআনুল কারীমের ছাত্র হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। কুরআন পাঠকারী কুরআনের একটি হরফের বিনিময়ে দশটি করে নেকি লাভ করে থাকে। যারা কুরআন পড়তে জানে তবে সহিহশুদ্ধভাবে পড়তে পারে না বা যারা স্বীয় সন্তানকে হাফেজ বানাতে চান তারা তাদের সন্তানকে এই নাজেরা কোর্সে ভর্তি করতে পারেন। আমরা জানি হাফেজ হওয়ার আগে নাজেরা পড়া অতি জরুরী। তাছাড়া যারা তাজবীদের নিয়ম ভালোমতো জানে কিন্তু কুরআনে প্রয়োগ করতে পারছে না আবার অনেকেই আছে যারা প্র্যাকটিসের অভাবের কোরআন সঠিকভাবে পড়তে পারছেন না তাদের জন্যই Quranic Online Madrasah-QOM কর্তৃক আয়োজন করা হয়েছে "অনলাইন নাজেরা কোর্স"।

✅এই কোর্সটি করে আপনি যেসব উপকার পাবেনঃ
(১) কুরআন শুদ্ধ তিলাওয়াত শিখতে পারবেন এবং দ্রুতগতিতে সহিহভাবে তিলাওয়াত করতে পারবেন।
(২) নিজে কোরআন খতম করার সুযোগ পাবেন।
(৩) কুরআন পড়তে ভুল হচ্ছে কোথায় তা জানতে পারবেন।
(৪) মুখের জড়তা দূর হবে।
(৫) সাবলীল ভাবে কুরআন পড়তে পারবেন।
(৬) হৃদয়ে কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে।
(৭) কুরআন পড়ার প্রতিদিনের অভ্যাস গড়ে উঠবে।
(৮) নিজের আমলনামায় অনেক অনেক নেকি অর্জিত হবে।
(৯) কুরআন অশুদ্ধ পড়ার অভিশাপ থেকে বাঁচতে পারবেন। ইনশাআল্লাহ।
তাহলে আর দেরি না করে আজই ভর্তি হয়ে যান এই নাজেরা কোর্সে।

✅মূলত এটি একটি বেসিক নাজেরা কোর্স। যারা মোটামোটি কুরআন পড়তে পারেন তারা নাজেরা কোর্সটি করতে পারবেন। কোর্সটিতে জুয আমপারা ও ৩০ নং পারা সম্পন্ন করা হবে ও সম্পূর্ণ কুরআন খতমের সুযোগ থাকবে। উল্লেখ্য সময়ের ব্যাপারটি শিক্ষার্থীর তাজবীদ সহিহ থাকার উপর নির্ভরশীল। আপনার পড়া দ্রুত আগালে ৬ মাসের মধ্যে এর বেশিও পড়তে পারবেন। তাছাড়া কেউ চাইলে বর্তমান ব্যাচ সম্পন্ন করে পরবর্তীতে যুক্ত হয়ে অবশিষ্ট অংশ নাজেরা করতে পারবেন। ইনশাআল্লাহ।
কোর্সটিতে যারা মোটামুটি কুরআন পড়তে পারেন তারাই ভর্তি হতে পারবেন। আর যাদের কোরআন পড়া সহি নয় তারা প্রথমে আমাদের " সহজে কোরআন শিক্ষা কোর্সটি" করে নিতে পারেন।

ক্লাস সংক্রান্তঃ
✅কোর্সের নাম: সহজে নাজেরা কোর্স।
✅সর্বপ্রথম যে ৫ জন ভর্তি হবে তাদের জন্য প্রথম মাস সম্পূর্ণ ফ্রী।
✅কোর্সের ভর্তি ফি ১২০০ ও মাসিক ফি ৪০০। মাসিক ফি প্রতি মাসের ৫ তারিখের মধ্যে দিতে হবে। এককালীন কোর্স ফি তিন হাজার টাকা।
✅কোর্সটি হবে ছয় মাস ব্যাপী। মোট ৫০ টি ক্লাস। ক্লাস হবে সপ্তাহে দুই দিন।
✅কোর্সটি ভাই-বোন সকলের জন্যই প্রযোজ্য।
✅ক্লাস টাইম: ক্লাস হবে সপ্তাহে দুই দিন। প্রতি রবিবার ও বুধবার রাত ৯:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত।
✅ ক্লাস শুরু হবে ১ লা জানুয়ারি ২০২৪ তারিখ থেকে।
✅ ভর্তির সময়সীমাঃ ৩১ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।
✅মাধ্যমঃ জুম এপ।
✅অনলাইন কোর্স। ক্লাস রেকর্ড দেয়া হবে।
✅কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।

🎉ভর্তির ধাপসমূহঃ
ভর্তি হওয়ার জন্য ভর্তি ফি ১২০০ ও মাসিক ফি ৪০০ এই মোট ১৬০০ টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং ভর্তি ফরম পূরণ করতে হবে।
সর্বপ্রথম যে ৫ জন ভর্তি হবে তাদের জন্য প্রথম মাস সম্পূর্ণ ফ্রী।
ভর্তিফর্মের লিংকঃ https://forms.gle/FRg8NtY8aAh4NhP87

ভর্তি হওয়ার জন্য কিভাবে পেমেন্ট করবেন তা জানতে নিচের ওয়েবসাইট লিংকে ক্লিক করুন
http://quraniconlinemadrasah.com/কিভাবে-ভর্তি-হবেন

যোগাযোগঃ
Mobile: 01988-487717
01837521448
WhatsApp & imo: 01988487717.
Email: [email protected]

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন
www.quraniconlinemadrasah.com

ভর্তি ফর্ম পূরণ করার ৩ দিনের মধ্যে রোলসহ কনফার্মেশন ইমেইল পাবেন। এক্ষেত্রে মেইল খুঁজে না পেলে ইমেইলের স্প্যাম বক্স এবং প্রোমোশন ফোল্ডার চেক করবেন ইনশা-আল্লাহ। মেইল না পেলে আমাদের মোবাইল নাম্বারে কল করবেন ও আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।

মেনশন, শেয়ারের মাধ্যমে সাওয়াবের অংশীদার হতে পারেন
Quranic Online Madrasa-QOM.

01/12/2023

✅অনলাইন আরবি ভাষা শিক্ষা কোর্স
কোরআন পড়তে পারলেই এই কোর্সটি করতে পারবেন।
আল্লাহর কালাম কুরআনের ভাষা, মর্ম, অর্থ ইত্যাদি বুঝার চেষ্টা করুন। আমরা কোরআন পড়ার সময় যদি কোরআনের ভাষা বুঝতে পারি তাহলে আমাদের অনেকের চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। কুরআন এমন এক কালাম যার সমকক্ষ কোন কিছু নাই।
মহান আল্লাহ বলেন -নিশ্চয়ই আমি কুরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পারো।( সূরা ইউসুফ ১২:২)
ঘরে বসে আরবি রিডিং, রাইটিং,স্পিকিং লিসেনিং এ নিজেকে যোগ্য করতে পারবেন
এই কোর্সের মাধ্যমে। "Quranic Online Madrasah-QOM " আপনার এই কাংখিত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই কোর্স চালু করেছে।

✅কোর্স থেকে আপনি যা শিখবেন
(১) আরবি শব্দ পরিচিতি ও مذكر ومؤنث (লিঙ্গ ভেদে শব্দের পার্থক্য)।
(২) আরবী কথোপকথন ও ভোকাবুলারির শীট।
(৩) এসো আরবী শিখি বইটি অনুসরণ করে পড়ানো হবে।
(৪) বিশুদ্ধ উচ্চারণে নির্ভুল ইবারত পাঠের অনুশীলন।
(৫) মাফউলুন বিহি,মাফউলুন ফিহি,মওসুফ,সিফাত,ইজাফত,জমির,ফেল,ফায়েল ইত্যাদির ব্যবহার।
(৬) হরফুল জারের ব্যবহার।
(৭) ইশারাসূচক শব্দের ব্যবহার।
(৮) সম্বোধন সূচক বাক্যের ব্যবহার।
(৯) বাক্য গঠন নীতিমালা।
(১০) জুমলায়ে ফেয়েলিয়্যা ও জুমলায়ে ইসমিয়্যাহের বিস্তারিত আলোচনা।
(১১) নাহু ও সরফের বিস্তারিত আলোচনা।
(১২) অগণিত বাক্য তামরীন।
(১৩) প্রতিদিন ২০ টি করে নতুন আরবি শব্দ মুখস্থ করা।
(১৪) নির্বাচিত ৩০টি কুরআনের আয়াত ও ২০টি হাদিসের অনুবাদ।
(১৫) মাছদারের ব্যবহার।
(১৬) আত তামরীনুল কিতাবী বইটা অনুসরণ।
(১৭) প্রবাদ বাক্য নিয়ে আলোচনা।
(১৮) ছফওয়াতুল মাছাদীর ও রওজা কিতাবের নির্বাচিত অংশ অনুশীলনের মাধ্যমে আন্তর্জাতিক এরাবিক ল্যাঙ্গুয়েজ শিখানো হবে।
(১৯) আরবী ভাষা শিখে কুরআন অনুধাবন শেখানো হবে।

✅কোর্সটি কাদের জন্য?
(১) যারা কুরআন ও হাদিসের অর্থ বুঝতে চান। জেনারেল শিক্ষার্থী হোক বা মাদ্রাসা শিক্ষার্থী হোক।
(২) কওমী শিক্ষার্থীদের জন্য যারা আরবী গ্রামার ও ইস্পিকিং এ দুর্বল।
(৩) যারা গ্রামারের জটিলতা ব্যতীত আরবি শিখতে চান।
(৪) আলিয়ার শিক্ষার্থীদের জন্য যাদের আলিম বা কামিল কমপ্লিট করার পরও আরবী বুঝতে কষ্ট হয়।
(৫) ভার্সিটি শিক্ষার্থীদের জন্য যারা এরাবিক ডিপার্টমেন্ট পড়ছেন বা ভবিষ্যতে আরবের কোন ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স সম্পন্ন করার নিয়্যত করেছেন।
(৬) যারা ঘরে বসেই বাংলা ভাষায় আরবি ভাষা শিখতে চাচ্ছেন।
(৭) যারা আরবিতে পরিপূর্ণ যোগ্যতা অর্জন করতে চান।

🐡ক্লাস সংক্রান্ত বিষয়:
কোর্সের নাম: সহজে আরবি ভাষা শিক্ষা কোর্স।
✅কোর্সের ভর্তি ফি ১২০০ ও মাসিক ফি ৪০০। মাসিক ফি প্রতি মাসের ৫ তারিখের মধ্যে দিতে হবে। এককালীন কোর্স ফি পাঁচ হাজার টাকা।
✅সর্বপ্রথম যে ৫ জন ভর্তি হবে তাদের জন্য প্রথম মাস সম্পূর্ণ ফ্রী।
✅কোর্সটি হবে এক বছর ব্যাপী। ক্লাস হবে সপ্তাহে দুই দিন। মোট ক্লাস ১০০ টি।
✅ক্লাস টাইম: প্রতি শুক্রবার ও সোমবার রাত ৯.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত।
✅ ক্লাস শুরু হবে ১ লা জানুয়ারি ২০২৪ তারিখ থেকে।
✅ ভর্তির সময়সীমাঃ ৩১ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।
✅মাধ্যমঃ জুম এপ।
✅অনলাইন কোর্স। ক্লাস রেকর্ড দেয়া হবে।
✅কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।

🎉ভর্তির ধাপসমূহঃ
ভর্তি হওয়ার জন্য ভর্তি ফি ১২০০ ও মাসিক ফি ৪০০ এই মোট ১৬০০ টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং ভর্তি ফরম পূরণ করতে হবে।
✅সর্বপ্রথম যে ৫ জন ভর্তি হবে তাদের জন্য প্রথম মাস সম্পূর্ণ ফ্রী।
✅ভর্তিফর্মের লিংকঃ https://forms.gle/uLvxUcp1d5CzpsKY8

ভর্তি হওয়ার জন্য কিভাবে পেমেন্ট করবেন তা জানতে নিচের ওয়েবসাইট লিংকে ক্লিক করুন
http://quraniconlinemadrasah.com/কিভাবে-ভর্তি-হবেন

যোগাযোগঃ
Mobile: 01988-487717
01837521448
WhatsApp & imo: 01988487717.
Email: [email protected]

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন
www.quraniconlinemadrasah.com

🎉 ভর্তি ফর্ম পূরণ করার ৩ দিনের মধ্যে রোলসহ কনফার্মেশন ইমেইল পাবেন। এক্ষেত্রে মেইল খুঁজে না পেলে ইমেইলের স্প্যাম বক্স এবং প্রোমোশন ফোল্ডার চেক করবেন ইনশা-আল্লাহ। মেইল না পেলে আমাদের মোবাইল নাম্বারে কল করবেন ও আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।

👍পোস্টটি শেয়ার কিংবা ট্যাগ করার মাধ্যমে দাওয়াতে অংশীদার হতে পারেন।
Quranic Online Madrasa-QOM.

দ্বীনি শিক্ষা পেতে ভিজিট করুন quraniconlinemadrasah.com
01/12/2023

দ্বীনি শিক্ষা পেতে ভিজিট করুন
quraniconlinemadrasah.com

ফিলিস্তিন কাঁদছে ইসরায়েলের হামলায়। হে আল্লাহ তুমি রহম করো।
01/11/2023

ফিলিস্তিন কাঁদছে ইসরায়েলের হামলায়। হে আল্লাহ তুমি রহম করো।

01/11/2023

ফিলিস্তিনের সাথে যুদ্ধে ইসরায়েলের ১১ সেনা নিহত

ডেস্ক নিউজ: ২৫তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এমন পরিস্থিতিতে আরও ১১ সেনা নিহতের খবর জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধে নিহত সৈনিকদের তালিকা আপডেট করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে আরও ১১ সৈনিক নিহতের কথা জানিয়েছে তারা।

আইডিএফ জানিয়েছে, মঙ্গলবার গাজায় ইসরায়েলের আরও ১১ সেনা নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২৬ জনে দাঁড়িয়েছে। এসব সেনাদের সবার বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে।

এর আগে মঙ্গলবার ইসরায়েলিদের ওপর দুদিক থেকে হামলার দাবি করে ফিলিস্তিন। দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলিদের ওপর উত্তর ও দক্ষিণ দিক থেকে হামলা করা হয়েছে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র হামলাও রয়েছে।

01/11/2023
11/04/2023

মা বোনদের জান্নাতে যাওয়ার সহজ ৪ টি আমল | মুফতি সাদিকুর রহমান সাইম II শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ড করুন ৷ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন I ইউটুব চ্যানেল লিংক৷
https://www.youtube.com/channel/UCm9U2vRwQq0Y5B8tQM-HY4A

11/04/2023

তাকওয়া অর্জনের ১২টি স্পেশাল ফজিলত I হাফেজ মাওলানা মুফতি সাদিকুর রহমান সাইম II শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ড করুন ৷ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন I ইউটুব চ্যানেল লিংক৷
https://www.youtube.com/channel/UCm9U2vRwQq0Y5B8tQM-HY4A

09/04/2023

রাসূল (সা:) এর সুন্নতের গুরুত্ব ও আমলসমূহ | Sunnah of Muhammad (PBUH) | M***i Sadiqur Rahman Saim || শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ড করুন ৷ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন I ইউটুব চ্যানেল লিংক৷
https://www.youtube.com/channel/UCm9U2vRwQq0Y5B8tQM-HY4A

14/03/2023

রমজানের ফজিলত ও আমলসমূহ | রোজার ফজিলত | Ramadan Waz | M***i Sadiq Waz | M***i Sadiqur Rahman Saim ||
এই ভিডিওতে যে যে বিষয় নিয়ে বয়ান করা হয়েছে।
রমজানের গুরুত্ব ও ফজিলত, রমজানের আমলসমূহ, রমাযানের রোজার গুরুত্ব ও ফজিলত, তারাবীহের গুরুত্ব ও ফজিলত, তারাবিহের নামাজ কত রাকাত, ইফতারের গুরুত্ব ও ফজিলত, সেহরির গুরুত্ব ও ফজিলত, ইতিকাফের গুরুত্ব ও ফজিলত, রমজানের শেষ দশকে এতেকাফ, লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত, লাইলাতুল কদর কোন দিনে, রমজানের ফরজসমূহ, গুনাহগার রোজার ফজিলত পায়না, যে রমজান পেয়েও গুনাহ মাফ করাতে পারেনি তার ধ্বংস, রমজান উপলক্ষে পাঁচটি ফজিলত, রোজার চাঁদ উঠলেই রোজা রাখতে হবে। এ সম্পর্কে দালিলিক আলোচনা করা হয়েছে। দলিলগুলো ভিডিওতে দেখানো হয়েছে।
ইউটুব চ্যানেল লিংক,
https://www.youtube.com/channel/UCm9U2vRwQq0Y5B8tQM-HY4A
ফেসবুক আইডি লিংক
https://www.facebook.com/mdsaiqurrahman.saim/
ফেসবুক পেজ লিংক
https://www.facebook.com/sadiqsaim500/
#রমজানের গুরুত্ব ও ফজিলত, #রমজানের আমলসমূহ, ***i Sadiqur Rahman Saim, ***i Sadiq, Sadiq, #রোজা

07/03/2023

শবে বরাতের রোজা || Shab E Barat | M***i Sadiqur Rahman Saim ||
এ সম্পর্কে দালিলিক আলোচনা করা হয়েছে। দলিলগুলো ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন, ও ভিডিওটি লাইক করুন ও কমেন্ড করুন ৷ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করার অনুরোধ করা হলো, ইউটুব চ্যানেল লিংক:
https://www.youtube.com/channel/UCm9U2vRwQq0Y5B8tQM-HY4A

#শবে বরাতের আমল, #শবে বরাত, #শাবান মাস, #শবে বরাতে যা করণীয় ও বর্জণীয়, #শবে বরাতের রোজা, #শবে বরাতের বয়ান, #শবে বরাতের ওয়াজ, E Barat, E Barat bayan

07/03/2023

শবে বরাত অস্বীকারকারী আহলে হাদীস ভাইদেরদের জবাব | Shab E Barat | M***i Sadiqur Rahman Saim |

শবে বরাত অস্বীকারকারী আহলে হাদীস ভাইদেরদের জবাব | এ সম্পর্কে দালিলিক আলোচনা করা হয়েছে। দলিলগুলো ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন, ও ভিডিওটি লাইক করুন ও কমেন্ড করুন ৷ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করার অনুরোধ করা হলো, ইউটুব চ্যানেল লিংক:
https://www.youtube.com/channel/UCm9U2vRwQq0Y5B8tQM-HY4A

#শবে বরাত অস্বীকারকারীদের জবাব বয়ান, #শবে বরাতের বয়ান, #শবে বরাতের ওয়াজ, #আহলে হাদীসদের জবাব #আহলে হাদীস, ,জবাব #শবে বরাত অস্বীকারকারী আহলে হাদীসদের জবাব

Address

Barandipara Kadamtala Town Square
Jessore
7400

Telephone

+8801837521448

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Sadiqur Rahman Saim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mufti Sadiqur Rahman Saim:

Videos

Share

Nearby media companies