07/09/2022
ড. এনায়েতুল্লাহ আব্বাসী হাফিযাহুল্লাহ আমাদের দেশের এক সম্পদ। যার ইলম তুলনাহীন। তিনি আমাদের অহংকার; কিন্তু অভিভাবক নন।
ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে তিনি এক ভয়ংকর নাম। একমাত্র তিনিই পেরেছেন ঐসব ইসলাম বিদ্বেষী কীটপতঙ্গদের উপযুক্ত জবাব দিতে, যা হয়তোবা আমাদের কাছে একপ্রকার অসম্ভবই ছিলো। তাই বলে তিনি আমাদের রাহবার হয়ে যাননি।
নাস্তিক-মুরতাদদের যে উচিৎ শিক্ষা তিনি তাঁর উপস্থিত জ্ঞান দিয়ে দিয়েছেন, তা বাংলার ইতিহাসে নজীরহীন। ঐসব নাস্তিক কুলাঙ্গারেরা এখন ভুলেও ওনার মোকাবিলা করার সাহস পায়না। তাদের কাছে তিনি একটি দুঃস্বপ্ন। হ্যাঁ, এটা ইসলামের বিজয়। একারণে তাঁকে আমরা অনুসরণীয় বানাবো, কিন্তু নেতা নয়।
ক্বাওমী মাদরাসা এতোটাই অভিভাবকহীন হয়ে পড়েনি যে তাঁকে আমাদের অভিভাবক বানাতে হবে। আমরা তাঁর পূর্বের কৃতকর্ম মোটেও ভুলে যাইনি। ক্বাওমীর শীর্ষ আলেমদেরকে তিনি যেভাবে অকথ্য ভাষায় গালাগালি করেছিলেন, তা থেকে তিনি এখনো স্পষ্ট ওয়াজাহাত করেননি। যদিও বর্তমানে তাঁর কথাবার্তায় বোঝা যায়, তিনি পূর্বের দেয়া বক্তব্যের সাথে এখন দ্বিমত পোষণ করবেন। কিন্তু সেটা তো দলীল না!
লোকটা আমাদেরকে তাঁর ভক্ত বানিয়ে যেকোনো সময় পল্টি নিতে পারে। এটা আমি সেদিন উপলব্ধি করতে পেরেছি, যেদিন তিনি তাঁর এক বক্তব্যে বলেছিলেন, "ইচ্ছা করলেই আমি এখন বৃহৎ একটা দল গঠন করতে পারি। তবে এখনো তার উপযুক্ত সময় হয়নি।"
এজন্য হ্যামিলনের বাঁশিওয়ালার মতো আমাদেরকে তাঁর বাঁশির সুরে অন্ধ হয়ে গেলে চলবেনা। চোখ-কান খোলা রাখতে হবে।
কথাগুলো এজন্য বললাম, ইদানীং অনেককেই দেখছি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষ নিয়ে চরমোনাই পীর সাহেবকে গালাগালি করেন। আবার কেউ চরমোনাই পীর সাহেবের পক্ষ নিয়ে আব্বাসী সাহেবকে গালাগালি করছেন। এই দুইটাই কাজই মন্দ কাজ।
আব্বাসী সাহেব, আমাদের জন্য অনুসরণীয়। তবে অভিভাবক নন। আমাদের অনেক অভিভাবক এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ।
আমরা এতোটাই অচল হয়ে পড়িনি যে, ধুমধাম জশনে জুলুশ করা আব্বাসী সাহেবকে আমাদের অভিভাবক আর রাহবার বানাতে হবে।
একটা বিষয় পরিস্কার করি-আমি স্পষ্ট, আলোচনা-সমালোচনা,করতে চুল পরিমানও পিছু হয়না।
আমি অন্ধ বক্ত নয় কারো,,কারণ আমি ভুলকে সঠিক,,আর সঠিককে ভুল বলে কখনো উপস্থাপন করিনি,,
রব যেনো আমাকে সঠিক পথেই পরিচালিত করেন।
আমার জীবনে"আপোষ"নামক শব্দটির ব্যাবহার না হোক।আমি স্পষ্টবাদী হতে চাই।
আল্লাহ আমাদের সবাইকে সহীহ দ্বীনের উপর পরিচালিত করুন। আমীন।