IAB newz jessor

IAB newz jessor md mizan79

11/10/2024

'মানুষ কিছু দ্রুত অ্যাকশন দেখতে চায়'

এই দলটা কি গনতন্ত্রের বাইরে?
11/10/2024

এই দলটা কি গনতন্ত্রের বাইরে?

28/02/2023

গানটি যেই দলের লোকেরা গেয়েছে মূলত তাঁরাও
একটা সময় ক্ষমতায় থাকাকালীন এই কালেমায় রুটি রোজগার উপার্জন করেছিলো। একদল থেকে অপর দলে হিজরত করেছিলো জাস্ট ক্ষমতার জন্যে।
হয়েছিলো এমপি মন্ত্রী ও।

তাঁদের নেতাদের যে ফাঁসি হয়েছিলো- তা মোটেও কালেমার জন্যে নয় বরং ক্ষমতার দলবদল'এর কারণে।
রাজনৈতিক কারণে। যারা ১৯৯১ তে বিএনপির জোটে আবার ৯৬ তে আওয়ামিলীগ জোটে- আবার ২০০১ সালে বিএনপির সাথে জোট বেঁধে ছিলো। মূলত তাঁদেরই ফাসি হয়েছে। এছাড়া যুদ্ধাপরাধীর কালো অধ্যায় তো আছেই।
তাঁদের উপর যদি জুলুম হয়েই থাকে।
তাহলে ক্ষমতা কেন্দ্রিক হয়েছে।কোনো কালেমার জন্যে নয়।

সুতরাং তাঁদের ক্ষমতাই ছিলো মূখ্য বিষয়।
আর কালেমার ঈমাণ ছিলো গৌণ।
কালেমা বা ইমানের তাগিতে যদি তাঁরা রাজনীতি করতো কিংবা জেল জুলুমের স্বীকার হতো।
আল্লাহকে রাজিখুশি করাত জন্যে যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে রাজনীতি করতো তাহলে এতবার দলবদল করতোনা। ক্ষমতার নেশা তাঁদের গ্রাস করতোনা।

তাঁরা যেই কালেমার দোহাই দিয়ে নিজেদের নেতাদের ফাঁসি হচ্ছে বলে দাবি উঠাচ্ছে- সেই কালেমাই তাঁদের নেতাদেরকে দলবদল করিয়েছিলো। ক্ষমতার জন্যে হিজরত করতে তাঁরা বাধ্য হয়েছিলো। তাঁরা ২০ দলীয় জোট করতেও বাধ্য হয়েছিলো। সেই কালেমাই তাঁদেরকে এমপি মন্ত্রীর পদ দিয়েছিলো। রুটি রোজগারের ব্যবস্থা হয়েছিলো।

সুতরাং তাঁরা ক্ষমতার নেশায় আওয়ামিলীগ বিএনপির দলে হিজরত করবেন। এমপি মন্ত্রীর চেয়ারে বসে মজা নিবেন।
আর কালেমার তাফসির করে নিজেদের দণ্ডিত আসামীদের বীরত্ব প্রকাশ করবেন এবং হক্কানী উলামাদেরকে রুটি রোজগারের কালেমা বলে হেয়প্রতিপন্ন করবেন।
এগুলো ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়।
জাতি এখন সব বুঝে আলহামদুলিল্লাহ।

09/02/2023
07/09/2022

ড. এনায়েতুল্লাহ আব্বাসী হাফিযাহুল্লাহ আমাদের দেশের এক সম্পদ। যার ইলম তুলনাহীন। তিনি আমাদের অহংকার; কিন্তু অভিভাবক নন।

ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে তিনি এক ভয়ংকর নাম। একমাত্র তিনিই পেরেছেন ঐসব ইসলাম বিদ্বেষী কীটপতঙ্গদের উপযুক্ত জবাব দিতে, যা হয়তোবা আমাদের কাছে একপ্রকার অসম্ভবই ছিলো। তাই বলে তিনি আমাদের রাহবার হয়ে যাননি।

নাস্তিক-মুরতাদদের যে উচিৎ শিক্ষা তিনি তাঁর উপস্থিত জ্ঞান দিয়ে দিয়েছেন, তা বাংলার ইতিহাসে নজীরহীন। ঐসব নাস্তিক কুলাঙ্গারেরা এখন ভুলেও ওনার মোকাবিলা করার সাহস পায়না। তাদের কাছে তিনি একটি দুঃস্বপ্ন। হ্যাঁ, এটা ইসলামের বিজয়। একারণে তাঁকে আমরা অনুসরণীয় বানাবো, কিন্তু নেতা নয়।

ক্বাওমী মাদরাসা এতোটাই অভিভাবকহীন হয়ে পড়েনি যে তাঁকে আমাদের অভিভাবক বানাতে হবে। আমরা তাঁর পূর্বের কৃতকর্ম মোটেও ভুলে যাইনি। ক্বাওমীর শীর্ষ আলেমদেরকে তিনি যেভাবে অকথ্য ভাষায় গালাগালি করেছিলেন, তা থেকে তিনি এখনো স্পষ্ট ওয়াজাহাত করেননি। যদিও বর্তমানে তাঁর কথাবার্তায় বোঝা যায়, তিনি পূর্বের দেয়া বক্তব্যের সাথে এখন দ্বিমত পোষণ করবেন। কিন্তু সেটা তো দলীল না!

লোকটা আমাদেরকে তাঁর ভক্ত বানিয়ে যেকোনো সময় পল্টি নিতে পারে। এটা আমি সেদিন উপলব্ধি করতে পেরেছি, যেদিন তিনি তাঁর এক বক্তব্যে বলেছিলেন, "ইচ্ছা করলেই আমি এখন বৃহৎ একটা দল গঠন করতে পারি। তবে এখনো তার উপযুক্ত সময় হয়নি।"
এজন্য হ্যামিলনের বাঁশিওয়ালার মতো আমাদেরকে তাঁর বাঁশির সুরে অন্ধ হয়ে গেলে চলবেনা। চোখ-কান খোলা রাখতে হবে।

কথাগুলো এজন্য বললাম, ইদানীং অনেককেই দেখছি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষ নিয়ে চরমোনাই পীর সাহেবকে গালাগালি করেন। আবার কেউ চরমোনাই পীর সাহেবের পক্ষ নিয়ে আব্বাসী সাহেবকে গালাগালি করছেন। এই দুইটাই কাজই মন্দ কাজ।

আব্বাসী সাহেব, আমাদের জন্য অনুসরণীয়। তবে অভিভাবক নন। আমাদের অনেক অভিভাবক এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ।
আমরা এতোটাই অচল হয়ে পড়িনি যে, ধুমধাম জশনে জুলুশ করা আব্বাসী সাহেবকে আমাদের অভিভাবক আর রাহবার বানাতে হবে।

একটা বিষয় পরিস্কার করি-আমি স্পষ্ট, আলোচনা-সমালোচনা,করতে চুল পরিমানও পিছু হয়না।

আমি অন্ধ বক্ত নয় কারো,,কারণ আমি ভুলকে সঠিক,,আর সঠিককে ভুল বলে কখনো উপস্থাপন করিনি,,
রব যেনো আমাকে সঠিক পথেই পরিচালিত করেন।

আমার জীবনে"আপোষ"নামক শব্দটির ব্যাবহার না হোক।আমি স্পষ্টবাদী হতে চাই।

আল্লাহ আমাদের সবাইকে সহীহ দ্বীনের উপর পরিচালিত করুন। আমীন।

https://bangla.minciter.com/2021/11/15/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%B...
15/08/2022

https://bangla.minciter.com/2021/11/15/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0/

ব্রেস্ট সার্জন ঢাকা, ব্রেস্ট সার্জন বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা, ব্রেস্ট বিশেষজ্ঞ, ব্রেস্ট চিকিৎসায় অভিজ্ঞ ডাক্তার এ....

06/08/2022

আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র কাবুলে ড্রোন হামলা চালিয়....

31/07/2022
30/07/2022
25/07/2022

লোডশেডিং দুই ঘন্টা বাকি চার ঘন্টা কি সেডিং?

রাত ১১টা ৩০ সে যে গেলো এখন বাজে রাত ২টা ৪ মিঃ এখন অব্দি সে আসলোনা।
সকালে দুইঘন্টা দুপুরে দুইঘন্টা বিকালে একঘন্টা মাগরিব বাদ একঘন্টা। এতো দেখি মহা শেডিং।
হে আল্লাহ তুমি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধটা বন্ধ করে দেও আমরা রাত্রে ঘুমাতে চাই।😫😤😩😷😇

25/07/2022

আজকে দৈনিক মানবজমিনে প্রকাশিত ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর মুহতারাম আমীর হযরত পীর সাহেব হুজুর চরমোনাই’র একান্ত সাক্ষাৎকারটি আন্দোলনের সকল পর্যায়ের নেতা-কর্মীর গভীরভাবে পড়া উচিৎ।

মানবজমিন পত্রিকাটি সংরক্ষণে রাখতে পারলে আরো ভাল হয়।

কারণ, সাক্ষাৎকারটিতে মুহতারাম আমীর বর্তমানে আলোচিত মৌলিক সবগুলো বিষয়ে ইসলামী আন্দোনের নীতিগত দৃষ্টিভঙ্গী তুলে ধরেছেন।

নির্বাচন, সংলাপ, ঐক্য, জোট, দেশের অর্থনীতি, অপরাপর ইসলামী সংগঠন এবং ক্ষমতাসীন সরকার ও প্রধান বিরোধী দল; এককথায় রাজনীতি সংশ্লিষ্ট সবগুলো বিষয়ই সাক্ষাৎকারটিতে উঠে এসেছে।

তবে কিছু বিষয়ে মুহতারাম আমীরের জবাব ছিল অত্যন্ত পরিষ্কার আর কিছু বিষয়ে বাস্তব কারণেই অত্যন্ত কৌশলী ও ইঙ্গিতপূর্ণ।

একজন বিচক্ষণ ও দক্ষ রাজনীতিবিদ যেভাবে একজন পেশাদার সাংবাদিককে ফেস করেন, মুহতারাম আমীর সেটাই করেছেন।

সাক্ষাৎকারটির মাধ্যমে ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তির দৃষ্টিভঙ্গী আরো পরিষ্কার হবে এবং ইসলামী আন্দোলনের নীতিগত অবস্থান সচেতন গণমানুষের কাছে ফুটে ওঠবে।

- ‍লিংক কমেন্টে

Address

Jessore
Jessore
192

Alerts

Be the first to know and let us send you an email when IAB newz jessor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share