Rehan's Info

Rehan's Info A Info Store , which Can Help you to Explore Easy Life .

09/03/2024

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানান্য তথ্য ভাণ্ডারের নাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর (Bangabandhu Military Museum)। পুর্বে এই জাদুঘরের নাম ছিলো বাংলাদেশ সামরিক জাদুঘর (Bangladesh Military Museum)।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নভোথিয়েটারের পশ্চিম পাশে ১০ একর জমিতে নির্মিত হয়েছে। যেখানে স্বাধীনতার আগে ও পরে সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জামাদি উপস্থাপন করা হয়েছে। জাদুঘরটিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারিসহ ছয়টি পৃথক অংশ রয়েছে এবং প্রতিটি বাহিনীর গ্যালারিতে রয়েছে বঙ্গবন্ধু কর্নার।

সেই প্রাচীন অটোমানদের ব্যবহৃত ঢাল-তলোয়ার, যুদ্ধ জাহাজ থেকে শুরু করে নবাব সিরাজুদ্দৌলার সাথে ইংরেজদের পলাশীর যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের সকল নেতৃত্ব এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সকল সংগ্রাম ও অর্জনের ইতিহাস; এইসব কিছু ফুটিয়ে তুলা হয়েছে অতি যত্নে।

বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয়, কাচঘেরা বাক্সে গতানুগতিক উপস্থাপন, প্রচলিত এই ধারণাকে ভেঙে দিয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হয়েছে!

শুধু নিদর্শন নয়, জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য, প্রবেশ পথে ঝরনার খেলা, বাইরের সবুজ উদ্যান সবকিছু মিলে একটি চমৎকার ভ্রমণ স্থান।

09/03/2024

মেট্রোরেলের অভিজ্ঞতা ...
রেপিড পাশ কার্ড না থাকলে,
মেট্রোরেলে যাতায়াত বেশ ঝামেলার৷

05/03/2024

কবরস্থানেও মানুষের খেল তামাশা বিদ্যমান।

18/02/2024

অভিভাবকরাই যেখানে অসচেতন,
সেখানে আসপাশের মানুষদের প্রতি আর কি অভিযোগ রাখব?

সবাই সবাইকে নিয়ে ব্যস্ত ,
আমরা এতটাই দুনিয়া মুখি যে !

মনে হয় আমরা এখানেই অনন্তকাল থাকব।
তাই নিজেকে নিয়ে ভাবনাটাই বেশী থাকে।

আপনি একটু এগিয়ে আসলে, সমাজটাও আপনার প্রতি শান্তির বাতাস নিয়ে এগিয়ে আসবে ইন শা আল্লাহ।

30/12/2023

যাত্রাবাড়ী মাছের আড়ৎ ...

হয়তো বা আমি আপনি ২/১ জন বয়কট করলে বিলিয়ন ডলার কোম্পানির কিছুই হবে না। কিন্তু এটাই আমাদের ইসলামের প্রতি ভালোবাসা। কি হবে ...
16/10/2023

হয়তো বা আমি আপনি ২/১ জন বয়কট করলে বিলিয়ন ডলার কোম্পানির কিছুই হবে না। কিন্তু এটাই আমাদের ইসলামের প্রতি ভালোবাসা। কি হবে না হবে সেটা দেখা আমাদের দায়িত্ব না। যদিও অনেক বিজয়ের ইতিহাস রয়েছে

মনে আছে হযরত ইব্রাহিম (আ:)কে যখন আগুনে নিক্ষেপ করা হয়ে ছিল তখন একটি ব্যাঙ সেই আগুনে প্রস্রাব করেছিল।

হযরত জিবরাঈল আলাইহিস সালাম ব্যাঙকে প্রশ্ন করলেন, তুমি কেন এই কাজটি করেছিলে?

উত্তরে ব্যাঙ বলে, আমার এই ক্ষুদ্র পানির ছিটায় আগুন যে নিববে না তা আমি জানি , আমি আল্লাহ রাব্বুল আলামীনকে দেখাতে চাই, যে আমি নমরুদের পক্ষে নই, আমি এক এবং অদ্বিতীয় আল্লাহ ও তাঁর বন্ধু ইব্রাহিমের পক্ষে।
আমি ইসরায়েলর পক্ষে নই। আমি ফিলিস্তিন এবং আল আকসার পক্ষে।
📝: Mustafizur Rahman

আব্বারে নিয়া আসছি পেট সিটি স্ক্যান করানোর জন্য । আব্বারে পরীক্ষা করার জন্য ভেতরে নিয়ে গেছে। ডানে বামে তাকাচ্ছি আর অলস সম...
12/10/2023

আব্বারে নিয়া আসছি পেট সিটি স্ক্যান করানোর জন্য ।

আব্বারে পরীক্ষা করার জন্য ভেতরে নিয়ে গেছে।

ডানে বামে তাকাচ্ছি আর অলস সময় পার করছি।

পাশের সিটে প্রিন্সের মত চেহারার যুবক বসে আছে,
বয়স ২৩/২৫ হবে। একেবারেই চুপচাপ।

নিজ থেকেই আলোচনা জমানোর চেষ্টা করলাম।
বল্লাম কার সাথে আসছেন, জানালো মায়ের সাথে।

আমি প্রতিউত্তরে বল্লাম, আমার বাবার ।

কথা এগিয়ে চল্ল , আহসান উল্লাহ থেকে সি এস ই গ্র‍্যাজুয়েট ছেলেটা। থাকেন পুরান ঢাকায়।
ক্রিকেট, ফুটবলে প্রখর জ্ঞান ছেলেটার।
কথা এবার পুরাই জমে গেলো।

খানিক বাদে নার্স এসে ডাকলো তাসরিফ আছেন?
তাসরিফ কে ?
পাশ থেকে উঠে দাঁড়িয়ে বল্ল আমি তাশরিফ।
নার্স বল্ল আসেন, আপনার টেষ্ট এখন।

আমি হতবাক হয়ে বল্লাম, রুগী কে ?
তাশরিফ নির্লিপ্ত হাসি দিয়ে বল্ল,
ভাই আমার লাং ক্যান্সার ।

আমার মনটা প্রচন্ড বিমর্ষ হয়ে উঠল , কিছুতেই মানতে পারছিলাম না বিষয়টা।
ভাবলাম ক্ষনিকের পরিচয়টা এরকম না হলেওতো পারত।

প্রচন্ড কান্না চেপে রেখে বল্লাম,
আল্লাহ ভরসা ভাই । ফি আমানিল্লাহ।

ঝাপসা চোখে তাশরিফের চলে যাওয়া দেখছি ,
আর জীবন কত নির্মম উপলব্ধি করছি।

হযরত উমরের অনুসারীরা মাথা নত করেনা।
09/10/2023

হযরত উমরের অনুসারীরা মাথা নত করেনা।

04/10/2023

বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র ঢাকায় অবস্থিত একটি আন্তর্জাতিক পণ্য প্রদর্শন স্থাপনা। ১৩০৩.৫০ কোটি টাকা ব্যয়ে ২০ একর জায়গা জুড়ে এই স্থাপনাটি ঢাকা মহানগরের অদূরে পূর্বাচল এলাকায় স্থাপন করা হয়। ২০২১ সালের ২১শে অক্টোবর তারিখে স্থাপনাটি উদ্বোধন করেন শেখ হাসিনা।[

Amazing shot 🐆Photographer captures incredibly rare moment jaguar dives to catch food!by Herbert van der
22/09/2023

Amazing shot 🐆

Photographer captures incredibly rare moment jaguar dives to catch food!

by Herbert van der

নরমুণ্ড শিকারী-দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন বিমানবাহিনীর কোন এক সদস্য ছবিটি তুলেছিলেন। তবে নাগাল্যান্ডের কোন জায়গ...
21/09/2023

নরমুণ্ড শিকারী-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন বিমানবাহিনীর কোন এক সদস্য ছবিটি তুলেছিলেন। তবে নাগাল্যান্ডের কোন জায়গায় ছবিটি তোলা হয়েছিল, তা জানা যায়নি। নাগাল্যান্ডের এই বিশেষ জাতিটিই ভারতের একমাত্র নরমুণ্ড শিকারী জাতি বলে পরিচিত। এঁরা 'কোন্যাক' জাতি (Konyak tribe) নামে পরিচিত। বর্তমানে নাগাল্যান্ডে এঁদের জনসংখ্যা হল - আনুমানিক ২ লক্ষ ৩০ হাজারের মতন। যেহেতু ভারত-ব্রহ্মদেশ সীমান্তে এঁরা বসবাস করেন, সেহেতু এই ছবিটি সেখানেই হয়ত তোলা হয়েছিল। আফ্রিকা মহাদেশে বেশ কয়েকটি নরমুণ্ড শিকারী জাতির উপস্থিতর কথা জানা গেলেও, এশিয়া মহাদেশে একমাত্র এঁদের কথাই জানা যায়। তবে অতীতে এঁরা সবসময় মানুষের মুণ্ডু কেটে বেড়াত না।
মূলতঃ দুটো সময়ে এঁদের নিজেদের মধ্যে মানুষের মুণ্ডু কেটে নেওয়ার প্রতিযোগিতা চলত। প্রথমটা হল, এঁদের সাথে যুদ্ধে পরাজিত বিপক্ষের এঁরা মুন্ডু কেটে নিয়ে নিজের সংগ্রহে রেখে দিত। যাঁর কাছে যত কাটামুন্ডু জমত, সে এঁদের সমাজে ততবড়ো বীর বলে সন্মান পেত। দ্বিতীয় যে সময় এঁরা মুণ্ডু কেটে বেড়াত, সেটা ছিল - এঁদের বিয়ের সময়। এঁদের সামাজিক সামাজিক নিয়ম অনুসারে, পাত্রকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে, পাত্রীর কাছে মানুষের কাটা মুণ্ডু জমা দিতে হত। আবার অনেক সময়, এক নারীকে বিবাহ করার জন্য বহু পাত্র হয়ে গেলে, সেই পাত্ররা নিজেদের মধ্যে কে কতগুলো মানুষের কাটামুণ্ডু জোগাড় করতে পারে, সেটার প্রতিযোগিতা চালাত। অনেকটা স্বয়ম্বরের মতন, প্রতিযোগিতায় যে জয়ী হত, অর্থাৎ যে পাত্র সবচেয়ে বেশি সংখ্যায় মানুষের মুন্ডু কেটে দেখাতে পারত, পাত্রী তাঁকেই বিয়ে করত। এক সময় এঁদের মধ্যে এই মুণ্ডু সংগ্রহ করার প্রতিযোগিতা এতটাই বেশি পরিমানে বেড়ে গিয়েছিল, যে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারকে এঁদের দমন করার জন্য বলপ্রয়োগ ও মুণ্ডু কাটার প্রতিযোগিতাকে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করতে হয়েছিল। এঁরা এখনো নাগাল্যান্ডে আছেন, তবে কারো মুন্ডু কাটেন না। এঁদের অনেকের বাড়িতে এখনো এঁদের পূর্বপুরুষদের সংগ্রহ করা মানুষের কাটামুণ্ডুও স্মারক হিসেবে সংরক্ষিত করা আছে।

21/09/2023

সিলেট নগরী থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্বদিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ের অবস্থান।
কিভাবে যাওয়া যায়
অবস্থান: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট জেলা সদর হতে সড়ক পথে দুরুত্ব মাত্র ৫৬ কি.মি। সিলেট থেকে যাতায়াতঃ সিলেট থেকে আপনি বাস/ মাইক্রোবাস/ সিএনজি চালিত অটোরিক্স্রায় যেতে পারেন জাফলং এ। সময় লাগবে ১ ঘন্টা হতে ১.৩০ ঘন্টা। সিলেটে থেকে বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা বা লেগুনায় যাওয়া যায় জাফলংয়ে। জাফলং যেতে জনপ্রতি বাসভাড়া পড়বে ৮০ টাকা। যাওয়া-আসার জন্য মাইক্রোবাসের ভাড়া পড়বে ৩০০০-৩৫০০ টাকা। সিএনজি অটোরিকশার ভাড়া পড়বে ১০০০-১২০০ টাকা। সিলেট শহরের যে কোনো অটোরিকশা বা মাইক্রোবাস স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে যাওয়া যাবে জাফলংয়ে।

17/09/2023

ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে।
বিএসএফ এর সতর্ক হুইসেল আর পর্যটকদের আনন্দ।
সব পাচ্ছেন এক ভিডিও।
জাফলং এর জিরো পয়েন্ট আর ডাউকি সীমান্তের চুম্বক অংশ৷

ঢাকা কমলাপুর স্টেশনটি উদ্বোধন করা হয় ১৯৬৮ সালের ১লা মে। আগের দিন প্লাটফর্মে প্রস্তুত করা হচ্ছে উদ্বোধনের দিন স্টেশন থেকে...
08/09/2023

ঢাকা কমলাপুর স্টেশনটি উদ্বোধন করা হয় ১৯৬৮ সালের ১লা মে। আগের দিন প্লাটফর্মে প্রস্তুত করা হচ্ছে উদ্বোধনের দিন স্টেশন থেকে ছেড়ে যাবার প্রথম ট্রেনটি। প্লাটফর্মের উপরে উর্দূ, বাংলা এবং ইংরেজীতে লেখা ষ্টেশনের নাম। যাত্রীবিহীন প্লাটফর্মে আরো আছে কিছু নিরাপত্তা কর্মী এবং রেল কর্মচারী।

অন্য ছবিটিতে দেখা যাচ্ছে উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত পরিপাটি কমলাপুর ষ্টেশন। এটির নির্মানে তখন ব্যয় হয়েছিল তেরো কোটি টাকা (তখনকার রুপি)

[প্লাটফর্মের ছবি: দৈনিক আজাদ-০১-০৫-১৯৬৮; পৃষ্ঠা ১১]
[পুরো স্টেশনের ছবি: মর্নিং নিউজ-০১-০৫-১৯৬৮; পৃষ্ঠা ১৪]
কৃতজ্ঞতা: বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল

07/09/2023

ঘুরে আসলাম সুন্দরবন।
কেমন দেখায় সুন্দরবনের ভিতরে ?

আমাদের একজন হুমায়ুন ফরিদী ছিল ❤️
02/09/2023

আমাদের একজন হুমায়ুন ফরিদী ছিল ❤️

Nights in Sydney are hard to beat🔥✨🖤
01/09/2023

Nights in Sydney are hard to beat🔥✨🖤

31/08/2023

পারলে মিরপুরে আহিস !

আদর স্নেহ,  দেয় না কেউ আমার মায়ের মত ❤️
30/08/2023

আদর স্নেহ, দেয় না কেউ আমার মায়ের মত ❤️

রেলওয়ে কতৃপক্ষকে এক যাত্রীর টুইট."আপনাদের ট্রেনের অন্যসব সার্ভিসের কথা না-ই বা বললাম, টয়লেটের মগ যে শেকলে বাঁধা তা একট...
29/08/2023

রেলওয়ে কতৃপক্ষকে এক যাত্রীর টুইট.

"আপনাদের ট্রেনের অন্যসব সার্ভিসের কথা
না-ই বা বললাম, টয়লেটের মগ যে শেকলে
বাঁধা তা একটু লম্বা রাখলে মগটি "মঞ্জিলে
মাকসুদে" পৌঁছাতে সহজ হতে পারতো।

টুইটের জবাবঃ
মগটা বাঁধা আছে আপনি তো আর বাঁধা নেই!
"মঞ্জিলে মাকসুদকে" একটু টেনে মগের কাছে
আনলেই তো হয়।
সংগৃহিত

বাবার মৃ'তদে'হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "ছোট বোন ...
28/08/2023

বাবার মৃ'তদে'হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "

ছোট বোন আমার হাত চেপে ধরে বললো " ভাইয়া,তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো ৫ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না।বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? "

বোনকে অভয় দিয়ে বললাম " শত কষ্ট হলেও শোধ করবো বোন "

সারারাত আমার ঘুম হলো না।বোনের বিয়ের বয়স হয়ে গেছে।পরিবারের খরচ নাহয় কোনোরকম চালাবো,কিন্তু বোনের বিয়ে কিভাবে দিবো?

পরেরদিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির।বাইরে বেড় হয়ে এতো লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠলো।মৃদু স্বরে বললাম

" আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন।আমি চেষ্টা করবো শোধ করার "

ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বললো " আমরা ব্যাংক থেকে এসছি।উনি তার ছেলে মেয়ের নামে ৭ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন "

একথা বলে তিনি চলে গেলেন।বাকি লোকগুলিও ছোট ছোট সমিতি থেকে এসছেন। ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন ২০ টাকা করে সঞ্চয় রাখতেন।

রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট ১১ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।মনে পড়ে গেলো সেদিন রাতের কথা।যে রাতে আমি বাবাকে বলেছিলাম

" আপনি কেমন বাবা?আমার ভবিষ্যতের নিয়ে আপনার কোনো চিন্তা আছে?দরকার নেই আমার এমন বাবার "

বাবা তখন মৃদু হেসে বলেছিলেন " আমার সাধ্য মতো চেষ্টা করছি।সময় হলেই পেয়ে যাবে "

হ্যা সে সময়টা এখন এসে গেছে।কিন্তু বাবা চলে গেছে দূরে,ওই তারাদের কাছে।আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম

" বাবা,আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না।এখন বুঝতে পারছি,কেন তুমি এক শার্ট পড়েই একটা বছর কাটিয়ে দিতে "

#বাবা ❤️

27/08/2023

নয় গম্বুজ মসজিদ -
মসজিদের শহর বাগেরহাটের ঠাকুর দীঘির পশ্চিম পাড়ে এবং খানজাহান (রঃ) এর সমাধির দক্ষিণ-পূর্বে ঐতিহাসিক নয় গম্বুজ মসজিদ (Nine Dome Mosque) অবস্থিত। ১৫ শতাব্দীতে নির্মিত বর্গাকৃতির এই মসজিদের প্রতিটি দেয়ালের দৈর্ঘ্য ১৫.২৪ মিটার এবং পুরুত্ব ২.২৩ মিটার। মসজিদের ছাদে রয়েছে নয়টি অর্ধ বৃত্তাকার গম্বুজ। গম্বুজগুলোকে স্থায়িত্ব প্রদানের জন্য মসজিদের অভ্যন্তরে চারটি বিশেষ স্তম্ভ রয়েছে। মসজিদের পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকের দেয়ালে ৩টি করে প্রবেশ পথ প্রত্যক্ষ করা যায়। আর পশ্চিম দিকের দেয়ালে আছে ৩টি সুদৃশ্য মিহরাব।

কেন্দ্রীয় মিহরাবটি অপেক্ষাকৃত বড় হলেও প্রতিটি মিহরাবই পোড়ামাটির ফুল, লতা-পাতার অলংকরণে অলংকৃত। নয় গম্বুজ মসজিদের চার কোণ গোলাকার টারেট, ইটের নকশায় আটটি বন্ধনী দ্বারা পরিবেষ্টিত। সামান্য বক্র কার্ণেশের করুকার্য খচিত নয় গম্বুজ মসজিদ খানজাহান (রঃ) এর সময়কার স্থাপত্য নিদর্শনকে প্রতিনিধিত্ব করে। নয় গম্বুজ মসজিদের কাছে রয়েছে জিন্দা পীর মসজিদ ও মাজার। এটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে সংরক্ষিত একটি নিদর্শন।

এক কানাডা প্রবাসী বাংলাদেশি আটাশ বছর বয়সে এসে বিয়ে করবেন বলে দেশে আসলেন। বাবা-মা হুলুস্থুল হয়ে মেয়ে খুজছে, মেয়ে হতে হবে ...
27/08/2023

এক কানাডা প্রবাসী বাংলাদেশি আটাশ বছর বয়সে এসে বিয়ে করবেন বলে দেশে আসলেন। বাবা-মা হুলুস্থুল হয়ে মেয়ে খুজছে, মেয়ে হতে হবে বাঙালি, লম্বায় পাচ ফুট তিন থেকে পাচ ইঞ্চি। এর কম না, বেশি না। রঙ ফর্সা কিংবা উজ্জ্বল শ্যামলা, উচ্চ বংশ, পড়ালিখা অনার্স পাশ।
ষোল আনা চাই পরিবারের
তিন মাসের বাংলাদেশ ভ্রমণ, এক মাসের মাথায় মেয়ে ঠিকঠাক। ষোল আনা পেয়েছিল কিনা জানিনা, তবে ছেলের জ্বলজ্বল করা চোখ দেখে মনে হল যা চেয়েছে তার চেয়ে বেশি গুণবতী মেয়ে। আমি আগ্রহ নিয়ে দাওয়াত পাওয়ার অপেক্ষ্যা করছিলাম। দাওয়াতের উদ্দেশ্য মুরগীর রোস্ট চাবানোর জন্য না,
ষোল আনা পারফেক্ট মেয়েটাকে দেখা
কথা অনেক এগিয়েছে শুনেছিলাম, তবু কেন জানি ছেলেটা পরিবার নিয়ে কানাডায় ফিরে গেল। আমার আর মেয়েটাকে দেখা হল না। নিশ্চয় কানাডায় বড় হওয়া ছেলেটা মেম সাহেব নিয়ে জীবন কাটানোর চিন্তা করেছে।
তিনমাস পর ছেলের বাবা ফিরে এল। গ্রামের বাড়ি, জায়গা জমি কি ছিল তার আবছা মনে আছে। সেই আবছা মন নিয়ে সব বিক্রি করলেন অল্প সময়ে। সব সম্পদ ক্যাশ করে যেদিন ফিরে যাবেন, সেদিন এয়ারপোর্ট এ দেখা।
মানুষটা বুড়ো হয়ে গেছে কম সময়ে। এই বয়সে দরকার ছিল দেশে এসে ছোটবেলার বন্ধুদের সাথে চা দোকানে আড্ডা দেয়া, ডায়াবেটিক নিয়ে বউয়ের ভয়ে লুকিয়ে সন্দেশ খাওয়া, প্রতি ওয়াক্ত নামাজ শেষে দেশ কিভাবে ধংস হচ্ছে এসব আলোচনা করা। এসব না করে যাচ্ছে কানাডায় কানটুপি পড়ে পার্কের টুলে বসে থাকতে।
ভবিষ্যৎ প্ল্যানিংটাই ভুল।
বিমানের জন্য অপেক্ষ্যা করছেন দেখে জিজ্ঞেস করলাম সব সম্পদ বিক্রি করে চলে যাচ্ছেন, দেশে ফিরবেন না আর? ছেলের বিয়ে হল?
উত্তর পাইনি, অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছেন। তার বিমানের ঘোষণা চলছে এয়ারপোর্ট এ। আমি উঠে দাঁড়ালাম। সালাম দিয়ে আসার সময় মানুষটা আমার হাত ধরে রাখল।
"আমার ছেলে মারা যাচ্ছে বাবা। দেশে আসার পর বিয়ে ঠিকঠাক, হুট করে ছেলের পেটে যন্ত্রনার কারনে ডাক্তার দেখালাম। ছেলে যন্ত্রনায় কু কু আওয়াজ করত। দুইদিনের মাথায় জানা গেল ছেলের ক্যান্সার। বাচবে সর্বোচ্চ এক বছর। কানাডায় নিয়ে গেলাম উন্নত চিকিৎসা করাব। সেই সুযোগ নেই,
কঠিন রোগ শরীরে লুকিয়ে ছিল।
এখন দামী ওষুধ, দামী হাসপাতাল দিয়ে যতদিন বেচে থাকে। সব বিক্রি করে নিয়ে যাচ্ছি। আমার ছেলের জন্য দোয়া কর বাবা, আলৌকিক কিছু যেন হয়।"
মানুষটার বিমান ছেড়ে দিবে, লম্বা পা ফেলে চলে যাচ্ছেন। চোখে পানি নেই, হয়ত সব পানি শুকিয়ে গেছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিলাম, কিছুই বলার ছিল না।
ছেলেটা এক মাসের মধ্যে মা/ রা গেল। আলৌকিক কিছু বাঁচাতে আসেনি। আমি যেদিন তার মৃ/ত্যু/ র খবর শুনেছি সেরাতে অফিস থেকে ফিরে তার ফেসবুক দেখলাম। মৃ/ত্যু/ র দুদিন আগে তার শেষ স্ট্যাটাস ছিল দুই লাইনের একটা শত কোটি টাকার দামী বাক্য;
"যদি তোমার একটা সুস্থ শরীর থাকে, তবে,
খোদার কাছে আর কোন বিষয়ে অভিযোগ কর না"।

লেখাঃ সাখাওয়াত সাব্বির

বাড়ির ছাদে আলু চাষ,  সুখে শান্তিতে বারোমাস।
27/08/2023

বাড়ির ছাদে আলু চাষ, সুখে শান্তিতে বারোমাস।

27/08/2023
16/08/2023

সুন্দরবনের অভ্যন্তরে আমরা।
কেমন দেখায় সুন্দরবনের ভেতরটা ?

মাইকেল ফেলপস , নাম শুনেছো নিশ্চয়ই! অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করা আমেরিকান সাঁতারু! উনি সপ্তাহে সাতদিন...
09/08/2023

মাইকেল ফেলপস , নাম শুনেছো নিশ্চয়ই! অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করা আমেরিকান সাঁতারু! উনি সপ্তাহে সাতদিন প্র্যাকটিস করতেন! আমেরিকাতে রবিবার সব বন্ধ, তো তিনি এই সানডে তেও প্র্যাকটিস করতেন! তখন তার আশেপাশে সবাই বলত, "তুমি এত প্র্যাকটিস করো কেনো, সানডে টা অফ রাখো!!সবাই তাই করে!!" এর উত্তরে ফেল্পস বলেছিলো যে, আমি যদি সপ্তাহে এই একদিন অর্থাৎ রবিবারে প্র্যাকটিস চালিয়ে যাই, তাহলে বছরে ৫২ দিন বেশি প্র্যাকটিস করতে পারবো, এবং এতেই আমি অনেক এগিয়ে যেতে পারবো!!

রানিং এর ক্ষেত্রে একটা ইংরেজি IDIOM আছে, GO THE EXTRA MILE- অর্থাৎ সবাই যেখানে ০৫ মাইল রানিং প্র্যাকটিস করে, সেখানে কেউ যদি ০১ মাইল বেশী প্র্যাকটিস করে , তাহলে বছর শেষে ৩৬৫ মাইল বেশি প্র্যাকটিস করা হবে, এবং এটাই পার্থক্য গড়ে দিবে!!

বাংলায় কথা আছে- "ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল , গড়ে তোলে মহাদেশ, সাগর অতল!"

উপরের গল্পটা নিজের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাও দেখবে দিনশেষে তুমিই সফল হবে।যতবেশি পারো প্র্যাকটিস করো যাতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো সফলতার মঞ্চে।একটা কথা মনে রাখবে,হাল ছেড়ে দিওনা কখনো।মানুষ হিসেবে ডিপ্রেশন গ্রাস করবে তোমাকে তবুও হাল ছেড়োনা।প্রতিদিন নিজের মত করে পড়াশোনা চালিয়ে যাও।তুমিই এগিয়ে থাকবে, হ্যাঁ তুমিই।

Be better than what you were yesterday!!
বেস্ট অব লাক♥

Make sure there is water before using the toilet as a visitor. 😂😀If there is no water, please don’t use
29/07/2023

Make sure there is water before using the toilet as a visitor. 😂😀

If there is no water, please don’t use

29/07/2023

মাতুয়াইলে পুলিশ - বি এন পি মুখোমুখি অবস্থান আর সং*ঘর্ষের চিত্র ।

Address

Dhaka
Jatrabari

Alerts

Be the first to know and let us send you an email when Rehan's Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like