Mozammel Haque

Mozammel Haque Black Lover

23/12/2024

এতো সতর্ক করার পরেও আমাদের বোনদের বুঝে আসে নাহ 🥹

08/12/2024

৫৩ বছরের আসাদ শাসনের পতনে সিরিয়ায় সেজদায় শুকরিয়া।

সিরিয়ায় ৫৩ বছরের আসাদ শাসনের পতন উদযাপনে জনগণ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেজদায় মশগুল হয়।(na/6) এই গুলো দেখলে অন্তরে শান্তি অনুভব হয়।
Cp

শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানালেও ঈমান ভঙ্গ হয়ে যাবে।
09/10/2024

শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানালেও ঈমান ভঙ্গ হয়ে যাবে।

30/03/2024

নিজেদের অজান্তেই কাফেরদের অস্ত্র ও গোলাবারুদ কিনে দিচ্ছি। ইসলামের বিরুদ্ধে আঘাত করতে প্রয়োজন হয় মিডিয়া, টাকা ও শক্তি। শক্তি ও মিডিয়া টাকা ছাড়া অচল। অথচ আমরা একটু সাবধানতা অবলম্বন করলে ওদেরকে অর্থনৈতিক ভাবে অনেকটুকু দুর্বল করতে পারি। এগুলো আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ তায়ালা আমাদের সামর্থ্য অনুযায়ী হিসাব নিবেন। আমরা ইচ্ছে করলে‌ই ইসলামের প্রকাশ্য শত্রু ব্রাক, আড়ং, প্রাণ, স্কয়ার, ম্যারিকো, ইউনিলিভার এবং অন্যান্য ইসলাম বিরোধী প্রতিষ্ঠানের পণ্য এড়িয়ে চলতে পারি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন।

22/03/2024

আমরা মারা যাচ্ছি বিশ্বের অবহেলায়।
আমরা লড়ে যাচ্ছি মালিকের সহযোগিতায়।

11/03/2024

আলহামদুলিল্লাহ, রোজার নিয়তে সাহরি শেষ করলাম,,
আল্লাহ পাক রববুল আলামিন আমাদেরকে ৩০ টা রোজা রাখার তৌফিক দান করুন।

04/03/2024

শানে সাহাবার উপর ঐতিহাসিক ঈমান দীপ্ত বয়ান!
বয়ানটি শুনুন, সাহাবাদের প্রতি মুহাব্বাত বৃদ্ধি পাবে।

বয়ান পেশ করছেন, পাকিস্তানের সিপাহে সাহাবার আমির:
—শায়েখ আওরেঙ্গজব ফারুকী হাফিঃ

#শিয়া গোষ্ঠীদের অন্যতম একটা ভ্রান্ততা হচ্ছে এরা সাহাবাদের ঘৃণ্য সমালোচনা করে এবং তাদের গালিগালাজ করে আর #মওদুদীবাদ ফিতনারও অন্যতম একটা ভ্রান্ততা হচ্ছে তারা সাহাবাদের ঘৃণ্য সমালোচনা করে।
ফিতনা হিসেবে শিয়া ফিতনা বড় ফিতনা। তবে শিয়া ফিতনা স্পষ্ট বুঝা যায় কিন্তু মওদুদীবাদ ফিতনা খুবই সুক্ষ এক ফিতনা! এটা সবাই বুঝতেই পারেনা। তাই অনেক আলেমও নিজের অজান্তে মওদুদী ফিতনার কবলে পড়েন।

প্রথমে বাড়ি হারালেন। তারপরে স্বামী হারালেন। অত:পর একমাত্র সম্বল দুই পুত্রধনকেও হারালেন। হয়তো পরবর্তী টার্গেট হিসেবে নিজে...
29/02/2024

প্রথমে বাড়ি হারালেন।
তারপরে স্বামী হারালেন।
অত:পর একমাত্র সম্বল দুই পুত্রধনকেও হারালেন। হয়তো পরবর্তী টার্গেট হিসেবে নিজের মৃত্যুর অপেক্ষায় লাশের পাশে পাহারা দিচ্ছেন।
যাবেন কোথায়?
যাওয়ার তো জায়গা নাই।
দাফন করবেন কোথায়?
কবরস্থ করার তো কোন স্থান নেই।
কে দাফন কাজ সম্পন করবে?
পরিবারের তো কোন পুরুষ বেঁচে নেই।
এমন অসহায় চিত্র আপনার জীবনে কখনক ভেবেছেন? না ভাবলেও এমন হাজার চিত্র প্রতিনিয়ত ঘটছে মাজলুম ফিলিস্তিনে। আল্লাহ ব্যতীত তাদের সাহায্যে কেউ নেই।

Courtesy: Maulana Abdul Karim Al Madani

আলহামদুলিল্লাহ আমরাতো শান্তি মতো খাইতে পারতেছি। কিন্তু গাজায় আমাদের মুসলিম ভাইয়েরা কি খাচ্ছে. আমরা শান্তি মতো ঘুমায়, ত...
08/02/2024

আলহামদুলিল্লাহ আমরাতো শান্তি মতো খাইতে পারতেছি। কিন্তু গাজায় আমাদের মুসলিম ভাইয়েরা কি খাচ্ছে. আমরা শান্তি মতো ঘুমায়, তারা কোথায় ঘুমায়,সেটা ভেবেই চোখে পানি এসে যায়।আল্লাহ তাদের সহায় হোক আমিন।

Thank you South Africa
27/01/2024

Thank you South Africa

21/01/2024

আলহামদুলিল্লাহ
কারাবরণ এর ১০ বছর পর মুফতি জসিম উদ্দিন রহমানি হাফিঃ মুক্তি পেয়েছেন।

14/01/2024

ইরাকি কুর্দিস্তানের একজন স্বপ্নে রাসূলﷺএর দিদার লাভের সৌভাগ্য হয়েছে।স্বপ্নে দেখেছে রাসূল ﷺআল জাজিরার সাংবাদিক ব্যাপারে বলেছে- ❛ওয়ায়েল দাহদুহকে সুসংবাদ দাও❜|

ফোনে ওয়ায়েল দাহদুহকে তার স্বপ্নের ব্যাপারে বলছিলেন,তখন একথাগুলো শুনতেই ওয়ায়েল দাহদুহ আবেগ্লাপ্লুত হয়ে পড়েন।. কপি পোস্ট

13/01/2024

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ
অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছে দিন।

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম    صلي الله عليه وسلم
12/01/2024

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلي الله عليه وسلم

09/01/2024

একবার শায়খুল হাদিস মুফতি তাকি উসমানী কে জিজ্ঞাসা করা হল, জীবনের সারকথা কী?
তিনি উত্তরে ২০টি সুক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন:
১. সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় কর।
২. চেষ্টা কর সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে। আল্লাহর কাছে কখনই না।
৩. বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না। ক্ষতি হলে মেনে নিও, তবে বিরোধিতা করো না। পরে ভালো ফল পাবে।
৪. কোথাও এ কথা বলো না যে, আমি আলেম। আমার সাথে অনুগ্রহ করেন। এটি কখনই কাম্য নয়। চেষ্টা কর দ্বীনদারী হয়ে চলার।
৫. সর্বোত্তম দস্তরখান হল নিজ ঘরের দস্তরখান। যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে।
৬. আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করো না।
৭. প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি কর।
৮. বিত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয়।
৯. প্রতিদিন সকালে কিছু দান খয়রাত কর। আর সন্ধ্যায় এস্তেগফার পাঠ করার অভ্যাস কর।
১০. নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি কর।
১১. উচ্চস্বরে কথা বলো না। এমনকি ছোট বাচ্চাদের সাথেও নয়।
১২. যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনেপ্রাণে ভালোবাসো। যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।
১৩. চেষ্টা কর সারা জীবনে সফল মানুষদের সাথে ওঠাবসা করবে। একদিন তুমিও তাঁদের অন্তর্ভুক্ত হবে।
১৪. প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান কর। তার সামনে আদবের সাথে আসা উচিত। হোক সে যে কোন ময়দানের।
১৫. পিতা মাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।
১৬. সব কাজে মধ্যমপন্থা গ্রহণ কর।
১৭. জন সাধারণের সাথে সম্পর্ক রেখ। তাদের থেকে অনেক কিছু শেখা যায়।
১৮. একজনের অভিযোগ অন্যের কাছে না করা। অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপছন্দ করতেন।
১৯. সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন কর। এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয়।
২০. বড়দের বৈঠকে চুপ থেক।
সর্বশেষ এই দুয়া শিখে সর্বদা পাঠ কর। পেরেশান অবস্থায় অনেক উপকারে আসবে।رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
বাংলা উচ্চারণ (রব্বানা আ'তিনা মিল্লাদুনকা রাহমাতান ওয়াহায়য়ি লানা মিন আমরিনা'রশাদা)
والله اعلم بالصواب

Collected From ইউসুফ বিন রেনু. কপি পোস্ট।।।

31/12/2023

যে উম্মাহ, লাইলাতুল কদর ঘুমিয়ে কাটায়।
আর থার্টি ফার্স্ট নাইট ফজর পর্যন্ত উদযাপন করে!
সে উম্মাহর পরাজয়ের কারণ আর
জিজ্ঞেস করতে এসো না🚫

প্রতিরোধ, তার সন্তান, নারী এবং তার যা কিছু আছে তার সাথে উপস্থিত, পরাজিত হতে পারে না এবং বিজয় অনুসরণ করবে, বিশেষত গাজার ...
06/12/2023

প্রতিরোধ, তার সন্তান, নারী এবং তার যা কিছু আছে তার সাথে উপস্থিত, পরাজিত হতে পারে না এবং বিজয় অনুসরণ করবে, বিশেষত গাজার বিজয়।
انشاء الله

Address

Dholaipar
Jatrabari
1232

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711322544

Alerts

Be the first to know and let us send you an email when Mozammel Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mozammel Haque:

Videos

Share