ইসলামিক আর্ট

ইসলামিক আর্ট সদস্য, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। ২০-১১-২০২৪ হতে৷

06/01/2025

দোয়া আপনার হাতে থাকা সবচেয়ে কার্যকরী হাতিয়ার।

01/01/2025

সারা বছর ভালো থাকার জন্য প্রকৃতি পূজারীরা বছরের প্রথম দিন আনন্দ উৎসবে মেতে উঠত। অথচ আজকের বিজ্ঞানমনস্করা সেই অবান্তর উৎসবকে ধুমধাম করে পালন করতে সবচেয়ে উৎসাহী।

থার্টি ফার্স্ট নাইট এদেশের মাটি থেকে উৎসারিত কোনো সংস্কৃতি নয়। এটা বিদেশ থেকে আমদানি করা এক ধরনের উন্মাদনা।

বিগত বছরগুলোতে এই উন্মাদনার বলি হয়েছে শিশু উমায়ের। ধ্বংস হয়েছে সর্বস্ব দিয়ে গড়ে তোলা এক বোনের প্লাস্টিক কারখানা। বিপন্ন হয়েছে শত শত পাখি ও কুকুর-বিড়ালের জীবন।

বর্ষবরণের নামে আমদানি করা এই অনাচার ও অপসংস্কৃতি বন্ধ করতে উপরের ঘটনাগুলোই কি যথেষ্ট নয়?

আশার খবর হলো, সরকার এ বছর ফানুস ওড়ানো ও আতশবাজি নিষিদ্ধ করেছে। সরকারি নিষেধাজ্ঞার পরও কেউ যদি এই অনাচার করতে চায়, তবে প্রত্যেক এলাকার দায়িত্বশীল বিবেকবান মানুষের এই অনাচার বন্ধে সামাজিক পদক্ষেপ গ্রহণ করা উচিত।

নতুন বছরে আমরা কোনো দুর্ঘটনার সংবাদ শুনতে চাই না। আমরা ফানুসের আগুন, শব্দদূষণ, পশুপাখি ও বৃদ্ধ-শিশুদের আতঙ্কমুক্ত একটি নতুন বছরে প্রবেশ করতে চাই।

29/12/2024
29/12/2024

লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুতে মিলাদ, মিলাদে মিষ্টি, মিষ্টিতে ডায়াবেটিস, ডায়বেটিসে মৃত্যু 😉

29/12/2024

রাসুলুল্লাহ সাঃ বলেন

যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় চলে গেল!

29/12/2024

নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। 🌹
(সুরা বাকারা, আয়াত: ১৫৩)।

29/12/2024

অসংখ্য নবী-রাসুলের পদস্পর্শ-ধন্য মাটি অবশেষে জুলুম থেকে মুক্ত হলো। সকল প্রশংসা আল্লাহর। মুক্তিকামী সিরিয়াবাসীর এই অর্জনে তাদের অভিনন্দন। এবার অন্যসব মাজলুমরাও মুক্ত হোক।

29/12/2024

খুব শীঘ্রই গোটা বিশ্ব শাসন করবে মুসলমান আর বিধান হবে আল কুরআন ইনশা-আল্লাহ্ ✊✊👊

28/12/2024

এটা মুজিববাদের কবরের ঘোষণা।

20/12/2024

শুক্রবারের ফজিলত 🌸

যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার এ দরুদ পড়বে-

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّم تَسْلِيْمَا

উচ্চারণ : ‘আল্লাহুম্মা সল্লি আ’লা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আ’লা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।’

তার ৮০ বছরের গুনাহ্ মাফ হবে এবং ৮০ বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ!🥰

আল্লাহ আমাদের নেক আমল গুলো বেশি করে পালন করার তৌফিক দিন। আমিন।।

19/12/2024

ক্ষমতার স্বাদ পাইলে অনেক বড় বড় আলেম,বুজুর্গ মানুষই পরিবর্তন হয়ে যায়!
আর এরা ত যুবক পোলাপান চাইতে গেছে চাকরি,হয়ে গেছে উপদেষ্টা!

02/12/2024

সবচেয়ে ভালো সদকা হলো মানুষকে পানি পান করানো।💧
(আবু দাউদ: ১৬৮১)

27/11/2024

মুসলিম হ ত্যা র পরও ইসকনের পক্ষে থাকা লোকদের ঈ মা ন থাকার কথা নয়,এরা মা রা গেলে জানাজা পরবেন না!
আশেপাশের যুবলীগ আওয়ামীলীগ ছা ত্র লী গ ইসকনের পক্ষ নিয়ে পোস্ট করলে সাইজ করে দিবেন,এরা ই স লা মের শ ত্রু দেশের শ ত্রু!

26/11/2024

দেশ আওয়ামিলীগ এবং হাসিনা থেকে মুক্তি পেলেও দিল্লির তাঁবেদারি থেকে মুক্তি পায়নি,প্রথম অন্ধকারের সামনে ব র্বর হা ম লা তা প্রমাণ করে,বি ইজনিল্লাহ আমরা এই শিকলও ভেঙে ফেলব,শিকল ভাঙার আওয়াজ পুরো পৃথিবী শুনতে পাবে!

25/11/2024

Dr. Md. Shafiqul Islam Masud:
জন্ম যেমন সত্য, মৃত্যু যেমন সত্য, আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না, এটাও তেমনি সত্য : ড. শফিকুল ইসলাম মাসুদ

গত শুক্রবার রাতে বাউফলের নওমালা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসের কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

আর যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরে যায়। আর যখন তাকে অকল্যাণ স্পর্শ করে তখন সে দীর্ঘ প্রার্থনাকারী হয়।

হা-মীম আস-সাজদা ৫১

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2001

Telephone

+8801723704269

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক আর্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share