ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর

  • Home
  • Bangladesh
  • Jamalpur
  • ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন, ইসলামী শ্রমিক আন্দোলন ,শ্রমিকদের কথা বলে,

২২ এ এপ্রিল ২০২৪ ইংরোজঃ সোমবার। ০১ মে শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমীক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্র...
22/04/2024

২২ এ এপ্রিল ২০২৪ ইং
রোজঃ সোমবার।

০১ মে শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমীক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক মিটিং কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন -

** সহ সভাপতি
হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান,
** যুগ্ম সম্পাদ
মুফতি মোস্তফা কামাল।
** সহ যুগ্ন সম্পাদক
এইচ এম রফিকুল ইসলাম।
**সাংগঠনিক সম্পাদক
হাফেজ ওমর ফারুক।
** ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদ
মোঃ শাহাদাত হোসেন ।
**ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদ
শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।
** গার্মেন্টস বিষয়ক সম্পাদ
মোহাম্মদ হারুন অর রশিদ।
** দপ্তর সম্পাদক
এইচ এম সাইফুল ইসলাম।
** সহ-দপ্তর সম্পাদক
মোঃ হায়দার হোসেন
** ভ্রাম্যমান হকার বিষয়ক সম্পাদক
মোঃ ইমান উদ্দিন।
**সদস্য
শাহাদাত প্রধানিয়া সহ
কেন্দ্রীয় আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

নিউজ
** সহ-প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক
মোহাম্মদ তরিকুল ইসলাম ।

05/03/2024

কথা গুলো কলিজায় লাগে,,,

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে দাওয়াতী মাসের নতুন সদস্য সংগ্রহ দাওয়াতী সভা,দয়াময়ী মোড় জামালপ...
05/03/2024

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে দাওয়াতী মাসের নতুন সদস্য সংগ্রহ দাওয়াতী সভা,
দয়াময়ী মোড় জামালপুর

দাওয়াতী সভায় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হুসাইন

24/02/2024
05/01/2024

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে নিয়ে সাংবাদিক সম্মেলন,,,পীর সাহে চরমোনাই

বিক্ষোভ মিছিল বানচাল করতে পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণআওয়ামী লীগের নির্বাচন নাটক দেশবাসী দেখতে চায় না - বিক্ষোভ পূর্ব সমাবে...
04/12/2023

বিক্ষোভ মিছিল বানচাল করতে পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ

আওয়ামী লীগের নির্বাচন নাটক দেশবাসী দেখতে চায় না - বিক্ষোভ পূর্ব সমাবেশে অধ্যাপক আশরাফ আলী আকন

শুক্রবার ঢাকায় বিশাল বিক্ষোভ সমাবেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে দিশেহারা হয়ে পরেছে। এখন তারা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। আওয়ামী লীগ একটি আজাবের ও গজবের নাম। আওয়ামী লীগ দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশকে দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে। তিনি বলেন, দেশে দুর্নীতি বন্ধ হলে দ্রব্যমূল্য ৩০ শতাংশ কমিয়ে আনা সম্ভব। আগামী ৮ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা ঢাকায় ফের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন প্রধান অতিথি।

আজ সোমবার, বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে বিতর্কিত নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনী তফসিল বাতিল, সকল রাজবন্দিদের মুক্তি, বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রবর্তণ ও দেশ-জাতিসত্ত্বা বিরোধী অনৈসলামিক ও অবৈজ্ঞানিক শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি ও সহকারি মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা আরিফুল ইসলাম, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, ডা. শহিদুল ইসলাম, মাওলানা কেএম শরিয়াতুল্লাহ, মুফতী ফরিদুল ইসলাম, হাফেজ মাওলানা মাকসুদর রহমান ও মুফতী মাছউদুর রহমান।
সমাবেশ শেষে মিছিল নিয়ে বের হওয়ার পূর্বক্ষণে মিছিলকে বানচাল করতে পল্টন মোড়ে দুর্র্বৃত্তরা মুহুর্মূহু ককটেল বিস্ফোরণ ঘটায়।

বিশেষ অতিথির বক্তব্যে দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী সরকার দেশকে ধ্বংস করে ফেলেছে। ৭ জানুয়ারি পাতানো নির্বাচন হলে দেশ দেউলিয়া হয়ে যাবে। পোশাকখাতের রেমিট্যান্স বন্ধ হবে। শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাবে। লাখো শ্রমিক তাদের কর্ম হারিয়ে ফেলবে। পেটের দায়ে এসব শ্রমিকরা চুরি, ডাকাতি ছিনতাইয়ের পথে পা বাড়াবে। দেশে চরম অরাজকতা সৃষ্টি হবে। আমার সোনার বাংলাদেশ দিল্লির গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে ফেলবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের প্রায় ১২ কোটি ভোটার ও শান্তিকামী, মুক্তিকামী জনতা ৭ জানুয়ারির পাতানো নির্বাচন ঠেকাতে বদ্ধপরিকর।

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, তেলবাজ মন্ত্রীরা দ্রব্যমূল্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে। ৭ জানুয়ারি পাতানোর নির্বাচন করলে দেশবাসী শেখ হাসিনাকে দেশছাড়া করতে বাধ্য হবে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ভবিষ্যৎ প্রজন্মকে মেধাশূণ্য করার চক্রান্ত চলছে। তিনি বলেন, এই সিলেবাসে দিয়ে মনুষ্যত্ববোধ সম্পন্ন নাগরিক গড়ে তোলা সম্ভব নয়। তিনি জাতিসত্ত্বা বিরোধী শিক্ষা কারিকুলাম বাতিল করার জোর দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর পানির ট্রাংকি হয়ে পুনরায় বায়তুল মোকাররম উত্তর গেটে এসে সমাপ্ত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জাতীয় সংলাপআগামী কাল সকাল ১০ টা
27/11/2023

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জাতীয় সংলাপ
আগামী কাল সকাল ১০ টা

16/11/2023

কারার ঐ লৌহকপাট,

ভেঙ্গে ফেল, কর রে লোপাট,

রক্ত-জমাট

শিকল পূজার পাষাণ-বেদী।

ওরে ও তরুণ ঈশান!

বাজা তোর প্রলয় বিষাণ!

ধ্বংস নিশান

১৩ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ যোগদিন সফল করুন।
28/09/2023

১৩ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ

যোগদিন সফল করুন।

30/07/2023
12/06/2023

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাইর উপর পরিকল্পিত হামলার প্রতিবাদে ঢাকা উত্তপ্ত,,,,,

12/06/2023

প্রার্থীর গায়ে হামলা এটা কোন ধরনের নির্বাচন?
খুনি হাঁসিনা জবাব দে, নইলে গদি ছাইড়া দে

23/05/2023

দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে উনার কোন এক প্রোগ্রামে প্রশ্ন করা হয়েছিল যে চরমোনাই মরহুম হুজুর
বলেছে জামাতে ইসলাম ইসলামিক দল নয়, আপনাদের সঙ্গে বারবার বসতে চেয়েছে আপনারা বসেননি কেন
এমন প্রশ্নের উত্তরে সাঈদী সাহেব বলেছিল
হারিকেন কখনো চাঁদের সমকক্ষ হতে পারে না
তারমানে সাঈদী সাহেব এটাই বুঝিয়েছেন জামাতে ইসলাম চাঁদ,, ইসলামী আন্দোলন হারিকেন
ভাগ্যের কি পরিহাস আজ সেই চাঁদ মেঘে ঢাকা পড়ে নিভু নিভু করে,, সেই অবহেলিত হারিকেন আজ
বাংলার ৬৪ জেলা ও ৬৮ হাজার গ্রামে আলো ছড়াচ্ছে
দয়াময় দয়ার আল্লাহর কাছে প্রার্থনা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ও নায়েবে আমির কে
সকল ষড়যন্ত্র থেকে হেফাজত ও নেক হায়াত কামনা করি,, ইসলাম দেশ ও মানবিক কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক,,আমিন 🤲🤲🤲🤲

এদেশের যুবসমাজের হাতে এখন হাতপাখা
22/05/2023

এদেশের যুবসমাজের হাতে এখন হাতপাখা

08/05/2023

দেশের রাজনীতির অঙ্গনে বড় দলগুলোর মধ্যে অসহিষ্ণুতা বিদ্যমান। একই অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতাদের উপস্থিতি কিংবা ...

চোখ রাখুন আজ বরিশালে
08/05/2023

চোখ রাখুন আজ বরিশালে

14/02/2023

চরমোনাই গামী সকল মানুষ কে জানাই মোবারকবাদ
আল্লাহ সবাই কে সহি সালামতে মাঠে পৌঁছার তাওফিক দেক

খোলা চিঠি,জনাব আব্বাসী সাহেব, আপনি একজন তরিকাপন্থী লোক। আপনার পূর্বপুরুষরাও তরিকাপন্থী ছিলেন। তরিকার অন্যতম শর্ত হল মুরু...
12/09/2022

খোলা চিঠি,

জনাব আব্বাসী সাহেব,

আপনি একজন তরিকাপন্থী লোক। আপনার পূর্বপুরুষরাও তরিকাপন্থী ছিলেন। তরিকার অন্যতম শর্ত হল মুরুব্বী মানা। কোরআন সুন্নাহ অনুযায়ী মুরুব্বি যা বলবেন তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করা।

এবার মূল প্রতিপাদ্য বিষয় আসা যাক,

আমার জানামতে ( আমার জানায় ভুলও হতে পারে ) নির্বাচনে অংশগ্রহণ করাকে জিহাদের সাথে সর্বপ্রথম তুলনা করেছেন বিশ্ব বিখ্যাত বুযুর্গ হযরত মাওলানা আহমাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ,। তিনি কি কারনে নির্বাচনে অংশগ্রহণ করাকে জেহাদের সাথে তুলনা করেছিলেন সেটি তার কাছে গিয়ে সমাধান নিয়ে আসা এই মুহূর্তে আপনার জন্য একেবারেই অসম্ভব। তবে

বর্তমান যুগে যার ফতোয়া, মতামত এবং বিভিন্ন মাসলা-মাসায়েলের ব্যাপারে অধিকাংশ হক্কানী ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, তিনি হলেন পাকিস্তানের মুফতি তকি ওসমানী দামা, ।

আপনি যদি সত্যিকার অর্থেই ইসলাম এবং মুসলমানদেরকে ভালবেসে নির্বাচনকে জিহাদের সাথে তুলনা করায় মুসলিম জাতির অনেক বড় ক্ষতি হচ্ছে বলে মনে করেন তাহলে আপনি পাকিস্তান গিয়ে মুফতি তকি ওসমানী সাহেবের কাছ থেকে বিষয়টি পরিষ্কার করে নিন। কারণ তিনিও বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনে অংশগ্রহণ করাকে জিহাদের সাথে তুলনা করেছেন।

সাথে আরও একজন বিশ্বখ্যাত ব্যক্তির নাম উল্লেখ করতে চাই। তিনি হলেন দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি, মুফতি হাবিবুর রহমান খায়েরাবাদী। তিনি সশরীরে চরমোনাই আসলেন,দেখলেন, শুনলেন, জানলেন, বুঝলেন চরমোনাইর সব মিশন গুলোর ব্যাপারে সম্যক ধারণা নিয়ে হক বলে ঘোষণা দিলেন। বিশ্ব স্বীকৃত এই মুরুব্বির কাছ থেকেও বিষয়টি জেনে নিতে পারেন।

তবে এক্ষেত্রে একটু সমস্যা আছে তাহল, আপনি যে পাসপোর্ট করেছেন সেটি করা হয়েছিল গণতান্ত্রিক সরকারের নিয়ম-কানুন মেনে।

আপনি যে ভিসা লাগাবেন শেখানেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নিয়ম-কানুন আছে তা অনুসরণ করেই আপনাকে পাসপোর্টে ভিসা লাগাতে হবে।

এরপর আপনি বাসা থেকে বের হয়ে গাড়িতে চড়ে যে এয়ারপোর্ট যাবেন সেখানেও বড় ধরনের জটিলতা আছে। রাস্তার ডান দিক দিয়ে চলা বিশ্ব নবীজির সুন্নত। কিন্তু আপনি ডান দিক দিয়ে ১ কিলোমিটার জায়গাও চলতে পারবেন না। তার আগেই আপনার বিরুদ্ধে গণতান্ত্রিক সরকারের আইন অমান্য করায় কেস হয়ে যাবে।

ঘটনা এখানেই শেষ নয়।

আপনি এয়ারপোর্ট দিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের যত নিয়ম-কানুন আছে সব নিয়মকানুন ১০০ ভাগ পূরণ করেই আপনাকে বিমানে উঠতে হবে।

পাকিস্তান এয়ারপোর্টেও সেখানকার গণতান্ত্রিক সরকারের সকল নিয়মকানুন মেনে এয়ারপোর্ট থেকে বের হতে হবে।

এখন একটু চিন্তা করে দেখুন তো বর্তমান প্রেক্ষাপটে আপনাকে কতগুলো গণতান্ত্রিক পদ্ধতি, রীতি-নীতি, সিদ্ধান্ত মানতে হচ্ছে। শুধু বাংলাদেশ থেকে পাকিস্তান যাবার ক্ষেত্রে।

এবার দেখা যাক আপনি যে বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম করছেন সেখানে গণতান্ত্রিক সরকারের কোন রীতিনীতি মানছেন কিনা ?

আপনি একজন বিচক্ষণ,জ্ঞানী, বুদ্ধিমান, উচ্চশিক্ষিত লোক। আপনি অবশ্যই স্বীকার করবেন আপনি যে মাহফিলগুলো করেন সেখানে সরকারের কাছ থেকে যখন অনুমতি আনতে যাওয়া হয় তখন প্রায় দেড় ডজনের উপরে শর্ত দিয়ে আপনাকে মাহফিল করার অনুমতি দেয়া হয়। যেটা আপনি না জানলেও মাহফিলের আয়োজকরা অবশ্যই জানেন।

আপনি কি এ বিষয়টিও একটু লক্ষ্য করে দেখেছেন, আপনার পকেটে যে টাকাগুলো আছে প্রতিটি টাকার গায়ে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

আপনার শরীরে যে জামা পাজামা পাগড়ি টুপি আছে সেগুলোর সব কপড় বানানো হয়েছে বর্তমান গণতান্ত্রিক সরকারের রীতি-নীতি মেনেই।

এভাবে গণতান্ত্রিক সরকারের শত শত আইন আমরা প্রতিনিয়ত মানতে বাধ্য হচ্ছি।

আপনার নিকট এ ধরনের হাজারো ঘটনার একটিমাত্র উত্তর আছে তা হল,

বর্তমান পরিস্থিতিতে আপনি এগুলো মানতে বাধ্য হচ্ছেন। এক্ষেত্রে আপনার সাথে আমরাও একমত।

মূলত বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটেই ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য বিকল্প কোন মসৃণ পথ না থাকায় গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বিজয় লাভের লক্ষ্যে হযরত হাফিজ্জী হুজুর রহ, মুফতি তকি ওসমানী দামা: এবং চরমোনাই ওয়ালারাসহ সকল হক ইসলামী সংগঠনগুলো নির্বাচনে অংশগ্রহণ করাটাকে জেহাদের সাথে তুলনা করেছেন।

তাই আবারও অনুরোধ করে বলছি ফিতনা হল মারামারি খুন খারাবির চেয়েও জঘন্য। এমন কোন কিছু বলবেন না, এমন কোন বক্তৃতা দিবেন না, এমন কোন ফতোয়া দিবেন না যার দ্বারা সমাজে মারামারি কাটাকাটি খুন খারাবি রক্তপাতের সূত্রপাত হতে পারে। আর এই সুযোগে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা আমাদেরকে সমুলে বিনাশ করার সুযোগ পেয়ে যায়।

আর ভাইরাল রোগে আক্রান্ত, বেয়াদবের শিরোমনি, বেয়াদবির কারণে একাধিক মাদ্রাসা থেকে অপমানজনকভাবে বহিষ্কৃত, বাবার আগে দুনিয়ায় আসার ভাবধরা ছেলেটির ব্যাপারে কিছু বলে সময় নষ্ট করতে চাই না।

হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান
( এম এ, ঢাকা কলেজ )
সেক্রেটারি জেনারেল
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ,‌ সিলেট জেলা ও মহানগর আয়োজিত আজ দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠন...
09/09/2022

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ,‌ সিলেট জেলা ও মহানগর আয়োজিত আজ দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম।

Address

Jamalpur
2000

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর:

Videos

Share

Nearby media companies



You may also like