14/06/2023
অতিরিক্ত পাপের জন্ম হয়,
অতিরক্তি কথা এবং দৃষ্টি থেকে।
শয়তানের সবচেয়ে প্রশস্ত প্রবেশ দ্বার এই দুইটি অঙ্গ।
এই দুইটি অঙ্গ (মুখ ও চোখ) কখনো
বিরক্ত হয়ে যায় না।
একঘেয়েমি অনুভব করে না।
আর পেটের অবস্থা এর বিপরীত।
পেট যদি পূর্ণ হয়ে যায় তখন
আর খাওয়ার ইচ্ছা থাকে না।
কিন্তু (চোখ আর মুখকে) যদি ছেড়ে দেওয়া হয়,
তাহলে এই দুইটি অঙ্গ দেখতে আর কথা বলতে,
কোনো ক্লান্তি অনুভব করবে না।
এদের পাপের মাত্রা সুবিস্তৃত ও শাখা প্রশাখা বিশিষ্ট।
– ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
(বাদায়েউল ফাওয়ায়েদ: ২/৪৯৮)
প্রচারণায়ঃ [محمد عبدالله وسيم]
[মোহাম্মদ আব্দুল্লাহ ওয়াসিম]
محمد عبدالله وسيم