Islamic Records Studio

Islamic Records Studio Assalamu Alaikum! Welcome to 'Islamic Records Studio' Official page. Freelancer at Fiverr, CEO & Sound Designer at Islamic Records Studio

13/01/2025

এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ‘সর্বোত্তম ইসলামী কাজ কী?’ তিনি বললেন, “(ক্ষুধার্তকে) অন্নদান করবে এবং পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলকে (ব্যাপকভাবে) সালাম পেশ করবে।’’

13/01/2025

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তা’আলা তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তিনটি কাজে অসন্তুষ্ট হন। (১) যখন তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাঁর সাথে বিন্দুমাত্র শরীক করো না। (২) আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধর আর বিচ্ছিন্ন হও না এবং (৩) আল্লাহ যাকে তোমাদের কাজের নেতা হিসাবে নির্বাচন করেন, তার জন্য তোমরা পরস্পরে কল্যাণ কামনা কর। এ তিনটি কাজে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হন। আর তোমাদের প্রতি অসন্তুষ্ট হন- (১) অপ্রয়োজনীয় কথা বললে (২) সম্পদ নষ্ট করলে এবং (৩) অনর্থক বেশী প্রশ্ন করলে’
(আহমাদ হা/৮৭৮৫; ইবনু হিব্বান হা/৩৩৮৮)।

12/01/2025

ঘুমানোর দোয়া এবং ঘুম থেকে ওঠার দোয়া নিম্নরূপ:

ঘুমানোর দোয়া (ইসলামে):

أَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
উচ্চারণ: "আল্লাহুম্মা বিসমিকা আমূতু ওয়া আহইয়া"
অর্থ:
"হে আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করি এবং তোমার নামে জীবিত হই।"

---

ঘুম থেকে ওঠার দোয়া (ইসলামে):

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
উচ্চারণ: "আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানাবাদা মাআমাতানা ওয়াইলাইহিন্নুশুর"
অর্থ:
"সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করেছেন এবং তাঁরই কাছে পুনরুত্থান হবে।"

এই দুটি দোয়া রাতের শান্তি এবং পরবর্তী জীবনের জন্য আশীর্বাদ এবং নিরাপত্তা চেয়ে পাঠ করা হয়।

রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি শিক্ষণীয় গল্প। ছোট একটি ছেলে খুব রাগী।বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ান্ত্রণে আনতে পারছেন না।একদি...
12/01/2025

রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি শিক্ষণীয় গল্প।

ছোট একটি ছেলে খুব রাগী।
বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ান্ত্রণে আনতে পারছেন না।
একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন।
একটি পেরেকভর্তি ব্যাগ দিয়ে বললেন,যতবার তুমি রেগে যাবে, ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ।
প্রথম দিনেই ছেলেটিকে ৩৭টি পেরেক মারতে হয়েছে।

কারণ, সে এদিন ৩৭বার রেগে গিয়েছিল। ক্রমশ সে উপলব্ধি করছিল, তার রাগ অনেক বেশি-৩৭বার পেরেক মারতে হয়েছে।

আরও ভাবল, কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ।

ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেনক মারা কমতে থাকল এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলোনা।

বাবা বুঝলেন, তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে।

এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বলতেন। বাবার আদেশ পালন করল ছেলেটি।

পেরেক তুলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন- দেখ, কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবেনা।

যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো,তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায়-যা কখনোই আর মুছে যায়না বেটা।

তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো।

মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ংকর! 🙂

12/01/2025

মৃত্যু আসার পূর্বে পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করতে হবে তা হলোঃ

১.) সবাই কে আমার মৃত্যুর খবর বলবেন না ( মেয়েদের ক্ষেএে)।
২.) আমার মৃত্যুর খবর শুনলে পড়বেন "ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন"।
৩.) আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না,,, কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি।
৪.) আমাকে নিয়ে বিলাপ- মাতম করবেন না,,কারণ এটা সুন্নাহ্ বিরোধী কাজ।
৫.) আমার মৃত্যুতে চল্লিশা, মিলাদ,কুল- খানি করবেন না কারণ এটা স্পষ্ট বিদ'আত।
৬.) যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার জানাজায় উপস্থিত থাকবেন।
৭.) আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না।
৮.) আমার লাশ কে ইসলামি শরিয়ত অনুযায়ী সুন্দরভাবে গোসল করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন।
৯.) লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অনুযায়ী করবেন,সমাজের নয়। যথা সম্ভব আমাকে দাফন করে দিবেন।
১০.) আমাকে কবরস্থ করার পর সেখানেই কিছুক্ষণ থাকুন আর পড়ুন "আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু।"
১১.) কবরের আযাব লাঘবের জন্য ও মুনকার- নাকিরের প্রশ্নের উত্তর যেনো দিতে পারি এজন্য আমার জন্য দোয়া করবেন "আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ইমাম।"
১২.) আমার হয়ে দান- সাদাকা করবেন।
১৩.) আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন, সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।
১৪.) আমার পরিবারের খবর নিবেন।
১৫.) আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন যে আপনার সময় ও অতি নিকটে।
১৬.) আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন,না পারলে সাদকায়ে জারিয়া চালু রাখবেন আমার জন্য, তবুও না পারলে আজীবন আমার জন্য দোয়া করবেন, আমি ক্ষমা করে দিবো। "ইংশাআল্লাহ।"
১৭.) কারো নিকট আমার কোনো ছবি থাকলে তা পুড়িয়ে দিবেন, ডিলিট করে দিবেন।
১৮.) আমার কাছ থেকে আপনার পাওনা না পেলে আমার পরিবারের থেকে চাইবেন, তারা দিতে না পারলে আমায় ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য, তাহলে আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।
১৯.) আমার কোন নামাজ, রোজা কাজা হওয়ার কথা আমি বলে থাকলে বা আপনারা জেনে থাকলে তার ফিদয়া দিয়ে দিবেন।
২০.) আমার জীবদ্দশায় কাউকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে শেষ বিদায়ে ক্ষমা চাইতে না পারলে আমার হয়ে ক্ষমা চেয়ে নিবেন।
২১.) আমার দ্বীনের কোন অসম্পূর্ণ কাজ থাকলে আপনার তা পূরণ করার আপ্রাণ চেষ্টা করবেন।

ইয়া রব আপনি সকল মুমিন-মুমিনাদের কে একটা উওম মৃত্যু দান করুন এবং কবরের আযাব থেক

ইসলামিক রেকর্ড এর সিনিয়র শিল্পী ও তরুণ আলোচক,মুফতি সোলায়মান চৌধুরী এর জন্য শুভ কামনা রইল। সকলের প্রতি দ্বীনি দাওয়াত র...
11/01/2025

ইসলামিক রেকর্ড এর সিনিয়র শিল্পী
ও তরুণ আলোচক,মুফতি সোলায়মান চৌধুরী এর জন্য শুভ কামনা রইল।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

11/01/2025

এক নেককার ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো—?!

‘আপনার মুখে সবসময় হাসি লেগে থাকা এবং মানসিকভাবে নির্ভার থাকার রহস্য কী?’
তিনি উত্তর দিলেন—‘আমার সব বিষয় আল্লাহর হাতে থাকার পরও দুশ্চিন্তা করতে লজ্জা লাগে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চিনামাটির পাহাড়ে ভিডিওটি নির্মাণ করা হয়েছে এবং আমাদের সোলাইমান চৌধুরী ও নাজমুল হোসাইন সহ...
10/01/2025

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চিনামাটির পাহাড়ে ভিডিওটি নির্মাণ করা হয়েছে এবং আমাদের সোলাইমান চৌধুরী ও নাজমুল হোসাইন সহ নতুন ব্যাচের স্টুডেন্টরাও এই গানে রয়েছে, সবার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল ❤️ গানের লিঙ্ক কমেন্ট বক্সে ।

‎حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنِ ابْنِ...
10/01/2025

‎حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنِ ابْنِ وَدِيعَةَ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ، وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ، وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ، فَلاَ يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ، ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ، ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الإِمَامُ، إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى ‏"‏‏.‏

সালমান ফারসী (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলছেনঃ যে ব্যক্তি জুমু‘আর দিন গোসল করে এবং যথাসাধ্য ভালরূপে পবিত্রতা অর্জন করে ও নিজের তেল হতে ব্যবহার করে বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে, অতঃপর বের হয় এবং দু’ জন লোকের মাঝে ফাঁক না করে, অতঃপর তার নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুত্‌বা দেয়ার সময় চুপ থাকে, তা হলে তার সে জুমু’আ হতে আরেক জুমু’আ পর্যন্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হয়।

সহিহ বুখারী, হাদিস নং ৮৮৩

এই বছরের নতুন নাশিদতুমি শ্রেষ্ঠ মহিয়ান  ।অবশ্যই আপনার মন্তব্যেটি জানাবেন।লিংক কমেন্ট বক্স 👇
09/01/2025

এই বছরের নতুন নাশিদ
তুমি শ্রেষ্ঠ মহিয়ান ।
অবশ্যই আপনার মন্তব্যেটি জানাবেন।
লিংক কমেন্ট বক্স 👇

এই বছরের নতুন নাশিদতুমি শ্রেষ্ঠ মহিয়ান  ।অবশ্যই আপনার মন্তব্যেটি জানাবেন।
09/01/2025

এই বছরের নতুন নাশিদ
তুমি শ্রেষ্ঠ মহিয়ান ।
অবশ্যই আপনার মন্তব্যেটি জানাবেন।

Song : Tomi Srestho MohianSinger : Team Islamic Records StudioLyric: Noorul Islam NajifTune : Sulayman ChowdhoryRecord Label: Islamic Records StudioSong Comp...

09/01/2025

মীর্জা গালিব একদিন মসজিদে বসে মদপান করছিলেন। মুসল্লীরা তাকে বাঁধা দিলো। তারা বললো, "মসজিদ খুদা কা ঘর হ্যায়, পিনে কে লিয়ে নেহি।" মসজিদ খোদার ঘর, পানশালা নয়।

গালিব তাকালেন মুসল্লীদের দিকে। তারপর আরেক চুমুক খেয়ে বললেন।

"শরাব পিনে দে মসজিদ মে ব্যায়ঠ কার,
ইয়া ও জাগা বাতা যাঁহা খুদা নেহি।"

আমাকে মদ খেতে দাও, মসজিদে বসেই। নাহয় এমন জায়গা দেখাও যেখানে আল্লাহ নেই।

মুসল্লীরা লা জবাব! কী জবাব দেবেন? খোদা নাই এমন জায়গার কথা বলা শক্ত বইকি!

তবে জবাব দিলেন আল্লামা ইকবাল। বহু বছর পর। তার শের দিয়ে। তখন মীর্জা গালিব আর বেঁচে নেই।

“ইয়া গালিব, মসজিদ খুদা কা ঘর হ্যায়
পিনে কি জাগা নেহি,
কাফির কে দিলমে যা
ওঁয়াহা খুদা নেহি”।

হে গালিব, মসজিদ খোদার ঘর পানশালা নয়। কাফেরের দিলে যাও, সেখানে খোদা নেই।

আহমদ ফারাজ নামের আরেকজন কবি এর প্রতিউত্তোর লিখলেন৷

“কাফির কে দিল সে
আয়া হু দেখ কার
খুদা মওজুদ হ্যায় ওঁয়াহা
উসসে পাতা নেহি”

কাফিরের মনে উঁকি দিয়ে এসেছি দেখে। সেখানেও আল্লাহ আছেন, কিন্তু সে কাফির তা জানে না।

তার জবাবে কবি ওয়াসি লিখলেন,
“খুদা তো মওজুদ
দুনিয়া মে হার জাগা
তু জান্নাত মে যা
ওঁয়াহা পিনে সে মানা নেহি”

খোদা তো দুনিয়ার সবখানেই উপস্থিত আছে। তুমি জান্নাতে যাও, ওখানে মদ খেতে কোনো বাঁধা নেই।

(সংগৃহীত)

09/01/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল।

08/01/2025

নিশ্চয় আল্লাহতায়ালা
উত্তম পরিকল্পনাকারী

পেয়ে যাবেন অতি শীঘ্রই...  Islamic Records Studio  এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখুন ইনশাআল্লাহ। ❣️
08/01/2025

পেয়ে যাবেন অতি শীঘ্রই...
Islamic Records Studio এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখুন ইনশাআল্লাহ। ❣️

আলহামদুলিল্লাহ,,,,  চমৎকার একটি হামদ্ পেতে যাচ্ছে,,, খুব শীঘ্রই ইনশাআল্লাহ।❣️ইসলামিক রেকর্ডস এর সাথেই থাকুন। 🥀🌺
02/01/2025

আলহামদুলিল্লাহ,,,,
চমৎকার একটি হামদ্ পেতে যাচ্ছে,,, খুব শীঘ্রই ইনশাআল্লাহ।❣️
ইসলামিক রেকর্ডস এর সাথেই থাকুন। 🥀🌺

31/12/2024

♪♪♪Audio Available Across all Leading Digital Platforms: ♪
🎵 Available on Spotify.
🎵 Available on iTunes.
🎵 Available on Apple Music.
🎵 Available on Amazon Music.
🎵 Available on Deezer.
🎵 Available on Youtube Music.
🎵 Available on JioSaavn.
🎵 Available on Hungama.

➤ || DON'T FORGET TO || ➤
✅ Like | ✅ Share | ✅ Subscribe

Enjoy & Stay Connected With US!!
Our office Address:
GODA SHIMLA BAZAR JAMALPUR SADAR 2001

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2001

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Records Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Records Studio:

Videos

Share