Rudra prokash

Rudra prokash book, book and book take orders via Facebook at this moment. Please call 01742222900 during office hour ( 10am-5:30pm)

https://youtu.be/bT603ul75nc
01/03/2023

https://youtu.be/bT603ul75nc

#প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_২০২৩ #প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_বিজ্ঞপ্তি_২০২৩প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩,প্রাথম...

https://youtu.be/4yOIG7xG5R0
13/01/2023

https://youtu.be/4yOIG7xG5R0

#শিক্ষক ারী শিক্ষক নিয়োগ সার্কুলার প্রকাশ ২০২৩ | Assistant Teacher job circular 2023.teacher jobs update news for the all candidate ...

হাসুন, মন ও শরীর সুস্থ রাখুন! আমরা কয়েকজন মিলে মানুষকে বিনোদনের মাধ্যমে হাসানোর জন্য কিছু করার চেষ্টা করছি।আমার এ ইউটিউব...
11/10/2022

হাসুন, মন ও শরীর সুস্থ রাখুন!

আমরা কয়েকজন মিলে মানুষকে বিনোদনের মাধ্যমে হাসানোর জন্য কিছু করার চেষ্টা করছি।

আমার এ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন এমনটাই আশা রাখছি।

Rudra Media House. It is basically an advertising agency. We advertise for various organizations through video. We are the only ones who advertise by nationa...

বইমেলা ২০২৩ উপলক্ষে পান্ডুলিপি আহবান করেছে রুদ্র প্রকাশআগামী বইমেলা ২০২৩ উপলক্ষে “রুদ্র প্রকাশ” একক পাণ্ডুলিপি গ্রহণের ক...
27/08/2022

বইমেলা ২০২৩ উপলক্ষে পান্ডুলিপি আহবান করেছে রুদ্র প্রকাশ

আগামী বইমেলা ২০২৩ উপলক্ষে “রুদ্র প্রকাশ” একক পাণ্ডুলিপি গ্রহণের কাজ শুরু করেছে। সকল শ্রেণির সাহিত্য প্রেমীদের নিয়ে কাজ করছে রুদ্র প্রকাশ। নবীন লেখিয়েদের জন্যে থাকছে বিশেষ কিছু সুবিধা। স্বল্প খরচে মানসম্মত একক বই করতে চাইলে- আপনার প্রিয় পাণ্ডুলিপিটি পাঠিয়ে দিন আমাদের কাছে। ভালো মানের একটি বই প্রকাশের জন্যে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। তাই হাতে সময় রেখে আপনার বইটি করার সিদ্ধান্ত নিয়ে ফেলুন আজই।

প্রথম পাণ্ডুলিপিটির জন্য থাকছে বিশেষ ছাড়! আর হ্যা, সমস্ত বইয়ের মোড়ক উম্মোচন করা হবে প্রকাশনীর নিজ খরচে।

এছাড়াও_
বইয়ের বাজারজাতকরণের (যথাসাধ্য অধিক সংখ্যক পাঠকের কাছে পৌঁছাতে) সকল ব্যবস্থা করবে রুদ্র প্রকাশ ।
প্রাপ্য রয়্যালটি বা লেখক সম্মানী লেখককে বুঝিয়ে দেওয়া হবে।
আমাদের আছে প্রথম শ্রেণীর প্রুফ রিডিং টিম।
আছে নিজস্ব প্রচ্ছদশিল্পী এবং সারাদেশে বিক্রয়ের ব্যবস্থা।

একজন লেখক হিসেবে আপনার জানা প্রয়োজন যে, একজন প্রকাশককে একটি বইয়ের জন্যে ঠিক কী কী করতে হয়। চলুন জেনে নেইঃ-
১। পাণ্ডুলিপি সংগ্রহ
২। কম্পোজ
৩। আইএসবিএন নাম্বার সংগ্রহ
৪। প্রচ্ছদ শিল্পীর কাছ থেকে নান্দনিক প্রচ্ছদ করানো
৫। প্রুফ রিডিং
৬। ভালো মানের কাগজ সংগ্রহ
৭। বইয়ের সেটআপ ও মেকআপ
৮। প্লেট তৈরি
৯। প্রেসে পাঠানো
১০। মুদ্রণ
১১। প্রচ্ছদ ছাপানো
১২। অভ্যন্তরীণ কাগজ ছাপা
১৩। কাভার লেমিনেট ও স্পট
১৪। প্রতি ফর্মা ভাজ করা
১৫। সকল ফর্মা একত্রিত করা
১৬। সেলাই ও গাম লাগানো
১৭। বাঁধাই
১৮। মেশিনে চাপে রাখা
১৯। শুকানো
২০। মুদ্রিত বইটি বাংলা একাডেমিতে পাঠানো
২১। বইটির কপিরাইট নিবন্ধন এবং কপিরাইট অফিসে বই প্রদান
২২। প্রচার এবং প্রচারণা
২৩। বাজারজাতকরণ।

এতগুলো ধাপ পেরিয়ে তবেই লেখকের হাতে একটি মানসম্পন্ন বই তুলে দিতে পারি আমরা। সাহিত্যের ছোঁয়ায় সুন্দর সমাজ গঠনে একটি মানসম্মত বই প্রকাশই আমাদের প্রধান লক্ষ্য।
পূর্বেই বলেছি, একটি মানসম্মত বই প্রকাশে প্রকাশককে যথেষ্ট সময় দিতে হয়। আর তাই আসছে ২০২৩ অমর একুশে বইমেলাকে সামনে রেখে কাঙ্খিত মানের বই প্রকাশ করতে চাইলে হাতে যথেষ্ট সময় রেখে আপনার প্রিয় পাণ্ডুলিপি প্রকাশককে দিন। অন্তত বইটির সেটআপ, মেকআপ, বানান ও সম্পাদনার কাজটা নির্ভুলভাবে এগিয়ে থাকুক।

মনে রাখবেন ভালো মানের বই পেতে হলে আপনাকে আগে থেকেই সব গুছিয়ে রাখতে হবে। দেরিতে পান্ডুলিপি হস্তান্তর করলে, তখন প্রকাশকের আর কিছুই করার থাকে না।
সবশেষে আবারো বলছি, যে প্রকাশনী থেকেই বই করুন না কেন দ্রুত আপনার পণ্ডুলিপিটি পাঠিয়ে দিন আপনার প্রিয় প্রকাশকের হাতে।

যোগাযোগ
প্রকাশনা অফিস_
রুদ্র প্রকাশ
পুলিশ কল্যাণ সুপার মার্কেট,
ইসলামপুর, জামালপুর ।
মোবা: 01742222900
ই-মেইল : [email protected]

18/08/2022
14/08/2022
13/08/2022
07/03/2022

Address

Jamalpur Sadar Upazila
2020

Telephone

+8801742222900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rudra prokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rudra prokash:

Share

Nearby media companies