27/08/2022
বইমেলা ২০২৩ উপলক্ষে পান্ডুলিপি আহবান করেছে রুদ্র প্রকাশ
আগামী বইমেলা ২০২৩ উপলক্ষে “রুদ্র প্রকাশ” একক পাণ্ডুলিপি গ্রহণের কাজ শুরু করেছে। সকল শ্রেণির সাহিত্য প্রেমীদের নিয়ে কাজ করছে রুদ্র প্রকাশ। নবীন লেখিয়েদের জন্যে থাকছে বিশেষ কিছু সুবিধা। স্বল্প খরচে মানসম্মত একক বই করতে চাইলে- আপনার প্রিয় পাণ্ডুলিপিটি পাঠিয়ে দিন আমাদের কাছে। ভালো মানের একটি বই প্রকাশের জন্যে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। তাই হাতে সময় রেখে আপনার বইটি করার সিদ্ধান্ত নিয়ে ফেলুন আজই।
প্রথম পাণ্ডুলিপিটির জন্য থাকছে বিশেষ ছাড়! আর হ্যা, সমস্ত বইয়ের মোড়ক উম্মোচন করা হবে প্রকাশনীর নিজ খরচে।
এছাড়াও_
বইয়ের বাজারজাতকরণের (যথাসাধ্য অধিক সংখ্যক পাঠকের কাছে পৌঁছাতে) সকল ব্যবস্থা করবে রুদ্র প্রকাশ ।
প্রাপ্য রয়্যালটি বা লেখক সম্মানী লেখককে বুঝিয়ে দেওয়া হবে।
আমাদের আছে প্রথম শ্রেণীর প্রুফ রিডিং টিম।
আছে নিজস্ব প্রচ্ছদশিল্পী এবং সারাদেশে বিক্রয়ের ব্যবস্থা।
একজন লেখক হিসেবে আপনার জানা প্রয়োজন যে, একজন প্রকাশককে একটি বইয়ের জন্যে ঠিক কী কী করতে হয়। চলুন জেনে নেইঃ-
১। পাণ্ডুলিপি সংগ্রহ
২। কম্পোজ
৩। আইএসবিএন নাম্বার সংগ্রহ
৪। প্রচ্ছদ শিল্পীর কাছ থেকে নান্দনিক প্রচ্ছদ করানো
৫। প্রুফ রিডিং
৬। ভালো মানের কাগজ সংগ্রহ
৭। বইয়ের সেটআপ ও মেকআপ
৮। প্লেট তৈরি
৯। প্রেসে পাঠানো
১০। মুদ্রণ
১১। প্রচ্ছদ ছাপানো
১২। অভ্যন্তরীণ কাগজ ছাপা
১৩। কাভার লেমিনেট ও স্পট
১৪। প্রতি ফর্মা ভাজ করা
১৫। সকল ফর্মা একত্রিত করা
১৬। সেলাই ও গাম লাগানো
১৭। বাঁধাই
১৮। মেশিনে চাপে রাখা
১৯। শুকানো
২০। মুদ্রিত বইটি বাংলা একাডেমিতে পাঠানো
২১। বইটির কপিরাইট নিবন্ধন এবং কপিরাইট অফিসে বই প্রদান
২২। প্রচার এবং প্রচারণা
২৩। বাজারজাতকরণ।
এতগুলো ধাপ পেরিয়ে তবেই লেখকের হাতে একটি মানসম্পন্ন বই তুলে দিতে পারি আমরা। সাহিত্যের ছোঁয়ায় সুন্দর সমাজ গঠনে একটি মানসম্মত বই প্রকাশই আমাদের প্রধান লক্ষ্য।
পূর্বেই বলেছি, একটি মানসম্মত বই প্রকাশে প্রকাশককে যথেষ্ট সময় দিতে হয়। আর তাই আসছে ২০২৩ অমর একুশে বইমেলাকে সামনে রেখে কাঙ্খিত মানের বই প্রকাশ করতে চাইলে হাতে যথেষ্ট সময় রেখে আপনার প্রিয় পাণ্ডুলিপি প্রকাশককে দিন। অন্তত বইটির সেটআপ, মেকআপ, বানান ও সম্পাদনার কাজটা নির্ভুলভাবে এগিয়ে থাকুক।
মনে রাখবেন ভালো মানের বই পেতে হলে আপনাকে আগে থেকেই সব গুছিয়ে রাখতে হবে। দেরিতে পান্ডুলিপি হস্তান্তর করলে, তখন প্রকাশকের আর কিছুই করার থাকে না।
সবশেষে আবারো বলছি, যে প্রকাশনী থেকেই বই করুন না কেন দ্রুত আপনার পণ্ডুলিপিটি পাঠিয়ে দিন আপনার প্রিয় প্রকাশকের হাতে।
যোগাযোগ
প্রকাশনা অফিস_
রুদ্র প্রকাশ
পুলিশ কল্যাণ সুপার মার্কেট,
ইসলামপুর, জামালপুর ।
মোবা: 01742222900
ই-মেইল : [email protected]