অপরূপ জামালপুর

অপরূপ  জামালপুর Allah is almighty.

03/03/2024

অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।

-শেখ সাদী

17/07/2023

যার জীবনে যত ভূল তাঁর জীবনে তত মঙ্গল অন্ধকারের অলিগলি পার হয়ে-ই তো আমরা আলোর সন্ধান পাই।

-শেখ সাদী রহ:

22/06/2023

"সবসময় কারো দোষ খুঁজে বেড়িয়ো না। পারলে সমাধানের পথটা দেখিয়ে দিও।"

-হেনরি ফর্ড।

19/06/2023

পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়। যেমন জোছনা, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালবাসা!

>হুমায়ুন আহমেদ

18/06/2023

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছ। ঈদ- উল আযহা ২৮ জুন।

17/06/2023

ঘুমাও; কারণ ঘুমের মাঝে মৃত্যুর মতন শান্তি আছে।

-জীবনানন্দ দাশ

15/06/2023

আমরা সবাই পাপী;
আপন পাপের বাটখারা দিয়ে
অন্যের পাপ মাপি!!

- কাজী নজরুল ইসলাম

14/06/2023

যন্ত্রচালিত মেশিন অলস মানুষের সংখ্যা বাড়িয়ে দিয়েছে, তাতে কোন সন্দেহ নেই।

- কার্ল মাক্স

বম্মপুত্র নদ।লোকেশন: নরুন্দি, জামালপুর সদরপিক: Jahangir alom
14/04/2023

বম্মপুত্র নদ।
লোকেশন: নরুন্দি, জামালপুর সদর
পিক: Jahangir alom

এটি জামালপুর টু ময়মনসিংহ হাইওয়ে।  এখানে এমনিতেই রাস্তার অবস্থা খুব খারাপ তার উপর রাস্তার পাশে দাড়িয়ে থাকা গাড়ির কারণে সব...
16/11/2020

এটি জামালপুর টু ময়মনসিংহ হাইওয়ে।

এখানে এমনিতেই রাস্তার অবস্থা খুব খারাপ তার উপর রাস্তার পাশে দাড়িয়ে থাকা গাড়ির কারণে সব সময় যানজট লেগেই আছে।

আমি প্রসাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, রাস্তার পাশের দাড়িয়ে থাকা গাড়িগুলোকে সরানো হোক।

ছবি ও তথ্যঃ MD Muklasur Rahman
পোস্টঃ Al-Amin Hossen

06/11/2020

একটি_বিশেষ_বিজ্ঞপ্তিঃ

এতদ্বারা জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের অবগতির জন্য যাচ্ছে যে আগামীকাল শনিবার ৩৩ কেবি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ০৮ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

আদেশক্রমেঃ জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি

ভুল নম্বরে টাকা চলে গেলে যেভাবে ফেরত পাবেনবর্তমানে মোবাইল ব্যাংকিং খুবই জনপ্রিয়। টেলিটক, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ও এ...
22/09/2020

ভুল নম্বরে টাকা চলে গেলে যেভাবে ফেরত পাবেন

বর্তমানে মোবাইল ব্যাংকিং খুবই জনপ্রিয়। টেলিটক, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেল গ্রাহকরা রেজিস্ট্রেশন করে মোবাইল ব্যাংকিং সেবা নিচ্ছেন। সেবা নিতে গিয়ে প্রতিনিয়ই মানুষ কিছু সমস্যায় পড়ে থাকে। অনেক সময় আর্থিক লেনদেনে অসাবধানতাবশত ভুল নম্বরে টাকা চলে যায়। মোবাইল নম্বরের মাধ্যমে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় আর্থিক লেনদেন করায় এই ভুলটি হয়ে থাকে। এ সমস্যায় পড়ে অনেকেরই টাকা খোয়া যায়। তাই এমন ভুল হয়ে গেলে টাকা ফেরত পেতে কী কী করণীয় তার একটি নির্দেশনা দিয়েছে বিকাশ।
বিকাশ কর্তৃপক্ষ প্রথমেই যে পরামর্শ দিচ্ছে তা হলো– টাকা ভুল নম্বরে গেলে সঙ্গে সঙ্গে প্রাপককে ফোন দেবেন না। কারণ ভুলবশত অন্য নম্বরে টাকা চলে গেলে, তা ফিরিয়ে দেওয়ার মানসিকতা খুব কম লোকই রাখে। তাই তিনি টাকা উঠিয়ে ফেললে, ভুক্তভোগীর করার কিছুই থাকবে না।
সে জন্য অ্যাকাউন্ট থেকে ভুলবশত কোনো নম্বরে টাকা গেলে প্রথমে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলেছে বিকাশ। সেখানে ট্রানজেকশন নাম্বার নিয়ে জিডি করে যত দ্রুত সম্ভব সেই জিডি কপি নিয়ে বিকাশ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। বিকাশ অফিসে অভিযোগ করার সঙ্গে সঙ্গে বিকাশ কর্মকর্তারা জিডি কপি এবং মেসেজ খতিয়ে দেখেন। এরপর ভুলে টাকা চলে গেলে ওই ব্যক্তির বিকাশ অ্যাকাউন্ট টেম্পোরারি লক করে দেয়। যাতে তিনি কোনো টাকা তুলতে না পারেন।

এর পরক্ষণই ওই ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন বিকাশ কর্মকর্তারা। প্রাপক ফোন ধরে যদি ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই টাকা নিজের নয় বলে জানায়, তখন অফিস থেকেই টাকাটি নির্দিষ্ট ব্যক্তির কাছে স্থানান্তর করে দেয় বিকাশ।
আর যদি ওই ব্যক্তি নিজের টাকা বলে দাবি করেন, তা হলে ৭ কর্ম দিবসের মধ্যে তাকে প্রমাণসহ অফিসে এসে অ্যাকাউন্ট ঠিক করে নিতে নির্দেশ দেয় বিকাশ কর্তৃপক্ষ।

সেই নির্দেশনা না মেনে পরবর্তী ৬ মাসে ব্যক্তি না এলে ভুক্তভোগী প্রেরকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এর পরবর্তী ৬ মাসেও না এলে অ্যাকাউন্টটি চিরতরের জন্য অটো ডিজেবল হয়ে যাবে।
প্রসঙ্গত এই পদ্ধতি শুধু বিকাশেই নয়, রকেট এবং নগদের ক্ষেত্রেও প্রযোজ্য।

*তথ্যসূত্রঃ দৈনিক ইত্তেফাক
[***বি.দ্রঃ লেখাটি শেয়ার করে অন্যদের জানতে সহযোগিতা করুন। কারণ অংখ্য মানুষ প্রতিনিয়ত এই ধরনের সমস্যার পড়েছেন! ]

পোস্ট সংগৃহীতঃ Gazi Mizanur Rahman

08/09/2020

সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু করতে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ২৭/০৮/২০২০ হতে ৭৪৫/৭৪৬ আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ও ৪৭/৪৮ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন চলাচল করবে।
20/08/2020

আগামী ২৭/০৮/২০২০ হতে
৭৪৫/৭৪৬ আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ও ৪৭/৪৮ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন চলাচল করবে।

18/08/2020

নিজস্ব প্রতিবেদক জামালপুরে একসঙ্গে ৪ শিশুর জন্ম দিয়েছে এক গৃহবধু। মঙ্গলবার সকালে জমালপুর জিয়া হেলথ্ কমপ্লেক্স .....

10/08/2020

১০/০৮/২০২০
করোনা আপডেটঃ

গত ২৪ ঘন্টায়,
#নমুনা_পরীক্ষা ১২,৮৪৯ জন।
#শনাক্ত ২,৯০৭ জন,মোট শনাক্ত ২,৬০,৫০৭ জন।
#মৃত্যু ৩৯ জন,মোট মৃত্যু ৩,৪৩৮ জন।
#সুস্থ ২,০৬৭ জন,মোট সুস্থ ১,৫০,৪৩৭ জন।
সূত্রঃ স্বাস্থ্য অধিদপ্তর
পোস্টঃ Al-amin Hossen

10/08/2020

১০ আগস্ট ২০২০ জামালপুরের করোনা আপডেট
------------------------------------------------------------------
জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও মোট ১৬ জন (সদর ১৪, সরিষাবাড়ী ২) COVID-19 সংক্রমণ শনাক্ত হয়েছে।

সর্বমোট সংক্রমণ শনাক্ত ১০৩৩ জন (সদর ৪৫৭, মেলান্দহ ৯৯, মাদারগঞ্জ ৫৯, ইসলামপুর ১৫৯, সরিষাবাড়ী ১২৮, দেওয়ানগঞ্জ ৪৬, বকশীগঞ্জ ৮৫)।

সর্বশেষ সুস্থ ০ জন।
সর্বমোট সুস্থ ৭৯২ জন (সদর ৩০৮, মেলান্দহ ৯০, মাদারগঞ্জ ৪৮, ইসলামপুর ১৩৫, সরিষাবাড়ী ৯৮, দেওয়ানগঞ্জ ৪০, বকশীগঞ্জ ৭৩)।

সর্বশেষ মৃত্যু ০ জন।
সর্বমোট মৃত্যু ১৭ জন
(চিকিৎসাধীন ১২ জন - সদর ৩, দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ৪ ও মাদারগঞ্জ ২)
(মৃতের নমুনায় ৫ জন - ইসলামপুর ৩, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১)।

সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ১৯ জন।

সর্বশেষ নমুনা সংগ্রহ ১৪৬ টি।
মোট নমুনা সংগ্রহ ৯৭২২ টি।

কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলেই সরকারী বিধিমালা মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদান করুন।

সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৯৩ টি।
সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ০ টি।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৯৩ টি।

বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ৭ জন এবং ছাড়পত্র ২২০ জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২০৮, জন এবং ছাড়পত্র ৫৬৬ জন।

মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন।

মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন।
কোভিড-১৯ শনাক্তে নমুনা প্রদান করুন।

সূত্রঃ সিভিল সার্জনের কার্যালয়।
পোস্টঃ Al-Amin Hossen

সাব পোস্ট অফিস, নান্দিনাছবি ও পোস্টঃ Al-Amin Hossen
09/08/2020

সাব পোস্ট অফিস, নান্দিনা
ছবি ও পোস্টঃ Al-Amin Hossen

09/08/2020

ব্রেকিং নিউজ
আগামী ১৬ তারিখ হতে
ঢাকা - দেওয়ানগঞ্জ - ঢাকা রোডে
দেওয়ানগঞ্জ কমিউটার (৫১/৫২)'

ঢাকা - তারাকান্দি - ঢাকা রোডে
অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫/৭৩৬)'
ট্রেন দুটি চলবে।

09/08/2020

০৯/০৮/২০২০
করোনা আপডেটঃ

গত ২৪ ঘন্টায়,
#নমুনা_পরীক্ষা ১০,৭৫৯ জন।
#শনাক্ত ২,৪৮৭ জন,মোট শনাক্ত ২,৫৭,৬০০ জন।
#মৃত্যু ৩৪ জন,মোট মৃত্যু ৩,৩৯৯ জন।
#সুস্থ ১,৭৬৬ জন,মোট সুস্থ ১,৪৮,৩৭০ জন।
সূত্রঃ স্বাস্থ্য অধিদপ্তর
পোস্টঃ Al-amin Hossen

09/08/2020

৯ আগস্ট ২০২০ জামালপুরের করোনা আপডেট
-------------------------------------------------------------------
জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও মোট ১১ জন (সদর ১, সরিষাবাড়ী ৫, বকশীগঞ্জ ৫) COVID-19 সংক্রমণ শনাক্ত হয়েছে।

সূত্রঃ সিভিল সার্জনের কার্যালয়।
পোস্টঃ Al-Amin Hossen

09/08/2020

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর নান্দিনা বাজার উপশাখা আগামীকাল ১০ অাগস্ট শুভ উদ্বোধন করা হবে।

08/08/2020
08/08/2020

০৮/০৮/২০২০
করোনা আপডেটঃ

গত ২৪ ঘন্টায়,
#নমুনা_পরীক্ষা ১১,৭৩৭ জন।
#শনাক্ত ২,৬১১ জন,মোট শনাক্ত ২,৫৫,১১৩ জন।
#মৃত্যু ৩২ জন,মোট মৃত্যু ৩,৩৬৫ জন।
#সুস্থ ১,০২০ জন,মোট সুস্থ ১,৪৬,৬০৪ জন।
সূত্রঃ স্বাস্থ্য অধিদপ্তর
পোস্টঃ Al-amin Hossen

08/08/2020

৮ আগস্ট ২০২০ জামালপুরের করোনা আপডেট
----------------------------------------------------------------
জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও মোট ২৪ জন (সদর ২১, মেলান্দহ ১, মাদারগঞ্জ ১, সরিষাবাড়ী ১) COVID-19 সংক্রমণ শনাক্ত হয়েছে।

সর্বমোট সংক্রমণ শনাক্ত ১০০৫ জন (সদর ৪৪৩, মেলান্দহ ৯৮, মাদারগঞ্জ ৫৯, ইসলামপুর ১৫৭, সরিষাবাড়ী ১২২, দেওয়ানগঞ্জ ৪৬, বকশীগঞ্জ ৮০)।

সর্বশেষ সুস্থ ০ জন।
সর্বমোট সুস্থ ৭৩৩ জন (সদর ৩১১, মেলান্দহ ৮১, মাদারগঞ্জ ৪৩, ইসলামপুর ১১৮, সরিষাবাড়ী ৮১, দেওয়ানগঞ্জ ৩৪, বকশীগঞ্জ ৬৫)।

সর্বশেষ মৃত্যু ০ জন।
সর্বমোট মৃত্যু ১৭ জন
(চিকিৎসাধীন ১২ জন - সদর ৩, দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ৪ ও মাদারগঞ্জ ২)
(মৃতের নমুনায় ৫ জন - ইসলামপুর ৩, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১)।

সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ১৬ জন।

সর্বশেষ নমুনা সংগ্রহ ৯১ টি।
মোট নমুনা সংগ্রহ ৯৪৮৮ টি।

কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলেই সরকারী বিধিমালা মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদান করুন।

সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৯১ টি।
সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ০ টি।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৯১ টি।

বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ৪ জন এবং ছাড়পত্র ২২৩ জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২২৪, জন এবং ছাড়পত্র ৫০৪ জন।

মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন।

মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন।
কোভিড-১৯ শনাক্তে নমুনা প্রদান করুন।

সূত্রঃ সিভিল সার্জনের কার্যালয়
পোস্টঃ Al-Amin Hossen

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Telephone

+8801762825236

Website

Alerts

Be the first to know and let us send you an email when অপরূপ জামালপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অপরূপ জামালপুর:

Share

Nearby media companies


Other Digital creator in Jamalpur Sadar Upazila

Show All