08/08/2020
৮ আগস্ট ২০২০ জামালপুরের করোনা আপডেট
----------------------------------------------------------------
জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও মোট ২৪ জন (সদর ২১, মেলান্দহ ১, মাদারগঞ্জ ১, সরিষাবাড়ী ১) COVID-19 সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ১০০৫ জন (সদর ৪৪৩, মেলান্দহ ৯৮, মাদারগঞ্জ ৫৯, ইসলামপুর ১৫৭, সরিষাবাড়ী ১২২, দেওয়ানগঞ্জ ৪৬, বকশীগঞ্জ ৮০)।
সর্বশেষ সুস্থ ০ জন।
সর্বমোট সুস্থ ৭৩৩ জন (সদর ৩১১, মেলান্দহ ৮১, মাদারগঞ্জ ৪৩, ইসলামপুর ১১৮, সরিষাবাড়ী ৮১, দেওয়ানগঞ্জ ৩৪, বকশীগঞ্জ ৬৫)।
সর্বশেষ মৃত্যু ০ জন।
সর্বমোট মৃত্যু ১৭ জন
(চিকিৎসাধীন ১২ জন - সদর ৩, দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ৪ ও মাদারগঞ্জ ২)
(মৃতের নমুনায় ৫ জন - ইসলামপুর ৩, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১)।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ১৬ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ ৯১ টি।
মোট নমুনা সংগ্রহ ৯৪৮৮ টি।
কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলেই সরকারী বিধিমালা মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদান করুন।
সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৯১ টি।
সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ০ টি।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৯১ টি।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ৪ জন এবং ছাড়পত্র ২২৩ জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২২৪, জন এবং ছাড়পত্র ৫০৪ জন।
মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন।
মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন।
কোভিড-১৯ শনাক্তে নমুনা প্রদান করুন।
সূত্রঃ সিভিল সার্জনের কার্যালয়
পোস্টঃ Al-Amin Hossen