29/11/2021
বয়স তো কম হইলো না বিয়ে করবা কবে? তোমার বোন তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তোমার মতোই দেখা যায় এখন৷ পাশের বাসার আন্টি ইনিয়েবিনিয়ে কি বলতে চায় তা স্পষ্টই বোঝা যাচ্ছে তার কথায়। অনার্স মাস্টার্স পড়ুয়া অবিবাহিত মেয়ে দেখলেই আশেপাশের মানুষের মাথা ঘুরে যায়৷ নিজের পরিবারের থেকেও তাদের চিন্তা বেশি৷ সারাক্ষণ বিয়ে করছো না কেনো? এরপর আর কবে বিয়ে করবে! ত্রিশ পার হয়ে গেলে বাচ্চাকাচ্চা হবে নাকি! তার উপর যদি মেয়ে কালো হয় তাহলে তো কোনো কথাই নাই। চব্বিশ ঘন্টা কানের সামনে ভাঙ্গা রেকর্ডের মতন চলতে থাকে, এই কালো মেয়েকে কে বিয়ে করবে? একে বেশি পড়িয়ে বয়স বাড়ানোর চাইতে এখন যাকে পাচ্ছেন তার সাথেই মানে মানে বিয়েটা দিয়ে দেন। এমনিতেও কালো মেয়েরা এতো চাকরি বাকরি করেও বা কি করবে! সংসার করুক। বিয়ের আগে ক্রিম মাখতে বলবেন মেয়েকে। একটু ফর্সা না হইলে স্বামীও ভালো জানবে না ভাবি।
পরের মেয়ে ভালো চাকরি পেলে তার চরিত্র নিয়েও কথা বলেন। চাকরি কেমনে পাইলো! নিশ্চয়ই কোনো ভেজাল আছে মেয়ের মধ্যে।
অথচ মেয়েটা যে নিজের যোগ্যতায় এতো দূর এসেছে আপনার কুৎসিত নজরে সেটা ধরাই পরে না। কারন সে আপনার মেয়ে না পরের মেয়ে।
আপনার এসব প্রশ্ন একটা মানুষকে ডিপ্রেশনের চূড়ান্ত পর্যায় নিয়ে যেতে পারে। কালো মেয়েটার সামনে তার বিয়ে এবং বয়স নিয়ে খোঁটা না দিলে আপনার পেটের ভাত হজমই হয় না। পরের জিনিস নিয়ে খবরদারি করতে বেশ ভালোই লাগে আপনার। এসব না করে নিজের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। আপনার মেয়ের দিকে তাকিয়ে একবার ভাবেন কেউ যদি তাকে কালো বলে খোঁটা দিতো, ক্রিম মেখে ফর্সা হতে বলতো তখন আপনার কেমন লাগতো? আপনার মেয়ে বিয়ের আগে নিজের ক্যারিয়ারটা গুছিয়ে নিতে চায় সেটা হচ্ছে সচেতন শিক্ষিত মেয়ের চিন্তা ভাবনা আর পরের মেয়ে বিয়ে হতে দেরি হলেই সে বুড়ি! পরের মেয়ে পড়াশোনা করে ক্যারিয়ার গড়তে চাইলেই তাকে হাজারটা বাজে তকমা দিয়ে দমিয়ে রাখেন।
নিজের চিন্তা ভাবনা গুলো বদলান, জীবন বদলে যাবে।
ইনশাআল্লাহ